কি ভাবে সাবমিট করবেন আপনার ওয়েব সাইট গুগোল মামার কাছে ?

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। যাইহোক বন্ধুরা আমি গত পোষ্টে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে আপনি আপনার সাইটের জন্য একটি পারফেক্ট সাইট ম্যাপ তৈরি করবেন সে সম্পর্কে। যারা ঐ পোষ্টটি দেখেন নি তারা দেখে নিন এখান থেকে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের সাইটকে সাবমিট করবেন বিশ্বের সেরা সার্চ ইঞ্জিন গুগোল মামার কাছে। কেননা যে কোন সাইটকে যতক্ষন না কোন সার্চ ইঞ্জিনের কাছে সাবমিট করছেন ততক্ষন পর্যন্ত সেই সার্চ ইঞ্জিন আপনার সাইট টা তার সার্চে দেখাবেনা এটাই স্বাভাবিক বিষয়। যার জন্য সার্চ ইঞ্জনের কাছে সাইট সাবমিট করার প্রয়োজনীয়াতা আশা করছি আর আপনাদের কাছে বলার প্রয়োজন নাই। তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা।

কি কি কাজ করতে হবে সাইট সাবমিট করার জন্য?

প্রথমে আপনি আপনার সাইট সাবমিট করার জন্য আপনার একটি জিমেইল দ্বারা আপনার জিমেইল অ্যাকাউন্টে লগিন করুন, তারপরে এই সাইটে প্রবেশ করুন। তারপরে খেয়াল করুন সেখানে ডান পাশে ADD PROPERTY নামক একটি বাটন আছে, এবং তার বাম পাশে একটি ঘর আছে, এখন আপনার সাইটটি গুগোলে সাবমিট করার জন্য সেই ঘরটিতে আপনার সাইট এর এড্রেস দিয়ে ADD PROPERTY বাটনে ক্লিক করে একটু অপেক্ষা করুন দেখুন। বুঝতে না পারলে নিচের ছবিটি খেয়াল করুন

webmaster toolকিছুক্ষন পরে দেখুন  আরেকটি পেজ এসেছে। যেখানে আপনাকে ৪টি কাজ করতে বলা হয়েছে।

১) একটি HTML verification file ডাউনলোড করতে বলা হয়েছে। এখন আপনি সেই ফাইলটি ডাউনলোড করুন।

২) তারপরে বলা হয়েছে যে আপনি এই মাত্র যে ফাইলটি ডাউনলোড করলেন তা আপনার সাইটের রুট ফোল্ডারে আপলোড করুন, আপনার রুট ফোল্ডার হচ্ছে যেখানে আপনার সাইটের সকল ডাটা রাখা আছে। অতঃএব দেরি না করে ডাউলোড কৃত ফাইলটি আপনার রুট ফোল্ডারে আপলোড করুন।

৩) তিন নম্বরে একটি লিঙ্ক দিয়ে বলা হয়েছে যে এই লিঙ্কে ক্লিক করে আপনার ফাইলটি সঠিকভাবে আপলোড করা হয়েছে কিনা তা যাচাই করুন। তাই দেরি না করে ৩ নং এর লিঙ্কে ক্লিক করুন।

৪) চার নম্বরে বলা হয়েছে সমস্ত কাজ পরিপূর্ণ রুপে সম্পন্ন করার জন্য VERIFY বাটনে ক্লিক করুন।

google webmaster tool

এই কাজ গুলো যদি আপনি সঠিক ভাবে করতে পারেন তাহলে আপনার সাইটটি গুগোল মামার কাছে সাবমিট করা হয়ে যাবে। এবং তারপর থেকেই আপনি যদি আপনার সাইটটি সরাসরি এড্রেস বারে না লিখে গুগোলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন তাতে কোণ সন্দেহ নায়।

আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের পোষ্টে এই আশা বাদ ব্যক্ত করে বিদায়, আল্লাহ হাফেজ। পোষ্টটি কেমন হল তা আশা করি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।

পোষ্টটি প্রথম প্রকাশিত এখানে

সোজন্যেঃ- টেকটুইট২৪ ডট কম

ফেসবুকে আমি

Level 0

আমি কবির হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওয়ার্ডপ্রেস এ রুট ফাইল কিভাবে আপলোড করব?
ব্লগার এ রুট ফাইল কিভাবে আপলোড করব?

আমার আগে থেকে সাইটমেপ করা ছিলো আজ আবার করল্লাম

করা আছে আমার সাইটে

আপনার এই গুরুত্বপূর্ণ টিউনেই আজ বোকামীটা বোধ হয় করব!!! আমার ব্লগ সাইট https://sunnyit.wordpress.com/ আমি আমার সাইটের কোথায় এই ফাইলটা আপলোড করব? মিডিয়া লাইব্রেরিতে আপলোড করতে চাইলে বলে “This file type is not allowed. Please try another.” সাপোর্টেট ফাইল টাইপ লিস্টে .html নাই। তো আমার উপায় কি? সহযোগিতার অপেক্ষায়……….

একটু অপেক্ষা করুন আমি আপনাদের সমস্যা সমাধান করার জন্য এখনি একটি পোষ্ট লিখছি শেষ হলে জানাব

আপনাদের সকলের প্রশ্নের উত্তর রয়েছে এই লিঙ্কে https://www.techtunes.io/seo/tune-id/352977