মাত্র ১০০ টাকায় ডোমেইন !!! টপ লেভেল ডোমেইন নিয়ে এলো ByteBull Hosting!!!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'ByteBull Hosting'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

প্রিয় টেকটউনস কমিউনিটি, পবিত্র ঈদ-উল-আযহা এর শুভেচ্ছা রইল। গত রমজানে আপনাদের ব্যাপক সারা পেয়েছি যা আমাদেরকে আপনাদের কাছে আবার নিয়ে এসেছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মান সম্মত হোস্টিং সেবা দেয়া, যা আপনারা গত অফারে আমাদের সেবা গ্রহণ করেই বুজতে পেরেছেন। চমকপ্রমদ সেই অফারের ধারাবাহিকতায় ByteBull Hosting আবার আপনাদের জন্য নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যে এক অতুলনীয় অফার।

রেজিস্ট্রেশন করুন টপ লেভেল ডোমেইন মাত্র ১০০ টাকায়

হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, মাত্র ১০০ টাকায় ডোমেইন টপ লেভেল ডোমেইন। আর এই সুযোগ পাবেন শুধু মাত্র ByteBull.com এ। প্রথম ৫০ জন গ্রাহককে এই অফার দেয়া সম্ভব হবে।

১০০ টাকায় ডোমেইন অফার!

আপনি আমাদের এখান থেকে টপ লেভেল ডোমেইন (.com/.net/.org/.info) মাত্র ১০০ টাকায় রেজিস্ট্রেশন করতে পারবেন। এই অফার সীমিত সময়ের জন্য এবং প্রথম ৫০ জন কে এই অফার দেয়া যাবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হচ্ছে। তাই দেরি না করে আপনার পছন্দের ডোমেইন টি আজই অর্ডার করুন।

এই অফার এর প্রোমোশন কোড:

  • ১০০ টাঁকা ডোমেইন প্রোমোশন কোড "100tkdomain"

ভিজিট করুন

এই অফার চলবে আগামি ১৮ অক্টোবর, ২০১২ পর্যন্ত এবং প্রথম ৫০ জন কে এই অফার দেয়া যাবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হচ্ছে। তাই দেরি না করে আপনার পছন্দের ডোমেইন টি আজই অর্ডার করুন।

আমাদের সেবা সমূহঃ

  • ডোমেইন রেজিস্ট্রেশন/ট্র্যান্সফার/রিনিউ
  • শেয়ারড ওয়েব হোস্টিং

২৪/৭ সাপোর্টঃ

কেন ByteBull Host বেছে নিবেন?

  • ২৪/৭ সাপোর্ট - চ্যাট ,ইমেইল, টিকেট এবং মোবাইল সাপোর্ট ।
  • ৯৯.৯% ওয়েব সাইট আপটাইম গ্যারান্টি।
  • ফুল ডোমেইন কনট্রোল
    • ফ্রী DNS Management
    • ফ্রী Email Forwarding
    • ফ্রী Privacy Protectio
  • সিপ্যানেল হোস্টিং
  • Reliable এবং Secure ওয়েব হোস্টিং।
  • ব্যাকআপ ।
  • ৩০ দিনে মুল্য ফেরত গ্যারান্টি ।
  • কোন লুকায়িত চার্জ নেই বা সেটআপ ফী নেই।
  • ফ্রী ওয়েব সাইট ট্রান্সফার ।
  • ওয়ান ক্লিক সফটওয়্যার ইনস্টলার ।

যেভাবে পে করবেনঃ

আমরা গ্রাহকদের কথা চিন্তা করে কয়েক ধরনের পেমেন্ট দেয়ার ব্যবস্থা করেছি। আপনি পেপাল, মানিবুকারস, পেজা (এলারট পে), লিবার্টি রিজার্ভ দিয়ে পে করতে পারবেন। যাদের অনলাইন এ এধরনের কোন অ্যাকাউন্ট নেই, তারা সরাসরি ব্যাংক এ পে করতে পারবেন। তাছাড়া ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও আমাদের পে করতে পারবেন।

যেভাবে ডোমেইন হোস্টিং অর্ডার করবেন

১) প্রথমে আপনি অফার পেজ বা প্যাকেজ পেজ এ যাবেন।  ByteBull Offer Page

ByteBull Shared Hosting

ByteBull Shared Hosting : Step # 01

২) আপনি যেই প্যাকেজ অর্ডার করতে চান সেখানে ক্লিক করুন।

ByteBull Shared Hosting

ByteBull Shared Hosting: Step # 02

৩) রেজিস্টার এ নিউ ডোমেইন এ ক্লিক করে, বক্স এ আপনার পছন্দের ডোমেইন টি লিখুন এবং ক্লিক টু কন্টিনিউ দিন

ByteBull Shared Hosting

ByteBull Shared Hosting: Step # 03

৪) ডোমেইন টি খালি থাকলে নিচের ছবির মত দেখাবে। আপনি কত বছর এর জন্য ডোমেইন টি নিবেন সেটা সিলেক্ট করে কন্টিনিউ দিন।

ByteBull Shared Hosting

ByteBull Shared Hosting: Step # 04

৫) বিলিং চক্র বাৎসরিক সিলেক্ট করে চেকআউট দিন।

ByteBull Shared Hosting

ByteBull Shared Hosting: Step # 05

৬) ডোমেইন এর সাথে আপনার যেই সার্ভিস (এইসব সার্ভিস আপনি ফ্রী পাবেন) গুলা দরকার সেগুলা টিক দিয়ে আপডেট কার্ট দিন।

ByteBull Shared Hosting

ByteBull Shared Hosting: Step # 06

৭) এখন আপনার সকল তত্ত্ব পুরুন করে ছবিতে দেখান ০১ ঘরে প্রমশন কোড লিখে গো বাটন এ ক্লিক করুন। এতে আপনি ১০০ টাকায় ডোমেইন অফারে আওতাভুক্ত হবেন। এবং ইনভয়েস এ আপনার ডিস্কাউন্ট দেখতে পাবেন। আপনার পেমেন্ট মেথড সিলেক্ট করুন। টার্মস গ্রহন করে অর্ডার নাও বাটন এ ক্লিক করুন।

ByteBull Shared Hosting

ByteBull Shared Hosting: Step # 07

আপনি যদি ব্যাংক ট্র্যান্সফার ব্যবহার করেন তাহলে আপনাকে সরাসরি ব্যাংক এ জমা দিতে হবে (ব্রাক ব্যাংক, ডাচ বাংলা), আর অনলাইন কোন অ্যাকাউন্ট দিয়ে পে করলে আপনার হোস্টিং অ্যাকাউন্ট ইনস্ট্যান্ট একটিভেট হবে। মনে রাখবেন অবশ্যই আপনি প্রমশন কোড ব্যবহার করবেন তা না হলে আপনি ডিস্কাউন্ট পাবেন না। প্রম্পশন কোড আমাদের অফার পেজ এবং এই টিউন এর প্রথম দিকে দেয়া আছে।

আপনার কোন পাসওয়ার্ড আমাদের কাছে থাকে না বা আমরা আপনার কোন পাসওয়ার্ড ষ্টোর করি না। তাই সকল পাসওয়ার্ড আপনার সংরক্ষণে রাখুন।

এই অফার এ যে সকল নীতিমালা প্রযোজ্য

  • *এই অফার আগামি ১৮ অক্টোবর, ২০১২ পর্যন্ত পাওয়া যাবে এবং প্রথম ৫০ জন কে এই অফার দেয়া হবে।
  • * যাদের পূর্বে অ্যাকাউন্ট আছে তারাও এই অফার উপভোগ করতে পারবেন।
  • *১০০ টাকায় ডোমেইন শুধু মাত্র হোস্টিং অ্যাকাউন্ট এর ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ এই অফার পেতে ডোমেইন+হোস্টিং ( যে কোন প্যাকেজ) এক সাথে অর্ডার করতে হবে।
  • এই অফার শুধু মাত্র প্রথম বছরের জন্য এবং ডোমেইন এক্সটেনশন .com/.net/.org/.info এর ক্ষেত্রে প্রযোজ্য

যেকোনো ধরনের সাহায্যের জন্য আমাদের ফোন করুন।

ধন্যবাদ।

যোগাযোগঃ
ফোনঃ ০১৬৭৩৭১২১২২
ইমেইলঃ [email protected]
ফেসবুকঃ Fanpage

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'ByteBull Hosting'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো 🙂

এই সব ধোঁকাবাজ দের টেকটিউনস থেকে বহিস্কার করা হোক ।
মিথ্যা কথা বলে মানুষকে নিজেদের ওয়েবসাইট এর ভিজিটার বাড়ায় ।
বলে ১০০ টাকায় ডোমেইন … আবার সেটা কিনতে হলে সাথে যে আরও ১৪৮০ টাকা গুনতে হবে সেটা কে বলবে ? ১৪৮০+১০০ কত হয়? ১৫৮০ বা ২০ টাকা কম ১৬০০ টাকা ।
১৬০০ টাকা দিয়া কেন এমন একটা ফালতু কোম্পানি থেকে ডোমেইন নেম কিনব যারা নিজেদের ওয়েব সাইটটিও সুন্দর করে সাজাতে শিখেনি…!
আর দেখা যাবে পরের বার রিনিউ করার সময় আরও দাম বাড়াইয়া দিবে … অথবা বলবে “নট আভেইলাবেল নাও”।
এর চেয়ে তো Hostmight Sight অনেক ভাল ৯০০ টাকায় ডোমেইন + হোস্ট + ( লোকটা ও বিশ্বাস্ত।
আরও কম এর যদি কারো জানা থাকে কমেন্ট এ জানাবেন অথবা কোনটা সবচেয়ে ভাল জানাবেন। আমার একটা ডোমেইন কিনা খুব জরুরী ।

    Level 0

    @Rinku01911212177: u r Right….khaiya loia ar kam pai nayi….! ____k

    @Rinku01911212177:

    মিথ্যা কথা কথায় বলা হল? অফার নীতিমালা দেখুন। আমাদের ডোমেইন রেগুলার প্রাইস ৯০০ টাঁকা (রেজিস্ট্রেশন/রিনিউ/ট্র্যান্সফার)।

    Datacenter: The planet, Houston, Texas
    Intel(R) Xeon(R) CPU X5675
    24 core. 48GB of Physical RAM

    এই কনফিগ এ ডোমেইন + হোস্টিং সহ ৯০০ টাঁকায় দেয়া আমাদের পক্ষে সম্ভব নয় বলে দুঃখিত।

    ডোমেইন ফুল কন্ট্রোল প্রভাইড করা হয় সাথে ফ্রী আইডি প্রোটেকশন দেয়া হয়। তাহলে রিনিউ করার সময় ডোমেইন নট আভেইলাবেল দেখানোর প্রশ্ন আসে না। এখন আপনি যদি ডোমেইন রিনিউ করার লাস্ট ডেট এর ৬ মাস পরে আসেন। তাহলে ডোমেইন আভেইলাবেল তো না থাকার ই কথা (যদি ডোমেইন টি অন্য কেও কিনে নেয়)।

    ফালতু বললেন মেনে নিলাম কিন্তু কোন দিক দিয়ে বললেন সেটা বললে হয়ত বুজতে বা নিজেদের শুধরাতে পারতাম। না এখন আমাদের সার্ভিস ব্যবহার করেছেন না আপনি আমাদের সার্ভার কনফিগ সম্পর্কে জেনেছেন? আপনার ক্ষেত্রে তো এমন হয় নি যে সার্ভিস নিয়ে বিক্রয় পরবর্তী সার্ভিস পান নি। এখন পর্যন্ত যারা সার্ভিস নিয়েছেন তারা কোন ধরনের রিপোর্ট পাইনি। আর আমাদের সার্ভিস জনিত সমস্যার জন্য তো সাপোর্ট টীম রয়েছে।

    আমাদের অফার এ সম্পূর্ণ বর্ণনা দেয়া হয়েছে এখানে ধোঁকাবাজির তো কিছু নেই। তার পরেও কিছু বুজতে না পারলে হট লাইন এ বা ইমেইল এ যোগাযোগ করতে পারেন।

    আগে ডোমেইন (.com)+হোস্টিং (১জিবি) বিক্রি হত ২৩৮০ টাঁকা এই অফার এ দেয়া হচ্ছে ১৫৮০ টাঁকায়, তাহলে বলেন আপনার প্রথম বছরে ডোমেইন কত পড়লো? আর এইটা তো বলে দেয়াই আছে যে আপনাকে সাথে হোস্টিং নিতে হবে।

    আশা করি বুজতে পেরেছেন।
    ধন্যবাদ।

      @নীল দরিয়ার মাঝি: ভাই, আমার নিজেরও ডোমেইন ও হোষ্টিং দুটোরই রিসেলার আছে, কিন্তু আমি সেই প্রসংগে যাবো না, রিংকু বোধহয় আপনার পোষ্টের শিরোনাম টাকে ধোঁকাবাজির কথা বলেছে, যাহোক ভাই, আমি বলছিলাম কি, টাকা হবে টাঁকা নয়, চন্দ্রবিন্দুটা বাদ দিলে শুদ্ধ হতো।

    @Rinku01911212177: আপনি তো দেখছি নিজেই একটা ফেক লোক যে নিজের আইডি ঠিকভাবে করতে জানে না সে আবার জ্ঞান দেই ওয়েব সাইট সাজানোর…! হাসাইলেন ভাই। আপনি ব্যবসা সমন্ধে কিছু জানেন?

    খামাখা একটা কোম্পানিকে এভাবে ধোকাবাজ বলা ঠিক নয়, না যেনে না বুঝে কি সব আউল ফাউল বকেন? লেখাটি সম্পুর্ন পড়েছেন?

      @আমিনুল ইসলাম: আমিনুল ভাই বুজতে পারার জন্য ধন্যবাদ। দু’আ করবেন যেন ভাল সার্ভিস দেয়া অক্ষুণ্ণ রাখতে পারি। কিছু সমালোচনা হবে এতাই স্বাভাবিক। তবে ঐ সমালোচনাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে আমাদের নিজদের আর সমর্থ এবং সামনে আগাতে হবে।

      আশা করি আপনাদের সহায়তা পাব এবং পাশে থাকবেন।

one gbhosting shoho domain koto porbe?

    @রুহুল আমিন: রুহুল আমিন, আপনি এই অফার এ নিলে ১জিবি হোস্টিং ১৪৮০+ ডোমেইন ১০০ টাকা সর্বমোট ১৫৮০ টাকা। পরবর্তী বছর থেকে ডোমেইন রিনিউ ফী ৯০০ টাকা।

@Rinku01911212177 এর সাথে সহমত…।

যাক কেউ তো আমার সাথে একমত হল…! আরে ভাই অনেক খুশী হয়ে , এবং অনেক আশা নিয়ে টিউন টি পড়ে যখন জানলাম যে আসলে ১০০ টাকায় ডোমেন টি আর কেনা হল না…! তখন অনেক হতাস হয়ে কমেন্ট টি করেছিলাম। এতে যদি কারো বিজনেস এর ক্ষতি হয়ে থাকে ক্ষমা করবেন। আসলে টিউন টির হেডলাইন দেখে মনে মনে ভেবেছিলাম এখান থেকে একটা ডোমেইন নিয়ে যে কোন ফ্রি হোস্টিং দিয়ে নিজের একটা ওয়েব সাইট বানাব। কিন্তু টা আর হল না…।

    @Rinku01911212177: রিঙ্কু ভাই আপনি ভুল বুইঝেন না। আপনার জন্য দুঃখ প্রকাশ করছি।

    @Rinku01911212177: আপনার শেষ কথাটি শুনে মন খারাপ হলো, আমিও সার্ভিস দিচ্ছি বিগত ৭ বছর যাবৎ, ওয়েব সাইট কেন হবে না আপনার? নিশ্চই হবে, ধরে নিচ্ছি নীল দরিয়ার মাঝির উপর আপনি আস্থা পাচ্ছেন না, তাই বলে কি আপনার ওয়েব সাইট হবেনা?

Level 0

অনেকের মতামত পড়ে চুপ থাকতে পারলাম না। আমি ডোমেন হোষ্টিং এর ব্যবসা করি আজ ৩ বৎসর। ব্যবসার ফক্করবজি দেখলে খারাপ লাগে। বিভিন্ন কায়দায় ঘুরিয়ে ফিরিয়ে মানুষকে বোকা বানানো এখন একটা কালচারে দাড়িয়েছে। আর এদেশের মানুষ এত ইমোশনাল যে দ্রুত পয়সা ইনকামের সহজ হাতিয়ার পৃথিবী অন্য কোন দেশে মনে হয় নেই। এদেশের মানুষের জন্য ডোলেন্সর ও ডেসটেনি ই উপযুক্ত। মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে পয়সা আয় করতে চায়। বাংলায় একটা কথা আছে মাগনা আলকাতরা …… । তাই ১০০ টাকার ডোমেনে ১৬০০ টাকা খরচ না করে সরসরি সঠিক মূল্যে ডোমেন হোষ্টিং কেনা কি সাশ্রয় নয়? যার শুরুতেই গলদ তারপর কি হবে একটু ভাবুন। ………….. যা বলব যা করব সরাসরি ব্যবসা পবিত্র জিনিস। ধন্যবাদ সবাইকে একটু মাথা খাটিয়ে সচেতনভাবে চলুন নতুবা অন্য ডোলেন্সার আবার সুযোগ করে নিবে।

    @Shataj: ভাই ডোমেইন এ যদি ৮০০ টাকা ছাড় দেই তাহলে ফক্কর বাজি দেখলেন কথায়? আর টার্মস তো লিখেই দেয়া আছে। এখানে তো এমন কিছুই বলা হয় নি যা অফারের সাথে মিল নেই।

    আর আপনার কথা শুনে প্রশ্ন না করে থাকতে পারলাম না। আপনার একটা হেল্প টিউন ছিল “Email Send করার সাহায্য চাইছি” যা পোস্ট হয়েছে “6 October, 2011 on 1:34 pm” পোস্ট লিঙ্কঃ https://www.techtunes.io/help-ask/tune-id/90929

    আপনি ডোমেইন হোস্টিং বাবসায় সাথে আজ থেকে পর্যন্ত ৩ বছর জরিত, তার মানে পোস্ট করা হয়েছিল যখন আপনার ডোমেইন হোস্টিং অভিজ্ঞতা ২ বছর।

    তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনি এতদিন এই লাইন এ থেকেও কিভাবে মাশ ইমেইল করতে হয় তা জানেন না। অথছ আপনি সার্ভার রুট লেভেল এ কাজ করেন। রুট লেভেল কাজ করার সময় সার্ভার এ মেইল সার্ভার কনফিগ করে SPF,DKIM,rDNS এগুলাকে ভ্যালিড করতে হয়, তা না হলে আপনার ঐ সার্ভার থেকে যত ইমেইল সেন্ড হবে তা স্পাম হিসাবে চিহ্নিত করবে ফলে মাশ ইমেইল এর মুল লক্ষ্য বাহত হবে। আর অবশ্যই আপনার সার্ভার আইপি হুয়াইট হতে হবে। আর যেই সফট দিয়েই পাঠান না কেন SMTP পোর্ট লাগবেই আর এই পোর্ট এর জন্য আপনার ইমেইল সার্ভার লাগবেই। এইসব মাশ ইমেইল সেন্ড কাজ যে সার্ভার ভিত্তিক তা আপনি জানেন না আর তাহলে এতদিন এভাবেই কি ইমেইল সার্ভার ছাড়া হোস্ট সেল করতেছেন?। যাই হোক আমি কি বুঝাতে চেয়েছি আশা করি বুজতে পেরেছেন।

    এভাবে কমেন্ট করে নিজের মনোভাব ক্ষুণ্ণ করার কোন কারন আছে কি? আপনাকে এত কথা সুনাতাম না যদি না আপনি ডোলান্সারও ডেসটেনি টেনে আনতেন। আপনাকে আমার আর কিছু বলার নেই।

    ***কারো যদি ইমেইল মার্কেটিং এর জন্য টেকনিক্যাল কোন সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করবো।

টেকটিউনসের মন্তব্যগুলো ইদানিং কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে।যারা অফার পছন্দ করবেন না তারা কিনবেন না।খোঁজ নিয়ে দেখুন আরো ভালো অফার হয়তো পেয়ে যাবেন কিন্তু তাই বলে একজনকে যা ইচ্ছে তাই বলা উচিত নয়।ধন্যবাদ নীল দরিয়ার মাঝিকে উনার সহনশীল মন্তব্যের জন্য।
@ নীল দরিয়ার মাঝি-আমি কি ফোনে আপনার সাথে কথা বলতে পারি?যদি সম্ভব হয় তবে এখানে অথবা মেইলে আপনার মুঠোফোন নাম্বারটা আমাকে জানাবেন দয়া করে। [email protected]

@Rinku01911212177: ভাই শিরোনাম চেঞ্জ করলে ভাল হত।আমি @Rinku01911212177: ভাইয়ের সাথে একমত

ভাই টিউনের শিরোনাম চেঞ্জ করা উচিত। স্টার্টার 1জিবি হোস্টিং+ডোমেইন 740+100 = 1580 টাকা। এর মানে কি? কি সুন্দর অফার!!!!

    @রুহুল আমিন: রুহুল আমিন ভাই, আপনি কথায় দেখলেন স্টার্টার প্যাকেজ আমাদের এখানে ৭৪০ টাকা? আর কোথায় লেখা, যে ৭৪০+১০০ = ১৫৮০?

    এর মানে কি তো এখন আপানকে জিজ্ঞাস করতে ইচ্ছা করতাছে?

      @নীল দরিয়ার মাঝি: কেন ভাই আাপনার স্ক্রিন শটে দেওয়া 1 জিবি 740 টাকা আর আপনারা অফার করেছেন 100 টাকা ডোমেইন তাহলে 840 টাকা হল না? আপনি যে স্ক্রিনশট দিয়েছেন ভাল করে দেখেন স্টারটার প্যকেজ 1জিবি হোস্টিং 10জিবি ব্যান্ড 10 টি ডোমেইন 10টি ডাটাবেজ 740 টাকা

    @রুহুল আমিন: আপনি স্ক্রিনশট এর ডেমোতে দেয়া ৭৪০ এর সাথে বর্তমান অফার পেজ এ দেয়া ১০০ অফার মিলিয়েছেন, অথচ দেখলেন না ঐ পেজ এ প্রাইস আপডেট হয়েছে?

    (ঐ প্রাইস গত অফারের ৫০% ডিস্কাউন্ট সহ দেয়া ছিল, কোন সময় আবার বলবেন প্রাইস ৫০% বাড়াইয়া এখন অফার দিসি 😛 )

      @নীল দরিয়ার মাঝি: বর্তমান অফারের আপডেট স্ক্রিনশট দিতে পারেন না?

        @রুহুল আমিন: দুঃখিত ভাই এই মিস্টেক এর জন্য। তবে অফার পেজ এ কিন্তু সম্পূর্ণ দাম দেয়া আছে। আপনি কেন ডেমো নিয়ে এত মাথা ঘামাচ্ছেন? চিরুনি অভিযান চালাচ্ছেন। অথচ অফার পেজ এর লিংক কয়েক জায়গায় দেয়া আছে। এই ডেমো দেখান হয়েছে মুলত তাদের জন্য যারা কিভাবে অর্ডার করবেন ঠিক বুজতে পারেন না, বা প্রমোশন কোড কিভাবে দিবেন ঠিক খুজে পান না তাদের জন্য। প্রতিদিন আমাদের এখানে অর্ডার আসে যার অধিকাংশই সঠিকভাবে করা হয় না। আর এই জন্যই কিন্তু ডেমো দেয়া হয়েছে।

        অনাকাঙ্ক্ষিত এই ভুল এর জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত। আগামিতে এই ধরনের ভুল কে এরিয়ে যাওয়ায় চেষ্টা করা হবে।

        ধন্যবাদ রুহুল আমিন ভাই আপনার সাজেশন মুলক কমেন্ট এর জন্য।

ভেবেছিলাম আর কমেন্ট করব না … কিন্তু আবার ও বলতে হচ্ছে … আপনার ১) ও ২) ছবি গুলো তে লক্ষ করুন যদি না খুজে পান তবে http://dnc.techtunes.io/tDrive/tuner/shimul.jan14/144023/adds011.jpg?e83a2c লিঙ্ক টি তে ক্লিক করুন দেখতে পাবেন স্টারটার পাকেজ ৭৪০ টাকা লিখা আছে ( আপনার ওয়েবসাইট এ কি তা আছে? ) । আরে ভাই আপনাকে ছোট করে আমাদের কোন লাভ নেই , কারন আমার এবং আপনার ব্যাবসা সম্পূর্ণ ভিন্ন, আমি একজন ডেন্টাল সার্জন Dr.Mostafizur Rahman. (রিঙ্কু আমার বাসার নাম)।
আমি শুধু আপনাকে এটুকুই বলতে চাই যে … ব্যাবসা যাই হোক তাতে অবশ্যই সততা রাখবেন ।
ছোট একটি উদাহরন দেই …
এমনটি যদি আপনার সাথে হত?… ধরুন আপনার দাতে প্রচণ্ড ব্যাথা , আপনি এই ব্যাথা নিয়ে গেলেন ডাক্তারের কাছে … ডাক্তার বললেন দাঁত টি কি রাখতে চান না ফেলে দিতে চান ?
আপনার উত্তর অবশ্যই হবে “রাখা গেলে ফেলব কেন?”
এখন ধরেন ডাক্তার বলল রাখতে হলে RCT করে Cap লাগাতে হবে …
আপনি বললেন এতে কত খরচ হবে …? ডাক্তার ঃ ৩৫০০
না ভাই আমার কাছে তো এত টাকা নেই … আচ্ছা শুধু রুট ক্যানেল / RCT করলে হবে না ?
এখন যদি ডাক্তার “না” উত্তর দ্যায়। আপনার ফেলে দেয়া ছাড়া আর উপায় থাকবে ? অথবা সেই ৩৫০০ টাকা দিয়েই কাজ টি করাতে হবে , তাতে আপনার যত কষ্টই হোক।
আবার অনেক ক্ষেত্রে এমন ও হয় যে শুধু RCT করতে Dr. রাজী হল কিন্তু ১০০০ টাকার RCT ২৫০০ টাকায় । আপনার কিছু করার আছে ?
কিন্তু একবার ভেবে দেখুন তো কাজ টি কি ভাল হল?

    @Rinku01911212177: রিঙ্কু ভাই আপনি যেই ছবির কথা বলছেন সেটা আমাদের গত ঈদ-উল-ফিতর এর অফার ছিল। ওইটা সেই সময়কার নেয়া স্ক্রিনশট। নতুন করে নেয়া হয়নি। আর স্টেপ বাই স্টেপ যে প্রসেস দেখান হয়েছে সেটা শুধু মাত্র ডেমো দেয়ার জন্য। এখন ওখানে তো ডেমো হিসাবে http://www.my-domainorder.com দেয়া আছে। তার মানে কি এই যে এই অফার পেতে গেলে ঐ ডোমেইন ই নিতে হবে? এটা যদি না হয় তাহলে আপনি যা বললেন তার সাথে কোন সম্পর্ক খুজে পেলাম না।

    আর সেটা যেই পেজ এর স্ক্রিনশট সেই পেজ এর লিংক তো দেয়াই আছে। সেখানে গেলেও তো আপডেট দেখতে পাবেন http://bytebull.com/offer/ । গতবার ঐ পেজ এ ৫০% দিস্কাউন্ট সহ দাম দেয়া ছিল।

    পূর্বের অফার এর লিঙ্কঃ https://www.techtunes.io/sponsored-tune/tune-id/144023 ( এই অফার এখন ভ্যালিড নেই, মানে এই অফার এখন আর দেয়া হচ্ছে না। তবে যারা নিয়েছেন তারা আজিবন এই ৫০% ছাড় উপভোগ করবেন।)

আরেকটু সহজ ভাবে বলি ।
ধরুন
ক্লিনিক A তে অফার দিল RCT মাত্র ৫০০ টাকা

ক্লিনিক B তে অফার দিল CAP মাত্র ৫০০ টাকা

এখন আপনি কি চাবেন ?
A থেকে RCT করে B থেকে CAP টা করে নিতে, Right?

এখন মনেকরেন,
ক্লিনিক A এর ডাক্তার টা সৎলোক সে যা বলেছে সেভাবেই 500 টাকায় RCT করে দিল।
কিন্ত CAP এর ক্ষেত্রে উনি কোন অফার দেননি, তাই এর সাধারন মূল্য ১৫০০ টাকা ( আনুমানিক ) ।

আপনি ভাবলেন ১৫০০ টাকা দিয়ে CAP না করে চেম্বার B থেকে ৫০০ টাকায় সেই ক্যাপ টা করে নেই ।

গেলেন B তে … সে ডাক্তার টা পরল আপনার মত … বেশী চালাক ।
সে প্যাচ লাগাইল ” CAP ৫০০ টাকা ঠিক আছে , কিন্তু এই অফার পেতে হলে আপনাকে আমাদের এখান থেকে ৩০০০ টাকায় RCT করাতে হবে ।

তখন আপনি কি করবেন ?
৫০০+১৫০০ = ২০০০ টাকায় চেম্বার A থেকে করাবেন ?
না ৫০০ + ৩০০০ = ৩৫০০ টাকায় ওই ফটকা লোক টার চেম্বার থেকে কাজ করাবেন, যে সুযোগের অসৎ ব্যাবহার করে ১৫০০ টাকার RCT ৩০০০ টাকা করে ফেলেছে ?

    @Rinku01911212177: B ডাক্তার তো বলেই দিয়েছে তার এখান থেকে CAP ৫০০ টাকায় পেতে হলে আপনাকে তাদের থেকে ৩০০০ টাকায় RCT করাতে হবে। সেক্ষেত্রে আপনি এটাকে তো ধোঁকাবাজ বলতে পারেন না।

    আপনি তখনি B কে ধোঁকাবাজ বলবেন, যখন সে তার অফার সম্পর্কে রোগী কে সঠিক তথ্য না দিয়ে চিকিৎসা করানোর পর তাদের পেঁচানো অফার বলে। কারন তারা রোগী কে আগে অবহিত করে নাই।

    এখানে কি আমরা সম্পূর্ণ বর্ণনা দেইনি? বর্ণনা গুলোও তো বোধগম্যযোগ্য। হতে পারে আপনাকে বুঝাতে পারি নাই। সে জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।

আপনার কি উচিত ছিল না … গত হয়ে যাওয়া অফার এর স্ক্রিনসট না দিয়ে , বর্তমান অফার এর স্ক্রিনসট দেয়া ?
… একেক জায়গায় একেক রকম দেখলে তো মানুষ আপনাকে বাটপার ভাববে ভাই, ৭৪০ টাকা টা তো মানুষ ওই স্ক্রিনসট দেখেই চাচ্ছে , তাই না ?
আরও সচ্ছতা প্রয়োজন ভাই …

    @Rinku01911212177: আপনিও কিন্তু ভাই ডেমোতে দেয়া ছবি পরিবর্তন করতে বলতে পারতেন। তা কিন্তু আপনি করেন নি। উল্টা আপনি যা মনে এসেছে তাই বলেছেন। নিজে যা করেন না তা কেন অন্যের কাজ থেকে আশা করেন না।

    আর আপনি একজন BDS সার্জন আপনার উচিৎ ছিল কারো সম্পর্কে কিছু বলার আগে চিন্তা করা, কারন আপনার প্রত্যেকটা মন্তব্যর একটা নুন্নতম মূল্য আছে। আপনি সমাজের একজন সম্মানিত বাক্তি, সেই হিসাবে আপনার থেকেও কিছু সহনীয় মন্তব্য এবং এবং সমালোচনা আশা করি। কিন্তু প্রথমেই আপনি জেভাবে ধোঁকাবাজ বলে আক্ষায়িত করেছেন, সেটা আপনার মত একজন নিষ্ঠাবান BDS সার্জন থেকে আমাদের কখনোই কাম্য নয়।

    হয়ত আমরা আপনাকে বুঝতে সক্ষম হইনি, কারন আপনার মত একজন বিজ্ঞলোক দেখান ডেমো আর রিয়েল পেজ এর মাঝে তফাৎ খুজে পাননি। তাছারা এখানে সুন্দর করে নীতিমালা লিখে দেয়া ছিল।

    আমি আন্তরিক ভাবে দুঃখিত যে আপনাকে আমরা আপনাকে বুঝাতে সক্ষম হইনি।

@আমিনুল ইসলাম ভাই, আমি ফেক লোক নারে ভাই । বলেন ভাই আমার আইডি টা তে কি সমস্যা? হুম আমি আমার আইডি তে নিজের ছবি দেই নি … তাই বলে কি আমি ফেক? আর আপনার কেন এমন মনে হল ভাই যে আমি আমার আইডি ঠিক ভাবে করতে পারি না ? হুম আমি আপনাদের মত প্রফেসনাল টিউনার না , কিন্তু আমি টেকটিউনস এর একজন নিয়মিত পাঠক। আর শুধু মাত্র সাহায্য চাওয়ার জননেই টি টি তে আমার প্রফাইল টি খুলা হয়েছিল । আর আজ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমার মত মানুষ কে ফেক শুনতে হল ? আপনি পুরানো টিউনার হিসেবে আমাকে সাজেস্ট করতে পারতেন, কিভাবে আমার প্রোফাইল টি আরও সুন্দর করে সাজানো যায়, তা না করে সরাসরি ফেক ?
কেন ভাই আমার আইডি টা যদি ফেক ও হয়ে থাকে , কারো এতে ক্ষতি হচ্ছে?
তবে শুনে রাখুন … আমি একজন BDS সার্জন । মানে নিশ্চয় বুঝেন ? একটা পুলিশের আমাকে ফেক বলতে ১০০ বার ভাবতে হয়, সার সার করে কুল পায়না, আর ভাই আপনি…! আমি নিজেকে নিয়ে গর্বিত কারন আমি একজন সৎ ও নিষ্ঠাবান ডাক্তার। আজ পর্যন্ত কারো ক্ষতি করি নি , ইনশাল্লাহ আগেও হবে না ।

    @Rinku01911212177: অন্যায় কোথায় হল যে আপনাকে প্রতিবাদ করতে হল? সম্পূর্ণ শর্ত যদি বলে দেয়া থাকে সেখানে আপনি অন্যায় কিভাবে পেলেন?

    @Rinku01911212177:
    আপনি হুদাই ক্যাচাল করতেছেন। উনি শিরোনামে দুনিয়ার সবকিছু লেখা যায় না। এবং শিরোনাম আর্কষণীয় করে লেখা হয় যাতে মানুষ ভিতরের লেখা পড়ে থাকে। উনি এখানে ১৭০০ টাকা পে করে তারপর পোস্ট করতে পেরেছেন। উনার পোস্টের শিরোনাম যদি আকর্ষণীয় না হয় তাহলে ভিজিটর পোস্টে ঢুকবে না। যদি নাই ঢুকে উনার পোস্টটি বৃথা যাবে।

    আপনার অফার পছন্দ না হলে কিনবেন না। এত ক্যাচাল করার মানে হয় না। আর উনার বিজ্ঞাপন স্টার দিয়ে শর্ত প্রযোজ‌্য টাইপের না। পোস্টেই বিস্তারিত আছে তাই বিজ্ঞাপনটা ও সঠিক।

@kaif hasan: ধন্যবাদ রিকমেন্ড করার জন্য।

ভাই আমি শুধু ডোমেইন নিব ১০০ টাকা দিয়ে । আপনি কি দিতে পারবেন । যদি না দিতে পারেন তবে শিরনাম পরিবর্তন করুন । শুধু শুধু মানুষদের হয়রানি করাবেন না ।

    @Nayan Bhowmik:
    শিরোনাম নাম দেখেই কি আপনি কোম্পানি’র ওয়েবসাইটে চলে গিয়েছিলেন? নাকি বিস্তারিত পড়েছেন? বিস্তারিত পড়ে থাকলে এত কথা বলার দরকার কি?

    আর আকর্ষণীয় টাইটেল না দিলে উনার পোস্টটি কেউ পড়বে? ১৭০০ টাকা দিয়ে উনি পোস্ট দিয়েছেন ঐ টাকাটা কি আপনি দিবেন?

    Level 0

    @Nayan Bhowmik: এভাবে বলবেন না ভাই, তাহলে উনি মাইন্ড করবে..লোল…এদের থাতকে দিন বাজারে, নইলে ভালো চিনবেন কিভাবে?

ফ্রী ফ্রী ফ্রী ফ্রী ফ্রী ! টপলেভেল ডোমেইন সম্পূর্ণ ফ্রী !!
……………………
………………………
………………………………..
……………………………………
ব…………………………………………
ক্তৃ………………………………………………….
তা………………………………………………………………
**শর্ত হলো সাথে ১ জিবি হোষ্টিং টিং টিং কিনতে হবে ২০০০ টাকা দিয়ে ।
ব্যবসা মনে কয় ভালাই হইব । 😛

!!! !!! !!! ১০০ টাকা ডোমেইন অফারের আজ ই শেষ দিন !!! !!! !!!

যারা এখনও ডোমেইন অর্ডার করেন নি তারা দ্রুত অর্ডার করুন। অফারের নীতিমালা ও বিস্তারিত পাবেন http://www.bytebull.com/offer

বিস্তারিত জানতে অথবা যেকোনো ধরনের সাহায্যের জন্য আমাদের ফোন করুন এবং আমাদের অফার সম্পর্কে আপডেট থাকতে আমাদের ফেসবুক ফ্যান পেজ এ যুক্ত হোন।

যোগাযোগঃ
ফোনঃ ০১৬৭৩৭১২১২২
ইমেইলঃ [email protected]

    Level 0

    @নীল দরিয়ার মাঝি: চালিয়ে যান, মামু

      @habijabi: হেহে ভাই বেফুক বিনুদুন পাইলাম।

      https://www.techtunes.io/tuner/habijabi

      টিউনার আইডি : habijabi
      টিউনার নাম : habijabi
      টিউনার হয়েছেন : 19 October, 2012
      টিউনারশীপ : 6 ঘন্টা 14 মিনিট
      মোট টিউন : 0

      খালি কমেন্ট করার জন্য কি অ্যাকাউন্ট ওপেন করেছেন? বুজতে পারলাম আপনি ঐ হাবিজাবি হোস্টিং কং এর কেউ।

        Level 0

        @নীল দরিয়ার মাঝি: ভাই এতো কাহিনি দেইখা আর চুপ থাকতে পারলাম না। আপনার ধোয়া আমার অনেক ভালো লাগছে। “আমি একটা পন্য বাজারে ছাড়লাম আপনার যদি পছন্দ না হয় আপনি কিনবেন না, হাজার হাজার কোম্পানি আছে যাচাই বাছাই করেন!! বাংঙ্গালি আসলেই বেকুব। এইটা দেখেনা যে চক চক করলেই যে সোনা হয় না। কেউ যদি উপরে উঠতে চায় তাকে উঠতে দেন, কেন তার পা টেনে ধরেন”। সবচেয়ে ভাল লাগছে Shataj ভাই কে ধোয়া।

good post…….

Level 0

Fowl and cheater Hosting Provider!!!! 😐