অজানাকে জানি [পর্ব-০৩] :: কিভাবে ল্যাপটপ বানানো হয়? How Laptops Are Made in Factories?

প্রকাশিত
জোসস করেছেন
Level 4
শিক্ষার্থী, ইস্টার্ণ রিফাইনারী মডেল হাই স্কুল, চট্টগ্রাম
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

আস্সালা মুআলাইকুম, প্রিয় বন্ধুরা আশাকরি সবাই ভালো আছেন। “অজানাকে জানি” আজকের পর্বে আমরা জানতে চলেছি কিভাবে ফ্যাক্টরীতে ল্যাপটপ বানানো হয়? (How Laptops Are Made in Factories?)

আধুনিক সভ্যতায় বিজ্ঞানের সেরা আবিষ্কারের গুলোর মধ্যে কম্পিউটার অন্যতম। এই যন্ত্র আবিষ্কারের ফলে মানুষের জীবনযাত্রা অনেক সহজ ও দ্রুততর হয়ে ওঠেছে। শিক্ষা ক্ষেত্র, বিনোদন ক্ষেত্র, চিকিৎসাক্ষেত্র এবং কর্মক্ষেত্র সব ক্ষেত্রেই রয়েছে কম্পিউটারের ব্যবহার। দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে কম্পিউটার। গোটা বিশ্বে কম্পিউটার এমন একটি যন্ত্র, যার চাহিদা এবং ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সাধারনত কম্পিউটার বলতে আমরা ডেস্কটপকে বোঝায়। তবে ডেস্কটপের একটি মূল সমস্যা হলো এটি পরিবহন যোগ্য নয়। কিন্তু ল্যাপটপ ছোট এবং সহজেই পরিবহন যোগ্য। ব্যক্তিগত বিভিন্ন কাজে আমরা ডেস্কটপের তুলনায় ল্যাপটপ বেশি ব্যবহার করে থাকি।

তাই আজকে আমরা জানবো কিভাবে ল্যাপটপ বানানো হয়,  How Laptops Are Made in Factories তো চলুন শুরু করা যাক.

ল্যাপটপ কি? (What Is Laptop?)

ল্যাপটপ হল বহনযোগ্য ব্যক্তিগত কম্পিউটার যা ছোট এবং ভ্রমণ উপযোগী। সোজা ভাষায়, ল্যাপটপ হলো একটি ছোট এবং পোর্টেবল পার্সোনাল কম্পিউটার যেটা মূলত দুটো ভাগে বিভাজিত হয়ে থাকে। একটি ল্যাপটপ কম্পিউটারে ডেস্কটপ কম্পিউটারের সমস্ত উপাদান এবং সকল ইনপুট গুলোকে একত্রিত করা হয়, যেখানে শুধুমাত্র একটি যন্ত্রে মনিটর, স্পিকার,  কিবোর্ড এবং টাচপ্যাড বা ট্র্যাকপ্যাড থাকে। বর্তমানের বেশিরভাগ ল্যাপটপের সঙ্গে ওয়েবক্যাম এবং মাইক্রোফোনও থাকে।

বর্তমানের বেশিরভাগ ল্যাপটপের সঙ্গে ওয়েবক্যাম এবং মাইক্রোফোনও থাকে। ব্যাটারি অথবা এসি এডাপ্টারের মাধ্যমে বিদ্যুতের সরাসরি সংযোগের মাধ্যমে ল্যাপটপ চালানো যায়। ল্যাপটপের মডেল, প্রকারভেদ ও উৎপাদনের উপর হার্ডওয়্যারের ভিন্নতা লক্ষ্য করা যায়।

কিভাবে ফ্যাক্টরিতে ল্যাপটপ বানানো হয়? (How Laptops Are Made in Factories?)

 

ল্যাপটপ তৈরির সূচনা হয় মাদারবোর্ড দিয়ে। এটিকে আপনি ল্যাপটপের হার্ট বলতে পারেন। এটি ডেস্কটপ কম্পিউটারের মাদারবোর্ড থেকে অনেকটাই আলাদা। কারণ এটি অনেক কম্প্যাক্ট করে বানানো হয়। এই সার্কিট বোর্ডের উপরে একটি এলুমিনিয়ামের ফয়েল রাখা হয়। তারপর হিটিং মেশিনে সেটিকে হিট করে ঐ সার্কিটবোর্ডের উপর ভালোভালো ভাবে বসিয়ে দেওয়া হয়।

অতপর একটি ক্যামেরা এর ছবি তুলে কম্পিউটারে পাঠিয়ে দেয়, কোন প্যাটার্ন বাকি আছে কিনা তা চেক করার জন্য। এরপর এই বোর্ডটিকে ৫০টি আলাদা আলাদা মেশিনের নিচ দিয়ে নেওয়া হয়। আর এই মেশিনগুলো এর উপর আলাদা আলাদা পার্টস লাগায়। পরবর্তীতে আরেকটি ক্যামেরার সাহায্যে এই বোর্ডের মধ্যেকার সবগুলো পার্টস ঠিকঠাক আছে কিনা তা চেক করা হয়।

অন্যদিকে টেকনিশিয়ানরা ল্যাপটপের ডিসপ্লে তৈরি করে। সবার প্রথমে LCD স্ক্রিনকে একটি ফ্রেমের উপরে লাগানো হয়। তার উপর আলাদা আলাদা সকেট লাগানো হয়। যেটা তাকে উপর থেকে নিচে হত সাহায্য করে। সবকিছু হয়ে যাওয়ার পর টেকনিশিয়ানরা এটিকে একটি মেশিনের নিচে রেখে দেয়। এই মেশিনটি একে সিল করে দেয়। এরপর নিচের অংশটিকে ডিসপ্লের সাথে সংযুক্ত করে দেওয়া হয়। সবগুলো ওয়্যার জয়েন হওয়ার পর তার উপর স্ক্র লাগানো হয়। এরপর সেটিকে টাইট দেওয়া হয়। অবশেষে ব্যাক কভার লাগিয়ে এটিকেও সিল করে দেওয়া হয়।

অতপর মোবাইলের মতো এটিকেও টেস্ট করা দেখা হয়। এতে দেখা হয় ডিসপ্লে, মাদারবোর্ড, কিবোর্ড, গ্রাফিক্স কার্ড এবং তার ব্যাটারি ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে সেটাকে প্যাকেট করে বাজারজাত করা হয়। আর এভাবেই সম্পূর্ন হয় পুরো ল্যাপটপ তৈরির প্রক্রিয়া।

 

আশাকরি এবার আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কোম্পানীতে ল্যাপটপ গুলো তৈরি করা হয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার টিউনটি পড়ার জন্য। অন্য টিউনে আরো কিছু লিখব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন আল্লাহ হাফেজ।

Level 4

আমি মোহাম্মদ হাবিব উল্লাহ। শিক্ষার্থী, ইস্টার্ণ রিফাইনারী মডেল হাই স্কুল, চট্টগ্রাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Assalamu alaikum everyone. I'm Mohammad Habib Ullah. I'm a learner. I love to learn something new and sharing this with others.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক কিছু তো জানিনা ভাই।একটু বুঝাবা