SerpMaze – বিনামূল্যে Step-by-Step ওয়েবসাইটের SEO Fix করার Online SEO Auditor

টিউন বিভাগ এসইও
প্রকাশিত
জোসস করেছেন
Level 12
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

আসসালামু আলাইকুম। প্রত্যেকেই তার ওয়েবসাইটকে Rank করাতে চায়। আর একটি ওয়েবসাইটকে সার্চ রেজাল্টের প্রথম পেজে নিয়ে আসার জন্য সেটিকে Proper SEO করতে হয়। আমাদের একটি ওয়েবসাইটকে SEO করার ক্ষেত্রে অনেক বিষয় মাথায় রাখতে হয়। যদি আমাদের ওয়েবসাইটের কম্পিটিটর আমাদের পেজের চাইতেও ভালো এসইও করতে পারে, তাহলে তার পেজটি গুগলের প্রথম পেজে দেখাবে।

তাই, একটি ওয়েবসাইটকে সঠিকভাবে এসইও করার জন্য আমাদেরকে সকল শর্ত পূরণ করার বিষয়ে জোর দিতে হবে। তো, একটি ওয়েবসাইটকে কীভাবে সঠিকভাবে এসইও করার যায় এবং আমাদেরকে কোন কোন বিষয়ে পরিবর্তন করা উচিত সেগুলো কীভাবে জানব?

একটি ওয়েবসাইটকে সার্চ রেজাল্টের প্রথম পৃষ্ঠায় আনার জন্য বা সেটিকে সঠিকভাবে SEO করার জন্য আমরা কিছু Online SEO ওয়েবসাইটের সহযোগিতা নিতে পারি। যেসব ওয়েবসাইটগুলো আমাদেরকে ধাপে ধাপে সকল SEO Problem সমাধানে সাহায্য করতে পারে। আর এসব টুলগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের প্রতিযোগী ওয়েবসাইট গুলোর ব্যাপারেও Analysis করতে পারি। যার ফলে, আমরা আমাদের নিজেদের ওয়েবসাইটের উন্নতি করে সেটিকে ও গুগলের প্রথম পেজে নিয়ে আসতে পারি।

তাহলে চলুন, এবার এরকমই একটি Online SEO Checker ওয়েবসাইট সম্পর্কে জেনে নেওয়া যাক, যেটির মাধ্যমে আপনি Step by Step আপনার ওয়েবসাইট এসইও জনিত সমস্যা সমাধান করতে পারবেন।

SerpMaze ওয়েবসাইটের মাধ্যমে ফ্রিতে ওয়েবসাইটের SEO চেক করুন

SerpMaze ওয়েবসাইটের মাধ্যমে ফ্রিতে ওয়েবসাইটের SEO চেক

যদিও, বিভিন্ন ওয়েবসাইটের SEO চেক করার জন্য অনেক ওয়েবসাইট রয়েছে। তবে, SerpMaze হলো একটি Free Online SEO Auditor, যেটি আপনাকে আপনার ওয়েবসাইটটি ধাপে ধাপে ঠিক করার জন্য একটি Plan তৈরি করে। এটি আপনার ওয়েবসাইট স্ক্যান করার পর, আপনার ওয়েবসাইটের যেসব সমস্যাগুলো ঠিক করা প্রয়োজন, সেসব সমস্যাগুলোর একটি তালিকা তৈরি করে। আর এটি যেকোনো ওয়েবসাইটের এসইও সমস্যাকে সমাধান করা অনেক সহজ করে তোলে।

এছাড়াও, এই ওয়েবসাইটে আপনার Keyword Rank Tracking করার মাধ্যমে আপনার ওয়েবসাইটের SEO Progress Track করতে সহায়তা করে। তবে সমস্যা হল যে, এই ওয়েবসাইটটির Free Version টিতে আপনি শুধুমাত্র একটি কিওয়ার্ড যোগ করে সেটি দ্বারা ট্র্যাকিং করতে পারবেন।

যাইহোক, আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করেন, তাহলে সেটিতে SEO Guideline সমূহ কঠোরভাবে ফলো করা জরুরি। কেননা, যদি একটি ওয়েবসাইটকে সঠিকভাবে না করা হয়, তাহলে সেটি কোন সার্চ ইঞ্জিনের Rank করবে না এবং ওয়েবসাইটটি Rank না করলে সেটিতে কোন ভিজিটর ও পাওয়া যাবে না। আর স্বাভাবিকভাবে কোন একটি ওয়েবসাইটে ভিজিটর না থাকলে, সেটি কোন কাজেই আসবে না। কেননা, অধিকাংশ ক্ষেত্রেই এসব অর্গানিক ভিজিটরি হল ওয়েবসাইটের আয়ের অন্যতম উৎস।

একটি ওয়েবসাইটের পেজকে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে নিয়ে আসার জন্য অনেক বিষয়ে কাজ করতে হয়। কিন্তু, যারা এই বিষয়ে নতুন, তারা অনেক বিষয়েই জানেন না এবং প্রথমদিকে ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে র‍্যাংক করাতে পারেন না। আর আপনি যদি আপনার ওয়েবসাইটের এসইও করার জন্য কোন একটি এসইও টুল ব্যবহার করেন, তাহলে আপনি অনেক ক্ষেত্রে সহায়তা পাবেন। যেটি আপনাকে আপনার ওয়েবসাইটের Organic Traffic বাড়াতে সাহায্য করবে এবং গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক বাড়াবে। আপনার ওয়েবসাইট Down হওয়ার আগেই সেটির Error সমূহ Fixed করা একটি অভ্যাস। আর এই কাজের জন্য SerpMaze আপনাকে অনেক বেশি সহায়তা করতে পারে।

এক্ষেত্রে আপনাকে এই ওয়েবসাইটে এসে শুধুমাত্র আপনার ডোমেইন নামটি দিতে হবে এবং তারপর স্ক্যান করলেই আপনাকে একটি Full Results দেখাবে।

SerpMaze

অফিসিয়াল ওয়েবসাইট @ SerpMaze

বিনামূল্যের Online SEO Auditor ওয়েবসাইটের মাধ্যমে Step by Step Plan তৈরি করে ওয়েবসাইটের সমস্যা সমাধান করুন

যদিও আপনি SerpMaze ওয়েবসাইটের সাইন আপ না করেই এটি ব্যবহার করতে পারবেন। তবে, আপনি যদি এটিতে সাইন আপ করেন, তাহলে আপনি এখানে একটি Dedicated Monitoring Dashboard দেখতে পাবেন। তাই আমি আপনাকে এখানে একটি Free Account তৈরি করার পরামর্শ দিব, যাতে করে আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটি পূর্ণাঙ্গ Analysis করতে পারেন।

একটি ওয়েবসাইট সম্পর্কে এনালাইসিস করার জন্য আপনাকে শুধুমাত্র ওয়েবসাইটটির নাম এবং সেটির Location দিতে হবে।

SerpMaze এর মাধ্যমে এসইও চেক করার পদ্ধতি

এরপর আপনি যদি সেটির SEO Reports দেখতে চান, তাহলে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং তারপর একটি Result আপনার সামনে প্রদর্শিত হবে। আপনার ওয়েবসাইটের এসইও রিপোর্ট দেওয়ার জন্য এটি শুধুমাত্র কয়েক সেকেন্ড সময় নিবে। এই টুলটি আপনাকে আপনার ওয়েবসাইটের Passed Audits এর পাশাপাশি Failed Audits সমূহ ও দেখাবে।

ওয়েবসাইট এসইও রিপোর্ট

অর্থাৎ, আপনার ওয়েবসাইটটি এসইও এর যে যে সূচকে উত্তীর্ণ হয়েছে সেগুলোও দেখতে পাবেন এবং যেগুলোতে ব্যর্থ হয়েছে, সেগুলোও দেখতে পাবেন। আর যেগুলোর মাধ্যমে আপনি পরবর্তীতে পদক্ষেপ নিতে পারবেন।

এই ওয়েবসাইটের Main Dashboard-এ আপনার ওয়েবসাইটের সামগ্রিক SEO অগ্রগতির ট্র্যাক রাখার জন্য প্রয়োজনীয় সমস্ত বিষয় দেখতে পাবেন। আপনার ওয়েবসাইটটি র‍্যাঙ্কিং করা শুরু করেছে কিনা, SerpMaze ব্যবহার করে তা দেখতে পাবেন।

SerpMaze ওয়েবসাইটের Main Dashboard

তো বন্ধুরা, আপনার ওয়েবসাইটের এসইও সমস্যার সমাধান করার জন্য এই Simple Online SEO Tool টি ব্যবহার করতে পারেন। এটি আপনার ওয়েবসাইট সম্পর্কে আপনাকে যে Report তৈরি করে দেয়, সেটির মাধ্যমে আপনার ওয়েবসাইটকে দ্রুত Fixed করে এবং সেটিকে সার্চ ইঞ্জিনের প্রথমদিকে Rank করাতে পারবেন।

শেষ কথা

আপনি যদি সত্যিই একটি কার্যকর এবং নির্ভরযোগ্য SEO Tool খুঁজে থাকেন, তাহলে SerpMaze আপনার এই সমস্যাগুলোর সমাধান করতে পারে। এই টুলটি ব্যবহার করার জন্য আপনাকে শুধুমাত্র একটি Free Account Create করতে হবে এবং তারপর আপনার ওয়েবসাইটের SEO Reports চেক করতে পারবেন। এই ওয়েবসাইটটি আপনাকে যে রিপোর্ট প্রদান করবে, সেখানে আপনি অনেক বিস্তারিত তথ্য পাবেন, যা আপনার ওয়েবসাইট কে উন্নত করার ব্যাপারে সাহায্য করবে।

যদিও আপনি এটির ফ্রি ভার্সন দিয়েই অনেক কিছুই এনালাইসিস করতে পারবেন, তবে আপনি যদি আরও Keyword দিয়ে আপনার ওয়েবসাইটের Seo Track করতে চান, তাহলে আপনাকে তাদের Paid Plan বেছে নিতে হবে। আশা করছি, আপনি ফ্রি প্লান ব্যবহার করার মাধ্যমেই আপনার ওয়েবসাইটের অনেক এসইও সম্পর্কিত ডিটেলস পেয়ে যাবেন। এছাড়াও, যদি কোন কারণে আপনার কাছে এই টুলটি ভালো না লাগে, তাহলে আপনি গুগলে সার্চ করে অন্যান্য ফ্রি এসইও টুলগুলো ও দেখতে পারেন।

Level 12

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 333 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 60 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস