এস ই ও তে সোশাল বুকমারকিং করার সঠিক নিয়ম।

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আস-সালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি ভাল। এস ই ও দুই ভাগে বিভক্ত, আমরা সবাই জানি অন পেজ এবং অফ পেজ। যাই হক আমি ওই দিকে যাবনাাগ,  আমি বলবো অফ পেজ এর কথা। অফ পেজ এর খেত্রে ছোছাল বুকমারকিং একটি অন্যতম পদ্ধতি। যা ট্রাফিক আনতে অনেক কার্যকর একটি পদ্ধতি। তো চলুন শুরু করা যাক...।

স্টেপ ১ঃ প্রথমে গুগল এ সার্চ দিয়ে অথবা অন্য কোন ভাবে ছোছাল বুকমারকিং সাইট গুল সংগ্র করুন (হাই পেজ রাঙ্ক হলে ভাল হয়) তারপর দেকবেন সাবমিট এ নিউ স্টোরি (submit a new story)  লিখা আসে কি না, (পেজ এর উপরের দিকে) যদি থাকে তাহলে রেজিস্টার করুন। আমি এক্সাম্পল হিসাবে একটি লিঙ্ক দিলাম  http://www.ihaan.org/

স্টেপ ২ঃ তারপর ব্যবহারকারীর নাম, ইমেইল, পাসওয়ার্ড এবং একটি ক্যাপচা এন্ট্রি করে পুরুন করে কন্তিনিউ করুন।

স্টেপ ৩ঃ রেজিস্ট্রেশন করার পর একটি কনফার্মেশন লিঙ্ক আপনার মেইল এ যেতে পারে অথবা সরাসরি ছবি আপনার প্রোফাইল এ খুলে জেতে পারে নিচের মত

স্টেপ ৪ঃ এরপর সাবমিট এ নিউ স্টোরি (submit a new story) তে ক্লিক করুন এবং নিচের মত করে খালি ঘর পুরুন করুন। তারপর কন্তিনিউ করুন।

স্টেপ ৫ঃ এরপর আপনার সাইট টাইটেল, কীওয়ার্ড, (tag), description দিয়ে খালি ঘর পুরুন করুন এবং  "save and continue" করুন।

 

স্টেপ ৬ঃ এরপর তা এইরকম দেখাবে। তারপর আপানার ইউজার নাম এ কিলিক করুন।

স্টেপ ৭ঃ ইউজার নাম এ কিলিক করার পর তা এইরকম আসবে...এবং আখানে লক্ষ করুন ভোট ১ হয়ছে কি না যদি না হয় তাহলে আবার উপরের কাজ গুলি করুন। ভোট ১ না হলে "submitted" করবেন না।

স্টেপ ৭ঃ সবকিছু ঠিক থাকলে "submitted" এ কিলিক করুন ব্যাস আপনার কাজ শেষ...।। এরপর যে পেজ আসবে সেতাই হবে কনফারম পেজ। সেই url টা কপি করে এক্সসেল সীট এ সেভ করুন...।।

এটাই কনফ্রাম পেজ।

কোনকিছু ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেকবেন। আর কোন সমস্যা হলে আমাকে ফেসবুক এ পাবেন ইমরান হোসেন। আর সময় থাকলে আমার ব্লগ থেকে ঘুরে আসবেন..  আমার ব্লগ। আর android এ ন্যাচারাল ওয়ালপেপার পেতে ব্লগ এ যান।

 

Level 0

আমি ইমরান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a student & freelancer


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস