২০১৮ তে কীভাবে আপনার সাইটকে গুগলের ফার্স্ট পজিশনে আনবেন? [৭টি মারাত্মক টিপস]

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

এসিও খুব তাড়াতারি বদলে যাচ্ছে। আজকে যা করলে আপনার সাইট ভালো র‍্যাঙ্কিং পাবে, কাল তা করলে হয়ত গুগলের পেনাল্টি খেতে হবে। তাই এখানে আমি ২০১৮ তে আপনার সাইটকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসার কয়েকটি এসিও টিপস দিতে চাই যা আমি বিশ্বের কয়েকজন নামকরা এসিও বিশেষজ্ঞদের কাছ থেকে জেনেছি। আগে যা করেছেন, সেগুলো জাস্ট ভুলে যান এবং এই নতুন টিপস গুলো ফলো করুন। এই টিপস গুলি পূর্ব পরীক্ষীত এবং এর দ্বারা কিছু সাইট ৮৮% পর্যন্ত ট্র্যাফিক বাড়িয়ে নিয়েছে।

SEO 2018 In Bengali

টিপ ১: ২০১৭ তে অনেকেই ছোট কিন্তু অনেক টিউন করে গুগলে ভালো র‍্যাঙ্কিং পেয়েছে। কিন্তু ২০১৮ তে আর তা হবে না। সম্প্রতি করা এক সমীক্ষ্যায় দেখা গেছে গুগল এখন সেইসব সাইট এবং ব্লগকে বেশী গুরুত্ব দিচ্ছে যারা কম কিন্তু বড় এবং ভালো কোয়ালিটির টিউন করছে। সুতরাং টিউনের সংখ্যা না বাড়িয়ে ভালো মানের বড় বড় (১০০০-৪০০০ ওয়ার্ডের) টিউন সময় নিয়ে লিখুন।

টিপ ২: সার্চ ট্র্যাফিক বাড়াতে আপনার পুরোনো এবং যেসব টিউন আর কেউ পড়ে না সেগুলোকে ডিলিট করে দিন অথবা নো-ইনডেক্স ট্যাগের প্রয়োগ করে সেগুলোকে সার্চ রেজাল্ট থেকে সরিয়ে ফেলুন। ডিলিট করার ক্ষেত্রে ৪০৪ এরর যাতে না হয়, সেজন্য রিডাইরেক্ট করতে ভুলবেন না। অপ্রয়জনীয় টিউন এবং পেজ গুগল থেকে সরিয়ে অথবা ডিলিট করে দিলে ট্র্যাফিক অবশ্যই বাড়বে।

টিপ ৩: আপনার আর্টিকেলে এল এস আই কীওয়ার্ড প্রয়োগ করুন। আপনি যে কীওয়ার্ড টার্গেট করতে চান, সেটা গুগলে লিখে সার্চ করলে গুগল নিজে থেকেই আপনাকে কতগুলি সাজেশনও দেখাবে। এগুলো এল এস আই কীওয়ার্ড নামে পরিচিত। আপনার আর্টিকেল লেখার সময় ফোকাস কীওয়ার্ডের পাশাপাশি এই এল এস আই কীওয়ার্ড গুলিকেও মিশিয়ে দিন। তবে কী-ওয়ার্ড স্টাফিং করে ফেলবেন না যেন। এতে আপনার সার্চ ট্র্যাফিক বাড়তে বাধ্য।

টিপ ৪: ক্লিক থ্রু রেট (সিটিআর) বাড়ান। সিটিয়ারের মানে হল, গুগলে সব মিলিয়ে কত জন আপনার টিউন দেখতে পেয়েছে এবং কত লোক সেটাতে ক্লিক করে আপনার ওয়েবসাইটে প্রবেশ করেছে তার অনুপাত। মনে করুন সব মিলিয়ে ১০০ বার আপনার সাইট গুগলের সার্চ রেজাল্টে দেখা গেছে এবং ২৫ বার ক্লিক করে আপনার সাইটে ঢোকা হয়েছে। সেক্ষেত্রে আপনার ক্লিক থ্রু রেট হবে ২৫%।

এটা বাড়ানোর জন্য আপনাকে আপনার টাইটেল এমন ভাবে লিখতে হবে যাতে লোক সেটা দেখতে পেলে তারা অবশ্যই সেটাতে ক্লিক করে। সার্চ রেজাল্টে যারা আপনার ওপরে আছে আপনি যদি তাদের থেকে বেশী আকর্ষক টাইটেল এবং মেটা ডেসক্রিপশন লিখতে পারেন তবে বেশীরভাগ লোক আপনার ওপরে যারা আছে তাদের ছেড়ে আপনার সাইটেই ক্লিক করবে। ফলে গুগল দেখবে যে আপনার সাইট নীচে থাকা সত্তেও ওপরে যারা আছে তাদের থেকে বেশী লোক ক্লিক করছে। অর্থাৎ আপনার সাইট লোকে বেশী পছন্দ করছে, তখন গুগল আপনা আপনিই আপনার সাইটকে অন্যান্য সাইটগুলির থেকে উপরে র‍্যাঙ্ক করিয়ে দেবে। তবে এর জন্য আপনাকে ভালো কনটেন্ট লেখার জন্যও গুরুত্ব দিতে হবে যাতে লোক আপনার সাইটে ঢুকে কিছুক্ষনের জন্য থাকে।

টিপ ৫: ডুয়েল টাইম কমাতে হবেঃ ডুয়েল টাইমের অর্থ হল কোন ইউজার আপনার সাইটে ঢোকার পর কতটা সময় কাটালো। মনে করুন আপনি দারুণ টাইটেল এবং ডেসক্রিপশন লিখেছেন কিন্তু আপনার কনটেন্ট লোকের ভালো লাগছে না, তাহলে লোক সাথে সাথেই ব্যাক করে অন্য কোন সাইটে গিয়ে ঢুকবে। সেক্ষেত্রে আপনার বাউন্স রেট তো বাড়বেই। উলটে র‍্যাঙ্কিং ও কমে যাবে।

তাই ভালো কনটেন্ট লিখুন যাতে আপনি ভালো টাইটেল এবং ডেসক্রিপশন লিখে বেশী লোক ঢোকাবার পর তাদেরকে আপনার সাইটে বেশী সময়ের জন্য ধরে রাখতে পারেন। যদি এটা করতে পারেন, তাহলে গুগল দেখবে যে আপনার সাইটে বেশী লোকতো ঢুকছেই, তার ওপর তারা একবার ঢুকলে আর সহজে বেরোচ্ছে না। অর্থাৎ ইউজারের আপনার সাইটের কনটেন্ট খুব ভালো লেগেছে। ফলে গুগল আপনার সাইটকে আগে র‍্যাঙ্ক করিয়ে আরো ইউজার কে ঢোকার সুযোগ করে দেবে।

টিপ ৬: ব্যাকলিঙ্ক বিল্ডিং ছেড়ে ভালো কনটেন্ট লেখায় মনযোগ দিন। গুগল এখন খুবই চালাক হয়ে গেছে। তাই সে এখন কার ব্যাকলিঙ্ক বেশী আছে সেটা না দেখে কার কনটেন্ট লোকের বেশী ভালো লাগছে তাকেই গুরুত্ব দিচ্ছে। আর আপনি ভালো কনটেন্ট লিখলে এমনিতেই অনেকে আপনাকে লিঙ্ক ব্যাক করবে। একমাত্র গেস্ট টিউন ছাড়া আর কোন উপায়ে লিঙ্ক বিল্ডিং এখন না করাই ভালো।

টিপ ৭: সাইটের লোডিং স্পীড খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যতটা সম্ভব আপনার সাইটকে ফাস্ট বানান। ওয়ার্ডপ্রেস ইউজার রা W3 Total Cache এবং Content Delivery Network (CDN) এর ব্যবহার শুরু করে দিন। সবশেষে গুগল পেজস্পীড ইনসাইট এ গিয়ে আপনার সাইটের পারফরমেন্স চেক করুন। কোথায় খামতি আছে সেখান থেকে দেখে সেগুলিকে ঠিক করুন। দরকার পড়লে ফিভারে গিয়ে কোন ডেভেলপার হায়ার করে সাইট ফাস্ট করিয়ে নিন।

বোনাস টিপঃ আপনার সাইটে এস এস এল এনক্রিপশন ব্যবহার করুন। এটিও বর্তমানে একটি র‍্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে পড়ে।

এবিষয়ে আরো কিছু জানার থাকলে টিউমেন্টে জিজ্ঞাসা করুন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।

Level 0

আমি শিবম কর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস