DishTV ও Zing এ দেখুন বাংলাদেশী চ্যানেল

Watch Channel I & ATN Bangla on DishTV & Zing DTH
সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের টিউন। আমরা অনেকেই বাংলাদেশ থেকে ভারতীয় ডিটিএইচ ব্যবহার করে থাকি কিন্তু সেখানে শুধু ভারতীয় চ্যানেলই আমরা দেখতে পাই কোন বিশেষ মূহুর্তেও আমরা আমাদের দেশের কোন খবরও পর্যন্ত রাখতে পারিনা। চলোন দেখে নেই কিভাবে সহজেই আপনি আপনার DishTV/Zing এ দুটি বাংলাদেশী চ্যানেল দেখতে পারবেন।

 

প্রথমে আপনার বক্স টি অন অবস্থায় Menu বাটন প্রেস করোন এবং ডানপাশে নেভিগেট করে হেল্প টেবে যান নিচের ছবির মত।

DishTV ও Zing এ দেখুন বাংলাদেশী চ্যানেল সাথে ডাওনলোড করে নিন Musafir ও ‍Sweetheart সহ কয়েকটি নতুন HD মুভি How to Watch Bangladeshi tv channel in Dishtv or Zing

পরে হেল্প টেবের তিন নাম্বার অপশন টি নির্বাচন করোন STB Info নিচের ছবির মত

DishTV ও Zing এ দেখুন বাংলাদেশী চ্যানেল সাথে ডাওনলোড করে নিন Musafir ও ‍Sweetheart সহ কয়েকটি নতুন HD মুভি How to Watch Bangladeshi tv channel in Dishtv or Zing

এর পরে ইন্টারফেসে কিছুু ইনফরমেশন দেওয় আছে দেখতে পাবেন নিচের ছবিটির মত এবং আপনার রিমোর্ট

থেকে লাল বাটনটি প্রেস করোনDishTV ও Zing এ দেখুন বাংলাদেশী চ্যানেল সাথে ডাওনলোড করে নিন Musafir ও ‍Sweetheart সহ কয়েকটি নতুন HD মুভি How to Watch Bangladeshi tv channel in Dishtv or Zing

 

How to watch Channel I & ATN Bangla On DishTV or Zing

সবকিছু ঠিক থাকলে আপনি নিচের ছবির মত দেখতে পাবেন এবং সেখান থেকে Home Frequency নির্বাচন করোন

 

সিলেক্ট করার পর খুব তারাতারি আপনার রিমোর্ট থেকে 9523 চাপুন (তারাতাড়ি চাপতে হবে না হলে হবে না) না পরলে পূনরায় চেষ্ঠা করোন তবে একবার ব্যাক করে করবেন। যদি ঠিকমত করতে পারেন তাহলে নিচের ছবির মত পাবেন এবং সেখানে

Frequency (Mhz) : 12170

Symbol Rate (Kbps): 40700

Polarization: Horizontal সেট  করে দিন নিচের ছবির মত

How to watch Channel I & ATN Bangla On DishTV or Zing

এবং সেট করার পর OK বাটন চেপে বেড়িয়ে আসুন এবং পরে exit বাটন চেপে বেড়িয়ে আসুন চালো হতে একটু সময় নিতে পারে।

এখন আবার  প্রথম থেকে শুরু করুন মানে আগে যেখানে আপনি STB Info পেয়েছিলেন সেখানে আসেন 😀 এখনো না বুঝলে ২য় চিত্র টা দেখুন বঝতে পারবেন। এর ঠিক পরের যে অপশনটি আছে Channel Search এখানে যান এবং 100% সার্চ

হওয়া পর্যন্ত অপেক্ষা করোন  সার্চ সম্পন্ন হলে ok বাটন প্রেস করে বেরিয়ে আসুন  কাজ শেষ এখন বাংলা  চ্যানেল দেখার পালা

এটিএন বাংলা ও চ্যানেল আই নাম্বার হচ্ছে ২৯২২ এবং এর পরের টা এখন মনদিয়ে উপভোগ করেন।

কোন সমস্যা হলে টিউমেন্ট করে জানাতে পারেন আমি উত্তর দেয়ার চেষ্ঠা করব।

কোন ভুল হলে জানাবেন সংশোধন করার চেষ্ঠা করব অথবা  ক্ষমা করে দিবেন।

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি খালিকুজ্জামান নবীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই।।

আপনি Dish TV DTH দিয়ে কি একটা শুধু টিভি ব্যবহার করা যায়?

জানতে ইচ্ছা করে এলাকার ক্যাবল অপারেটররাও তো টাটা স্কাই/ Dish TV এর সার্ভিস ব্যবহার করে, তাহলে তারা কিভাবে এত বাড়িতে সাপ্লাই দেয় যেখানে সবাই চ্যানেল চেঞ্জ করতে পারে নিজেদের মত। জানলে শেয়ার করবেন প্লিজ 🙂

    ধন্যবাদ আপনাকেও @সালমান ভাইয়া টিওনমেন্ট করার জন্য। খুব ভাল প্রশ্ন করেছেন। আসলে ক্যাবল আপারেটারাও আমাদের মত ডিসটিভি/টাটাস্কাই ব্যাবহার করে তার সাথে আরো কিছু ডিভাইসও ব্যাবহার করে । তাছাড়া আপনার ক্যবলে যতটা চ্যানল আছে আপনার ক্যাবল অপারেটারের ঠিক ততটা রিসিভার ও মুডিওলেটর ব্যবহার করতে হয় প্রত্যেকটা রিসিভারের থেকে একেকটা মুডিওলেটারে সিগনাল আউটপূট দেয় এবং সব মুডিওলেটারের সিগনাল গিয়ে একটি মিক্সারমেশিনে যায় এবং পরে তা একটি সিগনাল এম্পিফায়ারের থেকে সকল টিভিতে যায় এবং একটি তারের ভিতর কয়েকটি ফিকুয়েন্সির সিগ্নাল থাকে যার কারনে যার যে চ্যানেল ইচ্ছা সে তা দেখতে পারে। আপনিও আপনার এলাকায় মোটামুটি 50-60 হাজার টাকা ব্যায়ে প্রায় 35 টার মত চ্যানেল প্রথম আবস্থায় দিতে পারেন। আশা করছি সামনের টিউনে বিস্তারিত লিখব। ধন্যবাদ 🙂

      গুরুত্বপুর্ণ তথ্যের জন্য ধন্যবাদ ভাইয়া 🙂

Level 0

Dish TV আমি কিনতে চাই কোথায় পাওয়া যাবে আমি ঢাকা মিরপুর ১০ এ থাকি। এর দাম কত মাসিক বিল কত।

    টিওনমেন্ট করার জন্য ধন্যবাদ @kkboy । যেহেতু আমি ঢাকার বাসিন্দা না তাই আমি সম্পুর্ন সঠিক ভাবে বলতে পারব না। তবে ভারতীয় কোন ডিটিএইচ ই বাংলাদেশে অনুমদিত নয় কিন্তু পাওয়া যায়। আামার জানা মতে ঢাকা স্টেডিয়াম মার্কেটে খোজ নিলে আপনি ঠিকই পেয়ে যাবে। সমস্যা হল ডিসটিভির ভারতের নির্ধারিত মূল্য বাংলাদেশের টাকায় প্রায় 2100-2200 টাকা কিন্তু আপনি বাংলাদেশ থেকে কিনলে 4000-6000 টাকা লাগতে পারে আর মাসিক বিল আপনার পেকেজ ও চেনেল এর উপর নির্ভর করে পেকেজের বিস্তারিত জানতে dishtv.in এ ভিজিট করুন। ধন্যবাদ। 🙂

Level 0

Is this possible to enjoy channel i & ATN bangla on Tata Sky DTH??? If possible then how to configure, please share with us.

টাটা স্কাই এরকম কোন পদ্ধতি থাকলে বলবেন প্লিজ

ভাই চ্যালেল আই কততে ধরে

ভাই আমি ডিসটিভি ব্যবহার করি ATN BANGLA আসে Chanel I ত আসে না।।
আর আমার একটা সমস্যা হচ্ছে আমার প্যাকেজ কিনতে অনেক সমস্যা হয় নির্ধারিত মুল্যের চেয়ে বেশি রাখে।। যার কাছ থেকে কিনেছি। আইডি পাসওয়ার্ড চাইলে দেয় না।। একটু হেল্প করলে খুশি হব