স্যাটেলাইট টিভি সমগ্র [পর্ব-২] :: Airtel Digital TV

পূর্ববর্তী টিউনে আলোচনা করেছি Tata Sky নিয়ে।লিংক
এখন আলোচনা করব Airtel Digital TV নিয়ে।

Airtel Digital TV -

India র প্রথম DVB-S2 MPEG4 DTH কোম্পানি। যা কিনা ভারতের ভারতী টেলিভেঞ্চার লিমিটেডের মালিকানাধীন।

Satellite Signal এবং Basic Information :

Airtel Digital TV সাধারন ভাবে চ্যানেল সম্প্রচার করে SES7 (108.2o East) Satellite এর মাধ্যমে। EIRP ৫০-৫৪ হওয়ায় এর ডিস এন্টেনা ৬০ সেন্টিমিটার ব্যসের হয়। Airtel Digital TV Encryption System হিসাবে স্যাটেলাইটের সিগন্যালের দ্বিতীয় প্রজন্ম DVB-S2 এবং Videoguard ব্যবহার করে। Video এবং Audio Compression System হিসাবে MPEG4 ব্যবহার করে ফলে ছবি ও শব্দের মান Lower HD (720p) কোয়ালিটির হয় যা কিনা সাধারন ডিস বা কেবল লাইনের থেকে 4 গুন পরিস্কার।

এছাড়াও Airtel Digital TV বর্তমানে Airtel Digital TV HD ব্যনারে HD Channel সম্প্রচার করছে। HD সম্প্রচারে Airtel Digital TV Encryption System হিসাবে DVB-S2 এবং Videoguard ব্যবহার করে। Video এবং Audio Compression System হিসাবে MPEG4 , HD (1080p) এবং 8PSK ব্যবহার করে। HD Channel গুলোর ছবি ও শব্দের মান সাধারন MPEG4 Channel থেকে ৫ গুন পরিস্কার দেখা যায়। এখানে উল্লেখ্য HD Channel গুলো HDMI port দিয়ে সরবরাহ করা হয় যা কিনা শুধুমাত্র HD Ready TV বা HD TV উপভোগ করা যায়।
যন্ত্রাংশঃ
Airtel Digital TV র একটি পুরো সেট কেনার সময় আপনি যা যা পাবেন তা হল-
১. Airtel Digital TV/ Airtel Digital TV HD Receiver ১ টা।
২. Airtel Digital TV/ Airtel Digital TV HD (VC Card) ১ টা।
৩. Airtel Digital TV Universal Remote Control ১ টা। (Universal Remote Control দিয়ে  টিভি এবং  Receiver একসাথে চালানো যায়)
৪. ডিস এন্টেনা ১ সেট।
৫. Audio/Video Cable (HDMI Cable HD Receiver এর সাথে) ১ টা।
৬. AAA ব্যাটারি ২ টা।
৭. LNB ১টা। ( Airtel Digital TV HD Recorder Receiver এর সাথে ১ টা Twine Out LNB দেয়া হয় কারন এখানে ১ টা লাইন ব্যবহৃত টিভি দেখার জন্য অন্যটা প্রোগ্রাম রেকর্ড করার জন্য )
৮. Cusromer ID. ( Recharge করার জন্য )
৯. Airtel Digital TV Receiver এর account এ login করার জন্য User Name & Password.
মনে রাখবেন এটা অবশ্যই লাগবে কারন User Name , Password ছাড়া আপনি Package Change করা, Extra Channel Add করতে পারবেন না। এমনকি দীর্ঘ সময় বন্ধ রাখার পর Channel চালু করার জন্য User Name , Password প্রয়োজন। এ ক্ষেত্রে জানিয়ে রাখি User Name , Password ছাড়া Airtel Digital TV Receiver গুলো সাধারনত অবৈধ বা চোরাই ভাবে বাংলাদেশে আসে যা পরবর্তীতে চ্যানেল কমে যাওয়া, পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া, বিল বেশি কাটার মতো অসুবিধা সৃষ্টি করে।

Airtel Digital TV / Airtel Digital TV HD প্যাকেজ এবং বিলঃ
Airtel Digital TV র বর্তমানে  ৪ টি প্যাকেজ চালু আছে। এসব প্যাকেজের চ্যানেল সংখ্যা এবং বিলের পরিমান যথাক্রমে-

১. Value Sports Pack - চ্যানেল সংখ্যা ১৩৯ - মাসিক বিল ৩৭০ টাকা। বিস্তরিত চ্যানেল লিষ্টের জন্য এখানে ক্লিক করুন।
২. Economy Sports Pack - চ্যানেল সংখ্যা ১৫৬ - মাসিক বিল ৫২০ টাকা। বিস্তরিত চ্যানেল লিষ্টের জন্য এখানে ক্লিক করুন।
৩. Mega Pack - চ্যানেল সংখ্যা ১৮১ - মাসিক বিল ৬১০ টাকা। বিস্তরিত চ্যানেল লিষ্টের জন্য এখানে ক্লিক করুন।
৪. Ultra Pack - চ্যানেল সংখ্যা ১৯৩ - মাসিক বিল ৭৬০ টাকা। বিস্তরিত চ্যানেল লিষ্টের জন্য এখানে ক্লিক করুন।

Airtel Digital TV HD র বর্তমানে ১৭ টি প্যাকেজ চালু আছে। এসব প্যাকেজের চ্যানেল সংখ্যা এবং বিলের পরিমান যথাক্রমে-
১. Value Sports 15 HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ১৫ ও SD ১৩৫ - মাসিক বিল ৬৮০ টাকা।
২. Economy Sports 12 HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ১২ ও SD ১৫৯ - মাসিক বিল ৭৫০ টাকা।
৩. Economy Sports 15 HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ১৫ ও SD ১৫৯ - মাসিক বিল ৮২০ টাকা।
৪. Economy Sports 4 HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ৪ ও SD ১৫৯ - মাসিক বিল ৬২০ টাকা।
৫. Economy Sports 9 HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ৯ ও SD ১৫৯ - মাসিক বিল ৬৮০ টাকা।
৬. English Standard Pack - চ্যানেল সংখ্যা HD ০ ও SD ১৭৫ - মাসিক বিল ৬৫০ টাকা।
৭. Magnum HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ১৫ ও SD ২৮৮ - মাসিক বিল ১১৫০ টাকা।
৮. Magnum Standard Pack - চ্যানেল সংখ্যা HD ০ ও SD ২৮৬ - মাসিক বিল ১০৫০ টাকা।
৯. Mega 12 HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ১২ ও SD ১৮৭ - মাসিক বিল ৮৪০ টাকা।
১০. Mega 15 HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ১৫ ও SD ১৮৭ - মাসিক বিল ৯২০ টাকা।
১১. Mega 4 HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ৪ ও SD ১৮৭ - মাসিক বিল ৭২০ টাকা।
১২. Mega 9 HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ৯ ও SD ১৮৭ - মাসিক বিল ৭৭৫ টাকা।
১৩. Ultra 12 HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ১২ ও SD ২০০ - মাসিক বিল ৯৯০ টাকা।
১৪. Ultra 15 HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ১৫ ও SD ২০০ - মাসিক বিল ১০৬০ টাকা।
১৫. Ultra 4 HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ৪ ও SD ২০০ - মাসিক বিল ৮৭০ টাকা।
১৬. Ultra 9 HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ৯ ও SD ২০০ - মাসিক বিল ৯২০ টাকা।
১৭. Value Sports 12 HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ১২ ও SD ১৩৫ - মাসিক বিল ৬১০ টাকা।

Airtel Digital TV র অনলাইনে রিচার্জঃ
শুধুমাত্র Airtel Digital TV তে লগইন না করে অনলাইনে রিচার্জ করা যায়।
Airtel Digital TV র অনলাইনে রিচার্জ করার জন্য এখানে ক্লিক করুন।
নিচের ছবির মতো একটি পেজ ওপেন হবে-

এখানে Customer ID এ ঘরে আপনার ১০ সংখ্যার Customer ID টা লিখে Submit এ ক্লিক করুন।
নিচের ছবির মতো একটি পেজ ওপেন হবে-

এখান আপনি Customer Name, আপনার চলতি প্যাকেজ, Acctount Balance, মেয়াদ এর তথ্য দেখতে পাবেন। নিচের Recharge voucher PIN লেখার পাশের ঘরে Recharge Card এর ( Mobile এর Recharge Card এর মতো) Pin নম্বর টা বসিয়ে Recharge এ ক্লিক করুন। রিচার্জ সফল হলে একটি মেসেজ দেখাবে , Pin ভুল হলে নিচে এরর মেসেজ দেখাবে।

Airtel Digital TV র অনলাইন একাউন্ট এর ব্যবহারঃ
Airtel Digital TV র অনলাইন একাউন্ট এ লগইন করার জন্য এখানে ক্লিক করুন।
নিচের ছবির মতো একটি পেজ ওপেন হবে।

সঠিক ভাবে User Name, Password পুরন করে Submit এ ক্লিক করুন। এখন নিচের ছবির মতো একটি পেজ ওপেন হবে।

এখানে আপনি Customer Name, পূর্ন ঠিকানা, জন্ম তারিখ, Acctount Balance, মেয়াদ এর তথ্য দেখতে পাবেন। এছাড়াও শেষ ১০ টি Transaction History, Monthly Statement এর তথ্য পাবেন।

উপরের মেন্যু থেকে My Package এ ক্লিক করলে বর্তমান প্যাকেজ ও টপ আপ চ্যানেলের এর নাম দেখতে পাবেন। Change Package ব্যবহার করে Package পরিবর্তন করতে পারবেন। Add chota pack এবং Remove Chota Pack অপশন ব্যবহার করে টপ আপ চ্যানেল Add বা Remove করতে পারবেন। নিচের ছবি তে দেখুন।

Recharge করার জন্য Recharge মেন্যু তে ক্লিক করে Recharge Voucher অপশন টি সিলেক্ট করতে হবে। এখানে একাউন্ট স্ট্যাটাস দেখাবে। নিচের Enter voucher PIN লেখা জায়গায় Recharge Card এর Pin লিখে, I agree to the terms & conditions এর পাশে টিক চিহ্ন দিয়ে Submit এ ক্লিক করতে হবে। রিচার্জ সফল হলে একটি মেসেজ দেখাবে , Pin ভুল হলে নিচে এরর মেসেজ দেখাবে।
নিচের ছবিতে দেখুন।

উপরের অপশন গুলো বাদে Order Movies অপশন ব্যবহার করে নতুন Blockbuster Movie/ Cinema অর্ডার করতে পারবেন।
একটা কথা অবশ্যই মনে রাখবেন কাজ শেষে অবশ্যই Log Out করবেন, না চলে পরর্তীতে Login করতে ঝামেলা হতে পারে।

Airtel Digital TV র কিছু বিষয় জেনে রাখা দরকারঃ

১. VC Card Number, Subscriber ID, Password কাউকে জানাবেন না।
২. আকাশে বজ্রপাত হলে রিসিভারের পাওয়ার কানেকশন খুলে রাখবেন।
৩. খুব জোরে বৃষ্টি আসলে Airtel Digital TV র চ্যানেল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়, এসময় চ্যানেল সার্চ করার চেষ্টা করবেন না।
৪. ব্যলেন্স শেষ হওয়ার ২-৩ দিন আগে রিচার্জ করার চেষ্টা করবেন।
৫. মাঝে মাঝে Satellite থেকে স্বয়ংক্রিয় ভাবে Receiver এর Software আপডেট হয় , এময় Receiver এর পাওয়ার বন্ধ বা রিমোট টেপাটিপি করবেন না। কারন এতে Receiver সম্পূর্ন ভাবে নষ্ট হয়ে যায়।
৬. অজ্ঞ এবং অনভিজ্ঞ ব্যবসায়ীর কাছ থেকে এসব জিনিস কিনবেন না।
৭. বড় কোন অভিজাত মার্কেট বা দোকান থেকে Airtel Digital TV না কেনাই ভাল কারন তারা এ বিষয়ে খুব একটা অভিজ্ঞ হয় না, তারা মাত্র কিছুদিন হল বেশি লাভের আশায় এই ব্যবসায় নেমেছে। তারা নতুন কিছু অল্প বিদ্যা ভয়ংকর ধরনের সার্ভিস ম্যান দিয়ে Installation এর কাজ করায় , যাদের কারনে আপনার শখের Airtel Digital TV অকালে নষ্ট হয়। এক্ষেত্রে পুরানো ডিস ব্যবসায়ী রাই অধিক নির্ভরযোগ্য। এখানে আমি কারও দালালি বা অপমান করছি না যা সত্য তাই বলার চেষ্টা করছি মাত্র।

Airtel Digital TV সর্ম্পকে এই দীর্ঘ আলোচনা আপনাদের কোন উপকারে আসলে নিজের কষ্ট সার্থক মনে করব।
পরবর্তী পর্বে আলোচনা করব Sun Direct নিয়ে।
আরও কিছু জানার থাকলে আমাকে ই-মেইল করতে পারেন।

Level 0

আমি Shawan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সত্যিই অনেক কাজের টিউন!

TV বাংলাদেশে কিভাবে পাওয়া যাবে ।

শাওন ভাই, আপনি কি আমাকে বলতে পারবেন যে মালয়শিয়ায় (কুয়ালা লামপুর) এয়ারটেল (SES7- 108.2o East Satellite) এর ফুটপ্রিন্ট কাভারেজ পাওয়া যাবে কি না? আমি নিশ্চত যে ২০১১ শালের আগে পাওয়া যেত না। কিন্তু ২০১২ সাল থেকে ভিডিওকন এর সার্ভিস এখান থেকে পাওয়া যাচ্ছে (88.2o East). কিন্তু অতিরিক্ত সার্ভিস চার্জ নেয়ায় আপাতত এটা আমার জন্য ধরা ছোয়ার বাইরে। আমি গত বছর এয়ারটেল এবং ফ্রি টু এয়ার, এই দুটা বক্স দিয়ে ট্রাই করেছিলাম। এয়ারটেল এর কোন ছিটে ফোটা সিগনালও পাইনি। ফ্রি টু এয়ার দিয়ে DD Direct + পাইনি, তবে লোকাল চ্যানেল আর কিছু থাইল্যান্ড এবং চায়না চ্যানেল দেখতে পেয়ে ছিলাম। আপনার জনা মতে স্যাটেলাইট কাভারেজ টেস্টার কি পাওয়া যাবে বাংলাদেশে? দাম কতো হতে পারে?

    Level 0

    @বাবু: আপনি এখন কোথায়? না ভাই মালয়শিয়ায় (কুয়ালা লামপুর) এয়ারটেল (SES7- 108.2o East Satellite) এর ফুটপ্রিন্ট কাভারেজ নাই। ভিডিওকন এর সার্ভিস চার্জ কত নেয়?

      @Shawan: ভিডিওকন তাদের সমস্ত সেটআপ এবং এক বছরের সাবসক্রিপশন ফি সহ ২২০০ রিঙ্গিত, তার মানে বাংলাদেশী টাকায় এখনকার কনভারশন রেট হিসাবে ৬০০০০ টাকা। অরিজিনাল দাম থেকে অনেক অনেক বেশি। অবশ্য এরা কোন ডিলার না। কোন ভাবে তারা রিসিভার গুলো ইন্ডিয়া থেকে আনিয়ে মনোপলি বিজনেস করছে।

      আমি এখন কুয়ালা লামপুরে আছি। এখানে একমাত্র ইন্ডিয়ান জি টিভি ছারা আর আমদের কোন অপশন নেই। বাংলাদেশী চ্যানেল দেখতে পারি না, কারন বড় আকৃতির ডিশ এখানে ইলিগ্যাল। তাই আমার ভরোসা ইন্টারনেট টিভি। আজকাল বাংলাদেশী কিছু চ্যানেল তাদের নিজস্ব ওয়েব এ স্ট্রিম করে। যেমন, দেশ টিভি. বৈশাখী, মাইটিভি। বাংলাদেশ আই.পি. টিভি বের করলে আমাদের জন্য ভাল হতো। মার্কেট এ ডিমান্ড ও আছে প্রচুর। বিশেষ করে দেশের বাইরে যারা আছে। কিন্তু সমস্যা হলো “কে ভাবে কার কথা!”।

Level 2

faltu tune

Level 0

thnx
ভাই রাস্তায় যে যন্ত্রটি দেখি যা পাওয়ার বক্স নামে পরিচিত এর কাজ কি এবং এর মূল্য কত ? জানালে খুশি হতাম

    Level 0

    @sushanta: ওটার নাম এম্প্লিফায়ার। ওটা বিভিন্ন দামের হয়ে থাকে। ৭০০-১৮০০ টাকার মধ্যে হয়। এটা দিয়ে ডিস লাইনের সিগন্যাল বারানো হয়।

আমার বাড়িতে এয়ারটেল এর ডি টি এইচ কানেকশান আছে। ওটার মধ্যে একটা ৩২০ জিবি সাটা হার্ডডিস্ক আছে যাতে আমি ইচ্ছা মত যে কোন সিনেমা বা প্রোগাম রেকর্ড করে রাখতে পারি। এবার আমি চাইছিলাম যে ওখান থেকে রেকর্ড করা ফাইল গুলো কম্পিউটারে নিয়ে আসতে সেজন্য আমি সেট টপ বক্সের হার্ড ডিস্কটা খুলে কম্পিউটারে লাগালাম দেখলাম অদ্ভুত এক্সটেনসান নামের সব ফাইল আছে। ভিডিও হিসাবে চালাতে পারছি না। আবার কপি করতে গেলে বাকি ফাইল কপি হলেও .str ফাইল টা কপি করা যাচ্ছে না, বলছে ক্যান নট মুভ দিস ফাইল।( কিনতু কম্পিউটার থেকে সেট টপ বক্সের হার্ড ডিস্কে যে কোন ফাইল কপি করা যাচ্ছে কোন সমস্যা ছাড়াই) আমি উবুনতু দিয়েও চেষ্টা করলাম কিনতু তাতেও এক অবস্থা। দুটো ব্যাপার দেখলাম যে সেট টপ বক্সের হার্ড ডিস্কের সাইজ ৩২০ জিবি কিনতু এটা ফ্যাট ৩২ ফরমাটে আছে, সেট টপ বক্সে অন্য কোন হার্ড ডিস্ক লাগালে কিনতু রেকর্ড হচ্ছে না, মানে সেট টপ বক্সের হার্ড ডিস্কে কোন ভাবে কোন প্রোগাম লোড আছে। কেউ কি কোন আমাকে হেলপ করবেন যাতে আমি রেকর্ড করা ফাইল গুলো কমপিউটারে আনতে পারি আর চালাতে পারি আপনাদের সুবিধার জন্য আমি ফাইলগুলোর স্ক্রীনসট আপলোড করে দিচ্ছি।

[img]http://media.somewhereinblog.net/images/thumbs_mini/arnab_am_1329039918_1-airtel1.JPG[/img]

[img]http://media.somewhereinblog.net/images/thumbs_mini/arnab_am_1329039946_2-airtel2.JPG[/img]আমার বাড়িতে এয়ারটেল এর ডি টি এইচ কানেকশান আছে। ওটার মধ্যে একটা ৩২০ জিবি সাটা হার্ডডিস্ক আছে যাতে আমি ইচ্ছা মত যে কোন সিনেমা বা প্রোগাম রেকর্ড করে রাখতে পারি। এবার আমি চাইছিলাম যে ওখান থেকে রেকর্ড করা ফাইল গুলো কম্পিউটারে নিয়ে আসতে সেজন্য আমি সেট টপ বক্সের হার্ড ডিস্কটা খুলে কম্পিউটারে লাগালাম দেখলাম অদ্ভুত এক্সটেনসান নামের সব ফাইল আছে। ভিডিও হিসাবে চালাতে পারছি না। আবার কপি করতে গেলে বাকি ফাইল কপি হলেও .str ফাইল টা কপি করা যাচ্ছে না, বলছে ক্যান নট মুভ দিস ফাইল।( কিনতু কম্পিউটার থেকে সেট টপ বক্সের হার্ড ডিস্কে যে কোন ফাইল কপি করা যাচ্ছে কোন সমস্যা ছাড়াই) আমি উবুনতু দিয়েও চেষ্টা করলাম কিনতু তাতেও এক অবস্থা। দুটো ব্যাপার দেখলাম যে সেট টপ বক্সের হার্ড ডিস্কের সাইজ ৩২০ জিবি কিনতু এটা ফ্যাট ৩২ ফরমাটে আছে, সেট টপ বক্সে অন্য কোন হার্ড ডিস্ক লাগালে কিনতু রেকর্ড হচ্ছে না, মানে সেট টপ বক্সের হার্ড ডিস্কে কোন ভাবে কোন প্রোগাম লোড আছে। কেউ কি কোন আমাকে হেলপ করবেন যাতে আমি রেকর্ড করা ফাইল গুলো কমপিউটারে আনতে পারি আর চালাতে পারি আপনাদের সুবিধার জন্য আমি ফাইলগুলোর স্ক্রীনসট আপলোড করে দিচ্ছি।

[img]http://media.somewhereinblog.net/images/thumbs_mini/arnab_am_1329039918_1-airtel1.JPG[/img]

[img]http://media.somewhereinblog.net/images/thumbs_mini/arnab_am_1329039946_2-airtel2.JPG[/img]

vaia ami akhane notun . r kisudin age amar ak boro vai amake techtunes somondhe boleche je akhane sob technological prob er solution deoa hoy. jai hok . accha tuner vai ami kisudin age LED TV kinechi . TV tate amar dish er line er Chanel gula fete jacche . TV te add dekhlam je Dish tv , airtel , videocone d2h agula dish er service dey. tai ami akta service nite cacchi. kintu ader moddhe konta valo beshi ? amake ki suggest kora jay ? BTW dish apnar maddhomei nibo . amar mone hocche apni agula nia besi janen . pls amake help korun.

    Level 0

    @mugiwarakaizaku: Normal TV r jonno Airtel Digital TV tai valo. kintu HD tv r jonno Dishtv, Airtel, Videocon Use korte paren.

accha vaia amar basay 3 ta FullHD TV ase. akhon akta dia ki 3ta calano jabe ?

    Level 0

    N@mugiwarakaizaku: Na. 3 tay chalate chaile 3 ta Receiver lagbe. Kintu dish ak ta holeo cholbe.

got it . accha vaia ami jodi 2ta nei kono facility pabo na ?

    Level 0

    @mugiwarakaizaku: Sure Installation charge kom porbe r dish ak ta howay dish ar dam bache jabe.

ok vaia ami apnake janabo kobe nibo koto ki lagbe ? r apnar sathe ki akhanei contact korbo ? or apnar kono showroom ase gelam details kotha bollam . r 1st month er bill ki free asbe ?

    Level 0

    @mugiwarakaizaku: Amar show room ase. call Me 01717013126. 1st month free.

      @Shawan: ভাই রংপুরে কী ভাবে পাবো । আপনার সাথে কী ভাবে যোগাযগ করবো?

Level 0

Registar hoy na bro

    Level 0

    @hasancafe: Shudhu Original Receiver Register Hoy. Chorai ba pirated receiver hoy Na.

Level 0

Original othoba Chorai Receiver bujbo kibabe?

Comments are closed.