নিয়ে নিন ৩০টির বেশি TV Embed Code

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন । ঢাকায় যারা আছেন ভাল থাকার কথা। ভাপসা গরমের পর আজ সকালটা শুরু হয়েছে তুমুল বৃষ্টি দিয়ে। যাই হোক কথা না বাড়িয়ে আপনাদের টিভি embed code গুলো দিচ্ছি। এধরনের টিউন আগে প্রকাশ হয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি এত গুলো চ্যানেল দেয়া হয়নি।  আপনার যে চ্যানেলটি দরকার তার কোডটি কপি করে আপনার ওয়েব সাইটে paste করলেই চ্যানেলটি দেখা যাবে। ইচ্ছে করলে আপনার computer এ save করেও চ্যানেলটি দেখতে পারবেন। সেক্ষেত্রে file extension টি .html or .htm করে নিতে হবে। নিচের লিংক থেকে জিপ ফাইলটি নামালে ৩তি text ফাইল পাবেন। এর ভেতর কোড গুলো আছে।

Zippyshare Link

সমস্যা হলে ফেসবুকে আমি

Level 0

আমি মহি তারেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এভাবে টিউন করার কোন মানে হয় না, অন্তত কোন কোন চ্যনেল আছে সেগুলোর নাম দিতে পারতেন।computer এ save করে কীভাবে দেখব বুঝিয়ে বলুন।

    @মাহমুদ কলি।: 100% সহমত। আরো বিস্তারিত লিখা উচিত ছিলো। অন্তত কি কি চ্যানেল আছে সেটা উল্লেখ কআ দরকার ছিলো। ব্লগে এইসব কোড ইউজ করা কঠিন কাজ নয়, কিন্তু এই চ্যানেলগুলো ভূয়া এড দিয়ে ভর্তি থাকে, অনেক চ্যানেল কাজ করেনা, এডে ক্লিক করতে বাধ্য করে, ক্লিক করার পর ২৫ সেকেন্ড ওয়েট করতে বাধ্য করে, কিন্তু এডে ক্লিক করার পর চ্যানেল প্লেয়ারটাই উধাও হয়ে যায়। এই ধরণের আধা-মাধা পোস্টের কোন মানে হয়্না।

      এ ধরনের ঝামেলায় পরতে হবে না। এড কেটে দিলে আর আসবে না।

file extension টি .html or .htm কিভাবে করে নিতে হবে???