স্মার্টফোনের ১০ টি প্রয়োজনীয় অ্যান্ড্রয়েড App

প্রকাশিত
জোসস করেছেন

আমরা অনেকেই স্মার্ট ফোন ব্যবহার করে থাকি। স্মার্ট ফোন আমাদের জীবন কে অনেক সহজ করে দিয়েছে। আমাদের ফোনে অনেক app প্রি ইন্সটল করা থাকে  আবার প্লে স্টোরে অনেক app আছে কিন্তু আমরা তেমন ব্যবহার করিনা। android phone এর বেশ কিছু app আপনার দৈনন্দিন কাজ কে করবে আরো অনেক নিখুত আর  স্বাচ্ছন্দ্যময় সেই সাথে আপনার কর্মদক্ষতাও বাড়াবে। আজ আলোচনা করব এই রকম কিছু appনিয়ে যে app গুলো আপনি আপনার স্মার্ট ফোনে ইন্সটল করে আপনার কাজকে আরো সহজ করতে পারেন।
১.via app
এটি একটি ইন্টারনেট ব্রাউজার app.অন্যান্য ব্রাউজিং app এর তুলনায় এটি মাত্র  ১.৮ MB। আপনি সহজেই এটি google play store থেকে ডাউন লোড করতে পারবেন। যে সকল ফোনের ram, rom বা processor অনেক কম সেই সকল ফোনেও এই app ভালো ভাবে কাজ করে।
২. google keep:
এই অ্যাপ টি আপনার ফোনে প্রি ইন্সটল করা না থাকলে সহজেই google play store থেকে ডাউনলোড করে ইন্সটল করতে পারবেন। এটি একটি note taking  অ্যাপ। আপনি এই app এর মাধ্যমে সজেই আপনার আইডিয়া, ছবি, গুরুত্বপূর্ণ নোট সংরক্ষণ করে রাখতে পারবেন। শিক্ষার্থীদের জন্য এই app টি খুবি গুরুত্বপূর্ণ app। এই app অনলাইন কিংবা অফলাইনে ও  কাজ করে।
৩.iTop vpn app:
google play store অনেক vpn app দেখতে পারবেন কিন্তু iTop vpn app টিতে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যার মাধ্যমে  আপনাকে দ্রুততম নেটওয়ার্ক নোডের সাথে স্বয়ংক্রিয়ভাবে কানেক্ট করতে পারে। শুধু একটি ক্লিক করুন এবং তারপর একটি সিল্কি মসৃণ সার্ফিং অভিজ্ঞতা উপভোগ করুন।
৪.Google Calendar :
এটি একটি হেল্পফুল app আপনার বিশেষ কোন দিনে বিশেষ কোন পরিকল্পনা, মিটিং কিংবা কারো সাথে দেখা করার কথা আছে কিন্তু আপনি ব্যস্ততার করনে ভুলে গেছেন তাহলে  আপনি সহজেই এই appএর মাধ্যমে তারিখ বার সময় অনুযায়ী সেটিং করে রাখতে পারবেন আপনার পরিকল্পনা। আপনাকে যথাসময় মনে করে দিবে যে আজ আপনার বিশেষ কোন পরিকল্পনা বা কাজ আছে।
৫.Canva  app:
canva app হলো গ্রাফিক্স ডিজাইন প্লাটফর্ম। এটি একটি অনলাইন ভিত্তিক app। এই app এ আগে থেকেই বিভিন্ন টেম্পলেট ডিজাইন করা থাকে। আপনি সহজেই  এই আপের মাধ্যমে ব্যানার, থাম্বনিল, লোগো প্রভৃতির গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন।
৬.Snapseed app:
Snap seed হলো গুগলের একটি দুর্দান্ত ফোটো এডিটিং app। এই app এর মাধ্যমে আপনি সহজেই আপনার ফোনে তোলা ফোটো এডিট করতে পারবেন। ফোটো এডিটিং করার সব ধরনের টুলস এই app এ বিদ্যমান।
o৭.vita app:
আমরা অনেকেই ভিডিও এডিটিং করি এবং বিভিন্ন সোস্যাল মিডিয়ায় শেয়ার করি কিন্তু বেশির ভাগ ভিডিও এডিটিং app গুলো হয় পেইড অথবা লোগো মার্ক থাকে কিন্তু এই ভিডিও এডিটিং app টি দিয়ে খুব সহজেই ভিডিও এডিটিং করতে পারবেন।
৮.Monefy app:
আপনার পকেটের টাকা কিভাবে খরচ হচ্ছে আপনি মাস শেষে বুঝতে পারছেন না তাহলে এই appটি আপনার জন্য। আপনি খুব সহজেই এই appএর মাধ্যমে আপনার টাকার হিসাব নিকাশ করতে পারবেন এবং মাস শেষে বুঝতে পারবেন কোন খাতে কত টাকা খরচ করেছেন। ৯.Forest app:
আমাদের দেশের না হলেও এই app টি বিদেশের শিক্ষার্থীরা অনেক বেশি ব্যবহার করে থাকেন। পড়াশোনার সময় স্মার্টফোন আমাদের কে অমনোযোগী করে তোলে। এই app এর বিশেষত্ব হলো এটি আপনাকে ফোন থেকে মনোযোগ সরাতে সাহায্যে করবে। আপনি যখন পড়তে শুরু করবেন তখন আপনি এই app এর মাধ্যমে একটি ভার্চুয়াল গাছের চারা লাগাবেন। যত সময় আপনি স্মার্ট ফোন ব্যবহার করবেন না ততো সময় পর্যন্ত চারা গাছটি বড় হতে থাকবে। যাইহোক এটি একটি মজার app। google play store থেকে ডাউনলোড করে আপনিও ইন্সটল করে দেখতে পারেন।
১০.duolingo app:
ইংরেজি ভাষা শিক্ষার এক অসাধারণ app হলো duolingo.google play store এ app টির রেটিং হলো ৪.৪ আর এটি এখন পর্যন্ত ১৯ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে। অনেকটা গেম খেলার মতই আপনি অবসর সময় টাতে এই app এর মাধ্যমে ইংরেজি ভাষা শিখেতে পারেন।

Level 0

আমি শেখ লাজু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যা জানি তা সবাই কে জানাতে চাই


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস