Dofollow Link কি? সার্চ র‌্যাংকিং এ Dofollow Link এর গুরুত্ব

টিউন বিভাগ এসইও
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।

শুরুর কথাঃ

আপনার সম্ভাব্য কাস্টমারদের কাছে পৌছাতে আপনাকে যে বিষয়টি সবচেয়ে বেশি সাহায্য করবে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন র‍্যাংকিং। সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইট র‍্যাংক করলে কাস্টমাররা আপনাকে সহজে খুঁজে পেতে পারবে।

যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানকে সম্ভাব্য কাস্টমারদের কাছে নিয়ে যেতে, সার্চ ইঞ্জিন গুলোর গুরুত্ব উপলব্ধি করতে পেরে বর্তমানে সবাইকে SEO এর দিকে ঝুঁকছে। কারণ যার SEO যত ভাল বা কার্যকরী হবে সার্চ ইঞ্জিনে তার র‍্যাংকিং তত বাড়বে এবং বেশি কাস্টমার অর্জন করা সম্ভব হবে।

SEO এবং সার্চ ইঞ্জিন র‍্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিংক বিল্ডিং যা Google PageRank এর সাথে সম্পর্কিত। সমঞ্জস্যপুর্ণ, আকর্ষণীয় এবং উপযুক্ত কন্টেন্ট যেমন আপনার সার্চ ইঞ্জিন র‍্যাংকিং বাড়িয়ে তুলতে পারে ঠিক তেমনি লিংক বিল্ডিং এর মাধ্যমে আপনি ভাল র‍্যাংকিং পেতে পারে পারেন। লিংক বিল্ডিং এর গুরুত্বপূর্ণ একটি এলিমেন্ট বলা যায় Dofollow link কে। সঠিক ভাবে Dofollow Link এপ্লাইয়ের মাধ্যমে আপনি প্রতিদ্বন্দ্বীদের টপকিয়ে সার্চ র‍্যাংকিং এ এগিয়ে আসতে পারেন।

Dofollow Link কি?

PageRank হচ্ছে এটি কার্যকর স্কোরের সমষ্টি যা বিভিন্ন লিংককে পয়েন্ট সরবারহ করে, আপনার লিংকের বেশি পয়েন্ট মানে আপনার ওয়েবসাইটের ভাল র‍্যাংকিং এবং ভাল SEO।

তো প্রথম দিকে ওয়েবসাইটের র‍্যাংক বাড়াতে মার্কেটাররা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকে। খুবই কমন একটি মেথড যা তারা ফলো করে সেটা হল, বিভিন্ন গুরুত্বপূর্ণ বা সুনাম-ধন্য ওয়েবসাইটে টিউমেন্ট করা। এই টিউমেন্ট গুলোতে তারা তাদের নির্দিষ্ট ওয়েবসাইটের লিংক এড করে দেয়। যখন সার্চ ইঞ্জিন গুলো ওয়েবসাইট গুলোতে Crwl করতে আসে তখন সেগুলো লিংক করা ওয়েবসাইটেও প্রবেশ করে এবং পয়েন্ট কালেক্ট হয়।

এই লিংক গুলোকে সাধারণত doFollow লিংক বলা হয়। এই লিংক গুলো আসলে সার্চ ইঞ্জিন গুলোকে উক্ত লিংককে ফলো করতে নির্দেশ দেয় বা ব্যাক-লিংক পাওয়া যায়। তবে অনেক ওয়েবসাইট এডমিন এটাকে স্প্যাম হিসেবেও দেখে থাকে এজন্য nofollow লিংক এর উৎপত্তি। এডমিনরা নির্দিষ্ট HTML কোড ব্যবহার করে এমন ব্যাক-লিংক ব্লক করতে পারে। যখন এডমিন সেই লিংক ব্লক করে দেয় তখন dofollow লিংক nofollow লিংকে পরিণত হয়।

বর্তমানে SEO স্ট্রেটেজিতে ব্যাক-লিংক পেতে dofollow লিংকের গুরুত্ব অনেক। কারণ জনপ্রিয় ওয়েবসাইট গুলোর মাধ্যমে নতুন ওয়েবসাইটের পেজর‍্যাংক বৃদ্ধি পায়। তবে স্প্যামিং রোধ করতে বর্তমানে বিভিন্ন ব্লগ এবং ওয়েবসাইটে ডিফল্ট ভাবে no-follow ট্যাগ সেট করা থাকে, সেক্ষেত্রে সাইট মালিকের সাথে কন্টাক্ট করেই কেবল Dofollow ট্যাগ এনেভল করা যায়।

কিভাবে Dofollow লিংক পাওয়া যায়

Dofollow লিংক পাবার জন্য আসলে আপনাকে তেমন কিছুই করতে হবে না। আপনি যদি জনপ্রিয় ওয়েবসাইট গুলোতে টিউমেন্ট করে আসুন আর যদি তারা সেখানে Nofollow ট্যাগ যোগ না করে তাহলে সার্চ ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে সেগুলো কাউন্ট করে আপনার পেজ র‍্যাংক বৃদ্ধি করতে থাকবে।

একই সাথে আপনি যদি আপনার ওয়েবসাইট অথোরিটি এবং জনপ্রিয় ওয়েবসাইটের লিংক যুক্ত করে দেন তাহলেও আপনি Dofollow ব্যাক-লিংক পাবেন। তাই আপনি নিজের কন্টেন্টে অন্য ওয়েবসাইটকে যুক্ত করতে পারেন।

একই Niche নিয়ে কাজ করা বিভিন্ন ওয়েবসাইটের সাথে যোগাযোগ করে পরস্পরের লিংক বিল্ডিং মাধ্যমেও আপনি নিজের পেজর‍্যাংজ বাড়াতে পারেন। কন্টাক্ট করে Nofollow ট্যাগ রিমুভ করতেও বলতে পারেন। তবে আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে দুর্বল কোয়ালিটির লিংক বিল্ড করা যাবে না আপনার লক্ষ্য থাকে হাই কোয়ালিটি লিংক বিল্ডিং।

Dofollow লিংক এর জন্য কোন টুল আছে?

আপনি হয়তো আপনার ওয়েবসাইটের লিংক গুলো চেক করতে পারবেন সেগুলো Dofollow নাকি Nofollow, কিন্তু যখন বাইরে থেকে আপনি লিংক পাবেন তখন কিভাবে বুঝবেন সেগুলো কি ধরনের লিংক? সমাধান আছে,

আপনার পাওয়া লিংক গুলোর কোয়ালিটি কেমন সেগুলো কোন ওয়েবসাইট থেকে আসছে এটা জানতে আপনি বিভিন্ন অনলাইন টুল ব্যবহার করতে পারেন। যেমন কিছু জনপ্রিয় ব্যাক-লিংক চেকার অনলাইন টুল হল,

  • Dofollow Link Checker
  • MozBar
  • SEOquake
  • Link Analyzer

Dofollow Link Checker একটি ওয়েব-ভিত্তিক চেকিং টুল এর মাধ্যমে আপনি পুরো পেজের Dofollow, Nofollow ব্যাক-লিংক গুলো খুঁজে পাবেন। MozBar একটি Chrome extension, SEOquake এর Chrome এবং Firefox উভয় এক্সটেনশনই রয়েছে। অন্যদিকে Link Analyzer একটি স্বতন্ত্র অ্যাপ এর জন্য আলাদা ব্রাউজারের দরকার হয় না। যাই হোক উপরের সব গুলো টুলই আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন।

আপনি কি Dofollow লিংক এর সুযোগ দেবেন

আপনার মনে প্রশ্ন আসতে পারে আপনার ওয়েবসাইটে কি অন্য-কাউকে Dofollow লিংক তৈরির সুযোগ দেবেন? এর উত্তর পেতে হলে আপনাকে গভীর ভাবে ভাবতে হবে,

প্রথমে আপনাকে দেখতে হবে যারা টিউমেন্ট করছে বা লিংক বিল্ড করছে তারা আপনার কন্টেন্টের সাথে প্রাসঙ্গিক কোন কিছু এড করছে কিনা। যদি লিংক প্রাসঙ্গিক হয় তাহলে আপনার জন্য ভাল কারণ এতে পেজর‍্যাংক বৃদ্ধি পাবে গুগল মনে করবে আপনার কন্টেন্ট দরকারি ফলাফল সরূপ ট্রাফিকের পরিমাণ বাড়বে। তবে যদি দেখুন অযথা টিউমেন্ট করতে অপ্রাসঙ্গিক কন্টেন্টে লিংক করছে তাহলে আপনার টিউমেন্ট বন্ধ রাখুন অথবা স্প্যাম ফিল্টার এড করে দিন।

কতদিনের মধ্যে গুগল Dofollow লিংক ডিটেক্ট করে?

কতদিনের মধ্যে আপনার লিংক কাউন্ট করা হবে এটার নির্দিষ্ট কোন উত্তর নেই। এটা নির্ভর করবে সার্চ Crwler কত সময় পর পর আপনার ওয়েবসাইটে আসে বা নির্দিষ্ট সাইট ভিজিট করে। তবে সাধারণত তিন থেকে চারদিনের মধ্যে Dofollow লিংক গুলো গুগল কর্তৃক ডিটেক্ট হয়।

যদি আপনার ওয়েবসাইট নতুন হয় এবং লিংক বিল্ডিং সাইট গুলোও আপনার মত হয় তাহলে পেজর‍্যাংক পেতে কিছুটা সময় লাগতে পারে।

শেষ কথাঃ

আশা করছি Dofollow লিংক নিয়ে মোটামুটি একটি ধারণা দিতে পেরেছি।

আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউনে সে পর্যন্ত ভাল থাকুন। আল্লাহ হাফেজ!

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 568 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 112 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ
যেকোন ধরনের প্রিমিয়াম থিমের জন্য ভিজিট করুন আমার সাইটে
Vist Hrere