বাংলাদেশে গাড়ি কেনা-বেচা করুন দেশের সেরা অনলাইন মার্কেটপ্লেস Bikroy.com এ

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'বিক্রয় ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

সবারই একটা স্বপ্ন থাকে একদিন নিজের একটি গাড়ি হবে । বহু দিন ধরেই মানুষ স্বপ্ন দেখে গাড়ি কেনার । কিন্তু সবার সামর্থ্য হয় না নতুন গাড়ি কেনার । কিন্তু স্বপ্ন তো আর এতো সহজে ফেলে দেয়া যায় না । স্বপ্ন যখন দেখেছি তা পূরণ করবোই! আর স্বপ্ন পূরণ করার ইচ্ছা থাকলেই তো উপায় বের হবে । নতুন গাড়ি কেনার সামর্থ্য না হলে কি? পুড়নো গাড়ি কিনে তো নিজের সেই স্বপ্ন টাকে সম্পূর্ণ না হলেও আংশিক পূরণ করতে পারি? আর আপনার সেই ইচ্ছাই আপনার স্বপ্ন পূরণ করতে সহায়তা করবে । অনেকে আছেন গাড়ি কেনা নয়, বিক্রি করতে ইচ্ছুক । নিজের পুরনো গাড়ি টা বিক্রি করে অন্য একটা গাড়ি কিনতে চায় অথবা অন্য কারণে গাড়ি টা বিক্রি করতে চায় কিন্তু প্রয়োজনীয় সুযোগ সুবিধার কারনে গাড়ি টা বিক্রি করতে পারে না ।

বাংলাদেশে Used car ব্যবহার ও Second hand cars বেচাকেনা

বাংলাদেশে একটি নতুন গাড়ি কিনতে প্রচুর খরচ । এর বেশির ভাগই কর (TAX) দিয়ে দিতে হয় । নতুন গাড়ি কিনতে গেলে মোটা অঙ্কের কর (TAX) দিতে হয় যা গাড়ির দামের চেয়েও বেশি! এক্ষেত্রে মানুষ second hand cars কিনতেই বেশি আগ্রহি । Used car এর বেচা কেনাও বাংলাদেশে তাই বেশি ।

এছাড়া Used car কেনার আরো সুবিধা আছে । রানিং গাড়ি কিনে চালাতে সুবিধা, কোন সমস্যা হয় না । দাম তো অবশ্যই কম । গাড়ির কাগজপত্র নিয়ে ঝামেলা হয় না, এফিডেভিট করে নিলেই হয় । তাই অধিকাংশ গাড়ি ক্রেতা এখন used car কিনতে বেশি আগ্রহী ।

বাংলাদেশে যেসব পপুলার ব্র্যান্ডের গাড়ি রয়েছে

বাংলাদেশে প্রায় সব পপুলার ব্র্যান্ড এর গাড়িই রয়েছে । Toyota, Honda, Nissan, Ford, Chevrolet, KIA, Hyundai ইত্যাদি ব্র্যান্ড এর গাড়ি বাংলাদেশে বেশি দেখা যায় । বর্তমানে Mazda ব্র্যান্ড এর গাড়িও অনেক দেখা যায় । এর মধ্যে Toyota এর গাড়ি সবচেয়ে বেশি আছে বাংলাদেশে । Toyota এর Allion, Noah এসব গাড়ি বেশি রয়েছে ।

এছাড়া BMW, Ferrari, Mercedes এর গাড়িও রয়েছে বাংলাদেশে । তবে এগুলো খুব কম দেখা যায় । যদিও BMW এখন বাংলাদেশে প্রায়ই দেখা যায় ।

Second hand car মার্কেট এ যেসব গাড়ির চাহিদা বেশি

Second hand car মার্কেটে সবচেয়ে বেশি চাহিদা Toyota car এর । Toyota used car গুলো Second hand car মার্কেট এ সবচেয়ে বেশি বিক্রি হয় । বাংলাদেশের অধিকাংশ মানুষের পছন্দ Toyota cars । Toyota new model car গুলোর পাশাপাশি Toyota old car গুলোর চাহিদাও অনেক বেশি । Toyota old model car গুলো খুব কম দামে পাওয়া যায় এবং এগুলোর সার্ভিস ও ভাল । যাদের স্বল্প মুল্যে গাড়ির স্বপ্ন পূরণ করার ইচ্ছা তারা Toyota old model car গুলো খুবই কম দামে কিনতে পারেন ।

বাংলাদেশে Toyota car অনেক রয়েছে । এবং অনেকেই পুরনো Toyota car কিনতে বা বিক্রি করতে চান । তাই কম দামে অনেক ভাল Toyota car আপনি পাবেন ।

বাংলাদেশে যেভাবে গাড়ি বেচাকেনা হয়

বাংলাদেশে সাধারণত বিভিন্ন স্থানে ছোট বড় গাড়ির হাট বসে । সপ্তাহে একদিন এসব হাট বসে । হাটে অনেক মানুষ তাদের গাড়ি নিয়ে আসে বিক্রি করতে আর ক্রেতারা ঘুরে ঘুরে গাড়ি দেখে পছন্দ মত কিনে ফেলে । তবে এসব হাট থেকে গাড়ি কিনতে গেলেও আছে ঝামেলা । হাট এ রয়েছে অনেক দালাল যারা বিভিন্ন ভাবে আপনার থেকে টাকা খাবে, এছাড়া হাট এ গাড়ি বিক্রি করতে গেলে হাট এর ব্যবস্থাপক দের টাকা দিতে হয় । এছাড়াও অনেক সমস্যা আছে যেসব কারনে বর্তমানে Second hand car হাট থেকে গাড়ি কেনা বা বেচা অসুবিধা জনক ।

এসব কারনে ক্রেতা এবং বিক্রেতা সবার পছন্দ অনলাইন এ গাড়ি বেচাকেনা করা । এখন সবাই অনলাইন এ সহজে এবং সুবিধাজনক ভাবে গাড়ি কিনতে বা বেচতে পারে ।

বাংলাদেশে গাড়ি কেনা-বেচা করুন দেশের সেরা অনলাইন মার্কেটপ্লেস Bikroy.com এ

অনলাইন এ কেনাবেচার সবচেয়ে নির্ভরযোগ্য ও দেশের সেরা Classified সাইট হল Bikroy.com. আপনি খুব সহজে Bikroy.com এর মাধ্যমে আপনার গাড়ির ফ্রী বিজ্ঞাপন দিতে পারেন । Bikroy.com এ আপনার গাড়ির ছবি সহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে দিলে অন্যরা তা দেখে আপনার সাথে যোগাযোগ করে আপনার গাড়ি কিনবে।

একই ভাবে আপনি যদি গাড়ি কিনতে আগ্রহী হন তবে ওয়েবসাইট এর বিভিন্ন বিজ্ঞাপন দেখে আপনার পছন্দ মত গাড়ি কিনতে পারবেন । অনলাইন এ গাড়ি বেচাকেনাই এখন সবচেয়ে সেরা এবং সকলের পছন্দের মাধ্যম । আপনিও আপনার used car টি অনলাইন এ বিক্রি করতে পারেন খুবই সহজে এবং নিরাপদে ।

অনলাইন এ গাড়ি বেচাকেনায় নেই কোন দালাল এর চিন্তা নেই কোন আলাদা খরচ । কম দামে ভাল এবং সুন্দর সব Used car পাবেন অনলাইন এ ।

Bikroy.com এ অনলাইনে গাড়ি বেচাকেনার উপায়

Bikroy.com দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল পরিচিত নির্ভরযোগ্য ফ্রী বিজ্ঞাপন দেয়ার ওয়েবসাইট । এখানে আপনি বিনামুল্যে আপনার পন্যের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় পন্য কিনতেও পারবেন । Bikroy.com এর সাহায্যে খুব সহজে এবং নিরাপদে আপনি আপনার গাড়ি ক্রয় বা বিক্রয় করতে পারবেন ।

Bikroy.com এ একাউন্ট খুলতে নিচের ধাপ অনুসরন করুনঃ

প্রথমে এখানে ক্লিক করে আপনার নাম, ইমেইল, পাসওয়ার্ড দিন।

আপনাকে নিশ্চিতকরণ লিঙ্ক সহ একটি ইমেইল পাঠানো হবে। আপনার অ্যাকাউন্ট সক্রিয় করতে সেই লিঙ্কটিতে ক্লিক করুন। (বিঃদ্রঃ ইমেইল না পেলে আপনার স্প্যাম ফোল্ডার এ চেক করুন)

এবার Bikroy.com এ বিজ্ঞাপন দিবেন যেভাবেঃ

এখানে অথবা Bikroy.com এর ওয়েবসাইট এ নিচের মত বাটন এ ক্লিক করুন ।

শ্রেণী তে গাড়ি সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য দিয়ে "আপনার বিজ্ঞাপন দেখে নিন বাটনে ক্লিক করুন ।

এবার আপনার বিজ্ঞাপন টি ঠিক আছে কিনা দেখে নিন, সব ঠিক থাকলে "বিজ্ঞাপন প্রকাশ" বাটনে ক্লিক করে আপনার বিজ্ঞাপন টি প্রকাশ করুন ।

Bikroy.com থেকে যেভাবে কিনবেনঃ

Bikroy.com থেকে গাড়ি কিনতে আপনাকে Bikroy.com এর গাড়ি এবং অন্যান্য যানবাহন পেজ এ যেতে হবে । এজন্য এখানে ক্লিক করুন ।

বাম পাশ থেকে আপনার বিভাগ সিলেক্ট করে নিতে পারেন । এরপর আপনার পছন্দের গাড়িতে ক্লিক করুন ।

এখান থেকে আপনার প্রয়োজনীয় সব তথ্য দেখে নিতে পারেন । যদি পছন্দ হয় এবং দামও ভাল লাগে তবে বিজ্ঞাপন দাতাকে মেইল করতে পারেন বা সরাসরি মোবাইল করতে পারেন । গাড়ি সম্বন্ধে আরো তথ্য বিজ্ঞাপন দাতাকে ফোন করে জেনে নিতে পারবেন । তার সাথে বাকি আলোচনা করেই আপনার স্বপ্নের গাড়ি কিনে ফেলুন ।

কিভাবে দ্রুত বিক্রি করবেন?

আপনার গাড়ি যদি দ্রুত বিক্রি করতে চান তবে তবে আপনাকে কিছু বিষয় খেয়াল রেখে বিজ্ঞাপন দিতে হবে ।

  • আপনার গাড়ির একটি যুক্তিসম্মত দাম নির্বাচন করুন । দাম নির্বাচন করার আগে গাড়ির বর্তমান বাজার দর দেখে নিন । এইরকম আর কোন গাড়ি বিক্রি হবে কিনা, হলে সেটা কত দামে বিক্রি হবে ইত্যাদি বিষয় দেখে শুনে বুঝে একটি সঠিক দাম নির্বাচন করুন ।
  • গাড়ি সম্পর্কে যতটুকু সম্ভব বিস্তারিত তথ্য দিন । তথ্য অবশ্যই সঠিক এবং যুক্তি সঙ্গত হতে হবে ।
  • গাড়ির অনেক গুলো বর্তমান ছবি দিন । গাড়ির ভেতর, বাহির, সামনে, পিছে সব দিক থেকে ছবি দিন । ছবি দেখে ক্রেতা রা কিনতে আগ্রহী হয় ।

এসব বিষয় খেয়াল রেখে বিজ্ঞাপন দিলেই আপনার গাড়ি দ্রুত বিক্রি হবার সভাবনা থাকবে । এ সম্পর্কে আরো জানতে Bikroy.com এর হেল্প ও সাপোর্ট পেজ এ জান ।

কেনার ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখবেন?

কেনার ক্ষেত্রে ভাল গাড়ি পেতে আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে ।

  • বিজ্ঞাপন দাতার সাথে মোবাইল এ আলাপ করে গাড়ি সম্বন্ধে যা কিছু জানার সব জেনে নিন ।
  • গাড়ি দেখতে জাবার সময় অবশ্যই ভাল এবং বিশ্বস্ত মেকানিক সাথে নিয়ে জাবেন ।
  • কেনার পুরবে ভাল করে গাড়ি চালিয়ে দেখে নিন । গাড়ির ভেতরে বাইরে সব ঠিক আছে কিনা দেখে নিন ।
  • কেনার পূর্বে গাড়ির কাগজপত্র ঠিক মত দেখে নিন ।
  • বিজ্ঞাপন দাতা যদি বিজ্ঞাপন এ দেয়া দাম থেকে বেশি দাম দাবি করে তবে Bikroy.com এ ওই বিজ্ঞাপন এর নামে রিপোর্ট করুন ।

Bikroy.com এ আপনার বেচাকেনা শুভ হোক

যুক্ত হোন Bikroy.com এর সোসিয়াল নেটওয়ার্ক এ

স্পরন্সরড টিউনটি কম্পাইল করছেন: 'টেকটিউনস সুপ্রিম টিউনার' - রাকিবুল হাসান

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'বিক্রয় ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি Bikroy .Com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আইজ ই গাড়ি কিনা লামু!!!! 😛

খুব দ্রুত আপনার ব্যবহৃত গাড়ি টি বিক্রি করতে চান ? হাজার ও ক্রেতার মাঝে আপনার বিজ্ঞাপন দিন সম্পূর্ণ ফ্রী ……।
http://www.shopingmol.com