চীনের তৈরী করা নকল চাঁদ, যেটা কাজ করবে আসল চাঁদের মতো!

পৃথিবীর সবচেয়ে কাছের উপগ্রহটি হলো চাঁদ। এই উপগ্রহটি নিয়ে মহাকাশ বিজ্ঞানীরা দিন-রাতই চালাচ্ছেন নিত্য নতুন গবেষণা।

কিন্তু চাঁদকে এভাবে ডেকে ডেকে পৃথিবীতে আনতে না পারলেও চীনের বিজ্ঞানীরা হুবহু চাঁদের মতোনই একটা নকল চাঁদ নিয়ে এলো পৃথিবীর মাটিতে।

নকল চাঁদটি হবে দুই ফুট ব্যাসার্ধের। যার পৃষ্ঠে থাকবে চাঁদের মতোই পাথর, ধুলিকণা ও গর্ত। এছাড়া চাঁদের অভিকর্ষ যেমন শূন্য নয় বরং পৃথিবীর অভিকর্ষের ছয় ভাগের এক ভাগ, ঠিক তেমনটাই থাকছে চীনের কৃত্রিম চাঁদে।

ভিডিওঃ https://youtube.com/shorts/3L8ZnF9lsFk?feature=share

ধারনা করা হয় ভবিষ্যতে চীনের চন্দ্র অভিযান প্রকল্পের মহাকাশচারীদের ও বিভিন্ন রোবটসকে এই কৃত্রিম চাঁদের দেশেই প্রশিক্ষণ দেওয়া হবে।

আসল চাঁদের বুকেই একটি মহাকাশ গবেষণা কেন্দ্র তৈরি করার কাজে সাফল্য পাওয়ার জন্যই পৃথিবীর মাটিতে চীনের এই কৃত্রিম চাঁদকে স্থাপন করা হয়েছে।

Level 0

আমি এক মিনিটের শিক্ষা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস