আস্সালা মুআলাইকুম, প্রিয় পাঠক আপনি জানেন কি চিপসের প্যাকেটের মধ্যে জিগজেগ লাইন কেন থাকে অথবা চুইংগাম খেলে আমাদের দেহের দারুন এক উপকার হতে পারে বা যদি আপনার চোখ বেধে দেওয়া হয় তাহলে কিভাবে হাটবেন এবং ছোখ বন্ধ করলে আমরা যে রঙ দেখতে পায় তা কিন্তু কালো নয়। আশ্চর্য সব ফ্যাক্ট জানতে পারবেন আজকের এই আর্টিকেলে তো চলুন শুরু করা যাক-
সৌরজগত সম্পর্কিত একটি ফ্যাক্ট শেয়ার করছি। শুক্র হল সৌরজগতের একমাত্র গ্রহ যার ঘূর্ণন পিছনের দিকে অর্থাৎ উল্টো পথে হয়ে থাকে।
বন্ধুরা আপনার জানেন কি চোখ বেধে দিলে কিভাবে হাটবেন? চোখ বেধে দিলে আমরা কখনো সোজাসোজি হাটতে পারবো না। শুরুতে সোজাসোজি হাটলেও কিছুক্ষন পর আমরা সার্কুলারভাবে হাটবো। সত্যি আমেজিং ফ্যাক্ট।
বন্ধুরা আপনাকে একটি প্রশ্ন করি বলুন তো ছোখ বন্ধ করলে আমরা কি রঙ দেখতে পায়? আপনার সবাই হইতো বলবেন কালো। কিন্তু না চোখ বন্ধ করলে আমরা Eigengrau। এটি কালো থেকে সম্পূর্ন আলাদা।
ফ্যাক্ট নাম্বার ৪ :
এটি একটি সাইকোলজিকাল ফ্যাক্ট। যদি আপনি ডিপ্রেশনে থাকেন তাহলে এই ট্রিকটি এপ্লাই করতে পারেন। ট্রিকটি হলো যখন আপনি বেশি ডিপ্রেশনে থাকেন বা বেশি বেশি চিন্তা করেন তখন আপনি আপনার ঘর গুছানোর কাজ শুরু করুন। এর ফলে আপনার ব্রেনে ডোপামিন রিলিজ হবে। আর ডোপামিন মন ভালো রাখতে সাহায্য করে।
আপনাদের সাথে আরেকটি সাইকোলজিকাল ফ্যাক্ট শেয়ার করছি। গবেষনায় জানা গিয়েছে যখন আপনি টিভি বা ভিডিও দেখেন তখন আপনার ব্রেন পরিশ্রম কম করে। যার ফলে ব্রেন তখন ডেভলপ হতে পারেনা। কিন্তু যখন আপনি বই পড়েন তখন আপনার ভালোভাবে ডেভলপ হতে পারে।
এর সাইন্টিফিক কারণ হচ্ছে বই পড়লে আমাদের ব্রেন সেইসব বিষয় ইমেজ তৈরি করতে পারে। অর্থ্যাৎ আমাদের কল্পনা শক্তি তখন বেড়ে যায়। তাই সব সময় টিভি না দেখে বইও পড়ুন।
বন্ধুরা এই ফ্যাক্টটি চিতা বাঘ সম্পর্কে। চিতা তার নিজের গতি ৭০ কিলোমিটার প্রতি ঘন্টা বৃদ্ধি করতে পারে আর তাও মাত্র তিন সেকেন্ডে, যেটি পৃথিবীর যেকোনো স্পোর্টস কার থেকে দ্রুত বলে ধরা হয়।
চিতা সম্পর্কে আরেকটি ফ্যাক্ট। চিতা বাঘের গায়ে কালো দাকগুলো সূর্যের আলো শোষন করে। যা থাকে শিকার কে দেখতে সাহায্য করে। এমনকি তাকে দ্রুতগতির ক্ষিপ্রতা প্রদান করে। আমি নিশ্চিত আপনি এই ফ্যাক্টি আগে কখনো জানতেন না।
বন্ধুরা আপনার কি জানেন পৃথিবীর মধ্যে সর্বাধিক দীর্ঘজীবী পতঙ্গ কোনটি? যদি না জেনে থাকেন তাহলে এবার জেনে নিন।
পৃথিবীর মধ্যে সর্বাধিক দীর্ঘজীবী পতঙ্গটি হলো রানী পিপীলিকা বা "Queen Ant"। তারা তিরিশ বছর ঊর্ধ্ব সময়কাল পর্যন্ত বেঁচে থাকতে পারে।
প্রিয় পাঠক আপনি আপনার জীবনে চুইংগাম অনেকবার খেয়েছেন। কিন্তু আপনি কি জানেন এই অভ্যাসটি অজান্তেই আপনার দেহের একটি উপকার করছে। সেটি কী?
সম্প্রতি একটি গবেষনায় জানা গেয়েছে চুইংগাম চিবানোর ফলে আমাদের ব্রেনে হিপোক্যাপাসের রক্ত প্রবাহ বেড়ে যায়। সেই সঙ্গে ব্রেনে অক্সিজেনের প্রবাহও বেড়ে যায়। এর ফলে আমাদের ব্রেন এক্টিভ থাকে, মেমোরি শার্প থাকে এবং স্মৃতি শক্তি বৃদ্ধি পায়। তবে বেশি বেশি চুইংগাম খেলে দাঁতের ক্যাভিটি হয়। তবে হ্যা মাঝেমধ্যে চুইংগাম অবশ্যই মুখে রাখবেন।
বন্ধুরা আপনার কি জানেন এক সালের ক্যালেন্ডার কত সাল অব্দি ব্যবহার করা যায়? যদি না জানেন তাহলে আজকে জেনে নিন।
আপনারা কি কখনো খেয়াল করেছেন যে ২০১৮ সালের ক্যালেন্ডারটি আপনি আরও তিনটি বছর ব্যবহার করতে পারবেন? আর সেই বছরগুলি হল ২০২৯, ২০৩৫ এবং ২০৪৫।
এই ফ্যাক্টটি আপনার কলা সম্পর্কে সম্পূর্ণ ধারনা উল্টে দিবে। আপনি যদি এক ঘণ্টা শারীরিক কসরত বা জিম করার আগে দুটি কলা খান তাহলে তা আপনার শরীরে এতটাই বল প্রদান করবে যার ফলে আপনি পরবর্তী নব্বই মিনিট আরও নিবিড়ভাবে শরীর চর্চা করার ক্ষমতা রাখবেন।
বন্ধুরা আপনি জানেন কী চিপসের প্যাকেটের মধ্যে জিগজেগ লাইন থাকে কেন? এই চিপসের প্যাকেটে এই জিগজেগ দেওয়ার কারণ হচ্ছে যেন আমরা খুব সহজেই চিপসের প্যাকেটের চেইন থেকে চিপস আলাদা পারি। তা নাহলে দোকানদারকে সবসময় কাঁচি দিয়ে প্যাকেট কেটে দিতে হতো। এছাড়া এই জিগজেগ লাইনের ফলে আমারা প্যাকেটটিকে খুব সহজেই ছিড়তে পারি।
তো বন্ধুরা ধন্যবাদ আপনাদের এতক্ষণ ধরে আমার আর্টিকেল পড়ার জন্য। এখানে কোন ফ্যাক্টি আপনাকে বেশি আশ্চর্য করেছে সেটি আমাকে টিউমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী আর্টিকেলে িএই সম্পর্কে আরো কিছু লিখব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আমি মোহাম্মদ হাবিব উল্লাহ। শিক্ষার্থী, ইস্টার্ণ রিফাইনারী মডেল হাই স্কুল, চট্টগ্রাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Assalamu Alaikum everyone, I am Mohammad Habib Ullah, a lifelong learner. I'm not particularly eager to brag about myself. Because I believe that if my work and skills do not speak for me, then I have nothing to say for myself.