on page optimization কি এবং কিভাবে করতে হয় পর্ব ১

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আজ আমি আপনাদের দেখাব কিভাবে On Page SEO (Optimization) করতে হয়,এটা আমার প্রথম পর্ব।আমি্ এর আগে এস ইও নিয়ে অনেক টিউন করেছি তবে একটা কথা মনে রাখবেন,আমি অথবা কেউই আপনাকে লিখে বা টিউটোরিয়াল দিয়ে সম্পূর্ন এস ইও বোঝাতে পারবে না।কারন SEO (Search Engine Optimization) এর অনেক ধাপ আছে যা একটি মাত্র টিউনে লেখা সম্ভব নয় সুতরাং,HowTrick.Com এর সাথে থাকবেন তাহলে SEO সম্পর্কে মোটামুটি ঞ্জান লাভ করতে সক্ষম হবেন আশা করি।আমি যখন প্রথম HowTrick.Com সাইট তৈরী করেছিলাম তখন SEO এর নামটাই শুনি নাই।কিন্ত টিউটোরিয়াল এবং নিজের মাথা খাটিয়ে অবশেষে সফল হয়েছি।অনপেজ এস ইও আমার কাছে Traffic পাওয়ার ক্ষেত্রে একটা বোনাস ধাপ বলে মনে হয়,কারন অনপেজ Optimization ভিজিটর পাওয়া এবং আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেছে।যাইহোক অনেক কথা বললাম এবার কাজের কথায় আসিঃ

On page optimization কি?
অনপেজ অপটিমাইজেশন হচ্ছে আপনার সাইটের ভিতরে যে কাজ গুলো করেছেন google অথবা অন্যান্য Search engine গুলোকে আপনার সাইটের গুরুত্ব বোঝানোর জন্য তাকেই On Page Optimization বলে।

কিভাবে On page optimization করবেন?[
আমরা তো কম বেশি সবাই html জানি,কিন্ত আপনি কি জানেন On Page Optimization করার সময় কিছু html attribute অনেক ভূমিকা রাখে?অনেকেই জানেন আবার অনেকেই জানেন না,না জানলে সমস্যা নাই কারন আমি বিস্তারিত ভাবে আপনাদের অনপেজ এস ইও বোঝাব। html attribute এর মধ্যে On Page SEO করার সময় H1 থেকে H6 পর্যন্ত ব্যবহার করতে হয়।বুঝতে পারছেন?না বুঝলে নিচের ছবিটি লক্ষ করুনঃ

কিছু বুঝলেন?আসুন ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি,ছবিটিতে HowTrick.Com দিয়ে উদাহরণ দিয়েছি। HowTrick.Com প্রথমটা সবার থেকে বড় দেখাচ্ছে কারন এখানে আমি H1 tag ব্যবহার করেছি।ঠিক একই ভাবে নিচের HowTrick.Com লেখাতে H2 এবং শেষেরটাতে H3 tag ব্যবহার করেছি।Search Engine গুলো H1 থেকে H6 পর্যন্ত এই tag গুলোকে বেশি গুরুত্ব দেয়।আমি এখানে উদাহরণ সরুপ H1 থেকে H3 পর্যন্ত দেখিয়েছি,যখন আপনি কোন টপিক লিখবেন তখন মেইন কিওয়ার্ড (Keyword) কে H1 থেকে H6 attribute এর মধ্যে রাখবেন।আরো বিস্তারিত ভাবে বুঝিয়ে দিচ্ছিঃ ধরুন আপনি Search Engine Optimization (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) সম্পর্কে একটি টিউন লিখতেছেন তাহলে অবশ্যই “Search Engine Optimization” লেখাটি H1 থেকে H6 tag এর মধ্যে রাখবেন।যেমনঃ

Search Engine Optimization

এখানে আমি h1 tag দিয়ে বুঝিয়ে দিলাম,এখন এর Output আসবে নিচের চিত্রটির মতঃ

এখানে আমি ব্যবহার করেছি

HowTrick.Com

,

HowTrick.Com

HowTrick.Com

ঠিক এইভাবে আপনি Search Engine Optimization লেখাটি্ ঐ ট্যাগ এর ভিতরে রাখবেন।তবে মনে রাখবেন এই ট্যাগটি একাধিকবার ব্যবহার করবেন না,কারন এতে সার্চ ইঞ্জিন গুলো এটাকে স্পাম (Spam) মনে করবে।

ধরুন আপনি একটি পেজ ডিজাইন করতেছেন এবং পেজটির নাম হচ্ছে On page optimization তাহলে এই পেজটি কিভাবে On page optimization করবেন?যেটা মেইন বিষয় সেটা হচ্ছে একটি div class বা css দিয়ে আপনাকে সেই পেজে h1 ট্যাগ দিয়ে On page optimization লেখাটি রাখতে হবে যেমনঃ

On Page Optimization

এবার নিশ্চই ব্যাপারটা বুঝতে পারছেন।যখন এটা করবেন তখন গুগল কিংবা অন্যান্য search engine আপনার এই পেজের content পড়বে এবং সার্চ ইঞ্জিনে দেখাবে।

Keyword কি?on page optimization এর জন্য কতটা প্রয়োজন?
Keyword হচ্ছে আপনি যে বিষয়ে টিউটোরিয়াল লিখবেন সেটাই কি-ওয়ার্ড।On page optimization,Off page optimization যেটাই বলেন সব গুলোতে keyword এর গুরুত্ব অপরিসীম।SEO এর মূল বিষয় হচ্ছে Keyword তাই সবখানেই এর প্রয়োজন আবশ্যক।আমি যে টিউনটি করতেছি এটা হচ্ছে “কিভাবে On Page Optimization করতে হয়” তাহলে এখানে আমার মেইন keyword হচ্ছে “On Page Optimization” তাহলে On page optimization লেখাটিকেই আমি বা সার্চ ইঞ্জিন keyword হিসেবে গুরুত্ব দিব বা দিতেই হবে।দেখুনতো এই টিউনে আমি কতবার On Page Optimization লেখাটি লিখেছি?অনেক বার লিখেছি তাইনা?এর মানে দাড়ায় এই টিউনের main keyword হচ্ছে On Page ptimization আশাকরি বিষয়টি বুঝতে পারছেন।

আজ এখানেই শেষ করছি,আপনাদের উৎসাহ পেলে শিঘ্রই পরবর্তি পর্ব নিয়ে হাজির হব।

কি কি থাকবে আমার পরের পর্বে?
1.Article কি?
2.Post করার সময় কোন দিকে গুরুত্ব দিতে হবে?
3.Copy Past করলে কি হয়?

আমার ২য় পর্বটি দেখার জন্য On Page Optimization কি এবং কিভাবে করবেন পর্ব ২ এখানে click করুন।

তাহলে সবাই ভালো থাকুন এবং HowTrick.Com এর সাথেই থাকুন আর কপি করা থেকে বিরত থাকুন।

টিউনটি আগে করা হয়েছে http://howtrick.com

Level 0

আমি লিটন কুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস