আজকের এই পর্বটা আগের পর্বের সাথে connected, তাই আগের পর্বটা একবার দেখে নিতে পারেন। এজন্য এখানে ক্লিক করুন আগের পর্ব আমার এ টিউনটা Chain Tune হওয়া সত্ত্বেও সাইটের এডমিনরা কেউ এখনো আগের পর্ব টাকে চেইন টিউন হিসেবে যুক্ত করেনি। চলুন শুরু করি, আগের পর্বের পর থেকে:
আমরা আমাদের সাইটে যাই লিখিনা কেন, আর যাই করিনা আমাদের প্রধান উদ্দেশ্য থাকে কিভাবে সাইটে ভিজিটর বাড়ানো যায়। এ কারনে সবচেয়ে ভাল হয় যদি আপনি analytics দ্বারা রেজাল্ট গুলো চেক করে নেন। এই কারণে প্রথমেই analytics এ প্রবেশ করুন। তারপর traffic sources অপশনে যান। তারপর referring sites খুজে বের করুন ও এখানে ক্লিক করুন।
এখানে ঢোকার পরে আপনি প্রথমেই সিলেক্ট করে দিন যে আপনি কয় মাসের traffic source একবারে দেখতে চাচ্ছেন। যদি আপনার সাইটের ভিজিটর এর সংখ্যা কম হয় তাহলে আপনি একবারে ৩-৬মাসের ডাটা দেখতে পারেন।
নিচের ছবিতে দেখুন আমরা twitter.com থেকে ভাল পরিমানে traffic পেয়েছি।
এখানে আপনারা যদি twitter.com এর লিঙ্ক এর উপর ক্লিক করেন তাহলে আপনারা আরো ভিতরের পেজে চলে যাবেন এবং এখান থেকে আপনারা দেখতে পাবেন, twitter এর কোন কোন পেজ থেকে আমরা ভিজিটর পেয়েছি।
এছাড়াও আপনারা ইচ্ছা করলে campaigns option এ যেতে পারেন।
এখান থেকে আপনারা আপনাদের সেট করা goal গুলোর কনভারশন সর্ম্পকে জানতে পারবেন। social site গুলো থেকে আপনার সাইটে যে ভিজিটর আসবে, তাদের দ্বারা আপনার গোল পূরণ হওয়া কঠিন। তবে হ্যা আপনি যদি বিভিন্ন social site এ আপনার সাইট সম্পর্কে জানান তাহলে আপনার ভিজিটর বাড়বে ও কনভারশনও বেশি হওয়ার সম্ভাবনা বাড়বে। Google analytics শেখার জন্য এই সাইটটি ভিজিট করতে পারেন http://www.google.com/analytics/learn/index.html
ধন্যবাদ সবাইকে, আজকের মত ইতি টানছি। এই টিউনটি পূর্বে এখানে প্রকাশিত Free On Page and Off Page SEO Tutorial in Bangla চলবে.....
আমি iPagol। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
clik-Through Rate = Avg SEO CTR + (PPC CTR -7%) x 2 এখানে Avg SEO CTR ও PPC CTR কিভাবে বের করতে হবে ? কোন ধরনের ডোমাইন নাম বাদ দেয়া উচিত এবং ডোমেইনের নামের সাথে সংস্লিস্ট র্যাঙ্কিং ফ্যাকটর গুলোর সম্পর্ক কি কি ?