SEO জিরো টু হিরো – ওয়েব ২.০ (পর্ব – ১)

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

সুপ্রিয় টেকটিউনস পরিবার,
আসসালামু আলাইকুম।ঈদ মোবারক।সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। এই টিউনটি একেবারে যারা নতুন তাদেঁর জন্য বা যারা এরকম টিউন থেকে বাদ পড়েছেন তাদেঁর জন্য। আর বিজ্ঞজনেরা পাশেই থাকবেন। কারন, ভুল ভ্রান্তি ধরিয়ে দিয়ে আমাদের সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। টেকটিউনসে হয়ত এ বিষয়ে অনেক টিউন থাকতেই পারে তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আসুন শুরু করা যাক।

আপনারা বিভিন্ন পত্রিকা, TV Station, Website এর জন্য আশাকরি ইতিমধ্যেই Web 2.0 কথাটির সাথে পরিচিত হয়েছেন। Web 2.0 কথাটি দিয়ে আসলে বোঝানো হয় এমন কিছু Web ভিত্তিক Applications (Webwares) যা গুনগত মানের দিক থেকে Desktop applications এর Equivalent/Near equivalent applications. আমি আমার ব্যক্তিগত Special interest, excitement এর কারনে Webwares নিয়ে কিছুটা Internet ঘাটাঘাটি করেছি এবং আমার মনে হয়েছে কিছু Webwares এর কথা আমার Real world আর Virtual world এর Companion দের Share করা উচিত তাইতো আমি আমার এই naïve and simplistic লেখা লিখেছি খুব জটিল একটি Subject এর উপর। I have decided to publish this article in multiple parts।

ওয়েব ২.০ বোঝার জন্য Ajax প্রযুক্তি থেকে যেতে হবে। তাহলে সবার বোঝার সহজ হবে

AJAX কি?

AJAX এর পুরা অর্থ Asynchronous Javascript and XML। AJAX, জাভাস্ক্রিপ্ট language কে খুব সহজে এবং সুন্দর ভাবে প্রকাশ করতে সাহায্য করে। ফলে webmasters খুব সহজেই তার পছন্দ মতো web applications ব্যবহার করতে পারেন। AJAX ব্যবহারের ফলে খুব সহজেই পেজ রিলোডিং হয়, ফলে প্রোগ্রামিং দেখতে হয় অনেক টা ডেস্কটপ আ্যপ্লিকেশনের মতো।
Web 2.0 কি?

পরক্ষ ভাবে দেখলে Web 2.0 এর জন্ম AJAX এবং অনান্য technologies থেকে যারা সঠিক ব্যবহার যোগ্য আ্যপ্লিকেশন এবং উন্নত্য প্রোগ্রামিং কে ব্যবহার করে ওয়েব পেজকে আরো সুন্দর, উন্নত্য এবং অতিদ্রুত উপস্থাপন করে, অনেকটা “brochure-like” এর মতো।
এর সাহায্যএ একজন ওয়েব ডেভেলেপার তার কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে খুব সুন্দর এবং অতিদ্রুত ওয়েব ইন্টারফেস তৈ্রী করতে পারেন, যা ওয়েব ভিজিটরদের আকর্শিত করতে সাহায্য করে।

যাই হোক, পবিত্র ঈদের দিন তাই আর বেশি দীর্ঘায়িত করলাম না। কিন্তু প্রথম পর্বেই যাতে কেউ হতাশ না হয় সেজন্য এ সম্বন্ধে একটি ছোট্ট PDF টিউটরিয়াল শেয়ার করলাম আশা করি নতুনদের শুরু করার জন্য উপকারে আসবে।

ডাউনলোড লিংকটি টিউমেন্টে এ দিয়ে দিলাম...আশা করি যারা শিখতে চান তার সবাই উপকৃত হবেন।

দেখা হবে next পর্বে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশায়।

Level 0

আমি শাকিল আহমেদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নতুন শিক্ষানবিষদের উৎসাহ পেলে আমি এস,ই,ও এর শুরু থেকে আরনিং পর্যন্ত টিউন করার চেষ্টা করব। ধন্যবাদ

Seo er suru theke Earning porjonto tune cai.

শাকিল আহমেদ চৌধুরী ভাই আপনার কাছে এর pdf বই থাকলে লিংটা দিবেন প্লিজ

er age onekei tune complete kore nai. asha kori aponi tune complete korben. carry on bro….

Level 0

khub valo. aro bistare alochana korle valo hoi.