দৌড় প্রতিযোগিতায় দৌড়বিদরা সামনের দিকে ঝুঁকে থাকার বৈজ্ঞানিক ব্যাখ্যা

Level 3
১ম বর্ষ, ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও

দৌড় প্রতিযোগিতা শুরু হবে। ধরেন, আপনিও সেখানে অংশগ্রহণ করেছেন। আপনিও ওই প্রতিযোগিতার একজন প্রতিযোগী। দৌড় শুরুর আগে সবাই এক লাইনে দাঁড়িয়ে থাকবে। এটাই নিয়ম। যখন খেলা শুরু করার জন্য সবাইকে লাইনের মধ্যে রেডি হওয়ার সংকেত দেওয়া হবে, তখন সব প্রতিযোগী সামনের দিকে ঝুঁকে থাকবে। আপনিও তখন সামনের দিকে ঝুঁকে থাকবেন। এখানেই আমার প্রশ্ন। আপনি সহ সকলেই কেন সামনের দিকে ঝুঁকে থাকেন?

অর্থাৎ, দৌড় প্রতিযোগিতায় যখন দৌড় দেওয়ার জন্য সকলে এক লাইনে দাঁড়িয়ে রেডি হয়, তখন সবাই কেন সামনের দিকে ঝুঁকে থাকে?

অনেকেই বলবেন, তারা তো সামনে যেতে চায়, তাই সামনের দিকে ঝুঁকে থাকে। হ্যাঁ, আপনাদের কথাটা ঠিক। কিন্তু, বিজ্ঞান বলে অন্য কিছু। এখানে বিজ্ঞানের একটি নিয়ম প্রতিফলিত হয়। কী সেই নিয়ম? এর পিছনে বিজ্ঞানের কী লুকিয়ে আছে? আজকের আলোচনায় আমি আপনাদের সামনে এর কারণ, বিজ্ঞানসম্মত উপায়ে ব্যাখ্যা করার চেষ্টা করব। আশাকরি, সকলে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে পড়বেন।

১. জড়তা কী?

জড়তা

এ বিষয়ে জানার জন্য আমাদেরকে একটা বিষয় প্রথমে জানতে হবে। আর সেটা হচ্ছে জড়তা। জড়তা কী? কথা বলার সময় কেউ যখন থতমত খেতে শুরু করে বা বলতে বলতে আটকে যায়, তখন আমরা বলি তার মুখে জড়তা আছে। যার কারণে, সে তার কাজ মানে কথা ঠিকভাবে বলতে পারছে না।

কিন্তু, বিজ্ঞানে এই জড়তা একটি আলাদা বিষয়। নিউটনকে তো প্রায় সকলেই কম বেশি জানেন। তার গতি বিষয়ক ৩টি সূত্র আছে। এর মধ্যে প্রথম সূত্রটিই হচ্ছে জড়তা বিষয়ক। তো এই জড়তা কী, তা একটু জেনে নিই।

স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়া আর গতিশীল বস্তু চিরকাল তার গতি বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকেই জড়তা বলে। একটু সহজ করে বুঝে নিই।

২. জড়তার ১ম উদাহরণ

বাসে বসে থাকা

ধরেন, আপনি বসে আছেন। আপনি চাবেন, আপনি চিরকাল বসেই থাকবেন। অনেকেই বলবেন, পাগল নাকি? আমি কেন সারাদিন বসেই থাকতে চাবো? মানলাম, আপনি চাবেন না। তো দেখে নিই, আপনার কথাটা ঠিক কিনা।

৩. স্থিতি জড়তা

স্থিতি জড়তা

আপনি মোটরসাইকেলে বসে আছেন। আপনার মোটরসাইকেল আপনার বন্ধু চালাবে। তো সে মোটরসাইকেলে উঠেই পিক আপ একেবারে অনেক করে দিয়ে যাত্রা শুরু করল। খেয়াল করবেন। আপনি পিছন দিকে হেলে পড়বেন।

৪. গতি জড়তা

গতি জড়তা

আবার হঠাৎ, ব্রেক কষলে আপনি সামনের দিকে হেলে পড়বেন। কিন্তু কেন? কারণ, প্রথমে আপনি স্থির ছিলেন। তাই আপনার শরীর চায় স্থির থাকতে। হঠাৎ, মোটরসাইকেল চলায়, আপনার নিচের অংশ মোটরসাইকেলের সাথে লেগে থাকায়, নিচের অংশ গতিশীল হয়ে গেছে। কিন্তু, আপনার উপরের অংশ তো কোনো কিছুর সাথে লেগে নেই। তাই সেই অংশ তার পূর্বের অবস্থা মানে স্থিরই থাকতে চাবে। ফলে আপনি পিছনে হেলে পড়বেন।

দ্বিতীয় বারে হঠাৎ, ব্রেক কষায়, আপনার নিচের অংশ আগের মতোই মোটরসাইকেলের সাথে স্থির হয়ে গেছে। কিন্তু, উপরের অংশ তখনও গতিশীল থাকায়, আপনি সামনের দিকে হেলে পড়লেন। তো আশাকরি, উদাহরণ থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আপনার শরীর সবসময় জড়তার মধ্যেই বিরাজমান। প্রকৃতপক্ষে সবকিছুই জড়তার মধ্যে বিরাজমান।

৫. মূল প্রশ্নের উত্তর

দৌড় প্রতিযোগিতা

এবার আসি, আমাদের মূল প্রশ্নে।
দৌড় দিয়ে আমরা কী অর্জন করব? অনেকেই বলবেন, জিতলে পুরষ্কার আর হারলে তিরস্কার অর্জন করব। আসলে এটা নয়। আমরা দৌড় দিলে গতি অর্জন করব। দৌড় দেওয়ার পূর্বে এক লাইনে দাঁড়িয়ে আমরা স্থির আছি। যখন দৌড় শুরু হবে, তখন আমরা গতিশীল হয়ে সামনে দৌড়াব।

তো আপনি যেহেতু একজন প্রতিযোগী, তাই আপনি অবশ্যই পা দিয়ে দৌড় দিবেন। আপনার পা মাটির সাথে লেগে থাকবে। যখন দৌড় শুরু হবে, তখন আপনার পা মাটিতে আঘাত করে গতিশীল হবে। কিন্তু, আপনার শরীরের উপরের অংশ জড়তার কারণে তখনও স্থির থাকবে। ফলে দৌড় দেওয়ার সময় আপনার বেগ কিছুটা কমে যাবে, যার ফলে অন্যান্য প্রতিযোগীরা সহজেই আপনাকে হারিয়ে জিতে যাবে।

কিন্তু, আপনি যদি দৌড় শুরুর আগে সামনের দিকে ঝুঁকে থাকেন, তাহলে দৌড় শুরুর সময়, আপনার পায়ের সাথে সাথে আপনার দেহের উপরের অংশও সহজেই গতিশীল হবে। ফলে আপনি আপনার বেগ বাড়াতে পারবেন খুব সহজেই। যার ফলে আপনি আপনার প্রতিযোগীদের হারিয়ে জিতে যেতে পারেন।

তাহলে নিশ্চয়ই বুঝা গেলো, দৌড় প্রতিযোগিতায় কেন দৌড়বিদরা সামনের দিকে ঝুঁকে থাকেন।
আপনাদের কী মতামত?

Level 3

আমি মো মিরাজ ইসলাম। ১ম বর্ষ, ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।

আমি মোঃ মিরাজ ইসলাম। আমি আর্টিকেল লিখতে ও পড়তে ভালোবাসি। এছাড়া ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরিও করি। আমি টেকটিউনসে টিউন লিখে আয় করার জন্য একাউন্ট ক্রিয়েট করেছি। ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস