প্রথমেই আপনাদের প্রতি রহিলো আমার সালাম “আচ্ছালামুআলাইকুম অরাহমাতুল্লাহি অ-বারকাতুহ্”।কেমন আছেন সবাই? আশা করি ভালো, আর সেটাই আমার কাম্য।এটা আমার দ্বিতীয় টিউন।। আমার কাছে সবার টিউন ভালো লাগে।আমার টিউন আপনাদের ভালো লাগবে কিনা জানিনা তবে সব সময় ভালো কিছু শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।আর ভুল হলে ক্ষমা করবেন।চলছে বাংলাদেশ বনাম ভারতের খেলা। সেই খেলা যদি অপনি দেখতে চান আপনার আ্যান্ড্রয়েড ফোন অথবা কম্পিউটারে তাহলে টিউন টি ভাল করে পড়ুন।আর এরকম টিউন আগে প্রকাশিত হয়েছে। কিন্তু এটা ভিন্ন।
আপনি অ্যান্ড্রয়েড ফোনে বাংলাদেশের খেলা দেখতে হলে প্রথমত একটি সফটওয়্যার ডাউনলোড করে নিন। সফটওয়্যার টি হচ্ছে jago bd আপনারা অনেকে হয়ত এটার সাথে পরিচিত। ডাউনলোড করুন এখান থেকে ডাউনলোড ।
এছাড়া সরাসরি আপনি বি,টি,ভি বা গাজি টি,ভি খেলা দেখতে এখানে যান এখানে
আর স্টার স্পোর্টে খেলা দেখতে হলে এখানে যান এখানে
আপনি পিসিতে খেলা দেখতে হলে নিচের যে কোনোলিন্ক থেকে দেখতে পারেবেন।আমার কাছে দুটুই ভাল লেগেছে। আপনারা ও দেখতে পারেন।
1.jago bd লিন্ক :- এখানে
2.star sports: লিন্ক :- এখানে
টিউন টি অনুসরন করুন আর উল্লাসে মেতে উঠুন বাংলাদেশের খেলায়। চাইলে বুকমার্ক
করে রাখতে পারেন।
এটা আমার দ্বিতীয় টিউনঅ
য়ারা আমার প্রথম টিউন টি দেখেন নি তারা দেখে নিতে পারেন আমার প্রথম টিউন ।
টিউন টি ভাল লাগলে অবশ্যই জানাবেন। আর আমাখে পাবেন ফেইসবুকে এখানে
ধন্যবাদ ভাল থাকবেন।
আমি নোমান আহমদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।