টি – শার্টে এসি! প্রবল গরমে বাসে-ট্রেনেও AC পরে ঘোরা সম্ভব!

প্রবল গরমে বাসে কিংবা ট্রেনে ভিড়ের মধ্যে নাজেহাল অবস্থা?
কথায় কথায় অনেকেই বলে থাকেন, সঙ্গে একটা এসি থাকলে ভালো হত। বাড়িতে এসি, আফিসে এসি, তাই বাইরে বেরলেই পুড়ে যাওয়ার মত পরিস্থিতি। তাই, এবার সেই সমস্যার সমাধানেও চলে আসছে সনির তৈরি নতুন প্রযুক্তির এসি।
ভিডিও রিভিও দেখতে চাইলে ইউটিউব এ গিয়ে সার্চ করুন EEE INFO BD.

তীব্র গরমের হাত থেকে বাঁচতে এবার পরতে পারবেন সনি’র তৈরি ওয়্যারেবল বা তার বিহীন এসি।
রিওন পকেট নামের ডিভাইসটি ঠাণ্ডা ও গরম বাতাস ছাড়ে। ছোট্ট এই এসির ওজন স্মার্টফোনের চেয়েও কম। এবং যেকোনো স্মার্টফোনের মাধ্যমে এই ডিভাইসটি নিয়ন্ত্রণ করা যাবে।

বিশেষ ধরনের টিশার্ট পরলেই কেবল মাত্র এই এসিটি ব্যবহার করা যাবে। এই টি-শার্টে এসি পেছনের দিকে ঘাড়ের কাছে চারকোণা ছিদ্র যুক্ত একটি পকেট আছে। সেই পকেটে এসিটি বসানো যাবে। এর উপর বাইরের কাপড় পরতে হবে।

স্মল, মিডিয়াম, লার্জ, সব সাইজেই পাওয়া যাবে এই টি শার্ট। ঘাড়ের কাছে থাকবে একটি পকেট। তার মধ্যে ঢুকিয়ে নেওয়া যাবে এই এসি।
নতুন পজুক্তির এই এসিতির তাপমাত্রা বাড়ানো কমানো যাবে স্মার্টফোনের মাধ্যমে। তা ছাড়া, স্বয়ংক্রিয়ভাবে সঠিক তাপমাত্রা সেট করার প্রযুক্তিও আছে এতে।

এই এসি ওয়াটারপ্রুফ নয়, তবে ঘাম কিংবা জলের ফৌঁটা লাগলে তা নরম এক ধরনের কাপড় দিয়ে মুছে নেওয়া যাবে।
বর্তমানে তাদের অনলাইন স্টোরে ১২০ ডলারে ডিভাইসটি পাওয়া যাচ্ছে। জাপান অ্যামাজনের ওয়েবসাইটে বিক্রি হচ্ছে ১৬০ ডলারে। আলাদা করে হোল্ডারসহ বিশেষ টি শার্ট কিনতে খরচ হবে আরও ২০ ডলার।
আপাতত এই এসি শুধু জাপানেই পাওয়া যাচ্ছে। পরবর্তীতে বিশ্বের সব বাজারে এটি ছাড়তে পারে সনি কর্তৃপক্ষ।

ভিডিও রিভিও দেখতে পারেন!

Level 1

আমি আবির। Founder, EEE INFO BD বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস