অনলাইনেই বেচাকেনা করুন বিভিন্ন ব্র্যান্ড এর আকর্ষণীয় 3G মোবাইল

মোবাইল ব্যবহার করেন না? তা তো করেনই! মোবাইল ব্যবহার করেনা এমন মানুষ এখন বাংলাদেশে খুব কম চোখে পরে। মোবাইলটা বর্তমানে ফ্যাশন ট্র্যান্ড হয়ে গেছে। পকেটে একটা ব্র্যান্ডেড মোবাইল ফোন না থাকলে তো ইজ্জতের ফালুদা! আর ছেলে মেয়ে তো ক্লাস সিক্স এ উঠেই মোবাইল চাইতে চাইতে অস্থির করে ফেলে। বলে এটা নাকি ডিজিটাল যুগ, মোবাইল ছাড়া কেও এক মুহুর্তও চলতে পারে না।

আসলেই তো তাই! এখন কি আর কাওকে কোন খবর দেয়ার জন্য চিঠি পাঠিয়ে এক সপ্তাহ অপেক্ষা করার দিন আছে? এখন আমরা মুহুর্তের মধ্যেই আমাদের যোগাযোগের কাজটা সেরে ফেলি। সবকিছুই হয় এখন গতিময়। আর সেই গতিকে আরো এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশে প্রথমবারের মত এসেছে 3G । 3G এর সাহায্যে গ্রাহকরে পাবে ভিডিও কলিং, লাইভ টিভি, সুপার ফাস্ট ইন্টারনেট সহ আরো অনেক সুবিধা।

কিন্তু এর জন্য প্রয়োজন একটি 3G সাপোর্টেড মোবাইল ফোন। যার সাহায্যে আপনি এসব 3G ফিচার গুলো উপভোগ করতে পারবেন।

কেন এখন 3G মোবাইল?

বাংলাদেশে চালু হয়েছে 3G সার্ভিস। এতে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় ফিচার। মোবাইলে ভিডিও কলিং, মোবাইলে লাইভ টিভি, মোবাইলে সুপার ফাস্ট ইন্টারনেট। এসব সুবিধা উপভোগ করার জন্য আপনার প্রয়োজন একটি 3G সাপোর্টেড মোবাইল ফোন। এই মোবাইল ফোন এ রয়েছে আকর্ষণীয় ক্ষমতা। যার সাহায্যে আপনি 3G'র বিভিন্ন ফিচার উপভোগ করতে পারবেন।

বর্তমান 3G মোবাইল বাজার

বর্তমানে সকল নতুন মোবাইলই 3G সাপোর্টেড। বাংলাদেশে 3G সাপোর্টেড মোবাইল ফোনের কোম্পানি গুলোর মধ্যে জনপ্রিয় হচ্ছে, স্যামসাং গেলাক্সি, নোকিয়া লুমিয়া, সনি এক্সপেরিয়া, এপেল আইফোন

স্যামসাং গেলাক্সি

স্যামসাং গেলাক্সি এর সর্বশেষ মোবাইল ফোনটি হচ্ছে Samsung Galaxy S4। এতে 3G সাপোর্ট সহ রয়েছে আরো আকর্ষণীয় সব ফিচার। স্যামসাং এর 3G সাপোর্টেড ফোন গুলোর মুল্য আনুমানিক ৭০০০ - ৬০,০০০+ টাকা পর্জন্ত। এর মধ্যে রয়েছে Galaxy Y, Galaxy S, Galaxy Mini, Galaxy Pocket ইত্যাদি।

নোকিয়া লুমিয়া

নোকিয়ার সর্বশেষ মোবাইল ফোনটি হচ্ছে Nokia Lumia 1020। এতে রয়েছে 3G ফিচার সহ আরো অনেক কিছুই... এতে আছে 41mp ক্যামেরা। নোকিয়ার 3G সাপোর্টেড ফোন গুলোর মধ্যে রয়েছে লুমিয়া ১০২০, লুমিয়া ৬২৫, লুমিয়া ৯২৫, আশা ৫০১ সহ আরো অনেক হ্যান্ডসেট। এগুলোর দাম ৫০০০ থেকে শুরু করে ৬০,০০০+ পর্যন্ত রয়েছে।

সনি এক্সপেরিয়া

সনি এক্সপেরিয়ার সর্বশেষ মোবাইল ফোনটি হচ্ছে সনি এক্সপেরিয়া আলট্রা। এটি তো অবশ্যই 3G সাপোর্টেড, এমনকি ওয়াটার প্রুফ ও। সনির লেটেস্ট 3G সাপোর্টেড ফোন গুলো হচ্ছে Xperia Ultra, Xperia Z, Xperia M, Xperia L ইত্যাদি। 3G সাপোর্টেড ফোনগুলোর মুল্য ৮০০০ থেকে শুরু করে ৬০০০০+

এপেল আইফোন

এপেল আইফোন এর সর্বশেষ মোবাইল টি হচ্ছে iPhone 5S. এটিতে 3G সাপোর্ট ছাড়াও আরো অনেক ফিচার রয়েছে। আইফোন এর অন্যান্য 3G সাপোর্টেড মোবাইল ফোনগুলো হচ্ছে iPhone 3gs, iPhone 4s, iPhone 5C ইত্যাদি। এগুলোর মুল্য ৫০০০০ এর উপরে।

সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার সুবিধা

মানুষ বিভিন্ন কারণে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে থাকে। এসব কারণের মধ্যে রয়েছে বেশ কিছু সুবিধা। কিছু সুবিধা হচ্ছেঃ

  • কম দামে ভালো মোবাইল পাওয়া যায়।
  • কম বাজেট এ বেশি বাজেট এর মোবাইল পাওয়া যায়।
  • মোবাইল দেখে ব্যবহার করে নেয়া যায়।

অনলাইনে সেকেন্ড হ্যান্ড মোবাইল বেচাকেনা করুণ Bikroy.com এ!

Bikroy.com এর সাহায্যে সহজে এবং কম সময়ে আপনার সেকেন্ড হ্যান্ড মোবাইলের জন্য পেতে পারেন http://bikroy.com/bn/mobile-phones-in-bangladesh হাজারো ক্রেতা। Bikroy.com এ আপনার মোবাইলের একটি ফ্রী বিজ্ঞাপন দিন আর হাজারো ক্রেতার ভীর থেকে বেছে নিন আপনার পছন্দের ক্রেতাকে এবং তার কাছে বিক্রি করুণ আপনার মোবাইল ফোন।

Bikroy.com এ শুধু বিক্রি ই হয় না! কেনাকাটা ও হয়। Bikroy.com থেকে আপনার পছন্দের মোবাইল ফোন কিনতেও পারেন http://bikroy.com/bn/mobile-phones-in-bangladesh। বিক্রেতাদের দেয়া বিজ্ঞাপন দেখে একটি মোবাইল ফোন পছন্দ করুণ, উক্ত বিজ্ঞাপন দাতাকে কল করুন এবং মোবাইল ফোনটি কিনে নিন।

কেনার ক্ষেত্রে সতর্কতা ও টিপস

  • মোবাইল ভাল করে দেখে ও বুঝে নিন।
  • মোবাইল সম্পর্কে ভাল বুঝে এমন কাওকে নিয়ে মোবাইল কিনুন।
  • কেনার পুর্বে মোবাইল সম্পর্কে যা জানার বিক্রেতা থেকে তা জেনে নিন।
  • মোবাইল হাতে না পেয়ে অগ্রীম পেমেন্ট করবেন না।
  • সরাসরি দেখা করে পেমেন্ট করুণ ও মোবাইল বুঝে নিন।
  • মোবাইলের চার্জার ও অন্যান্য জিনিসপত্র থাকলে বুঝে নিন।

বেচার ক্ষেত্রে সতর্কতা ও টিপস

  • ক্রেতার সাথে দাম ঠিক করে নিন।
  • সরাসরি দেখা করে পেমেন্ট নিন ও মোবাইল বুঝিয়ে দিন।
  • মোবাইলের কোন সমস্যা থাকলে তা ক্রেতাকে জানিয়ে দিন।
  • মিথ্যা বলে ক্রেতাকে ধোকা দিবেন না।

Bikroy.com এ আপনার বেচাকেনা শুভ হোক

যুক্ত হোন Bikroy.com এর সোসিয়াল নেটওয়ার্ক এ

:arrow: টিউনটি কম্পাইল্ড করেছেন টেকটিউনস 'সুপ্রিম টিউনার' রাকিবুল হাসান

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'বিক্রয় ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | [email protected]

Level 0

আমি Bikroy .Com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হাতের মুঠোয় 3G. এজন্য অনেকেই Smart Phone কিনতে চান। যারা Samsung Galaxy Core কিনতে চান তারা আর কিনেন না। Samsung Galaxy Core নিয়ে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি যেন আমার মতো বিপদে না পড়েন।
আমি গত 17/09/2013 ইং তারিখে একটি Samsung Galaxy Core কিনি। এরপর থেকেই বিভিন্ন সমষ্যা দেখা দিতে থাকে (যেমন- ব্রাউজিং, গ্যালারীতে ছবি দেখা এবং গেম খেলার সময় হ্যাং হয়ে যাওয়া) এছাড়াও ব্যাটারীর সমষ্যা তো আছেই । তারপর আমি গত 02/10/2013 ইং তারিখে ধানমন্ডি এ.আর প্লাজা (সামস্যাং এর কাষ্টমার কেয়ার) এ নিয়ে যাই। তারা আমাকে বললো আগামি 04/10/13 তারিখে এসে আপনার ফোন সেট টি নিয়ে যাবেন। 04/10/2013 তারিখ সকালে +8809612300300 (স্যামস্যাং কেয়ার এর নাম্বার) থেকে কল দিয়ে বললো আপনার সেট টি ওকে আছে এসে নিয়ে যান। এর পর আমি কেয়ার সেন্টারে যাই এবং সেখান থেকে বললো আপনার সেট টি এখনও ঠিক হয় নি দুই দিন পরে এসে নিয়ে যাবেন। এর পর 06/10/2013 তারিখে আমি +8809612300300 নাম্বারে ফোন দিলাম তারা বললো আপনার সেটটি ওকে আছে এসে নিয়ে যেতে পারেন। যথারীতি আমি সেটটি আনতে এ.আর প্লাজাতে যাই কিন্তু সেখানে যাবার পর তারা বললেন আপনার সেট টি তে IMEI দেওয়া হয় নি । তাই আপনাকে আমরা সেট টি দিতে পারছিনা। (চিন্তা করেন মেজাজ টা কেমন গরম হতে পারে আর কেমন সার্ভিস)। তারপর তারা বললেন আগামী 30/10/2013 তারিখের আগে আপনাকে সেটটা দিতে পারছিনা। এই হলো স্যামস্যাং এর সার্ভিস। কথা, কাজ ও সার্ভিসের কোন মিল নেই। যতটুকু জানতে পারলাম স্যামস্যাং এর বাংলাদেশে সার্ভিস খুব একটা ভালো না। তারা বাংলাদেশের সার্ভিস নিয়ে মাথাঘামায় না। এজন্য যারা আমার মতো Samsung Galaxy Core কিনেছেন তারা সার্ভিস নিতে গেলে ভেবে নেবেন। আর যারা কিনতে চান তারা দয়া করে কিনবেন না। আর পারলে স্যামসাংকে বাদ দিয়ে অন্য ব্রান্ডের ফোন কেনার চেষ্টা করুন। আমি আমার বন্ধুদের কাছ থেকে জানতে পারলাম যে তারা অনেকে লুমিয়া বা Xperia নিয়ে ভালো আছে।
বিশেষ করে বাংলাদেশী যারা তারা আমার মতো বিড়াম্বনায় পড়তে না চাইলে স্যামস্যাং কিনেন না।

    Level 0

    @emdadulhossain: ভাল একটা পরামর্শ দিলেন ভাই ধন্যবাদ আপনাকে টিউনারকে তো অবশ্যই ধন্যবাদ।