সঠিক পদ্ধতিতে লিঙ্ক বিল্ডিং করুন। যাদের পার্সোনাল সাইট আছে বা নতুন ব্লগ দাঁড় করাতে চাচ্ছেন। তাঁরা দেখতে ভুলবেন না।বিভাগ- অফ পেজ SEO.

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

যারা পার্সোনাল সাইট বা ব্লগ বা নিজের ব্যবসায়ীক ওয়েবসাইট এর জন্য লিঙ্ক বিল্ডিং করেন বা করতে চান, তাদের জন্য গেস্ট ব্লগিং বা কমেন্ট ব্লগিং এর মদ্ধমে লিঙ্ক বিল্ডিং বা ব্যাক-লিঙ্ক তৈরি করা খুব গুরুত্বপূর্ণ।

কারণ আপনার সাইটের অফ পেজ SEO এর জন্য এটাই সবথেকে ভালো মাধ্যম। আপনার সাইটের জন্য সব থেকে বেশি ভিজিটর পাবেন আপনি এই পদ্ধতিতে।

কিন্তু সঠিক উপায় না জেনে অনেকে লিঙ্ক বিল্ডিং করেন, যা বেশির ভাগ সময়ই স্প্যাম হয়ে যায়।

তাহলে এরকম লিঙ্ক বিল্ডিং করে কি লাভ? কারণ এগুলোতে পাঠক কোনভাবেই আগ্রহ দেখাই না। বরং সাইট অ্যাডমিন লেখাটিকে পাবলিশ করে না।

তাহলে কীভাবে করবেন?

কীভাবে করবেন লিঙ্ক বিল্ডিং-

প্রথমত বলি,

গেস্ট ব্লগিং হল লিঙ্ক বিল্ডিং এর সর্বশ্রেষ্ঠ মাধ্যম। কিন্তু হায় এ কি অবস্থা বাংলাদেশের গেস্ট ব্লগিং এর!

একটা জিনিস ভুলে যাবেন না, গেস্ট ব্লগিং এ আপনার সেরা লেখা গুলো দিবেন। যাতে পাঠক কিছু শিখতে পারে। এতে আপনি নিয়মিত ভিজিটর পাবেন। বেশি পরিমান লেখা দেওয়ার চেয়ে, যদি কম পরিমান ভালো এবং বিস্তারিত লেখা দিয়ে বেশি পাঠক পান, তাহলে ভালো কোনটা? আপনারাই ভাবুন!

আমি গবেষণা করে দেখেছি, আমি যত ভালো এবং বিস্তারিত লেখা দিয়ে মাত্র একটা আমার সাইটের লিঙ্ক দেই, সেই লেখা থেকে ততই আমি অনেক কার্যকরী এবং বেশি ভিজিটর পাই।

আর যত ছোট এবং শুধুমাত্র লিঙ্ক বিল্ডিং এর জন্য লেখা দিবেন, ফল পাবেন অনেক কম।  সাথে রেপুটেশন খারাপ হবে আপনার সাইট বা ব্লগের। আপনার সাইটকে সবাই স্প্যাম ভাববে। পাঠক বিরক্ত হবে। তাহলে এই ভিজিটর কি দরকার বলুন?

সেহেতু ভালো মানের লেখা দিন, একটা দুইটা কার্যকরী ব্যাক-লিঙ্ক দিয়ে।

অবশ্যই লিঙ্ক দেওয়ার সময় স্প্যাম করবেন না। প্রত্যেক ব্লগের নির্দিষ্ট নিয়ম মেনে লিঙ্ক বসান। না হলে স্প্যাম!! 🙁

দ্বিতীয়ত,

কমেন্ট--! অনেকে শুধু “ধন্যবাদ” “ভালো লিখেছেন” এভাবে কমেন্ট করেন। পাঠক যে এমন কমেন্ট করবে না, তা নয়।

তবে আপনি যদি লিঙ্ক বিল্ডিং এর জন্য কমেন্ট করেন, তাহলে সেই লেখার পেছনে অবশ্যই যুক্তিসঙ্গত কমেন্ট করবেন, সমলোচনা করুন (তবে খারাপ সমালোচনা করবেন কম)।

দেখবেন আপনার সাইটে ভালো ভালো ভিজিটর পাবেন সেই ক্ষেত্রে।

সেহেতু বলি, স্প্যাম বা অহেতুক কমেন্ট বা পোস্ট না করে, যুক্তি  সঙ্গত এবং গ্রহণযোগ্য ভাবে নিজেকে উপস্থাপন করুন।

একই নিয়ম আমাদের প্রাণ প্রিয় টেকটিউনসের টিউনার এবং কমেন্টারদের ফলো করতে বলবো। ফল অনেক ভালো পাবেন আশা করি।

যারা বাংলায় ভালো ব্লগিং টিপস চান, তাদের জন্য খুব সুন্দর  একটা ব্লগিং টিপস সাইট- দেখতে পারেন।

সবসময় টেক আপডেট থাকতে ফেসবুক এই পেজ নিজের মতো করে লাইক দিন, বন্ধুদের ইনভাইট করুন।

কপিরাইটঃ টেকটিউনস এবং আইটি সরদার ডট কম

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো পরামর্শ দিলেন । ধন্যবাদ ।
(ভাইয়া আমাকে একটা হেল্প করবেন প্লিজ । আমার ইমেইল [email protected])

জনাব,
আমার simfatic-forms-4012 এর registration code অর্থ্যাৎ Name এবং key খুবই প্রয়োজন। যদি কোন ভাবে দেয়া যেত তো খুব ভা্ল হতো। আর উপরের সফট ওয়্যার সম্পর্কে একটা টিউন করেন ভাই। রেজাউল।

    @একেএম রেজাউল করিম: আমার কাছে কি টা নাই। পাইলে জানাবো।

ঠিক বলেছেন

যে কোন একটি আর্টিকেল পড়ার পর ভালো লিখেছেন, আরও চাই, ধন্যবাদ এই টাইপ এর কমেন্ট লিঙ্ক বিল্ডিং এর উদ্দেশ্যে না করাটাই ভালো। বরঞ্চ ন্যাচারাল ভাবেই মতামত প্রকাশ করা যেতে পারে। যেমন গঠন মুলক সমালোচনা, কোন পরামর্শ, এমনকি কোন প্রশ্ন থাকলে ও করা যেতে পারে। যাতে অন্য পাঠক রা বুজতে না পারে যে আপনি শুধু মাত্র লিঙ্ক বিল্ডিং এর জন্নই এই সাইট এ এসেছেন।

    @ইব্রাহীম খলিল: এটা ঠিক, আমি জাস্ট এস,ই,ও এর সব থেকে জনপ্রিয় এবং কার্যকরী টপিকস নিয়ে আলোচনা করলাম আরকি।
    ধন্যবাদ। 🙂