ওয়েবসাইটের ব্যাকলিংক চেক করার জন্য যে টুলগুলো ব্যবহার করবেন

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আপনার যদি একটি ব্লগ থাকে বা, তৈরি করতে চান, তাহলে এই লেখাটি আপনার জন্য। ওয়েবসাইটের ব্যাকলিংক চেক করার জন্য ফ্রিতে কোন টুলগুলো ব্যবহার করা যাবে তা নিয়ে এই টিউনে লিখব। আশা করছি আপনাদের কাজে লাগবে। আমরা সবাই জানি, গুগল সার্চে র‍্যাংক করার জন্য ব্যাকলিংক এর কোন বিকল্প নেই। নিজের সাইটের এবং নিজের কম্পিটিটরদের সাইটের ব্যাকলিংক চেক করাটা তাই গুরুত্বপূর্ণ।

কোন টুলগুলো ফ্রিতে ব্যবহার করা যাবে

আমি যেসব টুলের নাম লিখছি এগুলোর সব কয়টিই পেইড টুল, তবে এগুলোর ফ্রি ভার্সনও রয়েছে যা একটি ছোট ব্লগের জন্য যথেষ্ট। চলুন নামগুলো আগে দেখে নেই-

  1. Ahref
  2. মজ লিংক এক্সপ্লোরার
  3. এসইওরিভিউটুল
  4. ম্যাজেস্টিক ব্যাকলিংক চেকার
  5. উবারসাজেস্ট

কিভাবে ব্যাকলিংক দেখবো?

প্রতিটি ওয়েবসাইটেই সার্চ বাটন পাবেন, সেখানে সাইটের URL লিখে এন্টার দিলেই দেখা যাবে। সবচেয়ে আপডেটেড রেজাল্ট পাওয়া যায় Afref এ। ফ্রিতে ১০০ লিংক চেক করা যাবে। যদি আপনার সাইটের ১০০০ ব্যাকলিংক থাকে সেখান থেকে সেরা ১০০ টি আপনাকে দেখাবে। ঐ ওয়েব পেজ এবং রুট ডোমেইনের রেটিংও পাশে দেখতে পাবেন যা থেকে আপনার ঐ ব্যাকলিংক এর কোয়ালিটি সম্পর্কে ধারণা পাবেন।

Moz আমার পছন্দের একটি টুল, কারণ এখানে আপনি DA, PA দেখতে পাবেন। ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটির কথা সবার কাছে শুনতে পান, সেটি আসলে Moz এর তৈরি করা রেটিং সিস্টেম। এটিই সম্ভবত সবচেয়ে জনপ্রিয় রেটিং সিস্টেম। ফ্রিতে ৫০ টি লিংক দেখতে পাবেন। স্প্যাম স্কোর এখানে দেখা যায়। এটি বেশী হলে গুগলের কাছে ব্যান খাওয়ার সম্ভাবনা থাকে, তাই ভালো করে দেখে নেবেন।

SEOReviewtools আমার ভালো লাগে একটি কারণে- সেটি হচ্ছে অন্যগুলোতে যে রেটিং দেখায় সেগুলোর দরকারী জিনিসগুলো এরা এক জায়গায় এনে দেয়। DA, PA, আর ডু ফলো লিংক সবটাই এক জায়গায় দেখাবে যা অসাধারণ।

Majestic আমি নিয়মিত ব্যবহার করি। CF, TF নামে যে দুটি রেটিং পদ্ধতির নাম শুনেছেন তা, এদের তৈরি করা। সাধারণ ডোমেইন আর পেজের চেয়ে এদের রেটিং দ্রুত পরিবর্তন হয়। এই দুটি বিষয়ের সমন্বয় করাটা জরুরি। ব্যাকলিংক তৈরি করলেই হবে না, সেটিকে মাণসম্মতও হতে হবে। এরা ব্যাকলিংক এর এংকরগুলো খুব ভালোভাবে দেখাবে, Citation Flow এবং Trust Flow দেখাবে, মাণে কত বেশী সাইটে কত কম সময়ে ব্যাকলিংক তৈরি হচ্ছে(CF) এবং সেগুলো কেমন মাণের(TF)।

এটিও একটি স্বতন্ত্র রেটিং ব্যবস্থা তৈরি করেছে। ফিল্টার করে ডু ফলো, নো ফলো এগুলো দেখা যাবে। গুগল দিয়ে লগ ইন করলেই Ubbersuggest এর অনেক প্রিমিয়াম ফিচার ফ্রিতে সীমিত আকারে ব্যবহার করা যায়, এই কারণে এটা ভালো লাগে। এখানে লিংকের লিস্ট CSV ফরম্যাটে ডাউনলোড করে পরেও দেখা যাবে।

-

তথ্যসূত্রঃ Find Inbound Link To A Website - Beseoexpert

Level 0

আমি লেখক ডট মি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস