আশাকরি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অসম্ভব সুন্দর একটি টিউন। বিকাশে স্বল্প সময়ে তিনটি কুইজ প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিন 200 টাকা। এজন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে বিকাশের ওয়েবপেজে।
এর পর বিজ্ঞাপণ কেটে দিয়ে কুইজ এর সাইটে প্রবেশ করবেন।
আরো জানুন এ ক্লিক করুন
ক্লিক করুন link এ-
ফোন নাম্বার দেন।
এবং কুইজ এর বারবার এক উত্তর দিন যেমন বারবার ৩ টি প্রশ্নের উত্তর a, , এভাবে ১৫ বার খেলুন। আবার ৩ টি প্রশ্নের b উত্তর ১৫ বার দিন। এভাবে c ওd ১৫ বার করে খেলুন। যতক্ষন না তিনটা প্রশ্নেরই সঠিক উত্তর দেখাচ্ছে। সঠিক উত্তর হওয়ার সাথেই বিকাশ app এ নিয়ে গিয়ে লেনদেন করুন। আশাকরি ১০ -২০ মিনিট এর মধ্যেই আপনারা সফল হবেন।
কুইজ খেলার আগের দিন একটি লেনদেন থাকতে হবে অবশ্যই। বিকাশ ওয়েব সাইটে শর্তাবলি পরে নিবেন অবশ্যই। আপনাকে খেয়াল রাখতে হবে কুইজ এর উত্তর টা যেন ১থেকে ৫ সেকেন্ডের মধ্যেই হয়। এক্ষেত্রে uc browser ব্যবহার করলে ভালো হয়। কারন এটা একটু ফাস্ট।
আজকের টিউন এই পর্যন্তই। বুঝতে অসুবিধা হলে টিউমেন্ট করতে ভুলবেন না। কাজ হলে জোসস দিবেন অবশ্যই। এ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।
আমি মো তানজিন প্রধান। ২য় বর্ষ, বগুড়া আজিজুল হক কলেজ, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।
কখনো কখনো হারিয়ে যাই চিন্তার আসরে, কখনোবা ভালোবাসি শিখতে, কখনোবা ভালোবাসি শিখাতে, হয়তো চিন্তাগুলো একদিন হারিয়ে যাবে ব্যাস্ততার ভীরে। তারপর ব্যাস্ততার ঘোর নিয়েই একদিন চলে যাব কবরে।
প্রিয় ট্রাসটেড টিউনার,
আপনার টিউনটিতে ভুল রয়েছে।
কারণ:
আপনাকে এসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেট – Type89 গাইডলাইন অনুযায়ী টিউন থাম্বনেইল তৈরি ও সেট করা হয়নি।
করণীয়:
আপনাকে এসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেট – Type89 গাইডলাইন অনুযায়ী টিউনের টিউন থাম্বনেইল তৈরি ও সেট করুন।
উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।
খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।