সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সমগ্র [পর্ব-০৮] :: কি- ওয়ার্ড রিসার্চ-০২

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সমগ্র

ও আলাইকুম উসসালামালাইকুম। সবাই আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আপনাদের দোয়াই আমি ও ভালো আছি। আজ পর্যন্ত কেউ আমার সালামের উত্তর দিল না। তাই আজ নিজেই উত্তর দিলাম। দেখি কয়জন সালাম দেই। যাই হোক ভাল একটা খবর আছে আমার জন্য, পরীক্ষা শেষ হওয়ার ভাবছিলাম সময় কাটাব কিভাবে? পরীক্ষা শেষ হওয়ার পর যখন বাসাই ফিরলাম, হটাত আমার রুমের ফোনটা বেজে উঠলো আমি রিসিভ করে একটা মেয়ে বলছে ভাইয়া আমি আপনার খুব ফ্যান। আমি আপনার নাম্বারটা অনেক কষ্ট করে ম্যানেজ করছি। আমি কিছুটা অবাক হইলাম, ভাবলাম আমার ও ফ্যান আছে। তারপর ২ দিন কথা হল। কথা শুনে মনে হল মেয়েটা অনেক ভাল। তারপর ৩ দিনের মাথাই আমারে প্রপস করল।

আমি কিছুটা থথমত খেয়ে গেলাম। বললাম পরে জানাব। ফ্রেন্ড+সার সবাইকে জানালাম ঘটনা। সবাই বলল রাজি হয়ে যা। বললাম না দেখে? বলল হ্যাঁ। তারপর মেয়েটাকে বললাম দেখা করতে। গেলাম দেখা করতে, আমি বুদ্ধি করে না দেখা দিয়ে তাকে দেখে আসলাম। পরে জানালাম আমি আসলে একটু বিজি, তোমার সাথে পরে আর একদিন দেখা করব। সে বলল আমি আপনাকে দেখছি এখানে আসতে। আপনি আমারে ত দেখছেন, এটাই যথেষ্ট। তারপর আর কি লজ্জা না করে চলে গেলাম তার সাথে দেখা করেতে। আর কি? হয়ে গেল । এখন দিনকাল খুব ভালই যাচ্ছে। কিন্তু আপনাদের কথা ভুলেই গেছিলাম। এই জন্য দুঃখিত। আল্লাহ যদি ভাল রাখে এই বার থেকে প্রতি সপ্তাহে নিয়মিত টিউন করব।

ইনশাআল্লাহ্‌। পার্সোনাল কিছু কথা বলে ফেললাম। কারন কিছু শিখার ভিতর মজার কিছু না বললে কেমন যেন বোরিং লাগে। আর আপনাদের কে আমি আমার ফ্রেন্ডদের মত কর শিখাই। শিখানোর মধ্যে কোন রকম ঘাটতি আমি দিই না। যদি বিশ্বাস না হই যত গুলা বাংলা ব্লগ আছে একটু কষ্ট করে খুজে দেখেন, কোন জাইগাই পাবেন না এত পরিমান আলোচনা।

অনেক কথা হল, আমরা আমাদের মুল আলোচনাতে চলে যাই। অনপেজ সম্পর্কে আমি আলোচনা করছিলাম। অনপেজের প্রান বলেন বা এস ই ও এর প্রান বলেন, কি- ওয়ার্ড রিসার্চ   হচ্ছে মুল। অনলাইনের প্রান হচ্ছে এস ই ও আর এস ই ও এর প্রান হচ্ছে কি- ওয়ার্ড রিসার্চ। তাই কি- ওয়ার্ড রিসার্চ সম্পর্কে খুব ভাল ভাবে জানতে হবে। কি- ওয়ার্ড রিসার্চ এর গুরুত্ব আমি পূর্বের  টিউনে আলোচনা করছি। আজ দেখাব কিভাবে একটি সফল কি- ওয়ার্ড রিসার্চ করা যাই। কি- ওয়ার্ড রিসার্চ এর আলোচনাতে আসতে গেলে প্রথমে ণিচের (Niche) এর আলোচনা করতে হই।

Niche হচ্ছে আমি কোন বিষয়ের উপর আমার সাইট টা লিখব। Niche সিলেক্ট একটা অনেক বড় চিন্তার বিষয়। বর্তমানে সবচেয়ে বেশি কোন বিষয়ের উপর সার্চ হচ্ছে সেই চিন্তা ভাবনা করে Niche সিলেক্ট করতে হবে। এক কথাই বলা যাই যে, বর্তমানে ভিজিটরদের চাহিদা কোন বিষয়ের উপর। এইটার উপর একটু রিসার্চ করতে হবে। নিজে যদি কনফিউজ হয়ে যান। তাহলে আপনার মনে যেইটা সম্পর্কে জানতে ইচ্ছা করছে সেইটা সম্পর্কে রিসার্চ করা হচ্ছে কি- ওয়ার্ড রিসার্চ। আমরা Niche  সম্পর্কে নিশ্চয় বুঝতে পারছেন। এখন আমি কি- ওয়ার্ড রিসার্চ এর কিভাবে করতে হবে সেইটা দেখাব।

স্টেপঃ ১

এই লিঙ্কে https://adwords.google.com/o/KeywordTool  চলে যান, নিচের পেজের মত দেখতে হবে।

স্টেপঃ ২

মনে করেন আপনি অনলাইন ইনকাম (Online Income) এর এই কি- ওয়ার্ড টা সম্পর্কে জানতে চান। তাহলে নিচের পেজটার মত ঘর গুলা পুরন করেন। আমি মার্ক করে দেখাই দিছি।

এখানে আপনি ক্যাটাগরি দিতেও পারেন আবার নাও পারেন। না দিলে কোন অসুবিধা নেই।

স্টেপঃ ৩

এবার সার্চ (Search) বাটনে ক্লিক করুন। দেখুন নিচের পেজটার মত দেখাবে।

লক্ষ্য করুন এখানে কিন্তু আপনার কি- ওয়ার্ড এর ৩ টি বিশ্লেষণ দেওয়া আছে।

১) এই কি- ওয়ার্ড এর কম্পিটিশন কেমন ? ২) প্রতি মাসে কি পরিমান গ্লোবাল সার্চ দেওয়া হয় ৩) লোকাল সার্চ কি পরমান দেওয়া হয় ?

Online Income এর কম্পিটিশন মিডিয়াম। তার মানে খুবই পাওয়ার ফুল একটা কি- ওয়ার্ড। কারন কম্পিটিশন হয় ৩ ভাবে লো, মিডিয়াম, হাই। এই টা মিডিয়াম তার মানে এই কি- ওয়ার্ড এ প্রচুর ভিজিটর আসে। আমরা দেখছি ২৪৬,০০০ জন ভিজিটর প্রতিমাসে সার্চ দেই। আপনি একটু চিন্তা করেন যদি আপনার সাইট ১ নাম্বারে থাকে তাহলে প্রতি মাসে আপনার সাইট এর একটা কি-  ওয়ার্ড এর জন্য ভিজিটর আসবে ওই পরিমান। আর সাইট এ যখন ভিজিটর আসবে প্রচুর তখন ইনকাম ও আসবে সেই পরিমান। এই রকম যদি আপনি ২ টা কি- ওয়ার্ড কে আপনি সার্চ ইঞ্জিন এর ১ নাম্বার পজিশনে আনতে পারেন। তাহলে প্রতি মাসে আপনার সাইট এর ভিজিটর আসবে কি পরিমান এইটা আপনি ভাবেন। তাই আমি আপনাদেরকে বলব সাইট এ কাজ করার পূর্বে কি- ওয়ার্ড রিসার্চ এর গুরুত্ব বা প্রাধান্য দিতে হবে আগে।

দেখেন আপনার মুল কি- ওয়ার্ড এর পাশাপাশি রিলেটেড আর ও কিছু কি- ওয়ার্ড দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে সেখান থেকে ও কি - ওয়ার্ড চুজ করতে পারেন। এই ভাবে একটা কি- ওয়ার্ড এর উপর বিভিন্ন ধরনের বিশ্লেষণ করা যাই। এতে আপনার সঠিক কি- ওয়ার্ড বাছাই করতে সুবিধা হবে। এবং পরিপূর্ণ একটা সমাধান পাবেন। আমরা "ফ্রেন্ডস প্লাস" এর টিম অনেক বড় একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতেছি এই কি -ওয়ার্ড উপর। কি- ওয়ার্ড টা বুঝতেই পারছেন কত পরিমান পাওয়ার ফুল। সত্যি কথা বলতে কি ১৫ দিনের মধ্যে আমাদের সাইট এখন অর্থাৎ ১৫ দিনের মধ্যে সার্চ ইঞ্জিন এর ৩৯ নাম্বারে আছি। আশি করছি ২ মাসের ভিতর ১ নাম্বার পজিশনে চলে আসব। আমাদের "ফ্রেন্ডস প্লাস" এর সবার জন্য দোয়া করবেন। সবার ভিতর অনেক স্বপ্ন। আমাদের এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা আপনাদের দোয়া চাই। আমরা মানুষের ভিতর আতঙ্ক ছড়িয়ে দিতে চাই। হা হা হা হা।

আজ অনেক কথা বলে ফেললাম। সামনের টিউনে দেখি কি নিয়ে আলোচনা করা যাই। আপনাদের কেমন লাগছে এস ই ও । কমেন্ট এর মাধ্যমে জানাবেন। আপনাদের  পজিটিভ এবং নেগেটিভ কমেন্টের জন্য অপেক্ষাই রইলাম। আর একটা বিষয় ভাবছিলাম ওডেস্ক নিয়ে কিছু লিখবি কি না। ওডেস্কের এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত। আপনাদের সাড়া পাইলে লিখব। না হলে লিখব না।

যাই হোক আজকে কি-ওয়ার্ড সম্পর্কে আলোচনা কেমন লাগল জানাতে কিন্তু ভুলেন না। যদি কোন প্রকার সমস্যাই পড়েন তাহলে আমদের ফেসবুক গ্রুপে এসে বলবেন।গ্রুপে আসার পূর্বে অবশ্যই গ্রুপের নীতিমালাটা পড়ে নিবেন। কারন আমাদের গ্রুপে খুব কড়াকড়ি ভাবে নিয়ম মেনে চলা হই। নীতিমালা ভঙ্গ করলে নিয়ম অনুযায়ী ব্যান করা হয়।

গ্রুপ এর ঠিকানাঃআউটসোর্সিং অফ বাংলাদেশ

***আউটসোর্সিং এর সব মারাত্মক খবর জানতে এই পেজটা লাইক করেন।***

  আউটসোর্সিং নিউজ অ্যান্ড সল্যুশন

সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত শেষ করছি। আল্লাহ হাফেজ।

ফেসবুক এ আমি তাফসির

Level New

আমি হ্যারি পটার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 171 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই ভালো লাগলো ।আপনাকে অনেক ধন্যবাদ ।আপনি ওডেস্ক নিয়ে লেখার কথা বলেছেন ।ভাই প্লিজ প্লিজ প্লিজ ওডেস্ক নিয়ে লেখেন ।কারণ ওডেস্ককে জানতে না পারলে আমরা তা থেকে যথেষ্ট উপকৃত হতে পারবোনা ।তাই প্লিজ লেখেন ।

    @xquark: ধন্যবাদ আপনার কমেন্ট করার জন্য। ওডেস্ক নিয়ে লিখব তবে সবার যদি সাড়া পাই। একজনের জন্য আসলে এত কষ্ট করা খুবই কষ্টকর। আম্নিতে আমার বাংলা লিখতে খুবই কষ্ট হয়।

আপনার কি-ওয়ার্ড রিসার্চ নিয়ে পোষ্ট দুটি সত্যি অসাধারন। তবে আপনি যদি একটি পোষ্ট সহ একটি ব্লগ/সাইটের স্কিন সর্ট নিয়ে সেই পেজ ও পোষ্টের বিভিন্ন অংশ মার্ক করে কোনটি মেটা ট্যাগ, কোনিট টাইটেল ট্যাগ, কোনটি এংকর টেক্স h1, h2 h3… ট্যাগ এবং এই সব-এ কিভাবে কি-ওয়ার্ড ব্যবহার করতে হয় সেটি নিয়ে একটি পোষ্ট দিলে নতুনদের অনেক উপকার হবে বলে আশা করি।

ধন্যবাদ

    @golam maula dolar: অ্যাট ফার্স্ট ধন্যবাদ আপনার সুন্দর কমেন্ট করার জন্য। আর আমি অবশ্যই লিখব আপনার । আমি কেবল মাত্র কি- ওয়ার্ড রিসার্চ সম্পর্কে লিখলাম। ধীরে ধীরে সব লিখব। সুধু সময়ের ব্যাপার।

      Level 0

      @তাফসির আহমেদ: ভাই ,golam maula dolar ভাই আমার মানের কথাতাই বলসে। আপনি যদি একটি পোষ্ট সহ একটি ব্লগ/সাইটের স্কিন সর্ট নিয়ে সেই পেজ ও পোষ্টের বিভিন্ন অংশ মার্ক করে কোথায় কী-ওয়ার্ড বসাতে হবে, কোনটি মেটা ট্যাগ, কোনিট টাইটেল ট্যাগ, কোনটি এংকর টেক্স h1, h2 h3… ট্যাগ এবং এই সব-এ কিভাবে কি-ওয়ার্ড ব্যবহার করতে হয় সেটি নিয়ে একটি পোষ্ট দিলে আমাদের জন্য অনেক অনেক উপকার হবে ।

Level New

আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ সালাম টা না দিলেই নয়। 🙂

    @SUMONSOPNO: অবশেষে আপনি দিলেন আমাকে সালাম। অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

      Level 0

      @তাফসির আহমেদ: সালামের উত্তর “অনেক ধন্যবাদ আপনাকে”?

Level 0

tafsir vai akhane >>Approximate CPC (Search) << ata dia ki bujhay. Ami kivabe atar upor vitti kore keyword research korbo ??

Level 0

onek valo akta post leksen key word research er upor……….tobe amer money hoi apne keysu factor avoid korsen ba nejer ojantai lokko koren nai………………ai kane apne competitor analysis korar kotha ksu e leken nai……………jodi akta keyword nai r tar jodi strong compititor thake ta hole kevabe keyword research korte hobe?????……………long tail and short tail keyword er differience……………..keno long tail keyword choose kora uchote…………….sa gula somporke kesu e alochona koren nai………………e chara adsence er jonno kon doroner keyword choose kora uchet r eCommerce business er jonno ke keyword choose kora uchet sa gula alochona koren nai………………..hope aigula neya r akta details article amaderke upohar deben…………………..

    @slrana: আসলে ঠিক। যখন লিখতেছিলাম তখন মাথাতে আসছিল না আর কি লিখব। জাই হক আপনি একটা সুন্দর টপিকস দিছেন। পড়ে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। ধন্যবাদ মনে করায় দেওয়ার জন্য।

Level 0

এ তোমার কি প্যাটে ব্যাথা নাকি? কি গুড়ি গুড়ি পোষ্ট দেও! নাহে মুহি রাহে কতা কউ ক্যান মিয়া? leadsleap এর পুরা এস.ই.ও পড়ে তারপর টিউন দেও।

    @cockroach: তুমি তো অনেক জ্ঞানী তা লেখ না কেন ? ফাল পাড়ায়ে কমেন্ট করতে আস কেন ?

Assalamu Alaikum

Osadharon … Jar tune bhalo lage nai sei bekti jodi seo tune ti onekkkkkkk boro kore likhto tahole bhalo hoito ..

    @টেকনোলজি নিউজ পাগল: আমি ও তো তাই বলছি ভাই। এরা হচ্ছে ফাজিল পোলাপান। মানুষের পিছনে লাগতে আসে। ৪ মাস হয়েছে অ্যাকাউন্ট করছে কিন্তু এখন কোন টিউন নাই। লুল………………………

Level 0

Please Please aktu bloben kon Keyword use kora valo HIGH, MEDIUM or LOW ???????

Level 0

আসসালামু আলাইকুম।
তাফসির ভাই- এই টিউনটি আরো বিস্তারিত আশা করেছিলাম। কিছু বাদ গেলে পরেও সংযুক্ত করতে পারেন।
ধন্যবাদ।