সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সমগ্র [পর্ব-০৩] :: ফোরাম পোস্টিং-০৩

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সমগ্র

আসসালামালাইকুম। সবাই আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আপনাদের দোয়াই আমি ও ভালো আছি। এক সপ্তাহ পর পর লেখার কথা ছিল। কিন্তু কলেজ ছুটির জন্য বাসাই বেড়াতে গেছিলাম। আর এই জন্য লেখা হই নি। কলেজ আবার খুলছে এখন আবার নিয়মিত লিখব। যাই হোক ফোরাম পোস্টিং পর্বটা এই পর্বেই শেষ করতে চাইছিলাম। কিন্তু অনেকে একটা প্রশ্ন করছে। সেই জন্য সামনের পর্বে ফোরাম পোস্টিং শেষ হবে।

সবাই যে প্রশ্ন করছে যে ভাই ফোরাম এ গিয়ে আমরা অন্য একটি টপিকস সম্পর্কে জানব তখন কি করবো ?

আসলে এই টা খুবই সহজ। কিন্তু আপানারা এই টা একটুও নাড়ানাড়ি করেন নি। তাই পারছেন না। আমার পোস্ট টা যেহেতু সম্পূর্ণ নতুন দের নিয়ে লেখা। তাই তাদের সমস্ত খুঁটিনাটি বিষয়ে আমি আলোচনা করবো। আসল কথাই আসি। আমি নিচে স্ক্রীনশট দিয়ে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি।

আমারা প্রথম যে কোন একটা ফোরামে যাই। আমরা যে ফোরাম টা নিয়ে কাজ করছিলাম সেই ফোরামে যাই। http://www.adsenseforums.net/ইউজার নেম এবং পাসওয়ার্ড দিই। অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর নিচের পেজটা আসবেঃ

এখানে অনেক গুলা টপিকস দেখা যাচ্ছে। আপনি মনে করেন অ্যাডসেন্স আরনিং সম্পর্কে জানবেন। তাহলে Adsense Keywords & Earningsনামক এই লিঙ্কে ক্লিক করুন। নিচের পেজে মার্ক করে দেখানো হইছে।

এখন এখান থেকে নিউ টপিকস এ ক্লিক করুন । ধরুন টপিকস এ টাইটেল দিলাম "Adsense Earning" . এরপর এর সম্পর্কে কিছু লিখেন। নিচের ছবির মত দেখাবে।

এখন দেখুন আপনার পোস্ট টি শো করছে । এবং অন্যরা আপনার পোষ্টটি পড়ে সল্যুশন দিচ্ছে।

এভাবে আপনি যে টপিকস জানতে চাবেন । সেই টপিকস এ ক্লিক করুন এবং আপনার প্রবলেম শেয়ার করুন। আপনি যদি কোন টপিকস এর সম্পর্কে ভালো জানেন। টা হলে উত্তর দিন। আপনি যত উত্তর দেবেন তত আপনার সাইট টা প্রচার হবে। এভাবে করতে থাকেন দেখেন আপনার সাইট এ যেমন ট্রাফিক আসছে ঠিক তেমন গুগলে আপনার সাইট ও উঠতে থাকছে।

SEO(Search Engine Optimization)  এর একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ফোরাম পোস্টিং। আমার মনে হই ফোরাম পোস্টিং নিয়ে আর কারোর কোন প্রবলেম থাকার কথা না। যদি থাকে তা হলে কমেন্ট করে জানাবেন। অথবা আমাদের ফেসবুক গ্রুপে এসে আপনার প্রবলেম শেয়ার করতে পারেন। গ্রুপে আসার পূর্বে অবশ্যই গ্রুপের নীতিমালাটা পড়ে নিবেন। কারন আমাদের গ্রুপে খুব কড়াকড়ি ভাবে নিয়ম মেনে চলা হই। নীতিমালা ভঙ্গ করলে নিয়ম অনুযায়ী ব্যান করা হয়।

গ্রুপ এর ঠিকানাঃআউটসোর্সিং অফ বাংলাদেশ

***আউটসোর্সিং এর সব মারাত্মক খবর জানতে এই পেজটা লাইক মারেন।***

  আউটসোর্সিং নিউজ অ্যান্ড সল্যুশন

সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত শেষ করছি। আল্লাহ হাফেজ।

ফেসবুক এ আমি তাফসির

Level 0

আমি হ্যারি পটার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 171 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই
ছালাম রইলো , আমি seo শুরু করতে ভয় পাচ্ছি,
যদি কোনো ভূল হয় ।দয়াকরে আমার ব্লগ টি দেখুন ,ঠিক আছে কিনা ,ঠিক থাকলে কারো দ্বরা seo করা সম্ভব কিনা,
দয়া করে জানাবেন ।
http://www.taketipsbd.com/
মেইলঃ- [email protected]

    অয়ালাইকুম উস সালাম। ভাই আপনার ব্লগটা খুবই সুন্দর হইছে। আপনি যদি ব্লগ আর জন্য কাজ করাতে চান তা হলে আপনি আমার স্কাইপি তে আসুন। আশা করি আমি আপনাকে ভালো সল্যুশন দিতে পারব। যদি পারেন আমাদের ফেসবুক গ্রুপে এসে পোস্ট করুন। ওখান থেকে কথা হবে।
    Skype ID: tafser.ahmed

হুমম, ভালোই লাগলো। চালিয়ে যান। আশা করি নতুন অনেকেই শিখতে পারবে।
ফোরাম সম্পর্কে বিস্তারিত জানতে আমারদের সাথে বাংলা ফোরামেই যুক্ত হতে পারেন এখানে…
http://forum.projanmo.com
বাংলাদেশের সবচেয়ে আগের ফোরাম এটি। এবং অনেক আগে থেকেই নিয়মিত এখানে। তাই ফোরাম পোস্টিং এর কথা শুনলে কেমন জানি মনে হয়। যাই হোক। নতুন রা শিখুক। আপনার জন্য শুভ কামনা থাকলো । 🙂

ভাল হইছে। কাজ দিচ্ছে। ভাল থাকবেন।

    ধন্যবাদ রিয়াজ ভাই। আপনাদের সুন্দর মন্তব্য টা আমি চাই।

ধন্যবাদ রাজিব ভাই । আপনাদের ফোরাম টা দেখছি। খুব ভালো লাগছে। সুন্দর ফোরাম। দোয়া করবেন যেন আমি আমার লক্ষে পৌছাতে পারি।

Level 0

নিয়মিত ভাবে টিউন করেন। নতুনদের কাজে আসবে অবশ্যই

    হ্যাঁ ভাই। নিয়মিত করবো সেই আশাই আছে। যদি কোন সমস্যা না হই। আপনারা শুধু আমাকে ভালো ফিডব্যাক দিলেই হবে।

আপনার ফোরাম টির পেজ র‍্যাঙ্ক ২। এই রকম পেজ র‍্যাংক ফোরামে লিংক সাবমিট করে তেমন ফলাফল পাওয়া যাবে না। বর্তমানে একটা নতুন ফোরাম বা ব্লগ খুললেই তার পেজ র‍্যাংক ২ পাওয়া যায়। http://sharecount.blogspot.com/2012/04/worlds-dangerous-road-from-india.html এই লেখাটির বয়স মাত্র একমাস কিন্তু এই লিংকটির পেজ র‍্যাংক ২, তেমন গুরুত্ব পূর্ন লেখা নয় তাতেই পেজ র‍্যাংক ২… তাই কষ্ট করে ফোরামে রেজিস্ট্রেশন না করে ভালো পেজ র‍্যাংক যুক্ত পেজে কমেন্টস করা অনেক অনেক শ্রেয় এবং গুগল এসব কমেন্টস এ দেয়া লিংক গুলিকে ন্যাচারালি লিংক হিসেবে ধরে নেয়। ধন্যবাদ টিউনের জন্যে।

    আসলাম ভাই আমি তো জানি এই ফোরাম আর পেজ রাঙ্ক ২। আমি শুধু ফোরাম পোস্টিং শিখাচ্ছি। তাই সহজ একটা ফোরাম দিয়ে শেখাচ্ছি। আর আমি বলেই দিছি সামনের পর্বে দিব পাওয়ার ফুল ফোরাম লিস্ট দিব। যেগুলা কাজে দিবে। এইটা দিয়ে প্র্যাকটিস করাচ্ছি মাত্র।

    আসলাম ভাই আমি তো জানি এই ফোরাম আর পেজ রাঙ্ক ২। আমি শুধু ফোরাম পোস্টিং শিখাচ্ছি। তাই সহজ একটা ফোরাম দিয়ে শেখাচ্ছি। আর আমি বলেই দিছি সামনের পর্বে দিব পাওয়ার ফুল ফোরাম লিস্ট দিব। যেগুলা কাজে দিবে। এইটা দিয়ে প্র্যাকটিস করাচ্ছি মাত্র।

Please help me. SEO or forum posting niye valo kono book or tutirial CD ar bapare keo jobi janen Please janan. Actully SEO and WordPress niye mai khub interseted. please if any infomation mail me : [email protected]. please help me…

    @Masum Rahman: আপনি আমাদের গ্রুপে আসুন। জথা সম্ভব হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ ।

Level 0

Vhai My profile jete chile “Sorry, you don’t have permission for that!”
Ei message ti ase keno ? Please help me

    @Sanu: কারন আপনি নিশ্চয় তাদের নিয়ম- নিতি ভঙ্গ করেছেন। আমি অনেকবার বলছে সর্বদা ফোরামের টার্মস অ্যান্ড কন্ডিশন মান্য করবেন। না হলে ব্যান করে দিবে।

তাফসির আহমেদ vaia, please amake bolben ki j forum posting korte gele ki related site proyojon? r ami jodi signature a gie kono title na dei, tahole ki kono somossa ache? r anchor text ta ki jinish ektu bujhie bolle valo hoto

    @Md. Shahriar Alam (Shawon): ভাই এত গুলা প্রশ্ন একবারে করলেন? যাই হোক আপনি গ্রুপে এসে এই প্রশ্ন গুলা করেন। তাহলে আপনি সমাধান পেয়ে যাবেন। কারন সবাই ওখানে আছেন। আমি না থাকলে ওইখানে অন্যরা আছে তারা দিয়ে দিবে। আর আমার চোখে পড়লে অবশ্যই সমাধান পেয়ে যাবেন।

এতদিন পর্যন্ত সাইন আপ ই HOTE parlamna…Registration Question *(একানে কি লিকব) হেল্প করবেন….. plzzz