SEO কি? সঠিক SEO কিভাবে করবেন এবং SEO উপকারিতা ও অপকারিতা কি?

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আজকে আমরা জানব SEO সম্পর্কে। সবাইকে আমি প্রথমে জানাই শুভেচ্ছা।

SEO কি?

seo - search ending optimization. আপনি যদি ওয়েব সাইট ব্যবহার করেন তাহলে search ending optimization বুঝতে কোন সমস্য হবে না। SEO হলো একটি ওয়েব সাইটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। search engine optimization এর মাধ্যেমে আপনি আপনার ওয়েব সাইটিকে নিয়ে নিতে পারে সবার উপরে। উদাহরন: আপরি Google নামক search engine অবশ্যই চিনেন। যখন Google এ গিয়ে যদি search করেন GP Internet offer 2019 - এর পর একটি ওয়েব সাইট দেখতে পাবেন search এ সবার উপরে চলে এসেছে। এরুপ ১০টি টিউন সবার উপরে আসছে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে ১০টি টিউন সবার আগে আসল বাকি ওয়েব সাইটিগুলো কোথায়।  যদি আপনার টিউনি সবার আগে নিয়ে আসতে হয় তাহলে, আপনাকে SEO করতে হবে। search engine optimization করতে হলে আপনাতে চলে আপতে হবে : https://search.google.com/search-console/about.

SEO দুই প্রকার : 1. On page SEO এবং 2. Off Page SEO

SEO উপকারিতা কি?

বর্তমানে SEO ছাড়া কোন ওয়েব সাইট কল্পনা করা যায় না। search engine optimization ব্যবহারে  google 1st page এ দিয়ে আসা যায়। আপনা ওয়েব সাইটের যে কোন একটি টিউন যদি SEO করতে চান তাহলে, আপনাকে অন্য আরেকটি ওয়েব সাইটে গিয়ে লিংক প্রবেশ করতে হবে। এর মধ্যে আপনি একটি SEO লিংক পেয়ে যাবেন। Google অনেকে লিংক নিয়ে কাজ করে থাকে। দরুন banglalink internet offer 2019 এরুপ একটি key word নিয়ে কাজ করতে চান। তাহলে আপনাকে করতে হবে লিংক Building করতে হবে। আপনি যত লিংক অন্য ওয়েব সাইটে প্রবেশ করাতে পারবেন। আপনার ওয়েব সাইট SEO এর জন্য এগিয়ে যাবে।

ভালো SEO করতে হলে কি করতে হবে?

SEO কয়েক ধরনের হয়ে থাকে।  উদাহরন- একটি হলো ওয়েব সাইটের টিউন দিয়ে লিংক ব্যবহার করে SEO করা হয়ে দরুন - https://internetoffer24.com/2018/11/01/gp-internet-offer-2019/ যদি এরুপ ভাবে লিংক দিয়ে করতে পারেন তাহলে ভালো SEO পাবেন। আর যদি Comment এর মাধ্যমে SEO করেন তাহলে ভালো SEO পাবেন না।

SEO - এর অপকারিতা?

SEO একদিকে যেমন উপকারে আসে। অন্যদিকে আবার অপকার চলে আসে। ভালো SEO করতে না পারলে, Google আপনার ওয়েব সাইটিকে প্রথম পেইজে থেকে নামিয়ে দিবে। এবং key-word Goole থেকে Delete করে দিবে। ওয়েব সাইট SEO করতে আপনি অবশই চিন্তা-ভাবনা করে দেখবে যে, আপনি সঠিক স্থানে কি SEO করতে পারছেন। আর যদি না পারে তাহলে Google থেকে Rank হারিয়ে যাবে। যদি SEO করতে না পারেন। তাহলে করবেন না। ভালো SEO হলো, টিউনের ভিতরে লিংক দিয়ে করা। এমন ওয়েব সাইটে করতে হবে, যাদের Google Rank ভালো আছে।

যদি আমার এই তথ্য, আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমারও ওয়েব সাইটে যেতে পারেন। ওয়েব সাইটের লিংক হলো- https://internetoffer24.com

Level 0

আমি হোসেন সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস