প্রযুক্তি পাল্টে দিয়েছে আমাদের জীবনকে

সেই আদিম যুগ থেকে হিসাব করলে দেখা যায় প্রযুক্তি কিভাবে দিনের পর দিন শিক্ষা ব্যবস্থায় উন্নতি বর্ধন করেছে। একটা সময় ছিল গুহা মানবরা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য ব্যবহার করতে বিভিন্ন সাংকেতিক চিহ্ন। কিছুকাল পরে এই অবস্থার উন্নতি হয়। মানুষ নতুন কৌশল শেখে। আবিষ্কার হয় ভাষার। সৃষ্টি হয় শিক্ষা ব্যবস্থার। এরপর থেকে মানুষ ভাষা বিষয়ে শিক্ষা নিয়ে নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করতে শেখায়। এভাবে দিনবদলের যাত্রা শুরু হয়। একের পর এক নতুন নতুন কৌশল আবিষ্কৃত হয়। যেকোনো অবলম্বন করে বেঁচে থাকা অনেক সহজ ও আরামদায়ক হয়। একজন যা জানে সে তার জ্ঞানকে অন্য জনের মাঝে ছড়িয়ে দেয়া শুরু করে। এভাবে একজন থেকে আরেকজনে জ্ঞান বিতরণের প্রক্রিয়া শুরু হয় শিক্ষাব্যবস্থা। তখনকার যুগে যেরকম বেঁচে থাকার তাগিদে মানুষ শিক্ষা গ্রহণ করত এখনকার জীবনযাপন কিন্তু ভিন্ন। কারণ প্রযুক্তির উন্নয়নে নতুন নতুন আবিষ্কৃত যন্ত্রপাতি মানুষের জীবনকে অনেকটা সহজ করে দিয়েছে। তাই এখনকার মানুষকে আদিম কালের মানুষের মত কঠিন সংগ্রাম করে প্রকৃতিতে টিকে থাকার মত কঠিন শিক্ষা নেয়ার প্রয়োজন হয় না। এখন যেমন দিন পাল্টেছে তেমনি শিক্ষাব্যবস্থা এসেছে পরিবর্তন। মানুষ এখন কেতাবি শিক্ষায় শিক্ষিত হচ্ছে। উন্নত জীবন যাত্রাকে আরো উন্নয়নের পথে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেই তাগিদে শিক্ষা গ্রহণ করছে।

Level 1

আমি সুমাইয়া আমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস