অনলাইনে কেনা-বেচা করুন কম্পিউটার ল্যাপটপ আর পিসি

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'বিক্রয় ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | [email protected]

ব্যক্তিগত প্রয়োজনে পিসি টা কিনেই ফেল্লেন। বিভিন্ন অফিসিয়াল কাজ করতে হতো, ব্যক্তিগত কাজ করতে হতো। কিন্তু কিছুদিন ব্যবহার করার পর বুঝতে পারলেন, পিসি থেকে ল্যাপটপ টা আপনার জন্য বেশি সুবিধা জনক। সহজেই বহন করে অফিসে নিতে পারবেন, বিদ্যুৎ ছাড়া বেশ কিছুক্ষন চালাতে পারবেন, আরো অনেক সুবিধা! কিন্তু পিসি তো কিনে ফেলেছেন, এখন আরেকটা ল্যাপটপ কেনার মত টাকা ও হাতে নেই। ভাবলেন পিসি টা বিক্রি করে দেই, কিন্তু তাতে পরলেন আরো বড় মুশকিল এ। পিসি বিক্রির জন্য ভাল কাস্টমার পাচ্ছেন না আর পিসি বিক্রি করার জন্য পরতে হয় দারুণ ভোগান্তি তে।

পিসি বা ল্যাপটপ দুইটাই বেশ উপকারী, তবে ব্যক্তিভেদে ও তার কাজের ধরন ভেদে একেক জনের একেক পছন্দ। যেমন আপনার পছন্দ বা প্রয়োজন ল্যাপটপ। পিসি হোক আর ল্যাপটপ, দুইটা কেনার ক্ষেত্রেই বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হয়। পিসি, ল্যাপটপ সম্পর্কে ভাল ধারনা না থাকলে পিসি, ল্যাপটপ কিনে ঠকতে হয়। তাহলে চলুন পিসি ও ল্যাপটপ সম্পর্কে কিছু তথ্য জেনে নেই...

ল্যাপটপ ও পিসি সম্পর্কে কিছু তথ্য

বাংলাদেশে বর্তমানে পিসি ও ল্যাপটপ দুটোই সমান তালে চলছে। পুর্বে পিসির ব্যবহারকারী বেশি ছিল, কিন্তু ধীরে ধীরে তা ল্যাপটপ ব্যবহারকারীতে রূপান্তরিত হচ্ছে। প্রতিনিয়তই ল্যাপটপ এর ব্যবহারকারী বৃদ্ধি পাচ্ছে। ল্যাপটপ এর সহজে বহন যোগ্যতা, ছোট সাইজ, ব্যাটারি সুবিধা ইত্যাদি কারনে মানুষ পিসি থেকে ল্যাপটপ বেশি ব্যবহার করছে। তবে পিসির ব্যবহার ও তেমন কম নয়! বর্তমানে প্রচুর পিসির ব্যবহারকারী রয়েছেন। মুলত ভারি কাজকর্মের জন্য পিসি টাই বেশ যোগ্য। ল্যাপটপ যেমন ছোট তেমনি ছোট কাজে পারদর্শী। বড় বড় ভারি কাজ করতে গেলে পিসির শরণাপন্ন হতে হয়।

বাংলাদেশে বর্তমানে কোর টু ডু, ডুয়েল কোর, কোর আই থ্রী, এইসব প্রসেসর এর পিসি বেশি চলছে। ইন্টেল, গিগাবাইট, এসরক এর মাদারবোর্ড গুলো বেশ জনপ্রিয়। আবার ল্যাপটপ এর ক্ষেত্রে আসুস, এইচপি, ডেল এসব ল্যাপটপ বেশি চলে। স্যামসাঙ এর মিনি নোটবুক গুলোও বেশ দেখতে পাওয়া যায়।

ল্যাপটপ সাধারণত পুরাতনই বেশি বিক্রি হয়। মানুষ পুরাতন ল্যাপটপ কিনতে বেশি আগ্রহী হয়।

কেন পুরাতন পিসি/ল্যাপটপ বেচাকেনা হয়

বেশ কিছু কারনেই মানুষ পুরাতন পিসি/ল্যাপটপ বেচাকেনা করে। যারা বিক্রি করে, তারা হয়তো পুরাতন টা বিক্রি করে নতুন কিনতে চায়, অথবা অন্য কোন প্রয়োজনে বিক্রি করে। যারা কিনে তারা সাধারণত কম দামে কেনার জন্য পুরাতন ল্যাপটপ কিনে। এছাড়াও পুরাতন পিসি/ল্যাপটপ এর কিছু সুবিধা আছে। রানিং পিসি দেখে কেনা যায়, সমস্যা হবার সম্ভাবনা থাকে না। পুরাতন পিসি/ল্যাপটপ অনেক কম দামে পাওয়া যায়।

এসব সুবিধার কারনে মানুষ পুরাতন পিসি/ল্যাপটপ কিনতে আগ্রহী হয়। এবং বিক্রেতারা নিজের প্রয়োজনে পুরাতন পিসি/ল্যাপটপ বিক্রি করে দেয়।

বাস্তব জীবনে পুরাতন পিসি/ল্যাপটপ বেচাকেনার অভিজ্ঞতা

বাস্তব জীবনে একটি পুরাতন পিসি/ল্যাপটপ বিক্রি করতে গেলে পোহাতে হয় দারুণ ভোগান্তি। আইডিবি ভবন, এলিফ্যান্ট রোড বা অন্য কোন কম্পিউটার মার্কেট এ নিয়ে গেলে তারা অতিরিক্ত কম দাম দিতে চায়। কোন ভাবেই তাদের কাছ থেকে ভাল দাম আশা করা যায় না। সাধারণ মানুষের কাছে বেচতে গেলেও ঝামেলা! সাধারণ মানুষ পাবো কই, যে কম্পিউটার কিনতে চায়? মামা, খালা, বন্ধু সবার কাছে বিজ্ঞাপন দিয়ে বেড়াতে হয় "একটি পুরাতন কম্পিউটার বিক্রি হবে, কেও কিনলে জানিয়ো" তাও ক্রেতা পাবার আশা রাখা যায় না। দিনের পর দিন অপেক্ষা করা ছাড়া উপায় থাকে না। মোট কথায় দারুণ একটা ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয়।

হঠাৎ করেই পেয়ে গেলাম এই ভোগান্তির ইতি। পিসি বিক্রি করার এক অভিনব ও আধুনিক উপায় পেলাম। অনলাইন এ ওয়েবসাইট এ ফ্রী বিজ্ঞাপন দিয়ে কম্পিউটার বিক্রি করা যায়। প্রথমে বিশ্বাস হয় নি যে এটা সম্ভব। কিন্তু ওয়েবসাইট টি ভিজিট করার পর টের পেলাম, ঘটনা আসলেই সত্য! ওয়েবসাইট এর নাম বিক্রয়.কম। আপনি এই ওয়েবসাইট এ ফ্রী বিজ্ঞাপন দিয়ে আপনার যেকোনো ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, পিসি বিক্রি করতে পারবেন।

ওয়েবসাইটঃ http://bikroy.com/bn/

বিক্রয়.কম এর সাহায্যে কিভাবে পিসি/ল্যাপটপ বেচাকেনা করবেন

বিক্রয়.কম এর সাহায্যে পিসি/ল্যাপটপ বেচাকেনার জন্য আপনার ব্যবহৃত পিসি/ল্যাপটপ এর ছবি, তথ্য এবং আপনার যোগাযোগের তথ্য সহ বিক্রয়.কম এ একটি বিজ্ঞাপন দিতে হবে। যে ক্রেতা আপনার পিসি/ল্যাপটপ কিনতে আগ্রহী হবে সে আপনার ফোন করে বা ইমেইল করে আপনার সাথে যোগাযোগ করবে। এরপর তার সাথে বিস্তারিত কথা বলে আপনার পন্য বিক্রি করে দিবেন। কেনার ক্ষেত্রেও একই, বিক্রয়.কম এর ওয়েবসাইট ভিজিট করে এর বিজ্ঞাপন গুলো দেখবেন। যেই পিসি/ল্যাপটপ আপনার পছন্দ হয় সেটির তথ্য ভাল মত দেখে বিজ্ঞাপন দাতাকে ফোন দিয়ে তার সাথে কথা বলে এরপর পিসি/ল্যাপটপ কিনে ফেলুন।

বিক্রয়.কম এর কম্পিউটার ও এক্সেসরিজ এর পেজঃ http://bikroy.com/bn/computers-accessories-in-bangladesh (বাম পাশ থেকে আপনার বিভাগ/জেলা নির্বাচন করে নিন)

বিক্রয়.কম এ বিজ্ঞাপন দেয়া

বিক্রয় ডট কম এ বিজ্ঞাপন দেয়ার জন্য প্রথমে আপনাকে একটি একাউন্ট খুলতে হবে।

Bikroy.com এ একাউন্ট খুলতে নিচের ধাপ অনুসরন করুনঃ

 একাউন্ট খুলতে এই লিঙ্ক এ ক্লিক করুনঃ http://bikroy.com/bn/users/sign_up

যেই পেজ আসবে সেখানে আপনার নাম, ইমেইল, পাসওয়ার্ড দিন।

আপনাকে নিশ্চিতকরণ লিঙ্ক সহ একটি ইমেইল পাঠানো হবে। আপনার অ্যাকাউন্ট সক্রিয় করতে সেই লিঙ্কটিতে ক্লিক করুন। (বিঃদ্রঃ ইমেইল না পেলে আপনার স্প্যাম ফোল্ডার এ চেক করুন)

 একাউন্ট সফল ভাবে খোলা হলে লগিন করুনঃ http://bikroy.com/bn/users/log_in

একাউন্ট লগিন হয়ে গেলে নিচের মত ধাপে ধাপে আপনার বিজ্ঞাপনটি দিতে পারবেন।

 বিজ্ঞাপন দেয়ার জন্য এই লিঙ্ক এ ক্লিক করুনঃ http://bikroy.com/bn/new

এবার নিচের মত করে আপনার বিজ্ঞাপনটি দিন। শ্রেনী তে আপনার পণ্যের জন্য সঠিক শ্রেণী নির্বাচন করুন। বিজ্ঞাপন শিরোনামঃ এখানে আপনার বিজ্ঞাপন এর শিরোনাম (টাইটেল) দিন। শিরোনাম খুব সাবধানতার সাথে সুন্দর করে গুছিয়ে দিবেন। সুন্দর শিরোনাম বেশি ক্রেতা আকৃষ্ট করে। বর্ণনাঃ এখানে আপনার পণ্যের বিস্তারিত তথ্য বর্ণনা করুন। মুল্যঃ আপনি পণ্যটি কত দামে বিক্রি করতে চান তা দিন। সবকিছু বিবেচনা করে সঠিক মুল্য চয়ন করবেন। ছবিঃআপনার পণ্যের সুন্দর এবং পরিষ্কার কয়েকটি ছবি দিন। এরপর আপনার যোগাযোগ এর সঠিক তথ্য দিন।

"আপনার বিজ্ঞাপনটি দেখে নিন" বাটনে ক্লিক করে আপনার বিজ্ঞাপনটি ভাল মত দেখে নিন সব কিছু ঠিক আছে কিনা।

সবকিছু ঠিক থাকলে "বিজ্ঞাপন প্রকাশন" বাটনে ক্লিক করে আপনার বিজ্ঞাপনটি প্রকাশ করে দিন। বিক্রয়.কম এর কর্মীরা আপনার বিজ্ঞাপনটি রিভিও করে প্রকাশ করে দিবে। প্রকাশ হয়ে গেলে আপনাকে ইমেইল পাঠানো হবে।

বিক্রয়.কম থেকে কেনা

  • বিক্রয়.কম থেকে কম্পিউটার কিনতে বিক্রয়.কম এর কম্পিউটার পেজ এ জান।
  • এবার বাম পাশ থেকে আপনার জেলা/বিভাগ নির্বাচন করে নিন।
  • এবার আপনার পছন্দের পিসি/ল্যাপটপ এ ক্লিক করে তার বিস্তারিত তথ্য দেখে নিন।
  • এবার শেষ কথা বলা ও কেনার জন্য বিজ্ঞাপন দাতাকে ফোন দিন।

বিক্রয়.কম এর কম্পিউটার পাতাঃ http://bikroy.com/bn/computers-accessories-in-bangladesh

পুরাতন পিসি/ল্যাপটপ বেচাকেনার ক্ষেত্রে সতর্কতা ও টিপস

পুরাতন কম্পিউটার বেচা বা কেনা উভয়ের পুর্বে কিছু সতর্কতা মেনে চলতে হয়। এসব সতর্কতা মেনে না চললে কম্পিউটার কিনে পস্তাতে হয়। এছাড়াও ভাল কম্পিউটার কিনতে বা দ্রুত কম্পিউটার বিক্রি করতে কিছু টিপস ফলো করা ভাল।

বেচার ক্ষেত্রে সতর্কতা ও টিপস

  • কম্পিউটার বেচার পুর্বে ভাল মত চেক করে নিন কোন সমস্যা আছে কিনা। যদি থাকে তাহলে বিজ্ঞাপনে তা উল্লেখ করুন। নষ্ট বা অচল কম্পিউটার এর বিজ্ঞাপন দিবেন না। নষ্ট বা অচল কম্পিউটার ভাল বলে বিক্রি করার চেষ্টা করবেন না।
  • বেচার আগে কম্পিউটার ভাল মত চেক করে নিন, ভিতরে জরুরী কোন ফাইল আছে কিনা।
  • বেচার আগে ক্রেতার সাথে দাম এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে ভাল করে আলোচনা করে নিন।
  • বিজ্ঞাপনে কম্পিউটার এর সঠিক বিবরন দিন।
  • বিজ্ঞাপনে কম্পিউটার এর কয়েকটি ছবি যুক্ত করুন। ছবি যুক্ত করলে পন্য খুব তারাতারি বিক্রি হয়।
  • কম্পিউটার এর একটি উপযুক্ত দাম নির্বাচন করুন। অতিরিক্ত দাম নির্বাচন করলে পন্য সহজে বিক্রি হয় না।

কেনার ক্ষেত্রে সতর্কতা ও টিপস

  • কেনার পুর্বে অবশ্যই ভাল করে কম্পিউটার টি দেখে নিন।
  • প্রয়োজনে কম্পিউটার চালু করে সব কিছু ঘাটিয়ে দেখে নিন।
  • একজন কম্পিউটার এ অভিজ্ঞ মানুষকে সাথে নিয়ে কম্পিউটার দেখুন।
  • বিক্রেতার সাথে কম্পিউটার এবং এর প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে নিন।
  • দাম কমানোর প্রয়োজন হলে বিজ্ঞাপন দাতার সাথে সরাসরি কথা বলে দাম কমানোর ব্যাপারে রিকুয়েস্ট করতে পারেন।

Bikroy.com এ আপনার বেচাকেনা শুভ হোক

যুক্ত হোন Bikroy.com এর সোসিয়াল নেটওয়ার্ক এ

:arrow: টিউনটি কম্পাইল্ড করেছেন টেকটিউনস 'সুপ্রিম টিউনার' রাকিবুল হাসান

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'বিক্রয় ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | [email protected]

Level 0

আমি Bikroy .Com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব দ্রুত আপনার ব্যবহৃত যে কোন জিনিস পত্র যেমন মোবাইল , কম্পিউটার , ল্যাপটপ , টিভি , মোটর বাইক , যে কোন ধরনের গাড়ি , সাইকেল সহ যে কোন কিছু বিক্রি করতে চান ? হাজার ও ক্রেতার মাঝে আপনার বিজ্ঞাপন দিন সম্পূর্ণ ফ্রী ……।
http://shopingmol.com/member/add-member-advertisement

http://www.shopingmol.com