Search Engine Optimizaion : আমার মতে যা, পড়তে পারেন নাও পারেন। (পর্ব ২)

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

প্রথম টিউন এ তেমন সাড়া পেলাম না।  তবে ধরে নিলাম মৌনতাই সম্মতির লক্ষন। যাই আমি জানি না আপনাদের আমার পূর্বের টিউনটি কেমন লাগছে, কিন্তু আরও একটা টিউন লিখতেছি তারপরও । আগের মত আবার জানায় রাখি যে আমি আসলে একটু বেশি ই বুঝি। তাই যদি কেউ আমার কথায় রাগ করেন তবে নিজের রিস্ক এ করতে পারেন। আর আমি কিন্তু বাংলা লেখাই ওস্তাদ তাই বানান ভুল গেলে কিছু কইবেন না। মুই রাগ হরমু। আর কাজ না থাকায় আপনাদের কথা মনে পরাতে নতুন এই টিউন। তয় এইবার আসা করি কমেন্ট করবেন। না করলে লেখতে ইচ্ছা করে না। আমার টিউন ফলো করলে অবশ্যই কিছু নতুন বিষয়ে জানতে পারবেন।

যাই হোক গত টিউন এ আমরা আলচনা করছি যে আশলে এস ই ও কত প্রকার আর এগুলো কি কাজে লাগতে পারে। তবে, এতা আমি জানি আপনারা সকলেই জানেন এই কথাগুলা। তার জন্য তেমন কথা না বাড়িয়ে টিউনি লিখছিলাম। যাই হোক আপনাদের জন্য আমার এই চেইন টিউন এর দ্বিতীয় টিউন আজকে প্রকাশ করতেছি। আশা করি ভাল লাগবে। আজকে আমরা আলোচনা করবো অন পেজ এস ই ও সম্পর্কে। আর এর মাদ্ধমে আমরা প্রবেশ করবো এস ই ও এর বিশাল সাগর এ। তয় আপনারা সাতার না জানলে কিন্ত সমস্যা। যদি না জানেন লাইফ জ্যাকেট সাথে নিয়েন। আমি কিন্তু একটু দূরে আছি ধরতে দেরি হইতে পারে।

যদি আপনি নতুন হন আমার এই সিরিজ টিউন এ তবে আমি আপনাকে বলবো যে আপনি আমার পূর্বের টিউন টা অবশ্যই পড়েন, কাজে দিবে।

Search Engine Optimizaion : আমার মতে যা, পড়তে পারেন নাও পারেন

আমি আজ চার বছর ধরে অনলাইনে কাজ করি এবং মোটামুটি ভালই জানতে পারছি এস ই য় সম্পর্কে। তাই আমি যেটা বলতেসি সেটা বলবো আমার অভিজ্ঞতা থেকে। এটা কার কত কাজে দিবে জানি না তবে কিছু ভাল টপিকস আপনার সামনে হাজির হবে বলে আশা করি। অন পেজ এস ই ও যেমন এস ই ও এর শিকর স্বরূপ তেমনি যদি আমরা ধারনা করি অনপেজ এর ও কি এই ধরনের শিকর থাকতে পারে ? তবে আমার উত্তর হবে হা থাকতে পারে। অন পেজ এস ই ও হল আপনার সাইট এর জন্য সর্বপ্রথম কাজ। তাই আপনার অবশ্যই এটা মনে রাখতে হবে আপনি যাই করেন না কেন আপনার সাইট কে যদি পপুলারিটি দিতে হয় তবে তাকে একটা সুন্দর নাম দিতে হবে এবং তার প্রাথমিক পরিচয় নির্ধারণ করতে হবে। তবেই সে পরবর্তী ধাপে উন্নীত হয়ার সুযোগ পাবে। নতুবা তার পরবর্তী যাত্রা ততটা সুখকর হবে বলে আশা করা যাই না। তাই অনপেজ এস ই ও আপনার সাইট এর জন্য অবশ্য প্রয়োজনীয়।

অন পেজ এস ই ও একটি গুরুত্ব পূর্ণ এস ই ও ফ্যাক্টর হয়ায় এর আরও অনেক অংগাদি আছে। এর প্রতিটা অঙ্গ পবিত্র। কিন্তু কিছু অসৎ লোক এর প্রবিত্রতা প্রায় ধ্বংস করার অক্লান্ত পরিশ্রম করে। তাই আমাদের চোখ, কান, গলা সব সময় খোলা রাখতে হবে। এতে করে আমরা জানতে পারবো কে কখন কি করে এর পবিত্রতা ধ্বংস করতেছে। আমরা আমাদের সততা দিয়ে এটা প্রমান করবো যে সঠিক উপায়ে আমরা সুন্দরি বউ পেতে পারি। যাই হোক আপনারা মনে কইরেন না যে আমি এই খানে বউ খুজতে আসছি, আমি বউ কইতে বঝাইছি যে ভাল সার্চইঞ্জিন পজিশন। তয় যদি বউ পাই তয় খারাপ কি। অই সকল ব্লাক হ্যাট ধারন কারি ভাল মানুষদের আমারা ফলো করবনা কিন্তু অবশ্যই জানতে চেষ্টা করবো যে তারা কি করতে চাচ্ছে। এতে করে জানতে পারা যাবে পরে সার্চইঞ্জিন গুলা কি পদক্ষেপ নিতে জাচ্ছে অদুর ভবিষ্যতে।

অন পেজ এস ই ও এর কিছু হাত পা সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করবো। এই সকল অন পেজ ফ্যাক্টর গুলা আপনার চরম কাজে লাগবে বলে আমি আশা করি। এর বেশির ভাগই আপনারা জানেন কিন্তু বেশি বোঝার দরুন আমি একটু পাকামি করে নিজের ইচ্ছা মত বলতেছি। আমি আশা করবো যে আপনার এই জিনিস গুলাকে নোট করে রাখবেন। এই সকল বিশয় গুলা ব্যতীত আপনার সাইট এর অন পেজ এস ই ও কোন দিন ও ভাল ভাবে সম্পূর্ণ হবে বলে আশা করা জায় না।

১. কি - ওয়ার্ড নির্বাচন,
২. টাইটেল নির্বাচন,
৩. মেটা কি-ওয়ার্ড,
৪. মেটা ডেসক্রিপশন,
৫. কি- ওয়ার্ড ডেনসিটি,
৬. ইউ আর এল নির্বাচন,
৭. কন্টেন্ট,
৮. অলটার ট্যাগ,
৯. হেডার ট্যাগ,
১০. এসট্রং ট্যাগ,
১১. বোল্ড ট্যাগ

এছাড়া আরও অনেক বিষয় আছে যা আপনাদের সাইট কে খুবই সহযোগিতা করতে পারে। এগুলো প্রতিটা এক একটি ভাবে আপনার সাইট কে সহায়তা করে। এই সকল বিষয় গুলাকে আমারা একটি একটি করে টিউন এর মাধ্যমে জানতে পারবেন। আশা করব যারা সার্চইঞ্জিন অপটিমাইজেশন এ নতুন তাদের ভাল লাগবে।  আর যারা জানেন তাদের বলবো যে আপনারা আমাদের পরবর্তী টিউন এ আপনাদের মন মত তথ্য পাবেন।

Level 0

আমি পাগলা মফিজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Find out your lost or missing windowsphone………

In the modern age there are more security but most ways to brake it.Mobile phone is a part and parcel of our life.Mobile phone company give so much security but it can’t stop stealing your phone or missing your phone.Your mobile contains your personal data. If you lost your phone it can be harmful for you.
There is a simple way to find out your lost or missing windowsphone.Thanks Microsoft for this service.
To find out your phone map location
*Open a web browser in your computer then go to the official website of windowsphone http://www.windowsphone.com.
*click on the my phone dropdown menu located at the upper right corner of the screen then sing in with the windows live ID that you was using in your phone.
for more visit http://www.itsegment.net

মামা কমেন্ট এর জন্য তো অপেক্ষায় ছিলাম কিন্তু তুমি এটা কি করলা, ফাইজলামি…।।

nice post … keep it up 🙂 ar mama apnar sathe ektu moja nise, mind khaien na.. mama vaignar sathe ektu fazlami kortei pare, eta kono bepar na 😉

ধন্যবাদ ।
http://www.techcd.tk

ভাই আপনার এই রসিকতায় মোড়া টিউন দুটি বেশ তথ্যবহুল । আমার মতো সল্পজ্ঞানীদের বেশ কাজে লাগবে । পরের টিউনের আশায় রইলাম ।

Level 0

Thanks for this Tune
http://songzlink.blogspot.com/

Level 0

ভাই আপানাকে ধন্যবাদ আপনি লিখছেন। লিখার সময় একটা বিষয় মনে রাখবেন, আপনি যাদের জন্য লিকছেন তারা আপনার লিখাটা বুজতে পারছে কিনা? আপনার লিখাটা পরে আমি তেমন কিছু বুঝি নাই। আমাদের বুঝাতে হলে আমাদের কাতারে দাড়িয়ে লিখতে হবে। তাই নতুনদের জন্য লিখতে হলে নতুনদের কথা মনে রেখে লিখতে হবে। আপনি ৪ বছর আগে দাড়িয়ে লিখুন। ধন্যবাদ

    @salimemran: ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য, যদি বলেন কথায় বুঝতে পারেন নাই, আমি অবশ্যই চেষ্টা করবো সেটা ঠিক করার জন্য।

Level 0

আমরা হাসতে ভুলেই গেছি , আপনার সুন্দর লেখা পড়ে জ্ঞান ও মজা দুটো পেলাম

উৎসাহ দিচ্ছি পরের টিউন করার জন্য।

ধন্যবাদ আপনাকে । টিউন চালিয়ে যান । আপনার সাথে আছি ।

ভাল লাগলো

Level 0

via apne seo teach den? ami shekta chi