
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'ক্লিক বিডি ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
যে কোন পণ্য বাজারে কেনা বেচার ঝামেলা ও বিশাল লেনদেন করার সহজ ও সুবিধাজনক পথ হচ্ছে ই- কমার্স। ই-কমার্স এনে দিয়েছে ব্যবসায়ী ও বেকার সমাজের অল্প মূলধনে ব্যবসা করার এক নতুন দিগন্ত। এটা মূলত নির্ভর করে গাঠনিক কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধার উপর, যা উন্নয়নশীল বাজারের মাপকাঠির সাথে সম্পর্কিত। ইলেকট্রনিক বাজারের মাধ্যমে বিভিন্ন পণ্যের কেনাবেচা দ্রুতগতিতে হয়। ক্লিক বিডি.কম তেমনি একটি ইলেকট্রনিক লেনদেনের স্থান যেখানে পণ্য কেনাবেচা ডিজিটাল পদ্ধতিতে হয়। এখানে বিভিন্ন উৎকর্ষবোধক বিজ্ঞাপন পোস্ট করে সারা দেশব্যাপী নিরাপদভাবে ব্যবসা ও বিশাল পরিমাণ অর্থ আদান প্রদান করা যায় খুব সহজে।
উন্নয়নশীল অর্থনীতিতে অনলাইন বাজার ও ইলেকট্রনিক লেনদেন রাখতে পারে বিশাল অবদান। দর কষাকষি করে বাণিজ্য করার ক্ষমতা থাকা সত্ত্বেও সমাজের নিগৃহীত এবং তথ্য প্রযুক্তি থেকে বহির্ভূত কৃষক, ব্যবসায়ী, সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারে না ইলেকট্রনিক বাণিজ্য বিষয়ক লেনদেনে। টেলিযোগাযোগের ব্যাবহার সহজ করে দিতে পারে ইলেকট্রনিক লেনদেনের সীমাবদ্ধতাসমূহ। অবকাঠামোগত প্রতিবন্ধক বাধা প্রদান করে ইলেকট্রনিক লেনদেনে ও পণ্য স্থানান্তরে। এটা শুধু কৃষিজাত পণ্য বিক্রয়ে সহায়তা প্রদান করে না, সাথে সাথে ব্যবহৃত এবং অব্যবহৃত পণ্যসামগ্রী, চাকুরীর বিজ্ঞাপনসহ আরো অনেক সুবিধা লেনদেন করতে সুযোগ করে দেয়। এটা কমিয়ে দিয়েছে বাজারের ধাক্কাধাক্কি করে কেনাকাটা করার ঝামেলা, নিরাপদভাবে অনেক টাকার লেনদেন করার সুবিধা।

ক্লিক বিডি.কম http://www.ClickBD.com তেমনি একটা নিরাপদ ও ঝামেলা মুক্ত ইলেকট্রনিক বাজার সৃষ্টির মাধ্যমে ই-কমার্সের দ্বার সাধারণ মানুষের কাছে উন্মুক্ত করে দিয়েছে। ক্লিক বিডি.কম http://www.ClickBD.com বাংলাদেশের বিশাল বেকার সমাজের জন্য এনেছে অল্পও মূলধনে ব্যবসা করার এক চমকপ্রদ সুযোগ।
উন্নয়নশীল দেশের অর্থনীতিতে ই-কমার্স এখন সর্বত্র বিদ্যমান। অন্যান্য ধনী দেশের তুলনায় আমাদের এই উন্নয়নশীল দেশে দুর্লভ ইন্টারনেট প্রবেশাধিকার এবং নিরাপত্তাবিহিন টাকা লেনদেন ব্যবস্থা কমিয়ে দিয়েছে ই-কমার্সের ক্রমোন্নতি। মেসো, মুসা এবং ম্যব্রিকা (২০০৫) বলেছেন যে উন্নয়নশীল বাজারে ই-কমার্স নিয়ে গবেষণা করার সময় পাওয়া সব সাফল্যের অভিজ্ঞতালব্ধ প্রমাণ হচ্ছে কল্পকাহিনী। ই-কমার্সের অন্তর্গত অনলাইন ব্যাংকিং এবং অনলাইন টাকা লেনদেন যা ব্যবসায়িক ব্যবস্থায় এনে দিয়েছে সুদূরপ্রসারী ও সহজ লেনদেন ব্যবস্থা। ই- কমার্স এনে দিয়েছে প্রথাগত ব্যবসায়ে এক ভিন্ন মাত্রা। এটা কমিয়ে এনেছে লেনদেনের অতিরিক্ত খরচ এবং পাশাপাশি সৃষ্টি করেছে নতুন নতুন ব্যবসায়িক দিগন্ত যা ব্যবসায়ী ও বেকারদের আরো লাভবান করছে। ক্লিক বিডি.কম http://www.ClickBD.com হচ্ছে এমনি একটি ই-কমার্স সাইট যেখানে যে কোন ব্যবহৃত এবং অব্যবহৃত কিছু ক্রয় অথবা বিক্রয় করতে পারা যায় অতিসহজে প্রদেয় বিজ্ঞাপনের মাধ্যমে।

ই-কমার্সকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য ও বোধগম্য করার প্রতিশ্রুতবদ্ধ হয়ে ১৪ এপ্রিল ২০০৫ থেকে ক্লিক বিডি.কম http://www.ClickBD.com সেবা দিয়ে যাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের পণ্য যেমন বৈদ্যুতিক যন্ত্রপাতি, ক্যামেরা, মোবাইল, কম্পিউটার, সিডি, টেলিফোন, ফ্যাশান সম্পর্কিত আনুষঙ্গিক, সঙ্গীত এবং ভ্রমণ সম্পর্কিত আনুষঙ্গিক ক্রয়-বিক্রয় করা হয়। উন্নত প্রযুক্তিগত অবকাঠামোর মাধ্যমে ক্লিক বিডি. কম http://www.ClickBD.com ই-কমার্সকে সহজলভ্য করে তুলেছে অনলাইন কমিউনিটির কাছে। বর্তমানে তরুণ সমাজের কাছে ক্লিক বিডি. কম http://www.ClickBD.comএকটি জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট যা তাদেরকে টাকা উপার্জন করার সুযোগ করে দিচ্ছে তাদের বিক্রয়যোগ্য পণ্য বিক্রির মাধ্যমে। এর মাধ্যমে বাংলাদেশের কর্মসংস্থানের সমস্যা অনেকাংশে দূরীভূত হচ্ছে।

২০১১ সালে ক্লিক বিডি.কম http://www.ClickBD.com শুরু করেছে ই-স্টোর নামে এক অভাবনীয় স্টোর সুযোগ সম্বলিত ব্যবস্থা। এই ই-স্টোর হচ্ছে এক ধরনের অনলাইন কেনাকাটার স্থান যেখানে নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে পণ্য প্রদর্শন ও বিক্রয় করা যায়। ক্লিক বিডি.কম বাজারে ক্রেতা বিক্রেতার ঝুট ঝামেলা কমিয়ে সহজ ও দ্রুতগতিতে ক্রয় বিক্রয় করার প্রয়াসে বাংলাদেশে ই-কমার্সের সূচনা করেছে।
ক্লিক বিডি.কম http://www.ClickBD.com এরকম অসাধারণ প্রযুক্তিগত কাঠামোর মাধ্যমে অনলাইন ব্যবসাকে এনে দিয়েছে এক অনন্য মর্যাদা যা আজ সাধারণ বিক্রেতাদেরকে প্রযুক্তির সাথে সংযুক্ত করে উপার্জন করার সুযোগ করে দিয়েছে। আমাদের মত উন্নয়নশীল দেশে টাকা লেনদেনের নির্ভরযোগ্য পথ নেই বলে সাধারণ ক্রেতা বিক্রেতা অনলাইনে লেনদেন করতে আগ্রহী হয় না। কিন্তু ক্লিক বিডি.কম সর্বপ্রথম মানুষের আস্থা অর্জন করে অনলাইন ব্যবসাকে গতিশীল করেছে। সাধারণত দুর্লভ ইন্টারনেট প্রবেশাধিকার ই-কমার্স এবং অনলাইন মার্কেটের সুবিধা সীমাবদ্ধ করেছে উন্নয়নশীল বাজারে। স্বল্প আয়ের মানুষের জন্য ক্লিক বিডি.কম এনে দিয়েছে অপার সম্ভবনার দ্বার। ক্লিক বিডি.কম মার্কেট সরবরাহ করছে বিভিন্ন ধরনের অনলাইন সেবা। অনলাইন সেবাকে তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। যেমন-

বাণিজ্যিক লেনদেনের সাথে ক্রেতা ও বিক্রেতাদের একত্রিত করার লক্ষে ক্লিক বিডি.কম সৃষ্টি করেছে ইলেকট্রিক মার্কেট। ক্লিক বিডি. কম ইলেকট্রনিক লেনদেন করে সহজভাবে। তারা ই-মেইল অথবা ফেসবুকের মাধ্যমে লগ ইন করে অতি সহজে আকাঙ্ক্ষিত বিজ্ঞাপনটি দিতে পারেন।
ক্লিক বিডি.কম ক্রেতা বিক্রেতার বিশ্বাস, নিজস্ব ওয়েবসাইট এ প্রবেশাধিকার, বিজ্ঞাপন দেয়া এবং বিনিয়োগ করার মাধ্যমে কাজ করে থাকে।
এই কর্মপদ্ধতি নিয়ে ক্লিক বিডি.কম এখন এলেক্সা সারিতে ১০২১৭তম ও বাংলাদেশে ২৭ তম হয়েছে (২০ নভেম্বর ২০১২ তথ্য অনুযায়ী)
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'ক্লিক বিডি ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
আমি ক্লিক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
clickbd.com থেকে আমি আমার জীবনের প্রথম ল্যাপটপ কিনেছি গত বৎসর।তাদের সার্ভিস খুবই ভালো এবং তাদের বায়ার ও সেলার উভয় পক্ষই বেশ বিশ্বস্ত।আমি তাদের সাফল্য কামনা করি নিরন্তন।