ডুফলো লিংক পান পিন্টারেস্ট ব্যবহার করে।

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

সামাজিক যোগাযোগ সাইটগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে পিন্টারেস্ট। মূলত যারা ছবি ভালোবাসেন তাদের জন্য সবচেয়ে বেশি উপযোগি এই সাইটটি। ফলে এটি অথরিটি সাইট হিসেবে ভালো অবস্থানে রয়েছে। আর আমরা জানি অথরিটি সাইট থেকে কোনো ব্লগ বা ওয়েবসাইটের ব্যাকলিংক কতোটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিন্টারেস্ট থেকে সহজেই একজন ব্লগার বা ওয়েবমাস্টার হাই পিআর ডুফলো লিংক পেতে পারেন। যার ফলে এটি মার্কেটিংসহ সাইটে ট্রাফিক আনার একটি উপযুক্ত মাধ্যম হতে পারে।

আমরা জানি, বর্তমানে ব্লগ এসইও এর জন্য সামাজিক যোগাযোগ সাইটগুলোর ভূমিকা অনেক। যা আমাদের সাইটগুলোর সোশ্যাল সিগন্যাল বৃদ্ধি করে। সামাজিক যোগাযোগ সাইটগুলোর অনেকটিই প্রোফাইলের মাধ্যমে ডুফলো ব্যাকলিংক দিয়ে থাকে। তবে পিন্টারেস্ট এর মতো বড়মানের অথরিটি সাইট থেকে ডুফলো ব্যাকলিংক পাওয়া আসলেই অনেক কার্যকরী। তবে এই ব্যাকলিংক পাওয়ার ক্ষেত্রে কিছুটা কষ্ট আপনাকে করতে হবে। সেটি হলো আপনার সাইটটি পিন্টারেস্টে ভেরিফাই করা। এখানে সেই বিষয়টিই তুলে ধরা হলো। ফলে আপনি সহজেই আপনার সাইটের ডুফলো ব্যাকলিংক তৈরি করতে পারবেন মাত্র ৫/৭ মিনিটেই। আর হ্যা, আপনারা হয়তো জানেন একটি ডুফলো ব্যাকলিংক ১০০টি নোফলো ব্যাকলিংক থেকে বেশি পাওয়ারফুল।

এই কাজটির জন্য প্রথমে আপনাকে পিন্টারেস্ট অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে। এখন উপরের দিকে আপনার নামের উপর ক্লিক করলে একটি ড্রপডাউন মেনু পাবেন। সেখান থেকে অ্যাকাউন্ট বাটনে ক্লিক করতে হবে। সেটিং পেজ ওপেন হবে।

এখন নিচের ওয়েবসাইট সেকশনে পাশের বক্সে আপনার সাইটের অ্যাড্রেসটি টাইপ করে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। আমি এখানে Allsoftware99.blogspot.com সাইটটির নাম লিখে ভেরিফাই করার সিস্টেমটি দেখিয়েছি।

ভেরিফাই বাটনটির উপর ক্লিক করলে আপনাকে পিন্টারেস্ট ওয়েবসাইট ভেরিফিকেশন পেজে নিয়ে যাবে। এখানে আপনি কিভাবে আপনার সাইটটি ভেরিফিকেশন করবেন সেটির বর্ণনা পাবেন। এটি খুবই সাধারণ একটি বিষয়!

উপরের দেখানে ছবির মতো পেজ ওপেন হবে। এখান থেকে প্রথমে Download the HTML Verification file এ ক্লিক করে ফাইলটি ডাউনলোড করবেন। এখান এই ফাইলটি সিপ্যানেল ফাইল ম্যানেজার, ফাইলজিলা অথবা এফটিপি ক্লায়েন্টের মাধ্যমে আপনার সাইটের রুট এ আপলোড করবেন। সেভ/আপলোড শেষ হলে পিন্টারেস্টের ওয়েব সেকশন থেকে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। তাহলেই কাজ শেষ! পিন্টারেস্ট আপনার সাইটের ভেরিফাই করে নিবে। এখন আপনি আপনার প্রোফাইলে আপনার ভেরিফাই করা সাইটি ভেরিফিকেশন সাইনসহ দেখাবে। এটা আপনার সাইটের জন্য একটি ডুফলো ব্যাকলিংক হয়ে গেলো।

এই কাজটি করতে সর্বোচ্চ ৫/৭ মিনিট সময় লাগতে পারে। আপনার একাধিক সাইট থাকলে পিন্টারেস্টে আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলে সেটি ভেরিফাই করে নিতে পারেন।

Level 0

আমি আশরাফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি "আশরাফুল ইসলাম"। আমি বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bhai amar wapkate akta . tk site ache… seta te ki dofollow link pabo

পিন্টারেস্ট এর মার্কেটিং বিষয়ে আরো টিপস শেয়ার করলে অনেক কিছু জানতে শিখতে পারতাম।

Bro HTML verification file kothay upload korbow.ata clear bujlamna