SEO জিরো টু হিরো – অফ পেজ ফাইনাল পর্ব + মাইক্রোওয়ার্কার্স টিউটরিয়াল

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

সুপ্রিয় টেকটিউনস পরিবার,
আস্সালামু্ ওয়ালাইকুম/আদাব। আপনাদের সাথে বিগত কয়েকটি টিউনে যথেষ্ঠ উৎসাহ আমাকে অনেক উৎসাহ দান করেছে। আজকে আমি আপনাদের একটি Off page SEO Complete টিউটরিয়াল দিচ্ছ যার মাধ্যমে আপনারা যদি ভালভাবে শিখতে পারেন তাহলে আশাকরি আপনারা বেসিক ফ্রিলান্সিং এর জন্য প্রস্তুত।

যারা আমার আগের পর্বগুলো থেকে বাদ পড়েছেন, তাদেঁর জন্য

SEO জিরো টু হিরো – ওয়েব ২.০ (পর্ব – ১)

SEO জিরো টু হিরো – SEO Directory Submission (পর্ব – ২)

SEO জিরো টু হিরো – ভিডিও টিউনিং(পর্ব – ৩)

em. SEO জিরো টু হিরো – সোস্যাল বুকমার্কিং (পর্ব – ৪)

ধরুন আপনার একটি Baseball বিষয়ক সাইট আছে যা বর্তমানে #১০ এ অবস্থান করছে। আপনি চাচ্ছেন কেউ যদি search engine এ "Baseball Cards" লিখে search করে তাহলে এটি #১ অবস্থানে দেখাবে - এটা করতে হলে আপনাকে ঐ সাইট এর seo করতে হবে। seo সাধারণত কোন popular search term বা keyword ব্যবহার করে করা হয়। এখন আপনি যদি seo করে আপনার Brand name কে উপরের দিকে নিতে চান এবং সফলও হন, তাহলেও এটিকে ঠিক seo বলা যায় না। কারণ search engine যথেষ্ট smart এবং seo আপনার company name ও keyword কে খুব সহজেই আলাদা করতে পারে। আর প্রধান ব্যাপার হল, যে keyword এর জন্য যত প্রতিযোগীতা, সেই keywordএ rank করা তত কঠিন।

এই জন্য seo শুরু করার আগে কিছু planning করে নেয়া ভাল। ধরুন, আপনি একটি নতুন সাইট খুললেন, যে বিষয়ে আগে থেকেই লাখ লাখ প্রতিযোগী আছে, আর অন্য একজন একটা সাইট বানাল যে বিষয়ে হয়ত ১০০০টা সাইট আছে, এখন আপনিই বলুন কোথায় প্রতিযোগীতা করা সহজ হবে লাখের ভেতরে না হাজার এর ভিতরে?

এই কারণে সাইট এর সঠিক seo planning এর জন্য সঠিক keyword নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। keyword selection ঠিক না হলে আপনি আপনার কাঙ্খিত ফলাফল পাবেন না। কারণ কোন মানুষ যখন Search engine কোন কিছু খোজে তখন এই search term গুলো ব্যবহার করে। কাজেই আপনি যদি না জানেন যে মানুষ কি খুজছে, তাহলে আপনি কিভাবে তাদের প্রয়োজন পূরণ করবেন।

আপনারা যারা কমবেশি সার্চইঞ্জিন অপটিমাইজেশন এর সাথে জড়িত আছেন। তারা প্রায় সবাই জানেন যে, সার্চ ইঞ্জিন তার টেকনিক বা অ্যালগরিদম প্রতিনিয়ত পরিবর্তন করছে এবং আস্তে আস্তে তা এখন অনেকটা পরিণত অবস্থায় এসে দাড়িয়েঁছে। এখন সার্চ ইঞ্জিন গুলোর রেজাল্ট এর মাধ্যমে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংবলিত পেজ খুব সহজেই খুজেঁ বের করতে পারি।

সার্চ ইঞ্জিন এর image search এর মাধ্যমে আমরা যে কোন image upload করলে ঐ রকম দেখতে অন্য image গুলো সার্চ ইঞ্জিন আমাদের খুজেঁ বের করে দেয়। কিন্তু তারপরেও আমাদের সাইট বানানোর সময় crawler friendly সাইট বানানো উচিৎ। কারণ এখনো সার্চ ইঞ্জিন javascript, flash, video ইত্যাদি object গুলো এখনো crawl করতে পারেনা, তাই সাইট বানানোর সময় যতটা পারেন এগুলো Avoid করুন।

আপনার হয়ত লক্ষ করেছেন, সার্চ ইঞ্জিন এখন কোন কিছু সার্চ করলে, আমাদের সামনে তার shopping result, social সাইট গুলোতে ঐ কিওয়ার্ড কোথায় আছে, বিভিন্ন online news site গুলোতে তার অবস্থান কি? ইত্যাদি তথ্য আমাদের সামনে উপস্থাপন করে। আপনি যদি গুগলে লগইন অবস্থায় থাকেন তাহলেতো কথাই নেই গুগল আপনার previous browsing history বিশ্লেষণ করে আপনার সামনে result উপস্থাপন করবে।

প্রথমে আমি একটা কথা বলেছিলাম, আবার এখনো সেই একই কথাই বলছি, আপনার সাইটে যদি relevant good content থাকে, তাহলে seo আপনাকে কোন চিন্তাই করতে হবেনা, যত ধরনের algorithm ই change হোক না কেন- এই কথাটা যেমন এখন থেকে ১০ বছর আগে সত্য ছিল, এখনও কথাটি ঠিক তেমন ভাবেই সত্য।

আপনাদের জন্য সর্বশেষ Off page SEO বিষয়ে টিউটরিয়ালের PDF শেয়ার করলাম, আপনারা অবসর সময়ে প্রাকটিস করবেন। আর হাঁ ভালভাবে না শিখে কখনোও টাকার মায়াজালে পড়ে কাজে নামবেন না-এতে আপনার মূল্যবান সময়ই নষ্ট হবে।

SEO off page optimization এর PDF গুলো এখান থেকে ডাউনলোড করে নিন

আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোন বিষয়ের টিউনে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Level 0

আমি শাকিল আহমেদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মাইক্রোওয়াকার্স এর টিউটোরিয়াল কোথায়??????????

জিপ ফাইল এর ভিতরে দেখুন, শুরুটা শুধু দিয়েছি, আপনারা বাকিটা পারবেন

apner kono site asa ja google frist page a asa . thakla keyword gulo dan . amr 22 tarik a lunch kora site ta aktu dakta paren kono vul hoica kina . 2 ta keyword dilam somoy thakla dakta paren .”walton primo d6 and walton primo e6″ http://www.price2bd.com

    গুগল ফাস্টপেজ এ থাকা না থাকায় কোন যায় আসে না। সাইটের প্রান হলো কন্টেন্ট। ভালো ও মানসম্মত কন্টেন্ট থাকলে আপনার সাইটের সামান্য অফ পেজ এসইও করলেই সবাই আপনার সাইটকেই খুজেঁ নিবে।ধন্যবাদ