কিভাবে আর্টিকেল লিখে ভিজিটরকে টার্গেট করবেন (Tips and Tricks)

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আজ আমরা কথা বলব কিভাবে আর্টিকেল লিখলে আপনি প্রত্যাশার থেকেও বেশি ভিজিটর পাবেন। তাহলে সরাসরি আজকের টপিক এ যায়।

আজকে এবং সামনের টিউন এ কথা হবে কি ধরণের টাইটেল লিখবেন।

 

আজ আমরা 4 টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। অবশ্যই এই ৪টা এনাফ নয়। বাকি পয়েন্ট নিয়ে পরে আসব।

চলুন শুরু করি।

Attractive to  Visitor:

আপনি যা হয় তা হয় করে একটা টাইটেল দিলেন আর ভিজিটর হুমরি খেয়ে পরবে এমনটা হবেনা। আপনাকে অবশ্যই চুজি হতে  হবে।

নির্দিস্ট ভিজিটর টারগেট করুন।  আপনি যে টিউন করবেন সেখানে অবশ্যই সবাইকে টার্গেট করছেন না। সুতরাং সেটা মাথাই রাখুন। যাতে আমি আপনার সাইট ভিজিট করতে না এসেও আপনার সাইট এ ঢু মারি(যেহেতু আপনার টার্গেটেড)

 

Keyword :

আমি সবসময় এটাই করি। মেইন কীওয়ার্ড যেটা সেটাকেই টাইটেলে রাখি। যদিও সবসময় রাখা সম্ভব হয়না কিন্তু রাখা ভাল। Long Tail Keyword ব্যবহার করতে পারেন।

 

নির্ভরতা / Assurance :

আপনি কি ধরণের সেবা বা তথ্য দিবেন তা নিশ্চিত করুন। যেমন ঃ

Top 10 Mobile for Camera

How to remove XXXX Completely

How to earn money without investing a single penny

 

এই ধরনের হবে যেখানে আপনার ইন্টেনসান টা ফোকাসড থাকবে এবং একটা নির্ভতা দিবে।

 

Short And Sweet:

কতোটুকু আপনের টাইটেল হবে তা বলা মুস্কিল। কিন্তু ছোট রাখা ভালো। Eye catching and Short। দেখেই যাতে আপনার টিউনের ধারণা পায়, আপনি কি বলবেন আপনার টিউনে।

বাকি পয়েন্ট নিয়ে আসছি... (__)

যোগাযোগ এবং সাহায্য ঃ

আমরা SEO-Friendly, Unique লাগলে বলতে পারেন এবং আপনের কিছু জানার অথবা আমাকে কিছু বলার থাকে যোগাযোগ করতে পারেন।

➡  ➡    ফেসবুক এবং  টিউমেন্ট

ভুল হলে ধরিয়ে দিবেন। আপনার সমালোচনা কাম্য।  Thanks for Reading.

Level 0

আমি mdmosta3191game। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস