
UPWORK হচ্ছে একটি অনলাইন আর্নিংস মার্কেটপ্লেস। এ ধরনের মার্কেটপ্লেসে আমারা কম্পিউটার রিলেটেড যে কোন কাজ করে টাকা ইনকাম করতে পারি।
এ ধরনের মার্কেট প্লেসের মধ্যে আর একটি উল্লেখযোগ্য সাইট হলো ইলেন্স। তবে বর্তমানে UPWORK এবং ইলেন্স যৌথ প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে।
এ ধরনের মার্কেট প্লেস গুলোতে কাজ করার জন্য, আমাদেরকে প্রথমেই যা শিখতে হবে, তা হলো – মার্কেটপ্লেস গুলো সম্পর্কে বিস্তরিতভাবে জানতে হবে। এবং নেটে কাজ করতে গেলে, যে কাজটি আমাদের প্রথমেই শিখতে হবে, তা হলো এস, ই, ও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান।
এটি একটি সহজ কাজ এবং শুধুমাত্র ইন্টারনেট ব্রাউজিং জানা থাকলেই আমরা কাজটি শিখতে পারি।
এস, ই, ও দিয়ে আমরা শুরু করতে পারি। কারন যিনি এস, ই, ও জানেন তিনি এ ধরনের মার্কেট প্লেসের অনেকগুলো কাজের সেক্টরে কাজ করতে পারেন।
এর পর কম্পিউটারের যে কাজে আমাদের আগ্রহ বেশী, সে কাজে ধীরে ধীরে নিজেকে দক্ষ করে তুলতে হবে। এটিই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি।
এসইও শেখার জন্য আমরা অনেক কাঠ খড় পোহাতে হয়। কোচিং সেন্টারে শিখতে হলে আমাদের নূনতম ৪০০০ টাকা খরচ করতে হবেই। সাধ থাকলেও অনেকের সাধ্য নেই। তাছাড়া ইন্টারনেটে শেখার জন্য নানা ব্যবস্থা থাকলেও আমরা সবগুলো ডাটা বা তথ্য একসাথে পাইনা বলে শেখা সম্ভপর হয়ে ওঠেনা।তাছাড়া বাংলা ভাষায় ভালো মানের টিউটোরিয়াল পাওয়াও যায় না। কেমন হয় যদি একসাথে সবগুলো ডাটা পান? তাও আবার বাংলা ভাষায় ভিডিওতে?? কি অবাক হচ্ছেন??? হুম সত্যিই তাই। আউটসোর্সিং গুরু আপনাদের সুবিধার্থে (Bangla Seo a to z Tutorial and Software) এসইও নিয়ে সম্পূর্ণ একটি টিউটোরিয়াল তৈরি করেছে। যে কেউ টিউটোরিয়াল ব্যবহার করে এসইও সম্পর্কে সুস্পস্ট ধারণা নিতে পারবে।
(contact: 01682571794)টিউটোরিয়াল এ যা পাবেনঃ বিভিন্ন Marketplace এর সম্পর্কে বিশদ বর্ণনা(যেমনঃ Account Open, Profile100%, Portfolio, Bid System, Job Winning Tips, Payment Method and Working Support) * Odesk * Elance * Freelance * Getacoder * Microworker * Minuiteworker * Fiverr * Others Marketplace ***SEO টিউটোরিয়াল এ যা পাবেনঃ * On Page Optimization * Search Engine Marketing * Social Media Marketing * Off Page Optimization * Link Building বোনাস টিউটোরিয়াল হিসেবে পাবেনঃ * Exclusive Internet Tips * Web Research Tips. Account Open, Profile100%, Portfolio, Payment Method and Working Support.
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Email: [email protected]
Phone: 01682571794
আমি আউটসোর্সিং গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।