সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন [পর্ব ১২] :: কিভাবে পি.আর(পেজ র‍্যাঙ্ক) চেক করবেন?

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

সম্মানিত ভিসিটর আশা করি ভালো আছেন।আমিও ভালো আছি।আজকে আমি আপনাদেরকে শিখাবো বা দেখাবো কিভাবে পি.আর(পেজ র‍্যাঙ্ক চেক)চেক করতে হয়।অনলাইনে পি.আর চেক করার জন্য অনেক গুলো টুলস বা ওয়েবসাইট আছে।তার মধ্যে আজকে আমি আপানাদেরকে দেখাবো খুব জনপ্রিয় ও ভালো একটি টুলস বা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে পি.আর(পেজ র‍্যাঙ্ক) চেক করা যায়।

তার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে।ব্রাউজারে গিয়ে এড্রেসবারে গিয়ে লিখুন http://www.prchecker.info। এই ওয়েবসাইটে গিয়ে দেখবেন নিচের স্ক্রিনশুট এর মতো ইন্টারেফেস আসবে। ঐখানে থেকে নিচের স্ক্রিনশুট এ মার্ক  করা এড্রেস বারে আপনি যে ওয়েবসাইটের পেজ র‍্যাঙ্ক চেক করবেন সেই ওয়েবসাইটের লিঙ্ক লিখুন।তারপর Check PR বাটন এ ক্লিক করুন। আমি স্ক্রিনশুটে প্রথম আলো পত্রিকার অনলাইন পোর্টাল এর লিঙ্ক লিখেছি তারপর Check PR বাটন এ ক্লিক করেছি।


তারপর নিচের স্ক্রিনশুট এর মতো ইন্টারফেস আসবে তখন আপনাকে নিচের স্ক্রিনশুট এ মার্ক করা অপশন অনুযায়ী ক্যাপচা পূরণ করে Verify Now বাটন এ ক্লিক করতে হবে।

তারপর নিচের স্ক্রিনশুট এর মতো ইন্টারফেস আসবে তখন মার্ক করা অপশন এ সাইটের পেজ র‍্যাঙ্ক দেখাবে।এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 5/10 অর্থাৎ প্রথম আলোর আনলাইন পোর্টাল এর পেজ র‍্যাঙ্ক ৫।

এইভাবেই আপনি খুব সহজে যে কোনো সাইটের পেজ র‍্যাঙ্ক চেক করতে পারবেন।আর আপনার যারা আমার টিউনটি পড়ে উপকৃত হয়েছেন তাদের কে অসংখ্য ধন্যাবাদ আর যারা টিউনটি বুজেন নি তারা আমার নিচের ভিডিও টি দেখতে পারেন এই ভিডিও তে কিভাবে পেজ র‍্যাঙ্ক চেক করতে হয় তা দেখিয়েছি আপানারা যারা টিউন বুজনেনি তারা ভিডিও টি দেখতে পারেন।ভিডিও লিঙ্কঃ

Level 0

আমি তারেক মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস