SEO অডিট কী? কেনো ওয়েবসাইটে SEO অডিট করতে হয়?

টিউন বিভাগ এসইও
প্রকাশিত
Level 6
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস ওয়েবসাইটের নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আজকের টিউনে আমি আপনাদের সাথে এক অসাধারণ বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমানে আমরা অনেকে আছি যারা অনলাইনে নিজেদের পার্সোনাল ওয়েবসাইট কিংবা বিজনেস ওয়েবসাইট চালু করেছেন। তারা তাদের নিজেদের ওয়েবসাইট নিয়ে বেশিরভাগ সময় কাজ করে থাকেন। কারণ বর্তমান সময়ে অনলাইন আর্নিং এর জনপ্রিয় আরো একটি মাধ্যম হলো ওয়েবসাইটে লেখালেখি করা অথবা নিজের একটি প্রোটফিলিও ওয়েবসাইট তৈরি করা। তবে শুরুর দিকে শুধুমাত্র একটি ওয়েবসাইট তৈরি করলেই আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না। একটি ওয়েবসাইট বানিয়ে সেই ওয়েবসাইট দিয়ে অনলাইন থেকে ইনকাম করতে চাইলে ওয়েবসাইটকে গুগলে পাবলিশ করতে হবে নিয়মিত কন্টেন্ট লিখতে হবে ইত্যাদি।

তবে এখানেও কিন্তু রয়েছে, আপনি শুধুমাত্র ওয়েবসাইট বানিয়ে তা গুগলে পাবলিশ করলেই সেখান থেকে ইনকাম করতে পারবেন না। ওয়েবসাইট থেকে ইনকাম করতে চাইলে নিয়মিত কন্টেন লিখতে হবে, ওয়েবসাইট SEO করতে হবে। ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিলের ফার্স্ট পেজে আনতে হবে। তবেই আপনার ওয়েবসাইটে প্রতিদিন একটি হিউজ পরিমাণ ভিজিটর ভিজিট করবে। তবেই আপনি সেই ভিজিটরদের থেকে আপনার ওয়েবসাইট দিয়ে ইনকাম করতে পারবেন। এ সমস্ত প্রসেসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা হয়ত সকলেই খেয়াল করেছেন। সেই কথাটি হলো ওয়েবসাইটকে প্রথমে SEO করে গুগলে সার্চ পেজে আনতে হবে। যার কারণে আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটর পাবেন আর সেখান থেকে আপনার ইনকাম হবে। এখানে আপনার ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিলের প্রথম পাতায় আনতে গুরুত্বপূর্ণ কাজ করবে এসইও অডিট। হ্যাঁ বন্ধুরা আজকে আমরা এসইও অডিট নিয়েই বিস্তারিত আলোচনা করব, এসইও অডিট কী? কেন একটি ওয়েবসাইটে এসইও অডিট করতে হয়।

SEO অডিট কী?

এসইও অডিট হলো আপনার ওয়েবসাইটকে যাচাই করার একটি পদ্ধতি। বিষয়টি আরো একটু সহজ ভাবে বলতে গেলে এসইও অডিট একটি ওয়েবসাইটের জন্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা। এই এসইও অডিট এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের বর্তমান র‍্যাংক এবং কি করলে ভবিষ্যতে বর্তমান র‍্যাংকের থেকে আরও র‍্যাংক বৃদ্ধি পাবে সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে পারেন। এছাড়াও আপনার ওয়েবসাইটের ভিজিটর বৃদ্ধির একটা কার্যকরী পরিকল্পনা হিসেবে এসইও অডিট কাজ করে। এসইও অডিট এর সবচেয়ে বড় একটি সুবিধা হল খুব অল্প সময়ের মধ্যে আপনি আপনার ওয়েবসাইটের SEO জনিত সমস্যাগুলো খুঁজে বের করতে পারবেন। বর্তমানে অনলাইনে অনেক এসইও অডিট ফ্রি টুলস রয়েছে। যা দ্বারা আপনি আপনার ওয়েবসাইটের এসইও সমস্যাগুলো খুঁজে খুঁজে বের করে সমাধান করে ওয়েবসাইটের ভিজিটর বাড়াতে পারবেন।

কেন একটি ওয়েবসাইটের জন্য SEO অডিট গুরুত্বপূর্ণ?

যারা জীবনে বেশিরভাগ সময় ব্লগিং করে এসেছে তাদের মুখ থেকে বেশিরভাগ সময় একটি কথাই শুনে আসবেন ভিজিটর হচ্ছে একটি ওয়েবসাইটের প্রাণ। তাই একটি ওয়েবসাইটকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই সেই ওয়েবসাইটে ভিজিটর থাকা প্রয়োজন। তবে আপনি একটি ওয়েবসাইট বানিয়ে কন্টেন্ট লিখলেই সেখানে আপনি নিয়মিত হাজার হাজার ভিজিটর পাবেন না। আপনার ওয়েবসাইটে SEO র‍্যাংকিং করার মাধ্যমে ভিজিটর বাড়াতে হবে। আচ্ছা ভাবুন তো কেউ একজন যখন অনলাইনে কিছু জিনিস খোঁজার জন্য গুগলে সার্চ করলো আর সেখানে আপনার ওয়েবসাইটে কনটেন্টে পেলো না তাহলে সেই ভিজিটর কি আপনার ওয়েবসাইটে ভিজিট করবে? সহজভাবে উত্তর হলোঃ না! কারণ যখন সে গুগলের সার্চ রেজাল্টে আপনার ওয়েবসাইটের কনটেন্ট পেলোই না তাহলে কীভাবে সে আপনার ওয়েবসাইটে ভিজিট করবে?

হ্যাঁ, ঠিক বলছেন। এ কারণেই বর্তমানে অনেক ওয়েবসাইটে ভিজিটর আসে না। কারণ আপনার পাবলিশ করা কন্টেন্টগুলোর বিষয়ে কেউ সার্চ করলে তা গুগলের সার্চ পেজে আসেনা। যার কারণে আপনার ওয়েবসাইটে ভিজিটর প্রবেশ করবে না। এখানেই আপনাকে আপনার ওয়েবসাইটের জন্য ভিজিটর নিয়ে আসতে অবশ্যই এসইও অডিট করতে হবে। এসইও অডিট মূলত দুই ভাগে করতে পারবেনঃ

  1. ম্যানুয়ালি এসইও অডিট করা।
  2. যেকোনো টুলস ব্যবহার করে এসইও অডিট করা।

আপনার ওয়েবসাইটে যদি SEO বিষয়ক কোনো ত্রুটি থেকে থাকে তাহলে আপনার ওয়েবসাইটটি গুগলে সার্চ পেজে আসবে না। ফলে আপনি নিয়মিত গুগল থেকে কোনো ভিজিটর পাবেন না। SEO বিষয়ক এই ত্রুটিগুলোকে সমাধান করার জন্যই এসইও অডিট করা অত্যন্ত প্রয়োজন। এসইও অডিট এর মাধ্যমে একটি ওয়েবসাইটের SEO রুটিগুলো খুঁজে বের করে তার সমাধান করা হয়। যার ফলে একটি ওয়েবসাইট খুব সহজেই গুগলের প্রথম পেজে চলে আসে।

যেসব টুলস দ্বারা এসইও অডিট করতে পারবেন

শুরুতেই আমি বলেছিলাম এসইও অডিট করার জন্য অনলাইনে অনেক ধরনের ফ্রি টুলস পেয়ে যাবে। সেই টুলগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইট থেকে SEO জনিত সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। তবে এসইও অডিট কাজের জন্য বর্তমানে অনলাইনে বেশ কিছু জনপ্রিয় টুলস রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইট থেকে SEO জনতার সমস্যাগুলোর সমাধান করতে পারবেন।

  1. Google Search Console
  2. Google Pagespeed Insight
  3. UberSuggest

উপরের আলোচনা করার টুলস গুলো দ্বারা আপনি খুব সহজে আপনার ওয়েবসাইটে এসইও অডিট করতে পারবেন। উপরে আমি হাতেগোনা শুধুমাত্র কয়েকটি ফ্রি টুলস আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে অনলাইন থেকে খুঁজে আরো ভালো ভালো এসইও অডিট টুলগুলো ব্যবহার করতে পারেন। আবার আপনারা চাইলে এসইও অডিট পেইড টুলগুলো ব্যবহার করে তুলনামূলক খুব অল্প সময়ে SEO জনিত সমস্যাগুলোর সমাধান করতে পারবেন।

১. Google Search Console ব্যবহার করে SEO অডিট করার উপায়

একটু আগে আমি বিস্তারিত আলোচনার মধ্যে বলেছিলাম এসইও অডিট কাজ Google Search Console এর মাধ্যমেও করা সম্ভব। তো আমরা যারা একটি ওয়েবসাইটের মালিক তারা সকলে তাদের ওয়েবসাইটগুলো Google Search Console এর মাধ্যমে মনিটরিং করে থাকে। তাই আজকের টিউনে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এসইও অডিট এর একটি সহজ উপায় Google Search Console দ্বারা করে দেখাবো। আজকের টিউনে আলোচনা করা বিষয়গুলো যারা শুরু থেকে এখন পর্যন্ত পড়ে আসছেন তারা সকলেই হয়ত জানেন এসইও অডিট মূলত একটি ওয়েবসাইটের SEO ত্রুটিগুলো গুলো খুঁজে বের করে সমাধান করে। যার মাধ্যমে একটি ওয়েবসাইটকে খুব সহজেই সার্চ র‍্যাংকিং করানো যায়। Google Search Console দ্বারা মূলত একটি ওয়েবসাইটের যে যে ইস্যুগুলো খুঁজে বের করা হয় নিম্নে তুলে ধরা হলোঃ

  • Indexing Issues
  • Page Issue
  • Security Issues
  • Enhancement Issue
  • Experience Issues And Manual Action Issue

যে ওয়েবসাইটে উপরের এই ইস্যুগুলো থাকবে সে ওয়েবসাইট google এ সার্চ র‍্যাংকিং থেকে অনেক পিছিয়ে থাকবে। সার্চ র‍্যাংক থেকে পিছিয়ে থাকার কারণে ওয়েবসাইট সার্চ রেজাল্টে দেখাবে না। তাই ওয়েবসাইট কে সার্চ রেজাল্টে দেখাতে চাইলে অবশ্যই SEO জনিত ত্রুটিগুলো সমাধান করতে হবে। আজকের টিউনে আমি শুধুমাত্র আপনাদের একটি টুলস দ্বারা এসইও অডিট কাজের সম্বন্ধে ধারণা দিলাম। আশাকরি আপনাদের যাদের ওয়েবসাইট আছে তারা বাকি বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারবেন। তাই আর বাকি বিষয়গুলো নিয়ে আজকের টিউনে আলোচনা করলাম না। যদি তারপরও আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা আজকের টিউনে আলোচনা করা টুলস গুলো নিয়ে এসইও অডিট কাজগুলো করার আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমি এ বিষয় নিয়ে আবারো নতুন একটি টিউন নিয়ে আসবো ইনশাল্লাহ।

শেষ কথা

তো বন্ধুরা, আজকের টিউনে আলোচনা করা এসইও অডিট বিষয়টি আশাকরি আপনাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করতে পেরেছি। কাজগুলো একটু কষ্ট হলেও কিছু করার নেই আপনি আপনার ওয়েবসাইটকে গুগলের সার্চ পেজে নিয়ে আসতে চাইলে অবশ্যই আপনাকে কষ্ট করে হলেও এসইও অডিট এর কাজ গুলো সম্পন্ন করতে হবে। তবেই আপনার ওয়েবসাইট গুগলের সার্চ র‍্যাঙ্কিংয়ে প্রথম পেজে দেখাবে যার ফলে আপনি প্রতিদিন হিউজ পরিমাণ ভিজিটর পাবেন। এসইও অডিটের কাজগুলো একটি ভিজিটরহীন ওয়েবসাইটের ভিজিটর নিয়ে আসার প্রমাণিত পদক্ষেপ। অনেক ওয়েবসাইট ওনার এসইও অডিট এর মাধ্যমে তাদের ওয়েবসাইটে অনেক বেশি ভিজিটর নিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাই আপনার ওয়েবসাইটে ভিজিটর সংখ্যা বাড়াতে চাইলে এসইও অডিট এ বিকল্প কিছু নেই বলেই আমি মনে করি।

তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউন, এসইও অডিট কি? কেনো ওয়েবসাইটে এসইও অডিট করতে হয়! আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 6

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস