এফিলিয়েটেড মার্কেটিং শিখুন ঘরে বসে! চলছে বিশেষ রেজিস্ট্রেশন অফার!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে অনলাইন ইস্কুল
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

শুরু করুন অনলাইনে আয়!  অনলাইন প্রশিক্ষণের মূল বৈশিষ্ট্য হল প্রতিষ্ঠান ভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি দেশের যে কোন প্রান্ত থেকে অনলাইনে ফেসবুক গ্রুপে শেখানো হত্তয়ার কারণে যে কেউ ঘরে বসে কম্পিউটার কিংবা মোবাইলের মাধ্যমে ক্লাশ করতে পারবেন। ভিডিও ও টেক্সট পোষ্ট এর মাধ্যমে টিউটোরিয়াল পরিচালিত করা হয়। প্রতিটি ক্লাশ শেষে লেকচার পিডিএফ আকারে দিয়ে দেত্তয়া হয়। Odeskসহ বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে কাজ করার উপযোগী প্রশিক্ষণ দেত্তয়া হয়।

আগামী অক্টোবর, ২০১২ হতে যাচ্ছে অনলাইন ইস্কুল কোর্স এর নতুন ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম।

ক্লাস সমূহ: SEO,Blogging
কোর্স ফি: ৩০০০ ৳ | তিনহাজার টাকা
আগ্রহীরা মেসেজ করুন: http://on.fb.me/VcCyw8

এফিলিয়েটেড মার্কেটিং শিখুন ঘরে বসে

ইন্টারনেট থেকে আয়ের কথা যখন বলা হয় তখনই বলা হয় ব্লগ তৈরীর কথা। ব্লগকে ঘিরেই যত আয়, এডসেন্স, বিজ্ঞাপন, এফিলিয়েটেড মার্কেটিং, -মেইল মার্কেটিং ইত্যাদি ইত্যাদি। অনেক সময়ই উদাহরন হিসেবে সফল কারো কথা উল্লেখ করা হয়। যেকোন পথেই আপনি লাভের মুখ দেখতে পারেন। একপথে সাথে সাথে লাভ। যদি অত্যন্ত বিচক্ষন হন তাহলে সময়ের সাথে সাথে ব্লগিং এর পরিবর্তন করে নতুন দিকে যেতে পারেন।আপনি ওয়েবসাইট তৈরী করেছেন, সেখানে যথেষ্ট পরিমান ভিজিটরও আসছে, এখন আপনার প্রয়োজন এফিলিয়েশনের জন্য আবেদন করা।এফিলিয়েটেড মার্কেটিং এর জন্য আপনার কয়েকটি বিষয়ে দৃষ্টি দেয়া গুরুত্বপুর্ন। কোন ধরনের এফিলিয়েশনে বেশি অর্থ পাবেন, তারা দীর্ঘকালিন কমিশন দেয় কিনা, তাদের অর্থ দেয়ার প্রক্রিয়া কি, তাদের প্রচার ব্যবস্থা এবং সাপোর্ট কেমন, এবং সেটা আপনার জন্য মানানসই কিনা।আপনি অবশ্যই আপনার ওয়েব সাইটের মাধ্যমে প্রচারনা চালাবেন । কাজেই আপনি এমন বিষয়ের দিকে দৃষ্টি দেবেন যে বিষয়ে আগ্রহি ভিজিটর আপনার সাইটে যায়। অর্থাৎ আপনার সাইটের বিষয়এবং এফিলিয়েশনের বিষয় এক হবে। যদি বই বিক্রি করতে চান সেজন্য বইয়ের রিভিউসাইট সবথেকে ভাল, ভর্তি বা অনলাইন কোর্স বিষয়ে এফিলিয়েশনের জন্য টিউটোরিয়াল সাইট ভাল, হাসপাতালের এফিলিয়েশনের জন্য স্বাস্থ্য বিষয়ক সাইট ভাল এই নিয়মে।যিনি বইয়ের রিভিউ দেখার জন্য আপনার সাইটে এসেছেন তিনি বই কিনবেন, জুয়ারসাইটে যাবেন না এটাই স্বাভাবিক।

এফিলিয়েটেড মার্কেটিং বর্তমানে একেই সবচেয়ে লাভজনক বলে ধরাহয়। গুগলের এডসেন্স থেকে মাসে ১০ হাজার ডলার আয়ের কথা হয়ত শুনেছেন। সেটা বিরল ঘটনা। কারন এই পরিমান আয়ের জন্য সেই সাইটে অবশ্যই বহ লক্ষ ভিজিটর যেতে হয়। অন্যদিকে এফিলিয়েটেড মার্কেটিং এর জন্য তত বেশি ভিজিটর প্রয়োজন নেই।যে হেতু কমিশনের পরিমান বেশি (কোথাও কোথাও ৭০% কিংবা আরো বেশি) সেহেতু অল্প ভিজিটরই আপনাকে বড় আয় এনে দিতে পারে।

অনলাইন ইস্কুল- এর বৈশিষ্ট্য:

১. বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল গ্রুপ এর ক্লাস সংক্রান্ত সকল কার্যক্রম ফেসবুক এ গ্রুপ তৈরি করে শেখানো হয় এবং ভিডিও ও টেক্সট পোষ্ট এর মাধ্যমে টিউটোরিয়াল পরিচালিত করা হয়। যার ফলে কোর্স সদস্যবৃন্দ ঘরে বসে কম্পিউটার অথবা মোবাইল এর মাধ্যমে ক্লাস করার সুযোগ পাবেন।

২. বিস্তারিত, প্রাঞ্জল এবং বোধগম্য টেক্সট পোষ্ট এবং ভিডিও টিউটোরিয়াল এর ব্যবস্থা। প্রয়োজনে ডিভিডি/সিডিতে সরবরাহের ব্যবস্থা।

৩. কোর্স চলাকালীন পুরো মাস ব্যাপী সকল ক্লাসের সংরক্ষণ রাখা হয়। এতে কোর্স সদস্যরা যে কোন সময় তাদের সুবিধা অনুসারে ক্লাস করতে পারবেন।

৪. কোন বিষয় সম্পর্ক জানতে অথবা বুঝতে সমস্যা হলে থাকছে সরাসরি প্রশ্ন করার সুবিধা। রয়েছে Help Line

৫. লাইফ টাইম সাপোর্ট

৭. Real life Projects

হেল্প লাইন: +8801671042378

কোর্স আউটলাইন

Search Engine Optimization

  • What is SEO?
  • Kinds Of SEO
  • Important of SEO
  • Keyword/Keyword Research/Tools
  • On page optimization for Blogger/Wordpress/Joomla
  • Content Optimization
  • Indexing In Search Engines
  • Creating Site Map & submit
  • Google webmaster tool
  • Dofollow-Nofollow
  • Link Building/ Backlinks
  • Blog Comment
  • Forum Posting
  • Forum Signature & Profile Backlinks
  • Social Bookmarking
  • Directory Submission
  • article Submission
  • Video Optimization
  • Freelance SEO
  • Blackhat SEO
  • Real life Projects সহ Odesk এর বিভিন্ন কাজ হাতেকলমে প্রশিক্ষণ

Blogging

  • Design
  • Create A Professional Blog
  • settings
  • write articles
  • Keyword research
  • Analyze Competition
  • Unique Adsense post writing/Google Adsense
  • Infolinks
  • Kontera
  • Chitika
  • clicksor
  • Online Marketing
  • গুগল এডসেন্স এর পাশাপাশি অন্যান্য মাধ্যম থেকে ব্লগিং এর মাধ্যমে আয়ের সুযোগ

২৪/৭ অনলাইন ইস্কুল সাপোর্টঃ

চলছে রেজিস্ট্রেশন অফার!

চলছে  রেজিস্ট্রেশন অফার । এই অফারে "অনলাইন ইস্কুলে"র যেকোন ব্যাচে মাত্র ৩০০০/- টাকায় SEO এবং Blogging শেখার সুযোগ রয়েছে। ১ মাসের কোর্স। সপ্তাহে ৩ দিন ক্লাশ।

বিস্তারিত জানতে যোগ দিন "অনলাইন ইস্কুলে"

"অনলাইন ইস্কুল"

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে অনলাইন ইস্কুল
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ ভাই এইরকম একটি যুগান্তকারী পদক্ষেপ নেবার জন্য। অ্যাপ্লাই করার জন্য মনটা আনচান করছে কিন্তু সামনে মাস্টার্স পরীক্ষা। একটা উপায় বাতলিয়ে দিন ভাই। প্লিজ।

ভাই, টাকাটা , একটু কমানো যায় না?

Bah onek Importanat news We will join very soon

ফী কি একবারে পরিশোধ করতে হবে ??? যদি ২ কিস্তির কোন সুযোগ থাকে একটু ভালো হয়।

Level 0

যদি ২ কিস্তির কোন সুযোগ থাকে একটু ভালো হয়।

Is there have any free learning centure?

ফোন না দিয়ে পারলাম না।

এমন একটা সময় অফারটা পেলাম যখন টাকা ও সময় দুটোই হাতে কম কম 😥

Level 0

টাকা যে মাইর যাবে না তার গ্যারান্টি কি? বিস্তারিত বলুন।

    Level 0

    @kazi38: ২ নাম্বারী থাকলে টেকটিউনস এর ব্যানারে টিউন হত না।

      @swordfish: No offence about Techtunes কিন্তু Techtunes এর ব্যানারে টিউন হলেই তা কেন ১ নম্বুরী হিসেবে গন্য হবে তার পেছনে কার্যকারন ও ব্যাখ্যা জানতে চাচ্ছি।

        Level 0

        @বি,আর,তৌহিদ: টেকটিউনস এ যে কেউ চাইলেই এড দিতে পারেন না। তা হলে পিটিসির সাইটগুলোর এড টেকটিউনস এ দেখা যেত। আর আনভেরিফাইড কাউকে টেকটিউনস নিজস্ব ব্যানারে টিউন করবে না। আরো বিস্তারিত জানতে চাইলে এডমিনের সাথে কথা বলুন।

          @swordfish: কাজী ভাই (kaji38) এর কথার সূত্র ধরে বলছি, টেকটিউন্স এ এড দিতে পারলেই যদি তা ভেরিফিকেশন এর সমপর্যায় এর হয়ে থাকে তবে টাকার গ্যারান্টিও কি টেকটিউন্স দিবে? আপনার কথার মানে তো তাই দাঁড়ায়।

ভালো উদ্দ্যোগ। একটি ট্রেনিং কখনও কাজ শেখার প্রধান নিয়ামক হতে পারে না। যতক্ষণ পর্যন্ত শীক্ষার্থীর আগ্রহ ও ধর্য্য কম থাকে। ট্রেনিং একটি ভিত্তি গড়ে দিতে পারে, সেলফ ডেভেলপমেন্ট নিজের কাছে। ধন্যবাদ!!!

মাহবুব ভাই কে আমরা সব সময় ই দেখি আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে কোন কিছু জানতে গুগল এর সাহায্য নিতে। তবে যারা এই কাজ টুকু ও করতে অপারগ তাদের জন্য অবশ্যই মাইল ফলক হিসেবে কাজ করবে আপনার এই উদ্যোগ।

আমি অবশ্যই গুগল কে প্রাধান্য দিবো অজানাকে জানার ক্ষেত্রে সকলের উপরে। সার্চ টার্ম গুলো সম্পর্কে ভালো ধারনা থাকলে গুগল ই হতে পারে সবচাইতে অভিজ্ঞ শিক্ষক। Programming ছাড়া অন্যান্য বিষয়গুলো (Web research, SEO, blog commenting, link digging, link building, link wheel etc.) খুব সহজেই কোন Training ছাড়াই গুগল থেকে চর্চা করা যায়।

তবে আমার বেক্তিগত উপলদ্ধি প্রতি সপ্তাহে ২/৩ দিন করে ক্লাস হলেও মাসে Highest ১২ দিন ক্লাস। সেক্ষেত্রে ২৫০০ টাকা অবশ্যই বেশি। এই টাকার পরিমান টা ১০০০ হলে ভালো হতো। টিটি নিবেদিত প্রান মাহবুব ভাই সব সময় ই জনকল্যাণে নিবেদিত। কল্যাণকর দিক বিবেচনা করতে গেলে অবশ্যই নিজেদের বেক্তিগত সব কিছুকেই বিসর্জন দিতে হয় প্রয়োজনীয় অংশটুকু রেখে।

আর ট্রেনিং নিয়ে সবাই কাজ পাবে তার ও তো কোন গ্যারান্টি নেই। সেক্ষেত্রে পরবর্তীতে সমালোচনার বিষয় টির প্রতি ও নজর রাখা উচিত এবং তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এখনি নেওয়া উচিত। সবার মানসিকতা তো আর এক নয়। ওডেস্ক থেকে অনেকে লাখ টাকাও উপার্জন করছে এবার অনেকে একে PTC এর সাথেও তুলনা করছে কাজ জানার পরেও কাজ করে Buyer দের থেকে প্রতারিত হয়ে।

    Level 0

    @মাহিম: ধন্যবাদ মাহিম মন্তব্য করার জন্য। অন্যান্য প্রতিষ্ঠানে যেখানে ১৫/২০ হাজার টাকা নেত্তয়া হচ্ছে সেখানে একই সিলেবাসে কোর্সগুলো অনলাইন ভিত্তিক হত্তয়ার কারণে ২৫০০/- অনেক কম। বিনামূল্যে দেত্তয়া যেত কিন্তু এতে করে অনেকের আগ্রহ থাকবে না। আর রিয়েল লাইফ প্রজেক্ট এর মাধ্যমে সবাইকে পিটিসি নামক ভূত থেকে মুক্তি দিয়ে কাজ শিখে অনলাইনে কাজ করতে তৈরি করা হবে। আর কাজ শিখে শুধু Odesk এ করতে হবে তা নয়। নিজের সাইটের করে অনেকে গুগল এডসেন্স, এফিলিয়েশন এবং অন্যান্য মাধ্যমে আয় করতে পারবে। একটি সাইট থাকা মানে SEO প্রয়োজনীয় বিষয়।

    @মাহিমঃ সম্পূর্নরূপে সহমত এবং মাহিম ভাই কে অভিনন্দন উনার চমৎকার কমেন্ট এর জন্য।

    @মাহিম:

    ” কল্যাণকর দিক বিবেচনা করতে গেলে অবশ্যই নিজেদের বেক্তিগত সব কিছুকেই বিসর্জন দিতে হয় প্রয়োজনীয় অংশটুকু রেখে।”

    “পরবর্তীতে সমালোচনার বিষয় টির প্রতি ও নজর রাখা উচিত এবং তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এখনি নেওয়া উচিত। ”

    চমৎকার ! চমৎকার !! চমৎকার !!! মতামত

“অন্যান্য প্রতিষ্ঠানে যেখানে ১৫/২০ হাজার টাকা নেত্তয়া হচ্ছে সেখানে একই সিলেবাসে কোর্সগুলো অনলাইন ভিত্তিক হত্তয়ার কারণে ২৫০০/- অনেক কম। বিনামূল্যে দেত্তয়া যেত কিন্তু এতে করে অনেকের আগ্রহ থাকবে না।”
ভাই, ১৫/২০ হাজার টাকা যারা নিচ্ছে তারা কিন্তু ব্যবসা করছে। আপনার ভাষ্য অনুযায়ী আপনি কিন্তু ব্যবসা করছেন না কারন আপনি নিজেই বলেছেন বিনামূল্যে দেয়া যেত কিন্তু তাতে মানুষের আগ্রহ থাকবে না। আপনার কথায় যুক্তি আছে।কিন্তু সেই যুক্তি দিয়ে ২৫০০ টাকা নেয়াটা যুক্তিযুক্ত না। ৫০০-১০০০ টাকা নিলেই মানুষের আগ্রহের ব্যাপারটা সুনিশ্চিত করা যায়।
আমার মতে কেউ যদি ব্যবসা করতে চায় তবে প্রয়োজন মনে করলে ১৫/২০ হাজার টাকা থেকে বেশি নিতে পারে তবে কাজের নিশ্চয়তা দিতে হবে।
ধন্যাবাদ।

ভাই, টাকাটা , একটু কমানো যায় না? ১৫০০ টাকা করা হোক।

Comments are closed.