অ্যাপল কত বড়? কত প্রতিষ্ঠানের মালিক অ্যাপল?

বর্তমান বিশ্বে আইফোন এর নাম শুনে নাই এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। আর এই আইফোন এর নির্মাতা অ্যাপল বাজারমূল্যের দিক দিয়ে বিশ্বে সবচেয়ে বড় কম্পানি। এটি মূলত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান যা বিভিন্ন ইলেক্ট্রনিক্স, কম্পিউটার সফটওয়্যার এবং ইন্টারনেট ভিত্তিক পরিসেবাগুলোর নকশা, উন্নয়ন ও বিক্রি করে থাকে। তাহলে চলুন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন ও টেবলেট নির্মাতা প্রতিষ্ঠান বিস্তৃতি সম্পর্কেজেনে নেই।

1.অ্যাপলের বর্তমান বাজার মূল্য কত ?

করোনা মহামারির মধ্যে সৌদি তেল কম্পানি আরামকোকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামি কম্পানির খেতাব অর্জন করেছে অ্যাপল। ২০১৮ সালে এক ট্রিলিয়ন ডলারের মাইলফলক অর্জনের মাত্র দুই বছরের মাথায় ২০২০ সালে এসে বিশ্বের প্রথম দুই ট্রিলিয়ন ডলারেরও বেশি মূল্যের কম্পানি হওয়ার রেকর্ড করে। বিশ্বের শীর্ষ ১০ ধনীর সকল সম্পদের বাজারমূল্য ১.৯৯ ট্রিলিয়ন ডলার যেখানে অ্যাপলের বাজারমূল্য ২.২ ট্রিলিয়ন ডলার।

2.কতটি দেশে অ্যাপল কার্যক্রম পরিচালনা করে ?

২০২১ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী ১৪৭০০০ কর্মী নিয়ে ২৫টি দেশে ৫১১টি স্টোর এর মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জার্মানি, ফ্রান্স, ইতালি, তুরস্ক, জাপান, চীন, কানাডা, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, স্পেন, তাইওয়ান, থাইল্যান্ড, বেলজিয়ামসহ বিশ্বের প্রথম সারির দেশগুলো থেকে অ্যাপল বিশ্বজুড়ে তার সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

3.কম্পানিটি কতটি প্রতিষ্ঠানের মালিক ?

গত ছয় বছরে প্রায় ১০০ এর কাছাকাছি প্রতিষ্ঠান ক্রয় করেছে অ্যাপল। মে ২০১৮ এর গোঁড়ার দিকে অ্যাপলের সিইও টিম কুক বলেন, এসময়ে অ্যাপল প্রতি ২থেকে ৩সপ্তাহে ১টি করে প্রতিষ্ঠান ক্রয় করে এবং এসব প্রতিষ্ঠানের যন্ত্রাংশ আইফোন ও অন্যান্য অ্যাপলের প্রোডাক্টে ব্যবহার করা হয়। কম্পানিটির সবচেয়ে বড় ক্রয় ছিল বিটস ইলেক্ট্রনিকস। এর জন্য খরচ করতে হয় ৩বিলিয়ন ডলার। এছাড়াও মিউজিক এন্ড ইমেজ রিকোগ্নেশন কম্পানি Shazamএবং হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার প্লাটফর্ম NeXTকে যথাক্রমে ৪০০ মলিয়ন ডলারে ক্রয় করে নেয় অ্যাপল।

4.সবচেয়ে বেশি আয় করা প্রোডাক্ট কোনটি ?

প্রধান নির্বাহির সাথে মতবিরোধের কারণে ১৯৮৫ সালে কম্পানি থেকে বের করে দেয়া হয় অ্যাপলের প্রতিষ্ঠাতা সদস্য স্টিব জবসকে। এরপর দেউলিয়াত্তের মুখে থাকা অ্যাপলে ফিরে আসেন জবস। তিনই এসেই স্মার্টফোনের দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করে নিয়ে আসেন আইফোন। এতেই কম্পনির শেয়ারের দাম বারে ১১০০ ভাগ পর্যন্ত। ২০২০ আর্থবছরে তৃতীয় প্রান্তিক পর্যন্ত আইফোন ছিল অ্যাপলের সামগ্রিক আয়ের ৪৪.২৬ শতাংশ, যা কিনা কম্পানির বৃহত্তম শেয়ার।

5.অ্যাপল কি কোন দেশ থেকেও বেশি ধনী ?

অ্যাপলের ২ট্রিলিয়ন ডলারের মাইলফলকে আঘাত করার অর্থ অ্যাপল বর্তমানে জিডিপির দিক থেকে ইতালি (জিডিপি-২.১ট্রিলিয়ন), ব্রাজিল(জিডিপি- ১.৪ট্রিলিয়ন)এবং কানাডার(জিডিপি-১.৮ট্রিলিয়ন) চেয়ে সমৃদ্ধ। যদি অ্যাপল একটি দেশ হয়, তাহলে এটি হবে বিশ্বের ৮ম বৃহত্তম অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ।

6.অ্যাপলের মালিক কে ?

অ্যাপলের প্রায় ৪০% এর বেশি মালিক স্বতন্ত্র বিনিয়োগকারীরা। বোর্ড চেয়ারম্যান লেভিনসন আনুমানিক অর্ধ বিলিয়ন ডলারের শেয়ার সহ, বৃহত্তম হোল্ডার। সিইও টিম কুক এবং সিওও জেফ উইলিয়ামস যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন। এই প্রতিষ্ঠানে কারো এককভাবে আধিপত্য নেই। তাই এই প্রতিষ্ঠানে বিল গেটস কিংবা ইলন মাস্কের মতো কোন ধনী ব্যক্তি নেই।

Level 2

আমি মোঃশামীম হোসাইন। , dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস