মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কি?

প্রকাশিত
জোসস করেছেন

মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কি?

অনেকের মনেই প্রশ্ন থাকে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কি, এটা কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং? না। মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং না। মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ও কন্ট্রোল সিস্টেম এর সমন্বয়ে গঠিত একটি ইঞ্জিনিয়ারিং বিষয়।

এই বিষয়টা আমাদের দেশে নতুন হলেও অন্যান্য দেশে অনেক আগে থেকেই এই বিষয় এর কার্যক্রম রয়েছে। মেকাট্রনিক্স শব্দটি সর্ব প্রথম ১৯৬৯ সালে একজন জাপানি ইঞ্জিনিয়ার ব্যবহার করেন। মেকানিক্যাল এর “মেকা” ও ইলেক্ট্রনিক্স এর “ট্রনিক্স” এর সমন্বয়ে মেকাট্রনিক্স শব্দটির উৎপত্তি।

 

মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং  এর রয়েছে বিস্তর সুযোগ।

বর্তমান পৃথিবীতে সারা ফেলে দেওয়া আর্টিফিশিয়াল  ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার সুযোগ রয়েছে এই সেক্টর এ। বর্তমান পৃথিবীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অনেক কঠিন কাজ খুব সহজেই করে ফেলা যায়, যা আগে করতে অনেকু ঐ বিষয় এ দক্ষ লোকের এর প্রয়োজন হতো। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করার সুযোগ মিলছে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ।

রোবট! রোবট মুভি দেখে আমরা অনেকেই হয়তো ভাবতাম “ইসস! এমন যদি একটা রোবট বানাতে পারতাম!”। সেই রোবট বানানোর কাজটিও করা যায় এই সেক্টর এ।

 

অটোমেসন সম্পর্কে আমরা অনেকেই শুনেছি। এই অটোমেসন নিয়ে কাজ করার ও সুযোগ রয়েছে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ।

এছারাও মেটারিয়াল প্রসেস, চিকিৎসা ক্ষেত্রে, বিমান তৈরি, মেনুফেকচারিং, অটোমোবাইল আরো অনেক ক্ষেত্রেই মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর বিস্তৃতি রয়েছে।

মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর সেক্টর যেমন বিশাল, তাই এ সেক্টর এ ইঞ্জিনিয়ারদের চাহিদা ও প্রতিনিয়ত বেরে চলেছে।

পৃথিবীতে প্রতিনিয়তই নতুন নতুন জিনিশ আবিস্কার হচ্ছে, আগামিতেও এ ধারা থাকবে। আদিম জুগে কাঠ কাটার কোদাল ছেরে আজ আমরা কতো উন্নত যন্ত্র ব্যবহার করছি(যদিও বাংলাদেশ এ এখন কোদাল ব্যবহার করা হয়)। তো প্রতিনিয়তই  উন্নত যন্ত্র আসছে, আসছে উন্নত টেকনোলজি। আর স্মার্ট ডিভাইস বানানোর কাজ করে থাকে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়াররা।

অনেক মেশিন আছে যা তৈরিতে/ চালাতে মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ার লাগে। সেখানে অনেক ক্ষেত্রেই মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার একাই করতে পারছে। (অবশ্যই মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারদের অনেক কাজ ই মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার করতে পারে না)। এদিক থেকেও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারদের চাহিদা বারছে প্রতিনিয়ত।

পরিশেষে বলা যায় আগামীর জন্য মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং একটি গুরুত্তপূর্ণ বিষয়।

Level 0

আমি জিয়াম চৌধুরী নাউন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 মাস 4 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস