SEO জিরো টু হিরো – ভিডিও টিউনিং(পর্ব – ৩)

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

সুপ্রিয় টেকটিউনস পরিবার,
আসসালামু ওয়ালাইকুম।সবাই নিশ্চই ভালো আছেন। আজকে তৃতীয় পর্বে যে বিষয়ে টিউন করতে যাচ্ছি তা হলো Off page SEO এর Video Posting এর বিষয়ে।

আশা করি আগের দুই টিউন সবাই প্রাকটিস করেছেন। আর লেগে থাকুন একদিন জিতে যাবেন। আমার আগের টিউনগুলো যারা মিস করেছেন তাঁদের জন্য-
আমার প্রথম টিউনটি এখানে

আমার দ্বিতীয় টিউনটি এখানে

ভিডিও টিউনিং কি?
ভিডিও প্রমোশন বা টিউনিং বর্তমান সময়ের SEO এর জন্য অন্যতম কার্যকরী একটি উপায়।ভিডিও প্রমোশন বা পোস্টিং কি? এটির মানে হলো বিভিন্ন ভিডিও পেস্টিং সাইটে গিয়ে ভিডিও টিউন করা।বর্তমানে ভিডিও টিউনিং সাইটসমূহে ভিডিও প্রমোশন বা টিউনিং এর বহু কাজ Freelancer.com ও upwork.com বা oDesk.com এ পাওয়া যায়।

আর ভিডিও টিউনিং এর জন্য বিভিন্ন সাইট যেমন, youtube, viwtraker, dailymotion ইত্যাদি popular site আছে যেগুলোতে একটু পরিশ্রমের মাধ্যমে সাফল্য পাওয়া সম্ভব।

আপনাদের শেখার সুবিধার্থে প্রতিবারের মতো আজকেও একটি PDF টিউটরিয়াল শেয়ার করছি, যাতে আপনারা Manually যে কোন সময় ভিডিও টিউনিং সম্বন্ধে শিখতে পারেন। একটা কথা, আপনাদের সাড়া না পেলে আমি এই SEO বিষয়ে টিউন করা বাদ দিয়ে দিব। আপনাদের আগ্রহই আপনাদের শিখতে সাহায্য করবে।

এখান থেকে ভিডিও টিউনিং এর টিউটরিয়ালটি ডাউনলোড করে নিন

আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে

সুপ্রিয় টেকটিউনস পরিবার,
আসসালামু ওয়ালাইকুম।সবাই নিশ্চই ভালো আছেন। আজকে তৃতীয় পর্বে যে বিষয়ে টিউন করতে যাচ্ছি তা হলো Off page SEO এর Video Posting এর বিষয়ে।

আশা করি আগের দুই টিউন সবাই প্রাকটিস করেছেন। আর লেগে থাকুন একদিন জিতে যাবেন। আমার আগের টিউনগুলো যারা মিস করেছেন তাঁদের জন্য-
আমার প্রথম টিউনটি এখানে

আমার দ্বিতীয় টিউনটি এখানে

ভিডিও টিউনিং কি?
ভিডিও প্রমোশন বা টিউনিং বর্তমান সময়ের SEO এর জন্য অন্যতম কার্যকরী একটি উপায়।ভিডিও প্রমোশন বা পোস্টিং কি? এটির মানে হলো বিভিন্ন ভিডিও পেস্টিং সাইটে গিয়ে ভিডিও টিউন করা।বর্তমানে ভিডিও টিউনিং সাইটসমূহে ভিডিও প্রমোশন বা টিউনিং এর বহু কাজ Freelancer.com ও upwork.com বা oDesk.com এ পাওয়া যায়।

আর ভিডিও টিউনিং এর জন্য বিভিন্ন সাইট যেমন, youtube, viwtraker, dailymotion ইত্যাদি popular site আছে যেগুলোতে একটু পরিশ্রমের মাধ্যমে সাফল্য পাওয়া সম্ভব।

আপনাদের শেখার সুবিধার্থে প্রতিবারের মতো আজকেও একটি PDF টিউটরিয়াল শেয়ার করছি, যাতে আপনারা Manually যে কোন সময় ভিডিও টিউনিং সম্বন্ধে শিখতে পারেন। একটা কথা, আপনাদের সাড়া না পেলে আমি এই SEO বিষয়ে টিউন করা বাদ দিয়ে দিব। আপনাদের আগ্রহই আপনাদের শিখতে সাহায্য করবে।

এখান থেকে ভিডিও টিউনিং এর টিউটরিয়ালটি ডাউনলোড করে নিন

আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে

Level 0

আমি শাকিল আহমেদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, আমি এসইও শিখতে অত্যন্ত ইচ্ছুক।

Level 0

valo, hoyeche.

আপনারা পাশে থাকলে আমিও আছি……..

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ। শেয়ারকরা টিউটোরিয়ালগুলি অনেক কোয়ালিটিফুল। নতুনদের জন্য বেশ কাজে দিবে। আশা করছি আপনি আগামীতে এ ধরেনের টিউটোরিয়াল আরও শেয়ার করবেন।