বিশ্বের সেরা ৫ টি টেলিভিশন সংবাদ চ্যানেল সম্পর্কে কিছু কথা

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি সকলে ভালো আছেন, হ্যাঁ সব সময় ভালো থাকবেন, প্রযুক্তির সাথে থাকবেন এটাই কামনা করি। বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটা ভালো বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমানে বিশ্বে প্রতিদিন ঘটে যাচ্ছে নানা ধরনের ঘটনা,আবিস্কার হচ্ছে অনেক নতুন নতুন প্রযুক্তি, খেলাধুলা, বিনোদন জগতে ঘটে যাচ্ছে অনেক কিছু আর এই সব কিছু আমরা জানতে পারছি নানা ধরনের মাধ্যম দিয়ে যেমন, সংবাদপত্র, টেলিভিশন,নিউজ চ্যানেল ইত্যাদি মাধ্যম দিয়ে। বন্ধুরা আজ আমরা এরকমি সারা বিশ্বের সেরা কিছু নিউজ চ্যানেল নিয়ে আলোচনা করব আপনাদের সামনে যারা তাদের নিষ্ঠা দিয়ে সব সময় সবার আগে মানুষের মাঝে সংবাদ দিচ্ছে। তো চলুন কথা না বাড়ীয়ে মূল আলোচনায় আসি

আল জাজিরা

হ্যাঁ বন্ধুরা প্রথমে আমরা যে নিউজ চ্যানেল টি সম্পর্কে জানব সেটি হল Al Jazeera English. আল জাজিরা হল একটা আন্তর্জাতিক ২৪ ঘন্টার ইংরেজি ভাষার নিউজ এবং সাম্প্রতিক ঘটনাবলী বিবরন শেয়ার কারী টিভি চ্যানেল যেটার মালিক এবং পরিচালনা কারী হল আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক।

এই টিভি চ্যানেল এর আংশিক মালিক হাউস অব থানি এবং এর প্রধান হেড কোয়াটার কাতার এর দোহা। আল জাজিরা টিভি চ্যানেল ১৫ নভেম্বর ২০০৬ সালে প্রতিষ্ঠা করা হয় যেটা সারা বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করে আসছে

বিবিসি ওয়ার্ল্ড নিউজ

বিবিসি ওয়ার্ল্ড নিউজ বিবিসির আন্তর্জাতিক খবর এবং সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে প্রচার বিষয়ক টেলিভিশন চ্যানেল। বিবিসি ওয়ার্ল্ড নিউজ এর আছে সব থেকে বেশি দর্শক সারা বিশ্বব্যাপী। এই নিউজ চ্যানেলটি তিনটা ভিন্ন ভিন্ন সময়ে প্রতিষ্ঠা হয়, প্রথমে ১১ মার্চ ১৯৯১ সালে তখন এর নাম ছিল বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস টেলিভিশন, ২য় বার ১৬ জানুয়ারী ১৯৯৫ সালে তখন এর নাম ছিল বিবিসি ওয়ার্ল্ড এবং সব শেষে ২১ এপ্রিল ২০০৮ এ বিবিসি ওয়ার্ল্ড নিউজ নামে প্রকাশ পায়। বর্তমানে এটার মালিক বিবিসি গ্লোবাল নিউজ লিমিটেড।

এই নিউজ চ্যানেলটি সারা বিশ্বব্যাপী স্মম্প্রচার করা হয় বিভিন্ন কেবল অপারেটর এর মাধ্যমে এর প্রধান অফিস ব্রডকাস্টিং হাউস, লন্ডন, যুক্তরাজ্য। বিবিসি ওয়ার্ল্ড নিউজ চ্যানেল টি টেলিভিশন, অনলাইন ওয়েবসাইট এবং রেডিও এই তিনটা মাধ্যম দিয়ে সম্প্রচার করে

এবিসি নিউজ ২৪

এবিসি নিউজ ২৪ একটি অস্ট্রেলিয়ান ২৪ ঘন্টা সম্পচারিত সংবাদ চ্যানেল যেটার মালিক এবং পরিচালনা কারি অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন। এই চ্যানেলটি ২২ জুলাই ২০১০ সালে চালু হয়।

এটা মূলত অস্ট্রেলিয়াতে সম্প্রচারিত হয়। নানা ধরনের সংবাদ এখানে দেওয়া হয়ে থাকে যেমন আন্তর্জাতিক, খেলাধুলা, বিনোদন, প্রযুক্তি, বিজনেস, টকশো সহ আরো অনেক কিছু এখানে প্রচার করার হয়

সিএনএন ইন্টারন্যাশনাল

সিএনএন ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক ইংরেজি ভাষার কেবল, স্যাটেলাইট IPTV এবং ডিজিটাল টেরেস্ট্রিয়াল টেলিভিশন চ্যানেল যেটার মালিক এবং পরিচালনাকারী টাইম ওয়ার্নার এর টার্নার ব্রডকাস্টিং সিস্টেম। এই চ্যানেল প্রদান করে সংবাদ, সাম্প্রতিক ঘটনাবলী, রাজনীতি, ক্রীড়া, মতামত, এবং ব্যবসায়িক প্রোগ্রাম সম্প্রচার করে।

১ সেপ্টেম্বর ১৯৮৫ সালে এই চ্যানেল তাদের যাত্রা শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সারা বিশ্বব্যাপী এবং এর হেড কোয়াটার সিএনএন কেন্দ্র আটলান্টা, জর্জিয়া, লন্ডন এবং হংকং তারা অনলাইনে এবং টেলিভিশনে তাদের সংবাদ প্রদান করে থাকে

এনডিটিভি

নয়া দিল্লি টেলিভিসন লিমিটেড (এনডিটিভি) একটি ভারতীয় বাণিজ্যিক সম্প্রচার টেলিভিশন নেটওয়ার্ক প্রান্নয় রায় এবং তার স্ত্রী রাধিকা রায় ১৯৮৮ সালে এটা প্রতিষ্ঠিা করে। ভিক্রামাদিত্যা চন্দ্র এনডিটিভি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা।

কেভিএল নারায়ন রাও হলেন এক্সিকিউটিভ ভাইস চেয়ারপারসন। ১৪৯১ জন কর্মচারী এখানে কাজ করে। এটা অনলাইনে, টেলিভিশনে এবং মোবাইল আপ্লিকেশন এ সম্পচারিত হয়।

বন্ধুরা যে ৫টি নিউজ চ্যানেল আপনাদের সামনে পরিচয় করে দিলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং এই চ্যানেল গুলো থেকে আপনারা বিভিন্ন সময় নানা ধরনের তথ্য পেতে পারেন। আজ আর নয় আশা করি আগামিতে আরো ভালো কিছু নিয়ে হাজির হতে পারব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন

ধন্যবাদ

Level 0

আমি ট্যালি মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস