Job Ready, Easy ও দুর্দান্ত থ্রিডি এ্যানিমেশন কোর্স! ফ্রি সেমিনার, ফ্রি এ্যানিমেশন স্টার্টার কিট!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'ডিজিটাল পাঠশালা'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

সৃজনশীল তরুন তরুণীদের জন্য 'ডিজিটাল পাঠশালার' দুর্দান্ত ৬ মাস মেয়াদী থ্রিডি এ্যানিমেশন কোর্স শুরু হচ্ছে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে। শুধু মানসম্পন্ন কাজ শেখা নয়, টেলিভিশনে বছর জুড়ে তাদের কাজ সম্প্রচারের অভাবনীয় সুযোগ নিয়ে এল এই ছয় মাসের প্রশিক্ষণটি।

একেবারে ছবি আঁকা থেকে শুরু করে হাতে কলমে স্ক্রিপ্ট লেখা,  চরিত্রগুলো কম্পিউটারে তৈরী করা, তাদের দিয়ে এ্যানিমেশন করানো এবং স্পেশাল ইফেক্টের কাজ সহ টিভিতে দু' বছর মেয়াদী ১০৪ পর্বের ধারাবাহিকে কাজ করার  দুর্লভ অপরচুনিটি তো থাকছেই।

পাশাপাশি স্টোরি বোর্ডিং, ভিডিও এডিটিং, সাউন্ড রেকর্ডিং সহ ছবি তৈরীর সবরকম সিলেবাসই থাকবে এই কোর্সে। যারা  ভিজুয়াল মিডিয়ার এই সাম্প্রতিক ক্রেজকে কাজে লাগিয়ে একটি আকর্ষনীয় পেশা  তৈরী করতে চাও তাদের তো অবশ্যই আসতে হবে।

আর শেখানো হবে বিকেলে। সুতরাং কোনভাবেই তোমার পড়াশোনা বা চাকুরীর ব্যাঘাত ঘটবে না। এর বিকল্প কোন প্রতিষ্ঠান ঢাকা শহরে নেই।

আরও বিস্তারিত জানার জন্য ফ্রি সেমিনার তো রয়েছেই। কার্টুন ছবি তৈরী যে কত ফান এবং এন্টারটেইনিং হতে পারে সেটা সেমিনারে চোখের সামনেই করে দেখানো হবে। পাশাপাশি নিশ্চিত জবের সুযোগও রয়েছে এবং সেটাও তোমাদের নিজের বাসায় বসে, নিজের সময়ে।

দুর্দান্ত এই থ্রিডি এ্যানিমেশন কোর্স করলে তুমি কী কী করতে পারবে?


এই কোর্স সম্পন্ন করার পরে আউটসোর্সিং বা রিয়েল এস্টেটের কাজও যদি তোমরা করতে চাও। পারবে। পারবে বিজ্ঞাপণের এ্যানিমেশনের এবং স্পেশাল ইফেক্টসের কাজগুলো করতে। ছবি সম্পাদনাও পারবে। যে কোন একটা মাত্র বানিজ্যিক কাজেই তোমাদের কোর্স ফির চারগুণ তুমি তুলে ফেলতে পারবে। তাই আর দেরী না করে নিছক কৌতুহলের বসেই চলে এসো আমাদের ফার্মগেট অফিসের সেমিনারে। দ্যাখই না তোমাদের জন্য কি সারপ্রাইজ রয়েছে।

ফ্রি সেমিনার ও ফ্রি এ্যানিমেশন স্টার্টার কিট!

সেমিনারে অংশগ্রহনের জন্য অফিসে এসে নাম লেখাতে হবে। কোন নিবন্ধন ফি নেই। শুধু আগ্রহই যথেষ্টে। আর হ্যাঁ আনতে হবে কাগজ, পেন্সিল। একটু মজাও করতে হবে। সবার জন্যই থাকবে এখনই কাজ শুরুর উপযোগী এ্যানিমেশন কিট। একদম ফ্রি তে। অবিশ্বাস্য অফার ? তাই না ?

আমরা কারা?

মূল প্রতিষ্ঠান ম্যাজিক ইমেজ সরাসরি তোমাদের তত্ত্বাবধান করবে। কাজের ব্যবস্থা করে দেবে। দেশের প্রথম থ্রি ডি গেম “অরুনোদয়ের অগ্নিশিখা” আমাদের তৈরী। দেশের সবচেয়ে বড় থ্রি ডি মুভি জাফর ইকবাল স্যারের “ত্রাতুলের জগৎ” আমাদের সৃষ্টি। দেশের সবচেয়ে ব্যয়বহুল থ্রি ডি কপোর্রেট ভিডিও আমাদের হাতের নির্মাণ। দীর্ঘকালীন প্রচারিত (প্রায় ১৫০ পর্ব) থ্রি ডি ওয়েবিসোড “হাবাগোবা” ও আমাদের কাজ। প্রথম টুডি মিউজিক ভিডিওটাও আমরাই করেছি।

এছাড়াও প্রচারিত অসংখ্য বিজ্ঞাপণ তো রয়েছেই। আমাদের ছেলে মেয়েরা প্রতিটি টেলিভিশন চ্যানেলে সুনামের সাথে কাজ করছে। তিনটি টিভি চ্যানেলের সাথে সবসময় কাজ করছি আমরা। আমাদের দরকার অসংখ্য মেধাবী ছেলে মেয়ে।

থ্রিডি আ্যানিমেশনের বাজার কীরকম?

থ্রিজি এর যে বিপ্লব আসছে। তার কন্টেন্ট তৈরীর জন্য শত শত সৃজনশীল থ্রি ডি আর্টিস্ট প্রয়োজন। হাজার কোটি টাকা খরচ করে ইনফ্রাস্ট্রাক্চার তৈরী করেছে জিপি, রবি, এয়ারটেল, বাংলালিংক আর টেলিটক। কিন্তু কন্টেট তৈরী করার মত আছে কি অত শত লোক। তাই আজ যে এই ফিল্ডে নামবে, অচিরেই তার হাতে থাকবে নেতৃত্বের পতাকা।

আর আউটসোর্সিং এর কথা না হয় নাই বললাম। সবচেয়ে এক্সপেনসিভ কাজগুলোই হয় থ্রি ডি এ্যানিমেশনের। একবার ঘুরেই দেখো না আউটসোর্সিং সাইটগুলো।

খরচ?

বুঝছি। খরচের কথা মানে কোর্স ফির কথা ভাবছ। তাই না ? এর চেয়ে কমে যদি ঢাকা শহরের কোথাও এই সুবিধা গুলো  পাও। তোমার শেখার খরচ আমরাই বহন করব। কেমন ?

সো বাকোয়াস বন! সেমিনার অন!

সেমিনারের আসন সীমিত (আমাদের চেয়ার কম)। এক্ষুনি ফোন লাগাও, প্রি বুকিং কর। বাস, টেম্পু, বাইক যা আগে পাও, ধরে চলে আস ফার্মগেটে। বিনামূল্যে নাম নিবন্ধনের জন্য।  বিকাল ৫ টার আগেই যে কোন দিন। জুম্মার দিন বাদ।


আমাদের সাথে যোগাযোগ

ডিজিটাল পাঠশালা

৭ তলা, বিটিআই সেন্ট্রাল প্লাজা

আনন্দ হলের বিপরীতে

ফার্মগেট, ঢাকা

নিবন্ধনের জন্য সেল নম্বর : ০১৭১৩২০০৮৪৬, ০১৭৫৭০০৯৯৯১

http://www.digitalpathshala.com

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'ডিজিটাল পাঠশালা'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শিক্ষাগত যোগ্যতা কি ধরনের হতে হবে ……

    Level 0

    @শেখসাদী শুভ: proficient in computer operation

Level 0

পেজ এর facebook লিঙ্ক টা…………

Level 0

course fee koto???

thanks

know you any