কীওয়ার্ড রিসার্চ এর ক্ষেত্রে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? কেডি নাকি ভলিউম!

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

কীওয়ার্ড রিসার্চ এর ক্ষেত্রে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? কেডি নাকি ভলিউম!

কীওয়ার্ড রিসার্চ কতটা গুরুত্বপূর্ণ এটা শুধুমাত্র ভুক্তভোগীরাই বুঝতে পারে। বিশেষ করে বায়িং কীওয়ার্ড সিলেকশনের বেপারে যথেষ্ট সতর্ক থাকতে হয়। কীওয়ার্ড ডিফিকাল্টি কম বেশি টাই আশাকরি, ভলিউম একটা অনেক বড় হিসাবের অংশ এখানে।

কেডি ৩০ এর কীওয়ার্ড এর মাসিক ভলিউম ৮০০ হতে পারে আবার ৮০ ও হতে পারে। তেমনি কেডি ৩ এর কীওয়ার্ড এর ভলিউম ১০_১৫ ও হতে পারে আবার ২০০ ও হতে পারে। এটা বের করার দায়িত্ব কীওয়ার্ড রিসার্চ এক্সপার্টদের। বেসিক লেভেলে যারা কীওয়ার্ড রিসার্চ করার জন্য বিভিন্ন ফ্রি এক্সটেনশন বা ফ্রি টুলস ইউজ করে তারা ট্রেন্ডিং ইনফো পায় না।

আমি প্রিমিয়াম টুলস এ দেখেছি তারা মাঝে মাঝে তথ্য হালনাগাদ করে। আমার ব্যক্তিগত কাজে মজ বেশি ব্যবহার করি এবং বায়ারের কাজে বেশি রেফারেন্স থাকে এহ্রেফস ইউজ করার জন্য। মজ আর এহ্রেফস এর রেজাল্টে বেশ তারতম্য থাকলেও, হিসাবের একটা ক্যালকুলেশন হয়ে যায়। ঘেটেঘুটে বুঝা যায় যে, কোন কীওয়ার্ড নেওয়া যায়।

 

কন্টেন্ট রাইটিং এবং অন পেইজ এস ই ও শিখতে ফেসবুক গ্রুপে জয়েন করুন ::- https://www.facebook.com/groups/bam.bd/

যেমন - সুইমিং নিস এর জন্য বায়ার একটি কন্টেন্ট রাইটিং এর কাজ দেয়। কীওয়ার্ড -" best swimming goggles "। আমি একটু এনালাইসিস করে দেখি, উনার হিসেবে এজন্মে প্রথম পেইজে আসা সম্ভব হবে না। পরবর্তীতে উনাকে সাজেশন দেয় - best swimming goggles
for kids - নিয়ে লেখার জন্য, কীওয়ার্ড এর কেডি - ৪, ভলিউম ইউএস - ৮০, গ্লোবালি - ১৫০ ভলিউম। যেহেতু কন্টেন্ট লেখার দায়িত্ব আমার উপর ছিলো, আমি ৪০০০+ শব্দের লেখার কথা তাকে জানালাম।

এটা দেখে উনি বেজার মনে আমাকে বললেন, আমি যেটা দিয়েছি সেটা দিয়েই করো। আমি নিরুপায় হয়ে বললাম - আচ্ছা, লিখছি। তবে সবথেকে ভালো হয় - best goggles for kids
swimming - এটা ফোকাস করলে কেডি ১, ইউএস ভলিউম ১০-২০। এবার উনি যা ইচ্ছা তাই বললেন। আমার প্রায় ১ কে + শব্দ লেখা শেষ ২ দিনে। এর ভিতরে ক্লায়েন্ট এসে জানালেন - তুমি ঠিক বলেছিলে, আমি একজন কীওয়ার্ড রিসার্চ এক্সপার্টকে দিয়ে তোমার দেয়া কীওয়ার্ড গুলো থেকে শেষের টাই ভালো। ওটাকেই ফোকাস করো। আমি তাকে আরো খুশি করে দিলাম কেডি ৩ এর, ৬০ ভলিউম এর লো কম্পিটেকটিউনসভ একটা কীওয়ার্ড দিলাম যেটা আমি এনালাইসিস করে বের করে রেখেছিলাম। তার এপ্রুভালে সেটাকেই ফোকাস করে কন্টেন্ট লিখে তাকে ডেলিভারি দেয়া হয়।

এরকম বেশ কিছু কাজে আমি ব্যক্তিগত হস্তক্ষেপ করেছি, কারণ আমি ক্লায়েন্ট এর ক্ষতি চাইনি। কন্টেন্ট লেখার আগে আমি এমাজন ঘেটেছি ৪+ বছর। এমন সব কীওয়ার্ড বের করতাম যেগুলোর ভলিউম ভালো + কেডি ও অনেক কম। এমন কীওয়ার্ড দেখেছি বেচারা এখনো কারো হাতে পড়েনি, অথচ লো কম্পিরেটিভ বায়িং কীওয়ার্ড। পরিশেষে, একটা কথা বলতে চাই - শুধু কেডি নয় কেডি+ভলিউম এর যুগলবন্দী ভালো অবস্থান ফলাফল আরো ভালো দেয়।

কন্টেন্ট রাইটিং এবং অন পেইজ এস ই ও শিখতে ফেসবুক গ্রুপে জয়েন করুন ::- https://www.facebook.com/groups/bam.bd/

Level 1

আমি এম এ মিলন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এম আবির মিলন ::- প্রফেশনাল ব্লগার, কন্টেন্ট রাইটার, ডিজিটাল মার্কেটার এবং মোবাইল অ্যাপস ডেভেলপার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস