আস্সালা মুআলাইকুম, আর্টিকেল লিখে আয় করার ২য় পর্বে সবাইকে স্বাগতম। আগের পর্বে আলোচনা করে ছিলাম আর্টিকেল লিখে আয় করার পূনার্ঙ্গ গাইডলাইন ২০২২ সম্পর্কে চাইলে দেখে আসতে পারেন।
অনলাইয়ে আয়ের সবচেয়ে সহজ উপায় হলো কন্টেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং। বড় বড় ফ্রিল্যান্সিং সাইট গুলোতেও আর্টিকেল লিখে আয় করা যায়। অনেক কন্টেন্ট রাইটারতো আর্টিকেল লিখে মাসে ৫০০ ডলার থেকে ১০০০ ডলার বা তারও বেশি আয় করে থাকেন। আপনি যদি ফ্রিল্যান্সিং সাইট গুলোতে ভিজিট করে থাকেন তাহলে দেখবেন আর্টিকেল রাইটিং এর উপর কত ডলারের কাজ পড়ে আছে।
বিদেশী ওয়েবসাইট গুলোতে লেখক এবং লেখার মানের উপর ভিত্তি করে একটি ইংরেজি আর্টিকেল ৫ ডলার থেকে ৫০০ ডলার বা কোনো কোন ক্ষেত্রে ১০০০ ডলার দিয়েও ক্রয়-বিক্রয় হয়। বাংলা আর্টিকেল এর জন্য অবশ্যই আপনি এত টাকা পাবেন না। তবে বিদেশী সাইট বা ফ্রিল্যান্সিং সাইট গুলোতে আর্টিকলে লেখতে হলে আপনাকে ইংরেজীতে পারদর্শী হতে হবে। সমস্যা হলো সবাইতো আর ইংরেজিতে পারদর্শী না। আবার অনেকেরই পেপাল কিংবা ক্রেডিট কার্ড নেয়। যার ফলে অনেক মেধাবী লেখকও বিদেশী সাইট গুলাতে আর্টিকেল লিখে আয় করতে পারেন না।
তাই আজকে আমি আলোচনা করব সেরা ৫টি বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট সম্পর্কে। জানাবো তাদের আর্টিকেল লেখার নিয়ম, আর্টিকেলের টপিক, আয়ের উপায় সমূহ, শর্তবলী এবং পেমেন্ট মেথড সম্পর্কে।
একটা সময় ছিল যখন শুধু ইংরেজীতে আর্টিকেল লিখতে হতো। কারন তখন বাংলা আর্টিকলে লেখে আয় করার তেমন কোন মাধ্যম ছিল না এবং বাংলা আর্টিকেল লেখা তেমন প্রচলিত ছিল না। তবে বর্তমানে বাংলা আর্টিকেল লিখে আয় করা যায়। দিন দিন বাংলা ব্লগ সাইট বেড়ে যাওয়ায় বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট এবং লেখার পরিধি বৃদ্ধি পাচ্ছে। এখন বেশ কিছু বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট তৈরি হয়েছে, যেখানে আপনার পেমেন্ট বিকাশে নিতে পারবেন। নিম্নে সেরা ৫টি বাংলা আর্টিকেল লিখে আয় করার ওয়েবসাইটের নাম দেওয়া হলো।
টেকটিউনস হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক। টেকটিউনসের চেয়ে বড় ব্লগ সাইট বাংলায় বর্তমানে সম্ভবত একটিও নেই। তাদের মাসিক ভিজিটর সংখ্যা ১ কোটিরও বেশি। এই সাইটটিতে বাংলার বিভিন্ন প্রান্ত হতে লেখকগণ তাদের লেখা পাবলিশ করে আসছে। বাংলায় আর্টিকেল লিখে আয় করার সবচেয়ে ভালো সাইট বলা যায় টেকটিউনসকে। তাই আপনার যদি লিখে আয় করার ইচ্ছা থাকে, তবে টেকটিউনসে লিখতে পারেন।
টেকটিউনসে অরিজিনাল, রিচ ও হাই কোয়ালিটি কন্টেন্ট লিখে টেকটিউনস থেকে ‘ইনকাম’ করা যায়। টেকটিউনস থেকে ইনকাম ‘টেকটিউনস ক্যাশ’ হিসেবে আপনার টেকটিউনস অ্যাকাউন্টে জমা হয়। টেকটিউনস ক্যাশ অর্থ সরাসরি টাকা। ‘টেকটিউনস ক্যাশ’ সরাসরি পে-আউট হয় আপনার বিকাশ, রকেট, নগদ, ব্যাংক অ্যাকাউন্টে। টেকটিউনস থেকে ইনকাম শুরু করতে টেকটিউনস ট্রাস্টেড টিউনার হতে হয়।
ট্রাসটেড টিউনার হিসেবে সকল আয় ‘টেকটিউনস ক্যাশ’ হিসেবে আর্ন ও পে-আউট হয়। ‘টেকটিউনস ক্যাশ’ এর সকল আর্ন ও পে-আউট History আপনার টিউনার প্রোফাইল এর Techtunes Cash থেকে লাইভ দেখা যায়।
টেকটিউনস ট্রাসটেড টিউনাররা প্রতি মাসে গড়ে ২০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট পেআউট করে থাকে। নিয়মিত টিউন প্রকাশের সাথে সাথে এবং ইউজার এনগেজিং বৃদ্ধির সাথে সাথে আপনার আয়ও বাড়তে থাকে। আপনার প্রতি মাসের আয় নির্ভর করে আপনি কত বেশি পরিশ্রম, মেধা, অরিজিনাল, কোয়ালিটি পূর্ণ ও এনজেগিং কন্টেন্ট তৈরি করতে পারেন তাঁর উপর। টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে আপনি আনলিমিড Money ইনকাম করতে পারবেন। কোন লিমিট নেই। তবে সেজন্য আপনাকে নিয়মিত ইউনিক, অরিজিনাল, হাই-কোয়ালিটি ও এনজেগিং কন্টেন্ট তৈরিতে পারদর্শি হতে হয়।
টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে প্রতি টিউন ৪০০ শব্দের উপরে হতে হয়। ৪০০ শব্দের নিচের কোন টিউন ট্রাসটেড টিউন হিসেবে বিবেচনা করা হয় না।
টেকটিউনসে সম্পূর্ণ কপি-পেষ্ট মুক্ত ইউনিক আর্টিকেল লিখতে হয়। কপি-পেষ্ট করে আর্টিকেল লিখলে সে আর্টিকেল ডিলিট হয়।
আপনার প্রতিটি টিউন স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী হতে হয়। স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী নয় এমন টিউন ট্রাসটেড টিউনার হিসেবে বিবেচিত হয় না।
পূর্বেই বলেছি টেকটিউনস একটি সৌশল নেটওয়ার্ক। টেকটিউনস যেহেতু একটি প্রযুক্তি, বিজ্ঞান, টেকনিক্যাল, কারিগরি সৌশল নেটওয়ার্ক তাই টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টিউন প্রকাশ করতে টিউনের 'টিউন টপিক' অবশ্যই প্রযুক্তি, বিজ্ঞান, টেকনিক্যাল, কারিগরি সম্পর্কিত হতে হয়। সেই সাথে টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে যে কোন টিউন টপিক নিয়ে টিউন প্রকাশ করা যায় না।
বিস্তারিত দেখুন টেকটিউনস ট্রাস্টেড টিউনার হওয়ার গাইডলাইনে।
টেকটিউনসে আপনি টিউনার আর্টিকেল শেয়ার করার পাশাপাশি ভিডিও আপলোড করে ‘ভিডিও টিউন’, অডিও আপলোড করে ‘অডিও টিউন’, লিংক শেয়ার করে ‘লিংক টিউন’, স্ট্যাটাস আপলোড করে স্ট্যাটস টিউন ও ফটো শেয়ার করে ‘ফটো টিউন’ প্রকাশ করতে পারবেন।
আর্টিকেল লিখে আয় করার পাশাপাশি আপনি আপনার নিজের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটও প্রমোট করার সুযোগ পাবেন। নিজের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটও প্রমোট করার জন্য আপনার প্রকাশিত আর্টিকেল কন্টেন্ট মার্কেটিং এর আওতায় থাকতে হবে এবং টেকটিউনস এর নির্দিষ্ট গাইলাইন মেনে করতে হয়। তবে নিজের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইট প্রমোট করার আর্টিকেল এর জন্য কোন পেমেন্ট করা হয় না।
তবে শুধু মাত্র আর্টিকেল লিখে টেকটিউনস থেকে ইনকাম করা যায়। কোন প্রকার ভিডিও টিউন, অডিও টিউন, লিংক টিউন ট্রাসটেড, স্ট্যাটস টিউন, ফটো টিউন ট্রাস্টেড টিউন হিসেবে গণ্য হয় না।
টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টিউন প্রকাশ করার ক্ষেত্রে আপনার টিউন হতে হয় অবশ্যই বাংলা ভাষায় ও অবশ্যই প্রযুক্তি, বিজ্ঞান, টেকনিক্যাল, কারিগরি সম্পর্কিত। এছাড়া টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টিউন প্রকাশ করার ক্ষেত্রে আপনার টিউন হতে হয়
কন্টেন্ট ম্যটেরিয়াল = কন্টেন্টের যুক্ত করা ছবি, ফটো, ইমেইজ, স্ক্রিনসট, ভিডিও, গ্রাফ, ইনফোগ্রাফিক্স ও এম্বেডেবল অবজেক্ট
তবে টেকটিউনসে আর্টিকেল লেখার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে টেকটিউনসের রয়েছে ডেডিকেটেক্ট কন্টেন্ট টিম। আপনি টেকটিউনস ট্রাস্টেড টিউনার হলে টেকটিউনসের ডেডিকেটেক্ট কন্টেন্ট টিম আপনার টিউনের মান ও অনন্যা বিষয়ের জন্য আপনাকে প্রতিনিয়ত প্রয়োজনীয় গাইডলাইন প্রদান করবে।
টেকটিউনসে আর্টিকেল লেখার আরও একটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে টেকটিউনসের রয়েছে ডেডিকেটেক্ট সাপোর্ট টিম। টেকটিউনসের ডেডিকেটেক্ট সাপোর্ট টিম টেকটিউনস ডেস্ক এর মাধ্যমে আপনার যে কোন সমস্যা ও সাহায্যের জন্য প্রতিনিয়ত সাপোর্ট পাবেন। আপনার টেকটিউনস সংক্রান্ত সমস্যা ও সাহায্যের জন্য টেকটিউনস ডেস্ক এ Ask করলে। 'টেকটিউনস Site Ops' টিম অফিসিয়াল সাপোর্ট প্রদান করে।
টেকটিউনসে আপনি আর্টিকেল প্রতি ১০০ থেকে সর্বোচ্চ ৩০০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন এবং এই টাকা আপনি বিকাশ, রকেট, নগদ, ব্যাংক অ্যাকাউন্টে মাধ্যমে নিতে পারবেন। তবে, প্রথম আর্টিকেল থেকে এই টাকা পাবেন না। টেকটিউনস থেকে আয় করার জন্য আপনাকে টেকটিউনস ট্রাস্টেড টিউনার হতে হবে।
টেকটিউনসের ট্রার্মস এন্ড কন্ডিশন মেনে ১০ টা আর্টিকেল পাবলিশ হতে হবে। এই ১০ টা আর্টিকেলের জন্য প্রাথমিকভাবে টাকা পাবেন না, তবে একাউন্টে জেমস জমা হবে। ১০ টা আর্টিকেল পাবলিশ করার পর আপনাকে ট্রাস্টেড ব্যাজ পাওয়ার জন্য আবেদন করতে হবে।
আবেদন এপ্রুভ হলে আপনার পরবর্তী আর্টিকেল গুলোর জন্য টাকা সরাসরি একাউন্টে জমা হবে।
বিস্তারিত দেখুন টেকটিউনস ট্রাস্টেড টিউনার হওয়ার গাইডলাইনে।
অফিসিয়াল ওয়েবসাইট @ টেকটিউনস
রোর বাংলা হলো দক্ষিণ এশিয়ার একটি বহুভাষী মিডিয়া প্লাটফর্ম। দেশ ও মানুষের গুরুত্বপূর্ণ ও আলোচিত নানা বিষয় নিয়ে চমকপ্রদ সব কন্টেন্টের সমাগম এই সাইটটিতে। রোর বাংলা বেশ সমৃদ্ধ একটি ওয়েবসাইট। তাই এখানে কন্টেন্ট রাইটিং করে নিজের নামের সাথে কন্টেন্ট রাইটার হিসেবে পরিচিয় দিতেও বেশে ভালো লাগবে।
রোর বাংলায় আপনি ইতিহাস, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি, আকর্ষণীয় স্থানীয় এবং আন্তর্জাতিক ঘটনা, জীবনধারা, পপ সংস্কৃতি, ভ্রমণ, বিশেষজ্ঞ মতামত এবং আরও অনেক কিছু সম্পর্কে লিখতে পারবেন।
রোর বাংলায় প্রকাশিত সকল লেখার জন্য সম্মানী নির্ধারণ করবে রোর বাংলা সম্পাদনা পর্ষদ। লেখার গুণগত মান লেখকের নিয়মিত কাজ ও পাঠকপ্রিয়তা বিবেচনা করে সম্মানী নির্ধারিত হবে এবং সম্পাদনা পর্ষদ লেখকের সাথে যোগাযোগ করে এই বিষয়ে জানিয়ে দেবেন।
যেহেতু, বেশ বড় সাইট এবং বিগত ৫ বছর যাবৎ অনলাইনে আছে, সুতরাং আপনার কন্টেন্ট রাইটিং স্কিল ভালো হলে বেশ ভালো সম্মানী আশা করতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ রোর বাংলা
গ্রাথোর বর্তমানে বাংলায় লিখে আয় করার মতো সাইটগুলোর মধ্যে গ্রাথোর দ্রুত অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। গ্রাথোর বর্তমানে বাংলা লিখে আয় করার সাইটের মধ্যে শীর্ষের দিকেই অবস্থান করছে। গ্রাথোর এ আপনার আর্টিকেলের মান অনুযায়ী টাকা দিয়ে থাকে।
আর্টিকেল কপি না হলেই আপনি মিনিমাম এমাউন্ট লেখার মূল্য পাবেন। প্রতিটি আর্টিকেল অবশ্যই স্বর্বনিম্ন ৩৫০ শব্দের হতে হবে। এখানে আর্টিকেল লেখা ছাড়াও আরো বিভিন্ন উপায়ে টাকা আয় করতে পারবেন।
গ্রাথোরেও আপনি টেকটিউনসের মতো প্রায় সব ধরনের আর্টিকেল লিখতে পারেন। ওয়েবসাইটটির কিছু মেইন টপিক:
গ্রাথোরে প্রতি আর্টিকেলের জন্য আপনি ১০ থেকে ৫০ টাকা আয় করতে পারবেন। তবে ভিআইপি মেম্বার হলে ১০ থেকে ১০০ টাকা পাওয়া যাবে। এছাড়া প্রতিদিন ভিজিট করার জন্য, আর্টিকেল পড়ে, শেয়ার করে, টিউমেন্ট করে, বিভিন্ন টাস্ক পূরণ করে আয় করতে পারবেন।
আপনার লেখা আর্টিকেল কোন ভিজিটরস ভিউ করলেও আপনার একাউন্টে টাকা যোগ হবে। তাছাড়া আপনার বন্ধুদের রেফার করেও গ্রাথোর থেকে টাকা আয় করতে পারবেন।
১. আর্টিকেল অবশ্যই প্যারা প্যারা করে লিখতে হবে। আর্টিকেল ৩৫০ শব্দের নিচে হলে এপ্রুভ করা হবেনা। ছোট আর্টিকেল এপ্রুভ হলেও তার বিনিময়ে কোন টাকা দেওয়া হবে না কিন্তু সেই টাকা না পাওয়া আর্টিকেল যদি 1000 ভিউ হয় সে ক্ষেত্রে টিউন ভিউ বোনাস পাবেন।
২. গ্রাথোর কর্তৃপক্ষ চাইলেই যেকোনো আর্টিকেল এপ্রুভ না করে ডিলিট করে দিতে পারে যদি লাভজনক মনে না করে (এপ্রুভ করলেও কোন প্রকার টাকা দেওয়া হবে না। ) কিন্তু সেই টাকা না পাওয়া আর্টিকেল যদি 1000 ভিউ হয় সে ক্ষেত্রে আর্টিকেল ভিউ বোনাস পাবেন।
২. ৫% এর উপরে কোনো ওয়েবসাইট থেকে হুবুহু কপি করলে অথবা দেখে দেখে লিখলে- সেই আর্টিকেল যদি এপ্রুভ করা হয় তাহলে কোন প্রকার টাকা দেওয়া হবে না এমনকি বিনা নোটিশে টিউন ডিলিট করাও হতে পারে।
৩. সরাসরি গুগল/ফেসবুক/ব্লগ থেকে ডাউনলোড করে আপলোড করা যাবেনা কিছুটা হলেও এডিট করে আপলোড দিতে হবে। ছবি সাইজ সর্বনিম্ন Width 500 x 300px হতে হবে। ছবি অবশ্যই আয়তাকার হতে হবে। মনে রাখবেন ছবির জন্য আপনার কষ্টের লেখা আর্টিকেল এপ্রুভ না করে ডিলিট করা হতে পারে।
টাকা উঠানোর জন্য ফ্রি একাউন্টে এক হাজার টাকা থাকতে হবে এবং ভিআইপি সদস্যদের জন্য ৮০০ টাকা থাকলেই পেমেন্ট নিতে পারবেন।
বিকাশ, রকেট এবং ব্যাংক একাউন্ট।
অফিসিয়াল ওয়েবসাইট @ গ্রাথোর
জে আইটি বাংলাদেশের আরেকটি জনপ্রিয় টেক ব্লগ। আর্টিকেল কপি না হলে আপনি মিনিমাম এমাউন্ট লেখার মূল্য পাবেন। প্রতিটি আর্টিকেলে অবশ্যই স্বর্বনিম্ন ৫০০ শব্দের হতে হবে। এখানে আর্টিকেল লিখে আয় করার জন্য লেখালেখির অভিজ্ঞতা থাকতে হবে।
জে আইটিতে আপনি অনলাইন ইনকাম, ব্লগিং এন্ড ওয়েবসাইট, ইউটিউব, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এস.ই.ও, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, অনলাইন ব্যবসা, ই-কমার্স, কম্পিউটার ও মোবাইল, সফটওয়্যার, অ্যান্ড্রয়েড এপ, গেমস, বিট কয়েন, ক্রিপ্রোকারেন্সি, অনলাইন ট্রেডিং, টেকনোলজি, নেটওয়ার্ক, ইন্টারনেট অফার, সিম কার্ড অফার,
সাইবার নিরাপত্তা, ডাটা রিকভারী, ব্যাংকিং, মাস্টার কার্ড, ভিসা কার্ড, ডেবিট ক্রেডিট ও একাউন্স, লোন বা ডোনেশন, ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স, বীমা /ইন্সুরেন্স, আইন, মর্গেজ, নোটারী, ভিডিও কল, ম্যাসেজিং, চ্যাটিং, কল কনফারেন্স, অনলাইন পড়াশুনা, বিদেশে উচ্চ শিক্ষা, অনলাইন ক্লাস, সাইন্স ও সাকসেস স্টোরি ইত্যাদি টপিকের উপর লিখতে পারবেন।
জে আইটিতে আপনি আর্টিকেলটি প্রতি 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত টাকা পাবেন। আপনার লেখা আর্টিকেল কোন ভিজিটরস ভিউ করলেও টাকা পাবেন। প্রতি ১০০০ ইউনিক ভিউ এর জন্য ৫০০ টাকা পাবেন।
তাছাড়া আপনার বন্ধুদের রেফার করেও জে আইটি থেকে টাকা আয় করতে পারবেন।
১. আর্টিকেল 100% ইউনিক হতে হবে। কোন ধরনের কপিরাইট আর্টিকেল প্রকাশ করা হবে না।
২. আর্টিকেল কমপক্ষে 500 ওয়ার্ড এর হতে হবে।
৩. একটি ইউনিক ফিচার ইমেজ যুক্ত করতে হবে।
৫. বাংলা ভাষায় লিখতে হবে।
একাউন্টে নুন্যতম ৩০ টাকা থাকলেই মোবাইল রিচার্জ নিতে পারবেন। আর ১০০ টাকা থাকলে বিকাশ, নগদ, রকেট এবং শিউর ক্যাশের মাধ্যেমে টাকা নিতে পারবেন। পেটিএম থেকে টাকা নেওয়ার জন্য নুন্যতম ৫০০ টাকা থাকতে হবে।
মোবাইল রিচার্জ, বিকাশ, রকেট, নগদ, শিউরক্যাশ ও পেটিএম।
অফিসিয়াল ওয়েবসাইট @ জেআইটি
গেট পেইড বাংলা হলো বাংলা আর্টিকেল লেখে আয়ের ওয়েবসাইটগুলোর মধ্যে অন্যতম। এখানে আর্টিকেল লিখতে আপনার কোনো প্রাসঙ্গিক অভিজ্ঞতা বা কোনো বিশেষ যোগ্যতা থাকতে হবে না। শুধুমাত্র কপিরাইটমুক্ত চমৎকার আর্টিকেল লিখতে পারলেই হবে।
গেট পেইড বাংলায় আপনি লাইফস্টাইল, বিজনেস, খেলা, প্রযুক্তি, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে আর্টিকেল লিখতে পারবেন।
আপনি প্রকাশিত প্রতিটি নিবন্ধের জন্য রাজস্ব উপার্জন করবেন। এই সাইটে আর্টিকেলে প্রতি একহাজার ভিউসের জন্য ৫০০ টাকা পাবেন।
এছাড়াও আপনি আপনার বন্ধুদের রেফার করেও টাকা আয় করতে পারবেন।
একাউন্টে নুন্যতম ২০ টাকা থাকলেই মোবাইল রিচার্জ নিতে পারবেন। আর ১০০ টাকা থাকলে বিকাশ এবং নগদের মাধ্যেমে টাকা নিতে পারবেন। পেটিএম থেকে টাকা নেওয়ার জন্য নুন্যতম ২০০ টাকা থাকতে হবে।
মোবাইল রিচার্জ, বিকাশ, নগদ ও পেটিএম।
অফিসিয়াল ওয়েবসাইট @ গেট পেইড বাংলা
উপরে আমি আপনাদের সেরা ৫টি বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট সম্পর্কে ধারনা দিলাম মাত্র, এগুলো ছাড়াও আরো অনেক বাংলা আর্টিকেলে লিখার সাইট আছে। তবে যেই সাইটও হোক না কেন আগে নিজে একটু বাচ-বিচার করে নিবেন। উপরে বর্ণিত প্রত্যেকটি বাংলা কন্টেন্ট রাইটিং ওয়েবসাইট আর্টিকেল লেখার জন্য বিকাশে পেমেন্ট করে থাকে।
প্রথম প্রথম পেমেন্ট নিয়ে চিন্তা করার দরকার নেই, বরং আপনি এই সমস্ত সাইটে লিখে আপনার কন্টেন্ট রাইটিং স্কিলটিকে ভালোভাবে ডেভলপ করে নিন।
যখন আপনি লেখায় অভিজ্ঞ হয়ে উঠবেন, তখন আপনি নিজেও একটি ব্লগ সাইট খুলে ফেলতে পারেন, যেখানে স্বাধীনভাবে ইংরেজি বা বাংলা আর্টিকেল লিখে আনলিমিটেড আয় করতে পারবেন। আমার এই পোস্টটি এতক্ষণ পড়ার জন্য ধন্যবাদ। টিউমেন্ট করে জানান কোন সাইটটি আপনি পছন্দ করেছেন আর্টিকেল লিখে আয় করার। পরবর্তী আর্টিকেল এই সম্পর্কে আরো কিছু লিখব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আমি মোহাম্মদ হাবিব উল্লাহ। শিক্ষার্থী, ইস্টার্ণ রিফাইনারী মডেল হাই স্কুল, চট্টগ্রাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Assalamu Alaikum everyone, I am Mohammad Habib Ullah, a lifelong learner. I'm not particularly eager to brag about myself. Because I believe that if my work and skills do not speak for me, then I have nothing to say for myself.
খুব ভালো লাগলো উপকারী আর্টিকেল পড়ে। ধন্যবাদ।