
আমরা প্রত্যেকেই আমাদের সাইটকে র্যাংকিং এ নিয়ে আসতে চাই। নিয়ে আসতে চাই বলা যতটা সহজ ঠিক ততটাই কঠিন নিয়ে আসা। র্যাংকিং এ আনার জন্য নিদির্ষ্ট কিছু নিয়ম মানতে হয়। আপনাকে জানতে হবে গুগল র্যাংকিং এর জন্য কি কি বিষয়ের প্রতি গুরুত্ব দেয়।
ক. টাইটেল : টাইটেল আপনার কন্টেন্টের পরিচয় বহন করে।
খ. মেটা ডিসক্রিপশন : গুগল বা সার্চ ইঞ্জিনসমহু তার র্যাংকিং এ দেখায়।
গ. H1 ট্যাগের সঠিক ব্যবহার
ঘ. আপনার সাইটের আর্টিকেলের দৈর্ঘ্য
ঙ. নকল বা কপি পেষ্ট লেখা : গুগল সবসময়ই নেগেটিভ চোখে দেখে
চ. ক্যানোনিক্যাল ট্যাগ
ছ. ছবির সঠিক ব্যবহার অপটিমাইজেশন সহ
জ. সাইটে বাহিরের সাইটের লিংক
ঝ. নিজের সাইটের ভিতর লিংক
ঞ. ইউআরল এর সঠিক ব্যবহার
ট. সাইটম্যাপ যুক্ত করন
উপরের বিষয়গুলো হচ্ছে অনপেজ এসইও ফ্যাক্টর। যদি আরও বিস্তারিত জানতে চান তবে নিচের লিংক দেখতে পারেন কাজে লাগবে আশা করি।
লিংক : অনপেজ এসইও টিপস
ক. ডোমেইন অথরিটি : মোজ ডট কম কর্তৃক সরবরাহকৃত একটি স্কেল।যার মান ১ থেকে ১০০ পর্যন্ত হতে পারে।
খ. সার্ভারের অবস্থান
গ. পেজ অথরিটি
ঘ. ডোমেইনের বয়স
ক. সাইটটি কতটি ডোমেইনের সাথে যুক্ত বা লিংক করা আছে
খ. লিংক করা পেজের সংখ্যা
গ. প্রাসঙ্গিক লিংক : অনেকের যত্রতত্র লিংক দিয়ে আসেন বিরত থাকুন।
ঘ. নো ফলো আর ডু ফলো লিংক
আপনার সাইটকে কষ্ট করে র্যাংকিং এ নিয়ে আসলেন কিন্তু দেখা গেল আপনার সাইটটি র্যাংকিং হারাচ্ছে। কারণ কি জানতে পড়তে পারেন :
গুগল র্যাংকিং হারানোর কারণ
বোনাস
এসইও সম্পুর্ণ বুঝার জন্য নিচের ইনফোগ্রাফিকটি দেখতে পারেন

কার্টেসি : সার্চ ইঞ্জিন ল্যান্ড
আমি আবদুল আউয়াল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির সাথে থাকতে ভাল লাগে ।
ভাই সাইটের রাঙ্ক দেখতে হয় কিভাবে , http://www.shopingmol.com এই সাইটের রাঙ্ক জানার দরকার