আপনি কি জানেন Traffic Exchange এর কাজ কি? Organic Real ভিজিটর দরকার তবে নিয়ে নিন PC Software ব্যবহার করুন প্রিমিয়াম ফিচার ফ্রি তে

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আজকে আমি Traffic Jam নিয়ে নয় বরং Traffic Exchange নিয়ে আলোচনা করবো যদি আপনি জানতে আগ্রহী থাকেন তবে চলুন শুরু করা যাক আজকের আর্টিকেল।

ট্রাফিক এক্সচেঞ্জ নেটওয়ার্ক বা সাইট কেন বানানো হয়?

Traffic Exchange হলো এমন একটি সার্ভিস যেখানে আপনি আপনার ওয়েবসাইটের লিংক যুক্ত করবেন এবং সেখানে আপনার পাশাপাশি অসংখ্য সাইট যুক্ত করা হয় হয় সহজ কথায় সাবমিট করা হয়ে থাকে। Traffic Exchange এর কাজ হলো আপনি একজনের সাইট ভিজিট করলেন আবার অন্য কেউ আপনার সাইট ভিজিট করলো। সহজ করে বলতে গেলে এখানে এক জন আরেক জনের সাইট ভিজিট করে থাকে যার ফলে দুটো সাইটেই ট্রাফিক কিংবা ভিজিটর Exchange হয়ে থাকে যার ফলে দুটো সাইটেই পাচ্ছে Real Visitor আর সাথে Alexa Rank কিংবা Adsense Advertise Impression এর মত সুবিধা।

তাহলে Traffic Exchange সাইট বানানো হয় যাতে একটি নেটওয়ার্ক তৈরী হয় যেখানে একজন আরেকজনের সাইট ভিজিট করতে পারে। সাইটের মালিকদের সুবিধা হয় তারা Bot নয় বরং Real Visitor পেয়ে যায় তাদের সাইটের জন্য যা কিনা সম্পূর্ণ Adsense এর জন্য নিরাপদ।

আর  Exchange করার কারনে পাওয়া যায় বিভিন্ন দেশের ভিজিটর আর এতে হয়ে যায় সাইটের প্রচারনা। কারো কাছে যদি ভালো লাগে সে আবার হয়তো Exchange করা ছাড়াই আপনার সাইৎ ভিজিট করতে আসবে।

Traffic Exchange সিস্টেম এ কিভাবে কাজ করা হয়?

এখানে আপনি অন্যের সাইট ভিজিট করার জন্য পয়েন্ট পাবেন প্রতি ভিজিটে আর আপনার সেই পয়েন্ট কিংবা মিনিট ব্যবহার করে নিতে পারবেন আপনার সাইটের জন্য ভিজিটর আশা করি বুঝতেই পারছেন এর কার্যক্রম একদম সোজা। আর এখানে আপনি শুধু আপনার ব্রাউজার টি ওপেন করে ইন্টারনেট কানেকশন দিয়ে রেখে দিবেন এটা অটোমেটিক অন্য সাইট ভিজিট হতে থাকবে আর পাশাপাশি জমতে থাকবে পয়েন্ট কিংবা মিনিট।

ট্রাফিক এক্সচেঞ্জ এর সুবিধা কি?

Traffic Exchange এর মাধ্যমে আপনি আপনার সাইটের জন্য নির্দিষ্ট দেশ গুলো থেকে ভিজিটর সংগ্রহ করতে পারবেন। আপনি সময় নির্ধারন করতে পারবেন কতক্ষন সময় আপনার সাইট ভিজিট করবে প্রতি ভিজিটর। আপনি চাইলে নিতে পারবেন অর্গানিক ভিজিটর। চাইলে আপনি Affiliate করতে পারেন। কিংবা আপনি পয়েন্ট জমিয়ে রেখে দিতে পারেন আর পরবর্তীতে সেই পয়েন্ট অন্যের কাছে বেচে দিতে পারেন। কিংবা আপনার পয়েন্ট দিয়ে অন্য সাইট কে প্রমোট করে দিয়ে কিছু আয় করে নিতে পারবেন। কিছু সাইটে থেকে আর্ন করা যায় এই ট্রাফিক এক্সচেঞ্জ করার মাধ্যমে। আপনি ডিভাইস নির্বাচন করতে পারবেন যেমন আপনার পিসির ভিজিটর দরকার নাকি মোবাইল নাকি অন্যান্য অথবা Bounce Rate Control.আরো এমন সব ফিচার নিয়ে এসব সাইট তৈরী করা হয়।

Traffic Exchange নিয়ে আরো কিছু তথ্যঃ- 

সকল ট্রাফিক সাইট এক নয় বেশীরভাগ সাইট কিছু ফিচার তাদের প্রিমিয়াম মেম্বারদের জন্য বরাদ্ধ করে থাকে যার ফলে ফ্রি মেম্বারশীপ হলে ব্যবহার করা যাবেনা। যেমন ধরুন অর্গানিক ভিজিটর, লোকেশন, টাইম লিমিট, ডিভাইস নির্ধারন ইত্যাদি। 

আবার কিছু সাইট থেকে আপনি ভিজিটর এর প্যাকেজ ক্রয় করতে পারবেন যা দিয়ে আপনি কোন প্রকার সার্ফিং না করেই ভিজিটর পাবেন। তবে সকল ট্রাফিক Exchange System কিন্তু এক নয় আর সবগুলো ব্যবহার করা নিরাপদ নয় কারন আপনি নিশ্চই চাইবেন না একটা Bot কিছু বুঝুক আর নাই বা বুঝুক আপনার সাইট বার বার ভিজিট করুক।

তাহলে আশা করি ট্রাফিক এক্সচেঞ্জ এর কাজ সম্পর্কে আমি কিছুটা ধারনা দিতে সক্ষম হয়েছি তারপরেও হাতে কলমে না করলে অনেক কিছুই বোঝা সম্ভব নয়।

তবে সকল প্রিমিয়াম ফিচারের কাজ আমি যদি দেখাতে যাই আমার প্রিমিয়াম প্যাকেজ ক্রয় করতে হবে। তাই বলে দমে গেলে কি হয় বলুন তো ভাইজান.

আমি আপনাদের সুবিদার্থে একটি ট্রাফিক একচেঞ্জ সাইট এর সাথে পরিচয় করিয়ে দিবো যেখানে আপনি Traffic Exchange করতে পারবেন। 

আর যেহেতু আমার সাইট আমি প্রিমিয়াম  ফিচার রাখবো নাকি সবার জন্য উন্মুক্ত করে দিবো এটা আমার ব্যাপার তাই আমার থেকে রইলো এই ছোট্ট গিফট এখানে সকল প্রিমিয়াম ফিচার গুলো Upgrade করা ছাড়াই আপনি ব্যবহার করতে পারবেন। প্রিমিয়াম ফিচারের জন্য হয়তো আপনি অন্য সাইট ভেদে ৩০ থেকে ১০০+  ডলার খরচ করতে হতো সেটা বাচিয়ে দিলাম।

চলুন কিভাবে কাজ করবেন তা জেনে নেইঃ-

প্রথমে নিচের লিংক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন এবং ইন্সটল হয়ে গেলে ওপেন করুন এবং সাইন আপ বাটনে ক্লিক করে দিন তাহলে নিচের মত একটি ফর্ম আসবে তথ্য পূরন করুন এবং Sign Up বাটনে ক্লিক করুন।

ডাউনলোড লিংক

Size:- 52 MB

মেইল ভেরিফাই করার ঝামেলা বন্ধ করে দিয়েছি তাই আপনি সাইন আপ বাটনে ক্লিক করা মাত্র আপনার একাউন্ট তৈরী এবং এক্টিভ হয়ে যাবে। এবার লগিন করুন তাহলে আপনাকে Dashboard এ পাঠানো হবে।

আপনাকে নতুন ওয়েব সাইট যুক্ত করতে হবে এর জন্য Website অপশনে গিয়ে Create Website এর মাধ্যমে আপনার সাইট যুক্ত করতে পারবেন। 

তবে এখানে প্রিমিয়াম প্যাকেজ ক্রয় করা ছাড়া সাইট যুক্ত হবেনা আর আমি সবাইকে প্রিমিয়াম ফিচার সুবিধা দেওয়াতে আগ্রহী নই তাই যারা শুধু আমার টিউন টি পড়ছেন তারা এই প্রিমিয়াম ফিচার উপভোগ করতে পারবেন।

তাই সাইন আপ করে আপনার User Name এবং Site এর নাম আমাকে মেইল কিংবা ফেসবুক অথবা নিচে টিউমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি আপনাকে এক বছরের জন্য প্রিমিয়াম প্যাক এবং আপনার ওয়েব সাইট Traffic Exchange নেটওয়ার্কে যুক্ত করে দিবো।

 

আপনার সাইট যুক্ত হয়ে গেলে আপনি Traffic Exchange করার জন্য প্রস্তুত। এবার আপনি চলে যান Traffic Exchange অপশনে তাহলে নিচের মত দেখতে পাবেন।

এবার আপনাকে Add New Session এ ক্লিক করতে হবে তবে তার আগে আপনার একটি সফটওয়্যার দরকার হবে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

Exchanger Download 

ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করুন এবং Launch করুন তাহলে আপনার সামনে একটি উইন্ডো চালু হবে।

এবার আপনাকে শুধু Session Key টা এখানে পেস্ট করতে হবে যা আপনি খুঁজে পাবেন Add New Session বাটনে ক্লিক করলে।

এবার # এর ঘরে থাকা Session Key কপি করে আপনার Exchanger সফটওয়্যার এ প্রবেশ করে Paste করে দিন।

তাহলে এবার আপনার অটোমেটিক ভাবে সাইট ভিজিট হতে থাকবে যতক্ষন না পর্যন্ত না আপনি সফটওয়্যার টি বন্ধ করছেন। তাহলে আপনার অটো পয়েন্ট জমাতে থাকুন এবং সেই জমানো পয়েন্ট দিয়ে নিজের সাইট বুস্ট করুন।

আপনি চাইলে আপনার Android এর জন্য অফিশিয়াল Apk ডাউনলোড করে নিতে পারেন তবে মনে রাখবেন পিসি ছাড়া আপনি এই কাজ করতে পারবেন না।

Traffic Exchange Android Apk 

Size:- 1MB

আর আপনি যদি সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে ভিজিট করতে চান তবে নিচের লিংক BookMark করে রাখুন।

Traffic Exchange Web Site Link

ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে যদি ভালো লেগে থাকে তবে লাইক, টিউমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু।

(নোটঃ আপনাদের সাইট সরাসরি সাবমিট করতে যে একটু কষ্ট করতে হবে তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত এই সমস্যার পাশাপাশি Android দিয়ে কাজ করার মত করে উপযোগী করে তোলার কাজ চলছে)

তাহলে আপাদত বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে তবে আপনি চাইলে আমার ক্ষুদ্র সাইট থেকে ঘুরে আসতে পারেন নিচের লিংক থেকে।

সৌজন্যেঃ সাইবার প্রিন্স

Level 3

আমি সৌরভ। Founder And Author, DarkMagician, Feni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।

নিজেকে নিয়ে বলার মত কিছু নেই আমি খুব সাধারন একজন। তবে আমার একটি ছোট্ট ব্লগ রয়েছে চাইলে ঘুরে আসতে পারেন আরো জানতে। DarkMagician


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস