মোবাইল কেনা বেচা করুন খুব সহজে বিক্রয় ডট কম – Bikroy.com এ

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'বিক্রয় ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

বিক্রয়.কম বাংলদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন বেচাকেনার ওয়েবসাইট। বিক্রয়.কম এর বিশেষত্ব হচ্ছে যে কেউ তার নতুন বা পুরানো পণ্য বিক্রি করতে পারবে। বিক্রি করার জন্য বিক্রয়.কম এ ফ্রী তে বিজ্ঞাপন দেয়া যায়। ফ্রী তে বিজ্ঞাপন দিয়ে আপনার যেকোনো পণ্য বিক্রি করতে পারবেন। বর্তমানে অনলাইন বেচাকেনার জন্য খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বিক্রয়.কম এবং তৈরি হয়েছে বাংলাদেশের ১ নম্বর মার্কেট প্লেস এ।

আপনি মোবাইল বিক্রি করতে চাচ্ছেন? ভাল ক্রেতা বা মনের মত দাম পাচ্ছেন না? চিন্তা কিসের? বিক্রয়.কম আছে না! বিক্রয়.কম এ খুব সহজে এবং ফ্রীতেই আপনার মোবাইল ফোন বিক্রির জন্য বিজ্ঞাপন দিতে পারবেন। এবং আপনার পছন্দের ক্রেতার কাছে এবং ভাল দামে খুব কম সময়ে বিক্রি করতে পারবেন আপনার মোবাইল ফোনটি। মোবাইল ফোন কিনতে চাইলেও সাহায্য নিতে পারেন বিক্রয়.কম এর। আপনার পছন্দ মত মোবাইল ফোন খুজে নিন বিক্রয়.কম থেকে আর কিনে নিন খুব সহজেই।

তাহলে চলুন মোবাইল ফোন সম্পর্কে কিছু তথ্য জেনে নেয়া যাক...

বাংলাদেশে জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড

বাংলাদেশে জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড এর মধ্যে প্রথমেই রয়েছে Nokia। মোবাইল ফোন ব্যবহারের শুরু থেকেই Nokia বাংলাদেশে বেশ জনপ্রিয়।

তবে বর্তমানে Nokia কে পেছনে ফেলে এগিয়ে এসেছে অন্য কিছু ব্র্যান্ড। iPhone, HTC, Samsung, Sony, Symphony, Micromax ইত্যাদি ব্র্যান্ডও বাংলাদেশে বেশ জনপ্রিয়।

Samsung, iPhone, HTC, Sony তাদের নতুন নতুন মডেল এর মোবাইল ফোন বের করছে যাতে রয়েছে দারুণ সব ফিচার। আর এসব ফিচার এ আকৃষ্ট হয়েই মোবাইল ফোন প্রেমীরা এসব মোবাইল কিনে ব্যবহার করছে। বাংলাদেশে বর্তমানে এসব ব্র্যান্ড এর মোবাইলই সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এবং বেচাকেনা হচ্ছে।

Symphony জনপ্রিয় হবার কারন হচ্ছে এরা খুব কম দামে দারুণ সব ফিচার যুক্ত মোবাইল ক্রেতাদের উপহার দেয়।

 

সনি এর নতুন XPERIA সিরিজ এর মোবাইল গুলো ক্রেতাদের বেশ আকৃষ্ট করে। এর মনকাড়া ডিজাইন আর দারুণ সব ফিচার একে বেশ জনপ্রিয় করে তুলেছে।

ব্যবহৃত মোবাইল কেন বিক্রি হয়

বাংলাদেশে রয়েছে অনেক গ্যাজেট প্রেমী। যারা যুগ এর সাথে তাল মিলিয়ে চলতে পছন্দ করে। প্রযুক্তির নতুন নতুন আবিষ্কার তাদের আকৃষ্ট করে। নতুন প্রযুক্তির নতুন ফিচার যুক্ত মোবাইল ব্যবহার করতে তারা পছন্দ করে। নতুন কোন মোবাইল ফোন বের হলেই তাদের ব্যবহৃত পুরান মোবাইল ফোনটি বিক্রি করে তারা নতুন ফোন কিনে। এক মোবাইল ব্যবহার করে তাদের মনে তৃপ্তি মিলে না। তাই এক মোবাইল বিক্রি করে নতুন মোবাইল কেনাই তাদের নেশা।

আর তাই বাংলাদেশে অনেক ব্যবহৃত মোবাইল বিক্রি হয়ে থাকে। এছাড়াও অনেকে বিশেষ প্রয়োজনে তার প্রিয় মোবাইল ফোনটি বিক্রি করে থাকেন।

ব্যবহৃত মোবাইল কেনা বেচার সুবিধা

ব্যবহৃত মোবাইল বেচাকেনায় রয়েছে বেশ কিছু সুবিধা। ক্রেতা বিক্রেতা উভয়ের রয়েছে কিছু সুবিধা।

বিক্রেতা হিসেবেঃ

  • বিশেষ প্রয়োজনে ব্যবহৃত মোবাইলটি বিক্রি করে উপকৃত হন।
  • পুরাতন মোবাইলটি বিক্রি করে আরো কিছু টাকা যোগ করে নতুন আরো ভাল ফিচার যুক্ত মোবাইল কিনতে পারেন।
ক্রেতা হিসেবেঃ
  • কম দামে ভাল মোবাইল কিনতে পারেন।
  • নতুন মোবাইল কেনার সামর্থ্য না থাকলে স্বল্প মুল্যে ব্যবহৃত মোবাইল কিনে ব্যবহার করতে পারেন।
  • অনেকে বিপদে পড়ে প্রায় নতুন মোবাইল বিক্রি করেন, এক্ষেত্রে ক্রেতা হিসেবে অনেক কম দামে প্রায় নতুন মোবাইল পাওয়া যায়।

Bikroy.com এ আপনার মোবাইল বিক্রির জন্য বিজ্ঞাপন দিবেন যেভাবেঃ

বিক্রয় ডট কম এ বিজ্ঞাপন দেয়ার জন্য প্রথমে আপনাকে একটি একাউন্ট খুলতে হবে।

Bikroy.com এ একাউন্ট খুলতে নিচের ধাপ অনুসরন করুনঃ

 একাউন্ট খুলতে এই লিঙ্ক এ ক্লিক করুনঃ http://bikroy.com/bn/users/sign_up

যেই পেজ আসবে সেখানে আপনার নাম, ইমেইল, পাসওয়ার্ড দিন।

আপনাকে নিশ্চিতকরণ লিঙ্ক সহ একটি ইমেইল পাঠানো হবে। আপনার অ্যাকাউন্ট সক্রিয় করতে সেই লিঙ্কটিতে ক্লিক করুন। (বিঃদ্রঃ ইমেইল না পেলে আপনার স্প্যাম ফোল্ডার এ চেক করুন)

 একাউন্ট সফল ভাবে খোলা হলে লগিন করুনঃ http://bikroy.com/bn/users/log_in

একাউন্ট খোলা হয়ে গেলে নিচের মত ধাপে ধাপে আপনার বিজ্ঞাপনটি দিতে পারবেন।

 বিজ্ঞাপন দেয়ার জন্য এই লিঙ্ক এ ক্লিক করুনঃ http://bikroy.com/bn/new

এবার নিচের মত করে আপনার বিজ্ঞাপনটি দিন। শ্রেনী তে মোবাইল ফোন নির্বাচন করুন। ব্র্যান্ডঃ আপনার মোবাইল এর ব্র্যান্ড দিন। ফিচারঃ আপনার মোবাইল টাচ স্ক্রীন না কিপেড তা সিলেক্ট করুন। বিজ্ঞাপন শিরোনামঃ এখানে আপনার বিজ্ঞাপন এর শিরোনাম (টাইটেল) দিন। শিরোনাম খুব সাবধানতার সাথে সুন্দর করে গুছিয়ে দিবেন। সুন্দর শিরোনাম বেশি ক্রেতা আকৃষ্ট করে। বর্ণনাঃ এখানে আপনার মোবাইল এর বিস্তারিত তথ্য বর্ণনা করুন। মুল্যঃ আপনি মোবাইলটি কত দামে বিক্রি করতে চান তা দিন। সবকিছু বিবেচনা করে সঠিক মুল্য চয়ন করবেন। ছবিঃ আপনার মোবাইল এর কয়েকটি দিক থেকে কয়েকটি ছবি দিন। এরপর আপনার যোগাযোগ ইনফো দিয়ে শেষ করুন।

"আপনার বিজ্ঞাপনটি দেখে নিন" বাটনে ক্লিক করে আপনার বিজ্ঞাপনটি ভাল মত দেখে নিন সব কিছু ঠিক আছে কিনা।

সবকিছু ঠিক থাকলে "বিজ্ঞাপন প্রকাশন" বাটনে ক্লিক করে আপনার বিজ্ঞাপনটি প্রকাশ করে দিন। বিক্রয়.কম এর কর্মীরা আপনার বিজ্ঞাপনটি রিভিও করে প্রকাশ করে দিবে। প্রকাশ হয়ে গেলে আপনাকে ইমেইল পাঠানো হবে।

কিভাবে দ্রুত বিক্রি করবেন?

আপনার মোবাইল টি যদি দ্রুত বিক্রি করতে চান তবে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। নিচের টিপস গুলো ফলো করলে আপনার মোবাইল ফোনটি তুলনামূলক ভাবে দ্রুত বিক্রি করতে পারবেন।

  • মোবাইল ফোনের সম্পূর্ণ নাম এবং মডেল টি টাইটেল এ লিখুন।
  • মোবাইল ফোনটির বেশ কিছু ছবি যুক্ত করুন। অন্য কোন ডিভাইস দিয়ে মোবাইল ফোনটির ছবি তুলে তা আপলোড দিন। ইন্টারনেট থেকে যেকোনো ছবি নামিয়ে দিবেন না।
  • মোবাইল ফোন এর কি কি বিশেষত্ব আছে তা উল্লেখ করুন।
  • মোবাইল টি সম্পর্কে যথাসম্ভব বিস্তারিত তথ্য দিন।
  • আপনার পরিপূর্ণ যোগাযোগ ঠিকানা দিন।
  • মোবাইল ফোন এর উপযুক্ত মুল্য নির্বাচন করুন।

Bikroy.com থেকে যেভাবে কিনবেনঃ

বিক্রয় ডট কম থেকে মোবাইল ফোন কেনার জন্য নিচের লিঙ্ক এ ক্লিক করুন।

 মোবাইল কেনার জন্য এখানে ক্লিক করুনঃ http://bikroy.com/bn/mobile-phones-in-bangladesh 

ওই পেজ এর বাম পাশ থেকে আপনার এলাকা নির্বাচন করুন। আপনি চাইলে নির্ধারিত মুল্য, ব্র্যান্ড এবং ফিচার ও সিলেক্ট করে দিতে পারেন।

এরপর লিস্ট থেকে আপনার পছন্দের মোবাইল ফোনটি দেখে সেটির বিস্তারিত তথ্য দেখে বিজ্ঞাপন দাতাকে ফোন দিয়ে মোবাইল টি কিনে নিন।

কেনার ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখবেন?

আপনি যদি বিক্রয়.কম থেকে মোবাইল ফোন কিনতে চান তবে কিছু বিষয় খেয়াল রাখবেন।

  • মোবাইল এর বিজ্ঞাপন থেকে বিস্তারিত দেখে নিন।
  • ছবি দেয়া থাকলে ভাল মত দেখে নিন।
  • বিজ্ঞাপন দাতাকে ফোন করে বা তার সাথে যোগাযোগ করে মোবাইলে সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে বিস্তারিত জেনে নিন।
  • মোবাইল ব্যবহৃত হয়ে থাকলে কতদিন ব্যবহার করা হয়েছে, কোন সমস্যা আছে কিনা জিজ্ঞেস করে নিন।
  • মোবাইল সম্পর্কে ভাল জানে এমন পরিচিত কেও থাকলে তাকে দিয়ে মোবাইল টি ভাল করে দেখে নিন।
  • কেনার আগে মোবাইল টি ভাল মত সবকিছু পরখ করে নিন।

Bikroy.com এ আপনার বেচাকেনা শুভ হোক

যুক্ত হোন Bikroy.com এর সোসিয়াল নেটওয়ার্ক এ

টিউনটি কম্পাইল্ড করেছেন টেকটিউনস 'সুপ্রিম টিউনার' রাকিবুল হাসান

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'বিক্রয় ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি Bikroy .Com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

bikroy.com khuv ee kaj r site..seidin ami amr laptop bikri korlam…amra kena becha korle bikroy.com r subidha ki? I mean apnader income source ki??

আমার দেখা ভাল সাইট। যদি অদল বদল সিস্টেম দিত কত ভাল হত। বলে বজুনা যেত না।
আমি আশা করি এই সাইটে অদল বদল চালু হক। আপনারা কি বলেন?

আর ও একটা নতুন সাইট এসেছে । নাম http://www.shopingmol.com এই সাইটা নতুন হিসাবে ভাল । আমি সেদিন একটা মোবাইল কিনলাম ।