স্যাটেলাইট টিভি সমগ্র [পর্ব-২] :: TATA Sky

পূর্ববর্তী টিউনে আলোচনা করেছি Dish TV নিয়ে। লিংক
এখন আলোচনা করব TATA Sky নিয়ে।

TATA Sky -

India র দ্বিতীয় DTH কোম্পানি। যা কিনা ভারতের TATA Group এবং ব্রিটিশ SKy Broadcasting কোম্পানির যৌথ মালিকানাধীন।

TATA Sky চ্যানেল সম্প্রচার করে Insat 4A (83o East) Satellite এর মাধ্যমে। EIRP ৪৯-৫২ হওয়ায় এর ডিস এন্টেনা ৬০-৯০ সেন্টিমিটার ব্যসের হয়। TATA Sky Encryption System হিসাবে DVB-S এবং Videoguard ব্যবহার করে। Video এবং Audio Compression System হিসাবে MPEG2 ব্যবহার করে ফলে ছবি ও শব্দের মান ডিভিডি কোয়ালিটির হয় যা কিনা সাধারন ডিস বা কেবল লাইনের থেকে ৩ গুন পরিস্কার।

এছাড়াও TATA Sky বর্তমানে TATA Sky HD ব্যনারে HD Channel সম্প্রচার করছে। HD সম্প্রচারে TATA Sky Encryption System হিসাবে DVB-S2 এবং  Videoguard ব্যবহার করে। Video এবং Audio Compression System হিসাবে MPEG4 , HD (1080p) এবং 8PSK ব্যবহার করে। HD Channel গুলোর ছবি ও শব্দের মান সাধারন MPEG2 Channel থেকে ৫ গুন পরিস্কার দেখা যায়। এখানে উল্লেখ্য HD Channel গুলো HDMI port দিয়ে সরবরাহ করা হয় যা কিনা শুধুমাত্র HD Ready TV বা HD TV উপভোগ করা যায়।

যন্ত্রাংশঃ
Tata Sky র একটি পুরো সেট কেনার সময় আপনি যা যা পাবেন তা হল-
১. TATA Sky/ TATA Sky HD Receiver ১ টা।
২. TATA Sky/ TATA Sky HD (VC Card) ১ টা।
৩. TATA Sky Remote Control ১ টা।
৪. ডিস এন্টেনা ১ সেট।
৫. Audio/Video Cable (HDMI Cable TruHD Receiver এর সাথে) ১ টা।
৬. AAA ব্যাটারি ২ টা।
৭. LNB ১টা। ( TATA Sky HD Plus Receiver এর সাথে ১ টা Twine Out LNB দেয়া হয় কারন এখানে ১ টা লাইন ব্যবহৃত টিভি দেখার জন্য অন্যটা প্রোগ্রাম রেকর্ড করার জন্য )
৮. TATA Sky Receiver এর account এ login করার জন্য Subscriber ID , Password.
মনে রাখবেন এটা অবশ্যই লাগবে কারন Subscriber ID , Password ছাড়া আপনি Recharge, Package Change করা, Extra Channel Add করতে পারবেন না। এমনকি দীর্ঘ সময় বন্ধ রাখার পর Channel চালু করার জন্য Subscriber ID , Password প্রয়োজন। এ ক্ষেত্রে জানিয়ে রাখি Subscriber ID , Password ছাড়া TATA Sky Receiver গুলো সাধারনত অবৈধ বা চোরাই ভাবে বাংলাদেশে আসে যা পরবর্তীতে চ্যানেল কমে যাওয়া, পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া, বিল বেশি কাটার মতো অসুবিধা সৃষ্টি করে।

TATA Sky / TATA Sky HD প্যাকেজ এবং বিলঃ
TATA Sky র বর্তমানে ৩ টি প্যাকেজ চালু আছে। এসব প্যাকেজের চ্যানেল সংখ্যা এবং বিলের পরিমান যথাক্রমে-

১. Dhamaal Mix Pack - চ্যানেল সংখ্যা ১০৪ - মাসিক বিল ৩৭০ টাকা। বিস্তরিত চ্যানেল লিষ্টের জন্য এখানে ক্লিক করুন।
২. Supreme Sports Kids Pack - চ্যানেল সংখ্যা ১২০ - মাসিক বিল ৫২০ টাকা। বিস্তরিত চ্যানেল লিষ্টের জন্য এখানে ক্লিক করুন।
৩. Grand Sports Pack - চ্যানেল সংখ্যা ১৫০ - মাসিক বিল ৭৬০ টাকা। বিস্তরিত চ্যানেল লিষ্টের জন্য এখানে ক্লিক করুন।
TATA Sky HD এর জন্য আলাদা কোন প্যাকেজ নেই। উপরের যে কোন একটি বেস প্যাকেজ নিয়ে তার সাথে HD Add-on Pack (১০ টি HD Channel) যোগ করে নিলেই হয়। HD Add-on Pack এর মূল্য ২০০টাকা। HD Channel লিষ্টের জন্য এখানে ক্লিক করুন।

TATA Sky র অনলাইন একাউন্ট এর ব্যবহারঃ
TATA Sky র অনলাইন একাউন্ট এ লগইন করার জন্য এখানে ক্লিক করুন।
নিচের ছবির মতো একটি পেজ ওপেন হবে।

সঠিক ভাবে Subscriber ID , Password পুরন করে Login এ ক্লিক করুন। এখন নিচের ছবির মতো একটি পেজ ওপেন হবে।

এখানে আপনি আপনার রিসিভার কার নামে কেনা সেটা জানতে পারবেন, বর্তমান একাউন্ট ব্যালেন্স, পরবর্তী রিচার্জ তারিখ জানতে পারবেন।
উপরের মেন্যু থেকে Account Details এ ক্লিক করলে Account Information, Set Top Box Details, Transaction History জানতে পাবেন। নিচের ছবি তে দেখুন।

TATA Sky র একাউন্ট রিচার্জ করার জন্য Account Recharge অপশনের Voucher Recharge অপশনে যেতে হবে। নিচের ছবিতে দেখুন।

View/Modify Packs অপশন থেকে TATA Sky র বর্তমান প্যাকেজের নাম, চ্যানেল লিষ্ট পাবেন। Add/Modify Packs অপশন থেকে TATA Sky র বর্তমান প্যাকেজ পরিবর্তন, Add On Channel যোগ বা বাদ দিতে পারবেন। নিচের ছবিতে দেখুন।

উপরের অপশন গুলো বাদে Order Showcase অপশন ব্যবহার করে নতুন Blockbuster Movie/ Cinema অর্ডার করতে পারবেন।

TATA Sky র কিছু বিষয় জেনে রাখা দরকারঃ

১. VC Card Number, Subscriber ID, Password কাউকে জানাবেন না।
২. আকাশে বজ্রপাত হলে রিসিভারের পাওয়ার কানেকশন খুলে রাখবেন।
৩. খুব জোরে বৃষ্টি আসলে TATA Sky র চ্যানেল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়, এসময় চ্যানেল সার্চ করার চেষ্টা করবেন না।
৪. ব্যলেন্স শেষ হওয়ার ২-৩ দিন আগে রিচার্জ করার চেষ্টা করবেন।
৫. মাঝে মাঝে Satellite থেকে স্বয়ংক্রিয় ভাবে Receiver এর Software আপডেট হয় , এময় Receiver এর পাওয়ার বন্ধ বা রিমোট টেপাটিপি করবেন না। কারন এতে Receiver সম্পূর্ন ভাবে নষ্ট হয়ে যায়।
৬. অজ্ঞ এবং অনভিজ্ঞ ব্যবসায়ীর কাছ থেকে এসব জিনিস কিনবেন না।
৭. বড় কোন অভিজাত মার্কেট বা দোকান থেকে TATA Sky না কেনাই ভাল কারন তারা এ বিষয়ে খুব একটা অভিজ্ঞ হয় না, তারা মাত্র কিছুদিন হল বেশি লাভের আশায় এই ব্যবসায় নেমেছে। তারা নতুন কিছু অল্প বিদ্যা ভয়ংকর ধরনের সার্ভিস ম্যান দিয়ে Installation এর কাজ করায় , যাদের কারনে আপনার শখের TATA Sky অকালে নষ্ট হয়। এক্ষেত্রে পুরানো ডিস ব্যবসায়ী রাই অধিক নির্ভরযোগ্য। এখানে আমি কারও দালালি বা অপমান করছি না যা সত্য তাই বলার চেষ্টা করছি মাত্র।

TATA Sky সর্ম্পকে এই দীর্ঘ আলোচনা আপনাদের কোন উপকারে আসলে নিজের কষ্ট সার্থক মনে করব।
পরবর্তী পর্বে আলোচনা করব Airtel Digital TV নিয়ে।
আরও কিছু জানার থাকলে আমাকে ই-মেইল করতে পারেন।

Level 0

আমি Shawan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমি সান ডাইরেক্ট ব্যবহার করি। আপনি কি বলতে পারেন my pack bengli pack কি ভাবে করতে হয়?

সবচেয়ে ডাটাস্কাই এর খরচ কম । আর রিচারজ পেপাল থেকে ।

    Level 0

    @তুহিন: সব কম্পানীর রিচার্জ তুলনা করলে বুঝবেন কার বিল কম।

    @তুহিন: বাংলাদেশ থেকে নেট থেকে রিচার্জ করব কিভাবে? ১. অনলাইন রিচার্জে একটা ব্যাংকও বিডিতে নাই; ২. ভাউচার রিচার্জের জন্য ভাউচার কার্ড কই পাব? আর পেপাল থেকেই বা কিভাবে রিচার্জ করব? একটু হেল্প করেন ভাই?

মাসিক রিচার্জ কত টাকা?

আমারটা bengli mega pack করা আছে. এটা মাই প্যাক বেঙ্গলি বেসিক করা যাবে কিনা এটা আমার প্রশ্ন ছিল।

    Level 0

    @মালেক: করা যায় । আপনার রিসিভারের কি রেজিট্রেশন করা আছে? যদি থাকে তাহলে করতে পারবেন।

একটি বক্স যখন একটিভেশন করা হয় তখনই রেজিট্রেশন করা হয়। কোম্পানীর কাছ থেকে গ্রাহকের কাছে বক্স ডেলিভারি দেওয়ার সময়ই রেজিট্রেশন করা হয়।

অবশ্য টাটা স্কাই এর বেলাই একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটি হলো কোম্পানীর কাছ থেকে নেওয়ার সময় যে কয় মাসের অফার দেই – অতপর অফার শেষ হলে ১ম রিচার্জ করার সময় রেজিট্রেশন করতে হয়। অন্য কোন DTH এর বেলাই এমনটি হয়না।

ধন্যবাদ… শেয়ার করার জন্য…………।

আপনার গুগল টক অথবা মেসেঞ্জারের ঠিকানা দেয়া যাবে ? আমার গুগল টক [email protected]

Dishtv র খরচ কম মাসে মাসে ৫ ডলার ।
channel লিস্ট http://www.dishtv.in/family-pack.aspx

Level 0

[email protected], 01717013126

Level 0

রিচার্জ করা লাগে না এমন প্যাকেজ আছে কি?

Level 0

বাংলাদেশ এর চ্যানেল দেখতে পারব কোনটা টে ???
টাটা স্কাই নাকি ডিস টিভি তে ??????
আমার বাংলা + বাকি সব চ্যানেল দরকার
এখন কোনটা নিলে আমি সব পাবো ??????
আমাকে যাবেন প্লীজ ভাই ????????????????????

Level 0

টাটা স্কাই বা ডিস টিভি তে যদি বাংলা চ্যানেল পাওয়াও যায় তবে কত টাকা পরবে ????
ফুল সেট কত উইথ প্যাকেজসহ????
টাটাল এমাউন্ট টা বলবেন ভাই??????

    Level 0

    @rana.didar: টাটা স্কাই বা ডিস টিভি তে Sudhu Indian Bangla Channel Pawa jay. Bangladeshi Channel ar jonno 7 feet ar Dish lage jar mot dam 7500-9000 taka.

Level New

আপনার প্রত্যক টি লেখা অসাধারন

Level New

ভাইয়া personal use ar jonno motamute manar VSAT bosaty koto khoroch hoby?r masy koto kory pay korty hoby plz ak2 janaben.

Level 0

Shawan bhai tata sky er ” south sports ” packages somporke bolen please ?

    Level 0

    @ruhulphone: Ai package ta amader desher jonno na. Ate Indian Regional channel(Tamil, Telugu, Marathi) basi., Hindi R bangla channel kom. Tai ata nia lav nai.

রংপুরে কী পাবো দয়া কোরে কেউ বলুন

Level New

আমি ডিস লাইন নিলাম । আমার পাশের অন্য একজনের টিভিতেও লাইন চলে আসে । এখন বাইরে লাইন যাওয়া বন্ধ করা যায় ?

Comments are closed.