ওয়েবসাইটের এলেক্সা র‍্যঙ্ক কমানোর ১০ টি সহজ টিপস।

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

কোন প্রকার কথা না বলে সরাসরি টিউনে চলে যাই কেমন-

১. এলেক্সা ভেরিফাই করাঃ-

আপনার প্রথম কাজ হবে এলেক্সা ভেরিফাই করা।
সাইট নির্ধারণ করে যে আপনিই এই সাইটের মালিক। যদিও এলেক্সা ভেরিফাই করা খুবই সহজ কাজ। প্রথমে আপনি এলেক্সা সাইট এ গিয়ে রেজিষ্টার করুন। alexa.com সাইটের নাম। তারপর আপনার সাইট টি সেখানে ক্লেইম করুন। আপনি এলেক্সা থেকে একটি ভেরিফিকেশন ফাইল আপনার সার্ভার এ তুলে অথবা হোমপেইজ এ একটি ভেরিফিকেশন কোড দিয়ে ভেরিফাই করতে পারবেন।

২. এলেক্সা টুলবার ব্যবহার করুনঃ-

আপনি যদি এলেক্সা র‍্যঙ্ক দ্রুত কমাতে চান তবে তার জন্য জন্য এলেক্সা টুল ব্যবহার করা অপরিহার্য একটি কাজ। আপনি যেই ব্রাউজার ব্যবহার করেন (মোজিলা বা ক্রোম) সেখানে এলেক্সা টুল টির একটা এড-অন ইনস্টল করে নিন। এই টুল এর সাহায্যে আপনি এলেক্সা র‍্যাঙ্ক চেক করা, সার্চ করা ইত্যাদি খুব সহজে করতে পারবেন।

৩. আপনার সাইটে এলেক্সা উইডজেট ব্যবহার করুনঃ-

আপনার সাইটে একটা এলেক্সা উইজগেট ব্যবহার করুন কারন এলেক্সা ঐসব সাইট বা ব্লগ কে পছন্দ করে যারা তাদের সাইট বা ব্লগে এলেক্সা উইডজেট ব্যবহার করে। আপনি আপনার সাইট এর সাইড-বার বা ফুটারে একটি এলেক্সা উইডজেট ব্যবহার করতে পারেন যেখানে আপনার সাইট এর এলেক্সা র‍্যাঙ্ক, ব্যাকলিঙ্ক সহ আরো কিছু ডাটা দেখাবে।

৪. আপনার ব্লগ/সাইট সবসময় হালনাগাদ রাখুনঃ-

সবসময় নিজের ব্লগ বা সাইট হালনাগাদ রাখুন। কারন হালনাগাদ রাখা একটি ব্লগ বা সাইট এর জন্য অনেক গুরুত্বপূর্ন। সব-সময় আপনার ব্লগ হালনাগাদ থাকলে আপনি খুব সহজেই সার্চ ইঞ্জিন থেকে অনেক ভিসিটির পাবেন, পাশাপাশি এটি আপনার ব্লগ এর এলেক্সা র‍্যাঙ্ক কমাতেও সাহায্যে করবে।

৫. ব্লগে ইউনিক টিউন প্রকাশ করুনঃ-

নিজের মেধাশক্তিকে কাজে লাগিয়ে সবসময় নতুন টিউন করার চেস্টা করবেন।চেস্টা করবেন কেন করতেই হবে। কারন এলেক্সা কমাতে হলে আপনাকে অবমশ্যই ইউনিক(কপিরাইট বিহীন) টিউন করতে হবে।

৬. সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর বাড়ানোর চেষ্টা করুনঃ-

SEO বা সার্চ ইঞ্জিন সম্পর্কে ভালো ধারনা না থাকলে TT থেকে অনেক টিউন আছে সার্চ ইঞ্জিন নিয়ে সেগুলো দেখে নিতে পারো। সার্চ ইঞ্জিন করে রাখলে সাইটের ভিজিটর বাড়বে সাথে সাথে এলেক্সা ও অনেক কমে আসবে।

৭. এলেক্সা সম্পর্কে আপনার ব্লগে রিভিউ লিখুনঃ-

অামি যেমন টিটি তে এলেক্সা নিয়ে আমার ভাবনা থেকে টিউন করছি। ঠিক তেমনি আপনিও সব জায়গা থেকে এলেক্সা সম্পর্কে ঞ্জান আহোরন করে তা থেকে নিজের ভাবনা মতো আপনার ব্লগ বা সাইটে একটা রিভিউ বা একটা টিউন দিন।

৮. সোশ্যাল মিডিয়া ব্যবহার করুনঃ-

এলেক্সা র‍্যাঙ্ক কমানোর জন্য সোশ্যাল মিডিয়া অনেক বেশি কাজে দেয়। ধরুন আপনার ব্লগের বা সাইটের জন্য একটা ফেসবুক পেজ এবং একটা রিলেটেড গ্রুপ খুলে ফেলুন। সেখানে লাইক বাড়ান এবং গ্রুপে মেম্বার বাড়ান। সেখানে নিয়মিত সাইটের টিউন গুলি শেয়ার করুন। সেখান থেকে আপনার সাইটে অনেক ভিজিটর পাবেন। তার সাথে সাথে এলেক্সা ও অনেক কমবে।

৯. ব্লগ টিউমেন্টিং খুবই কাজেরঃ-

যেইসব ব্লগ এর এলেক্সা র‍্যাঙ্ক, ডোমেইন অথরিটি, পেজ র‍্যাঙ্ক অনেক ভালো এবং আপনার ব্লগ রিলেটেড, সেই সব ব্লগ এ নিয়মিত টিউমেন্ট করুন। বিশেষ করে যখন আপনার ব্লগ এ নতুন টিউন পাবলিশ করবেন তারপরে টিউমেন্ট করুন। তাতে করে আপনি অনেক রেফারেল ভিজিটর পাবেন আর ব্লগ এর এলেক্সা র‍্যাঙ্ক ও খুব তাড়াতাড়ি ভালো হবে।

১০. গেষ্ট টিউনিংঃ-

আপনি যদি ব্লগিং এ নতুন হয়ে থাকেন তাহলে গেষ্ট টিউনিং আপনার জন্য কিছুটা কঠিন হবে। তবে এটি সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর পাওয়া, রেফারেল ভিজিটর পাওয়া এবং সাথে সাথে এলেক্সা র‍্যাঙ্ক কমানোর জন্য অনেক উপকারি।

সবশেষে বলবো যদি টিউন টি ভালো লাগে তবে আমার সাইট থেকে ঘুরে আসুন আমার সাইট এবং আমার ব্যক্তিগত ব্লগ Manik4you.com
আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে Mahmudul Hasan Manik

Level 0

আমি মাহমুদুল হাসান মানিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস